Family Entertainment by Sonia

Family Entertainment by Sonia Hello Friends" Wellcome To My Pege, Don't Forget To Follow Me❤️
বাংলাদেশ আমার অহংকার।

যোগাযোগহীনতার অজুহাত কখনো ব্যস্ততা হতে পারেনা"! যোগাযোগহীনতা মূলত অনাগ্রহের বীজ থেকে অঙ্কুরোদগম হওয়া এক সতেজ চারাগাছ"! প...
03/08/2025

যোগাযোগহীনতার অজুহাত কখনো ব্যস্ততা হতে পারেনা"! যোগাযোগহীনতা মূলত অনাগ্রহের বীজ থেকে অঙ্কুরোদগম হওয়া এক সতেজ চারাগাছ"! পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম মানুষটিও চাইলে তার কাছের মানুষের সাথে যোগাযোগ অক্ষুন্ন রাখতে পারে!! অনিচ্ছা ও অনাগ্রহ থাকলে- পৃথিবীর সমস্ত অবসর নিয়েও কেউ তোমার খোঁজ নিবেনা"!

"প্রায়োরিটি" তার নিজের পথ আবিস্কার করে নেয়"!!

22/07/2025

আমরা কতশত প্ল্যান করে রাখি অথচ জীবন কত অনিশ্চিত!

দূর্ঘটনাস্থলে তখনও এম্বুলেন্স পৌঁছাতে পারেনি। তাই আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে ন...
22/07/2025

দূর্ঘটনাস্থলে তখনও এম্বুলেন্স পৌঁছাতে পারেনি। তাই আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে।

মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মন্সুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাড়া ৩০-৪০ টাকা। কিন্তু রিকশাওয়ালারা চাচ্ছিল ১২০ টাকা, ১৫০ টাকা।

মাইলস্টোন থেকে কাছাকাছি মর্ডান হাসপাতালে রেগুলার ভাড়া ২৫০-৩০০ টাকা, অথচ সিএনজিওয়ালারা চাচ্ছে ১০০০ টাকা, ১২০০ টাকা।

একজন লোক পুড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবত ঘুরছিল কিন্তু একটা রিকশাওয়ালা, সিএনজিওয়ালাও রেগুলার ভাড়ায় যেতে চাচ্ছিল না। তাদেরকে বেশি ভাড়াই দিতে হবে।

বাচ্চাগুলো তখন পোড়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করছিল, গোঙাচ্ছিল শুধু।

এদেশের মানুষগুলো এমন কেন.? বিপদ দেখলেই ওরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়। এদেশের মানুষগুলো সভ্য হবে কবে.?

অনেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছে। দোয়া করবেন আল্লাহ জেন তাদের সবাইকে সুস্থ করে দেন!!
22/07/2025

অনেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছে। দোয়া করবেন আল্লাহ জেন তাদের সবাইকে সুস্থ করে দেন!!

22/07/2025

কোন দল আসলো গেলো তা নিয়ে আর মাথা ব্যাথা নেই।

নিজের জীবনের নিরাপত্তা পেলেই হবে আমাদের।।

22/07/2025

দুই লিটার পানি যে ৬০০ টাকায় বিক্রি করেছে তাকে আইনের আওতায় আনা হোক।

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে "" হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা"মিসের কাছে ছুটে...
22/07/2025

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে "

" হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা"মিসের কাছে ছুটে আসবেনা আর টিফিন বক্স নিয়ে",

" বাবা আর অফিস যাবার পথে সত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না"মা যত্ন করে আর টিফিন গুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে স্কুলে পাঠাবেনা"

" কখন স্কুল শেষে বাড়ি ফিরবে!, আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না"

"স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার বায়না ধরবে না" সকল আদর, আবদারের আজ অবসান ঘটেছে🙂
" আহা কতগুলো ঘর আজ নিশ্বব্দ ও নিস্তব্ধ হয়ে গেলো জানিনা"🙂

Address

Dhanmondi Dhaka
Dhaka
1207

Telephone

+8801717171201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Family Entertainment by Sonia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Family Entertainment by Sonia:

Share