The Write Realm

The Write Realm Welcome to Write Realm, where our motto is simple: "Each word brings out the truth." Golam Mowla Sikder whatsupp 01718527806.

Join us as we uncover authentic stories from around the world in news, sports, and entertainment.

আমি সত্য সন্ধানী লেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার তারিখ ঃ ৯/৮/২০২৫। এমন কেউ কি আছেন যে বুকে হাতে দিয়ে বলতে পারেন? আল্ল...
09/08/2025

আমি সত্য সন্ধানী
লেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার
তারিখ ঃ ৯/৮/২০২৫।
এমন কেউ কি আছেন যে বুকে হাতে দিয়ে বলতে পারেন? আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি এবং আবদুল কাদের মোল্লা সাহেব স্বাধীনতা বিরোধী ছিলেন? আমি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সন্তান, আমি বুকে হাত দিয়ে বলছি, কাদের মোল্লা সাহেব ও মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব স্বাধীনতা বিরোধী ছিলেন না। আমি সদরপুর আমিরাবাদ গ্রামে গিয়ে সাক্ষাৎকার নিয়ে জেনেছি, আর মওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এলাকার কমপক্ষে বিশজনের সাক্ষাৎকার নিয়েছি তাঁরা স্পষ্ট বলেছে হুজুর স্বাধীনতা বিরোধী ছিলেন না। আমার মতে এটা জুডিশিয়াল হত্যা, সৃষ্টিকর্তা এই জঘন্যতম অপরাধ থেকে কাউকে রেহাই দেবেন না । একথা আমি চা বিক্রেতা গোলাম মওলা শিকদার, দৃঢ় চিত্তে জনতার নিকট বলছি বারবার।

আমি পথহারা পথিক লেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার তারিখ ঃ ৮/৮/২০২৫। আমি পথিক, যাত্রাপথে পথহারা, আমি সম্বলহীন দিশেহারা, ...
08/08/2025

আমি পথহারা পথিক
লেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার
তারিখ ঃ ৮/৮/২০২৫।
আমি পথিক, যাত্রাপথে পথহারা, আমি সম্বলহীন দিশেহারা, আমার শূন্য ঝুড়ি, যৌবনে সততার পুঁজি ফেলেছি তুচ্ছ করি। আমার আমার করছি আমি, যাবার পথে দেখিছি নেই কানাকড়ি, কোথায় আমার আসল বাড়ি? জানতে আমি নাহি পারি, তবুও ছলচাতুরী করে করছি জমিজমা বাড়ি গাড়ি। অসার দেহ পড়ে থাকবে আমার আমি যাবে ছাড়ি। কেন করছো ছলচাতুরী? কেন করছো আমার আমি? সময় হলে তোমার তুমি যাবে ছাড়ি। সত্য বল সৎপথে চল সৎ উপার্জন কর, সততাই সঙ্গী হবে, সবকিছুই পড়ে রবে।

একঝলকলেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার তারিখ ঃ ৭/৮/২০২৫। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান এবং আপনার স্ত্রী...
06/08/2025

একঝলক
লেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার
তারিখ ঃ ৭/৮/২০২৫।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান এবং আপনার স্ত্রী কন্যাকে সবিনয়ে বলছি, বাংলাদেশ তাকিয়ে আছে আপনাদের দিকে, গনতন্ত্র সুশাসন দুর্নীতি মুক্ত দেশ পাবার আশায়। আপনাদের প্রতি জাতি আস্থাশীল, তবে লোভী প্রতারক দুর্নীতিবাজ নেতাকর্মী কঠিন হাতে দামন ও প্রশাসনকে দুর্নীতি মুক্ত করতে হবে। সবার আগে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি মুক্ত করতে হবে। আরও একটি কথা স্বজনদের দূরে রাখতে হবে, আশাকরি তবেই বাংলাদেশ একটি সুখী সুন্দর সমৃদ্ধি ও সম্প্রীতির বাংলাদেশ হবে। আমার লেখা একটি গানের কলি দিয়ে শেষ করছি, "কুকুর হয় না বিশ্বাসঘাতক আপনজন হয় বিশ্বাসঘাতক" ধন্যবাদ, আমি আপনাদের মঙ্গল কামনা করছি।

(কদিন যাবত মাকে মনে পরছে) আপনজন মালেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার তারিখ ঃ ৬/৮/২০২৫ মায়ের চেয়ে চাঁচি হতে চাইলে আপন মনে...
06/08/2025

(কদিন যাবত মাকে মনে পরছে)
আপনজন মা
লেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার
তারিখ ঃ ৬/৮/২০২৫
মায়ের চেয়ে চাঁচি হতে চাইলে আপন
মনে রাখবে কুকথা করাবে শ্রবণ,
জগতে নেই মায়ের চেয়ে আপন
একথা অন্তরে সর্বদা রাখবে স্মরণ,
মায়ের দোয়ায় গৃহেই ফুলের কানন।

( কদিন যাবত মাকে মনে পরছে) স্রষ্টার পরে মালেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার তারিখ ঃ ৬/৮/২০২৫। মাকে বলে ঘরের বের হলে আপদ...
06/08/2025

( কদিন যাবত মাকে মনে পরছে)
স্রষ্টার পরে মা
লেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার
তারিখ ঃ ৬/৮/২০২৫।
মাকে বলে ঘরের বের হলে
আপদবিপদ দুঃখকষ্ট সব যাবে জলে,
কর্মে সফল হয়ে ঘরে ফিরবে
ফিরে এসেছো? মা হেসে বলবে,
মায়ের দোয়া থাকলে তোমার মাথায়
অশুভ শক্তি দেখেই দূরে পালায়।
ভক্তিতে মায়ের মন করো জয়
কিসের ভয়? সব হবে বিজয়।

ভালোবাসা লেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার তারিখ ঃ ৫/৮/২০২৫। যদি দাও ভালোবাসা মিটবে মনের আশা, যদি করো অহংকার পাবে তুমি ...
05/08/2025

ভালোবাসা
লেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার
তারিখ ঃ ৫/৮/২০২৫।
যদি দাও ভালোবাসা
মিটবে মনের আশা,
যদি করো অহংকার
পাবে তুমি তিরস্কার
হবেই তোমার পতন
শুনবে অশালীন বচন।

ভালোবাসা লেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার তারিখ ঃ ৫/৮/২০২৫। ভালোবাসো মানুষ, ভালোবাসো প্রাণীকুল, প্রস্থান করবে অন্তরের ...
05/08/2025

ভালোবাসা
লেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার
তারিখ ঃ ৫/৮/২০২৫।
ভালোবাসো মানুষ, ভালোবাসো প্রাণীকুল, প্রস্থান করবে অন্তরের সমস্ত ভুল, যাপিত জীবনে লাগবে না শূল, মনে রেখো ভালবাসা শান্তির মূল। ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, ভালোবাসায় সমস্যার সমাধান বটে, আত্মোপলব্ধি ঘটে, এমনকি স্রষ্টার সান্নিধ্য লাভ বটে।

Address

Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when The Write Realm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Write Realm:

Share