10/09/2025
আপনাদের কি ধারণা? একটা প্রেমের সম্পর্ক বা দীর্ঘ কয়েক বছরের বিয়ের সম্পর্ক অব্দি ভেঙ্গে যাওয়ার পেছনে কারণ কি থাকে?
আমাদের এজেন্সীর হিস্ট্রি তে যতবার আমাদের কাছে কোন কেস আসে পরকিয়া রিলেটেড, ততগুলো তেই আমরা দেখেছি ভিক্টিম নারী। পরকিয়া কেস গুলোতে আমাদের ভাই রা সবচেয়ে বেশি ইনভলব। এর সঠিক কারণ এনারা নিজেরাও জানেন না। Most of them ই জানেন ই না তাদের এতো সুন্দর সংসার বা স্ত্রী মনের মতো হওয়া স্বত্বেও তারা কেন অন্য নারী তে ঝুকছেন। কিছু কিছু পুরুষ সোজা অর্থে বলেও বসে যে ভাই আমরা পুরুষ মানুষ। বোঝেন ই তো আমাদের এমন একটু আকটু থাকবেই। সিম্পল ব্যাপার। যা আমার জীবনে শোনা সবচেয়ে নোংরা ট্যাগ। একজন পুরুষ হিসেবে যদি আমি আমার ঘরের নারীর প্রতি আমার লয়্যালিটি ধরে রাখতে না পারি আমি পুরুষ হিসেবে কোন ভাবেই স্বার্থক না বা সোজা অর্থে আপনি আমি পুরুষ ই না।
নাম, পরিচয় গোপন রেখে নিচে একজন পুরুষের চ্যাটজিপিটির সাথে সেক্সুয়াল ডিজ্যায়ার ও নিজের স্ত্রীর
প্রতি কম আকর্ষণ ফীল করা ও অন্য নারীর সাথে ফিজিক্যালি ক্লোজ হওয়া নিয়ে কিছু আলাপ তুলে ধরেছি। দিন কয়েক আগে তার স্ত্রী যখন এই কেস টির ইনভেস্টিগেশন এর দায়িত্ব আমাদের দেয় তখন আমরাও ঠিক বুঝে উঠতে পারছিলাম না তাদের মধ্যে সমস্যা টা কোথায়। লোক টা যথেষ্ট শিক্ষিত এবং আপডেটেড এবং এও জানে যে সে যা করছে তা অন্যায়। বাট স্টিল, ক্রমাগতই এসব কন্টিনিউ করে যাচ্ছে।
ইভেন মজার একটা কথা বলি, আমাদের কাছে এমন কিছু ঘটনাও এসেছে যেখানে একজন স্ত্রী কোন কারণ ছাড়াই আমাদের তার স্বামীর এগেইন্সট এ ইনভেস্টিগেশনের দায়িত্ব দেন। যেখানে তিনি বলেই দেন যে তার হাজব্যান্ড কে বিশ্বাস করেন সে অন্যায় কিছু করবেনা। বাট স্টিল, নিজের ভেতরের এই বিশ্বাস টাকে শক্ত করতে আমাদের অনুরোধ করেন যেন আমরা তাকে মনিটর করি। এবং প্রায়ই দেখা গেলো না চাইতেও আমাদের সেসব ক্লায়েন্ট রা ভীষণ হতাশ হয়। বেশিরভাগ ই দেখা গেলো প্রতারিত হচ্ছে কোন না কোন ভাবে।