
03/08/2025
যোগাযোগহীনতার অজুহাত কখনো ব্যস্ততা হতে পারেনা"! যোগাযোগহীনতা মূলত অনাগ্রহের বীজ থেকে অঙ্কুরোদগম হওয়া এক সতেজ চারাগাছ"! পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম মানুষটিও চাইলে তার কাছের মানুষের সাথে যোগাযোগ অক্ষুন্ন রাখতে পারে!! অনিচ্ছা ও অনাগ্রহ থাকলে- পৃথিবীর সমস্ত অবসর নিয়েও কেউ তোমার খোঁজ নিবেনা"!
"প্রায়োরিটি" তার নিজের পথ আবিস্কার করে নেয়"!!