21/02/2025
আমাকে জিগ্যেস করলে হয়তো সব বলতে পারব না!
,,,,,
- যদি বলো জন্ম কী?
আমি বলবো:সৃষ্টি কর্তা এবং শ্রেষট জীবকে ভালোবাসায় ভালো রাখাই জন্ম।
,,,,,
- যদি বলো জিবন শুরু কিভাবে?
আমি বলবো:শেষ হবার আগ পর্যনত তুমি এবং তোমার পরবর্তী জেনারেশন কে সুখে রাখাই শুরু।
,,,,,
- যদি বলো শিক্ষা কী?
আমি বলব: শুধু গুরু, সব শিক্ষা দেবে না কিছু নিজের এবং মানুষের থেকে শিখাই শিক্ষা।
,,,,,
- যদি বলো সঠিক কী?
আমি বলব: যে তোমার ক্ষতি চায় না তাকে আর মনকে জিগ্যেস করো সঠিক পাবে।
,,,,,
- যদি বলো ভালোবাসা কি?
আমি বলব: সবাইকে মন থেকে আদর,স্নেহ,সম্মান করাই ভালোবাসা।
,,,,,
- যদি বলো প্রেম কি?
আমি বলব: কোনো একজনের প্রতি, লাভ ছাড়াই অকুল মিনতি নিয়ে তাকে চাওয়াই প্রেম।
,,,,,
- যদি বলো মায়া কি?
আমি বলব: কারো দুঃখ নিজের সাথে ভাগ করে নেওয়াই মায়া।
,,,,,
- যদি বলো মানুষ কি?
আমি বলব: পুরো!পৃথিবী ভর্তি করেও টাকা দিলে, যে আরো চাইবে সেই মানুষ।
,,,,,
- যদি বলো ধারনা কি?
আমি বলব: পাবনা যেনেও, চাওয়াই ধারণা।
,,,,,
- যদি বলো লোভ কি?
আমি বলব: কোনো কিছু পাওয়াই লোভ।
,,,,,
- যদি বলো পুরুষ কি?
আমি বলব: কষ্ট কে সুখ মনে করাই পুরুষ।
,,,,,
- যদি বলো পৃথিবী কি?
আমি বলব: ২০২৫ এ পোকা->মাকড়ের মারামারিই পৃথিবী।
,,,,,
- যদি বলো সুখ কোথায় পাবো?
আমি বলব: নিজেকে সঠিক রাস্তা নেওয়াই সুখ।
,,,,,
- যদি বলো বেইমান কি?
আমি বলব: যে কথাকে দুইটা ভাগো বিভক্ত করে সেই বেইমান।
,,,,,
- যদি বলো মৃত্যু কি?
আমি বলব: পৃথিবীর কাজই তোমার মৃত্যু।
,,,,,
- যদি বলো শেষ কি?
আমি বলব: শুরু আছে শেষ নেই, তবে ধ্বংসের পরই আসল শুরু যেটা তোমাকে আসল শেষের পরিণতি দেখাবে এটাই শেষ।
( ME )