30/10/2025
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে কৃষক ইব্রাহিম মিয়ার ২০ শতক জমির সব লাউগাছ এক রাতে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই জমিতে ইব্রাহিম মিয়া পরিশ্রম করে লাউ চাষ করছিলেন। ফসল তোলার সময় ঘনিয়ে আসতেই দুর্বৃত্তরা রাতের আঁধারে সব গাছ কেটে ফেলে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করছেন কৃষক ইব্রাহিম।
ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, “এই জমির ফসল বিক্রি করেই পরিবার চালানোর পরিকল্পনা ছিল। এখন সব শেষ।” স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চাইলে আমি এটাকে সংবাদপাঠযোগ্য স্ক্রিপ্ট (টিভি বা ভিডিও রিপোর্ট) আকারে সাজিয়ে দিতে পারি করবেন?