
04/05/2025
চলে গেছেন সত্যিকারের হিরো..
বাংলাদেশ চলচ্চিত্র ভাই ভাই এ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠীর সম্মানিত সদস্য ডামি ম্যান মোঃ মনির হোসেন, রায়হান রাফির পরিচালনায় রাজশাহীতে "তান্ডব" সিনেমার শুটিংয়ে হার্ট অ্যা*টাক করেন। তারপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানেই মৃ*ত্যু*বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য না তবে আবেদন করলে হয়তো সমিতির সদস্য হওয়ার যোগ্যতা তার ছিলো । তার পরও সে আমাদের চলচ্চিত্র শিল্পী এটি অস্বীকার করার কোনো উপায় নেই। ডামি ম্যান মানে জীবন বাজি রেখে এরা বড় বড় শিল্পীদের সবচেয়ে রি*ক্সি শর্ট দিয়ে প্রতিষ্ঠিত করেন । আল্লাহ তা'আলা তাকে জান্নাতবাসী করুন এবং তার পরিবার-পরিজনকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন ।