09/08/2025
আমি সত্য সন্ধানী
লেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার
তারিখ ঃ ৯/৮/২০২৫।
এমন কেউ কি আছেন যে বুকে হাতে দিয়ে বলতে পারেন? আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি এবং আবদুল কাদের মোল্লা সাহেব স্বাধীনতা বিরোধী ছিলেন? আমি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সন্তান, আমি বুকে হাত দিয়ে বলছি, কাদের মোল্লা সাহেব ও মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব স্বাধীনতা বিরোধী ছিলেন না। আমি সদরপুর আমিরাবাদ গ্রামে গিয়ে সাক্ষাৎকার নিয়ে জেনেছি, আর মওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এলাকার কমপক্ষে বিশজনের সাক্ষাৎকার নিয়েছি তাঁরা স্পষ্ট বলেছে হুজুর স্বাধীনতা বিরোধী ছিলেন না। আমার মতে এটা জুডিশিয়াল হত্যা, সৃষ্টিকর্তা এই জঘন্যতম অপরাধ থেকে কাউকে রেহাই দেবেন না । একথা আমি চা বিক্রেতা গোলাম মওলা শিকদার, দৃঢ় চিত্তে জনতার নিকট বলছি বারবার।