04/11/2025
ভারতের ইশারায় ডা. জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। কালবিলম্ব না করে এই অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল না করলে জনতার প্রতিরোধের স্ফুলিঙ্গ জ্বলে উঠবে।
ইন্টারিমকে বলব— সময় থাকতে ভিনদেশের (মার্কিন/ভারত) তাঁবেদারি বন্ধ করুন।