05/04/2025
হ্যালো কেমন আছেন সবাই?
গত সপ্তাহে আমরা পোস্ট করেছিলাম একটি,
যেখানে আমরা উল্লেখ করেছিলাম আমরা ইন্টার্ন হিসেবে ডিটেকটিভ, এজেন্ট বা স্পাই হায়ার করছি। যারা এজেন্সীর হয়ে কাজ করবে ও বিভিন্ন কেস সমাধান করতে পারবে। আপনারা এত্তো এত্তো রেসপন্স করেছেন এতটা সাপোর্ট দিয়েছেন যে আমরা ঋনী হয়ে পড়লাম। আপনাদের প্রতি আমাদের এজেন্সীর কৃতজ্ঞতা লিখে প্রকাশ করার মতো নয়। আপনারা এতো টা এপ্রিশিয়েট করেছেন আমাদের এই উদ্যোগ কে, এতো টা অনুপ্রেরণা জাগিয়েছেন যা সত্যি কল্পনাতীত। আমরা আপনাদের এই সাপোর্ট টা কে পুজি করে অনেক দূর এগোতে চাই। সাহায্য করতে চাই তাদের যারা শেষ মুহুর্তে এসেও ঢাল খুজছে বেচে ওঠার।
তো, যেই উদ্দ্যেশ্যে পোস্ট টা করা।
আমরা ইতিমধ্যে আমাদের কাঙ্খীত মেম্বার সিলেক্ট করে ফেলেছি। চেষ্টা করেছি মোটামুটি ভিন্ন ভিন্ন জেলা থেকে বেশ কিছু দক্ষ ও বিচক্ষণ মেম্বার কে যেন টীমে নিতে পারি। আশা করি, সেক্ষেত্রে কোন ভুল হয়নি। তবে খারাপ লাগার বিষয়, এপ্লিকেশন এসেছে তিনশ পঞ্চাশ প্লাস!! মানে এতো এতো মানুষ যে এমন একটা প্রফেশনে নিজের ক্যারিয়ার গড়তে চাইবে তা সত্যিই অবাককর ছিলো। তবে ইচ্ছে থাকলেও আমরা তো পারিনা সবাইকে নিয়েই এগোতে। অন্তত সেই ক্যাপাবিলিটি এখনো হয়নি আমাদের। তাই আশা করি কেউ ব্যাপারে টা কে অন্যভাবে নেবেন না। আমাদের কাছে স্বল্পের মধ্যে সেরা টাই চুজ করতে হতো আমরা তাই করেছি। বেশ কিছু মেম্বার এখনো এনালাইসিস এর মধ্যে আছেন তাদের ও শীগ্রই সিদ্ধান্ত জানানো হবে কাজের পারফর্ম্যান্সের ওপর।