Kenshin Private Detective Agency

Kenshin Private Detective Agency Confidential, Professional, Reliable. "The shadows whisper secrets only the night can hear."

10/09/2025

আপনাদের কি ধারণা? একটা প্রেমের সম্পর্ক বা দীর্ঘ কয়েক বছরের বিয়ের সম্পর্ক অব্দি ভেঙ্গে যাওয়ার পেছনে কারণ কি থাকে?

আমাদের এজেন্সীর হিস্ট্রি তে যতবার আমাদের কাছে কোন কেস আসে পরকিয়া রিলেটেড, ততগুলো তেই আমরা দেখেছি ভিক্টিম নারী। পরকিয়া কেস গুলোতে আমাদের ভাই রা সবচেয়ে বেশি ইনভলব। এর সঠিক কারণ এনারা নিজেরাও জানেন না। Most of them ই জানেন ই না তাদের এতো সুন্দর সংসার বা স্ত্রী মনের মতো হওয়া স্বত্বেও তারা কেন অন্য নারী তে ঝুকছেন। কিছু কিছু পুরুষ সোজা অর্থে বলেও বসে যে ভাই আমরা পুরুষ মানুষ। বোঝেন ই তো আমাদের এমন একটু আকটু থাকবেই। সিম্পল ব্যাপার। যা আমার জীবনে শোনা সবচেয়ে নোংরা ট্যাগ। একজন পুরুষ হিসেবে যদি আমি আমার ঘরের নারীর প্রতি আমার লয়্যালিটি ধরে রাখতে না পারি আমি পুরুষ হিসেবে কোন ভাবেই স্বার্থক না বা সোজা অর্থে আপনি আমি পুরুষ ই না।

নাম, পরিচয় গোপন রেখে নিচে একজন পুরুষের চ্যাটজিপিটির সাথে সেক্সুয়াল ডিজ্যায়ার ও নিজের স্ত্রীর
প্রতি কম আকর্ষণ ফীল করা ও অন্য নারীর সাথে ফিজিক্যালি ক্লোজ হওয়া নিয়ে কিছু আলাপ তুলে ধরেছি। দিন কয়েক আগে তার স্ত্রী যখন এই কেস টির ইনভেস্টিগেশন এর দায়িত্ব আমাদের দেয় তখন আমরাও ঠিক বুঝে উঠতে পারছিলাম না তাদের মধ্যে সমস্যা টা কোথায়। লোক টা যথেষ্ট শিক্ষিত এবং আপডেটেড এবং এও জানে যে সে যা করছে তা অন্যায়। বাট স্টিল, ক্রমাগতই এসব কন্টিনিউ করে যাচ্ছে।
ইভেন মজার একটা কথা বলি, আমাদের কাছে এমন কিছু ঘটনাও এসেছে যেখানে একজন স্ত্রী কোন কারণ ছাড়াই আমাদের তার স্বামীর এগেইন্সট এ ইনভেস্টিগেশনের দায়িত্ব দেন। যেখানে তিনি বলেই দেন যে তার হাজব্যান্ড কে বিশ্বাস করেন সে অন্যায় কিছু করবেনা। বাট স্টিল, নিজের ভেতরের এই বিশ্বাস টাকে শক্ত করতে আমাদের অনুরোধ করেন যেন আমরা তাকে মনিটর করি। এবং প্রায়ই দেখা গেলো না চাইতেও আমাদের সেসব ক্লায়েন্ট রা ভীষণ হতাশ হয়। বেশিরভাগ ই দেখা গেলো প্রতারিত হচ্ছে কোন না কোন ভাবে।

আমাদের কাছে এমন অসৎ উদ্দ্যেশ্য নিয়ে আসবেন না। যদি আপনি ভিক্টিম হন আপনার হয়ে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করবো। তবে যদি...
21/08/2025

আমাদের কাছে এমন অসৎ উদ্দ্যেশ্য নিয়ে আসবেন না। যদি আপনি ভিক্টিম হন আপনার হয়ে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করবো। তবে যদি আপনার উদ্দ্যেশ অসৎ হয় সেক্ষেত্রে আমরা নিরুপায়।

20/08/2025

বিয়ে, জীবনসঙ্গী বা পার্টনার খোজার ক্ষেত্রে কখনোই ডেটিং এপ ব্যাবহার করবেন না। আমাদের কেসে একটা বিশাল সংখ্যাক ক্লায়েন্ট আসে পার্টনারের প্রতারণার অভিযোগ নিয়ে। হয়তো বহুদিনের সম্পর্কে শারীরিক সম্পর্ক স্থাপনের পর পার্টনার চলে গেছে। নাহয় বিয়ের পর জানতে পারলো পার্টনারের অতীত ও বর্তমান ভীষণ বাজে। নতুবা প্রেমিক বা প্রেমিকা টাকা ধার নিয়ে পালিয়েছে। যতগুলো ক্লায়েন্টের অভিযোগ থাকে এমন। তাদের বেশিরভাগ ই দেখি ডেটিং এপ এই পার্টনার দের চেনেন। তাই এসব বিষয়ে সতর্কতা অবলম্বন করুন।

10/07/2025

কুমিল্লা কোটবাড়িতে আমরা একটা মাদক চোরাচালান কারী দলকে পুলিশের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি। উক্ত কেসে আমাদের একজন এক্সপার্ট কিছুটা আহত হয়েছেন। আলহামদুলিল্লাহ তেমন বড় কোন ক্ষতি হয়নি। তবে তিনি তার সাহস কাজে লাগিয়ে নিজেকে ঝুকির মুখে ফেলেও চোরাচালানকারী কে পাকরাও করতে সক্ষম হন। কুমিল্লা সদর দক্ষিন থানায় দায়িত্বরত অফিসার রাও তাদের সর্বোচ্চ দিয়ে সাহায্য করেছেন উক্ত কেসে। শীগ্রই নিউজে তাদের নাম উঠে আসবে।

21/06/2025

আমাদের কোম্পানির পলিসি মোতাবেক আমরা কখনো কোন ক্লায়েন্টের ব্যাক্তিগত তথ্য শেয়ার করিনা। তবে কেউ যদি আমাদের সাথে প্রতারণা করে থাকে তার তথ্য কি আমাদের শেয়ার করা উচিত বলে আপনারা মনে করেন? একজন ক্লায়েন্ট আমাদের কাছে আসেন। তার হাজব্যান্ড কে ধরতে। সে পলাতক ছিলো তার হাজব্যান্ড কে খুজে বের করতে আমাদের সাহায্য চায়। আমরা তার নাম্বার ট্রেস করে তাকে খুজে বের করি। তাকে লোকেশন দেই। কিন্তু পরবর্তী তে সেই ক্লায়েন্টের রেসপন্স পাইনি। তিনি আমাদের টাকাও দেন নি। যেই কারণে আপনারাও সবসময় বলেন কেন এডভান্স নেই আমরা? এই টাইপ মানুষদের জন্যেই। আমরা তার এগেইন্সট এ একশন নেবো। তবে আপনাদের মতামত জানতে চাই। এমন মানুষ কে এক্সপোজ করা উচিত কি?

উল্লেখ্য যে আমাদের এতো দীর্ঘ সময়ের কার্যক্রমে এই প্রথম এমন একজন ক্লায়েন্ট এর সাথে ডিল করছি আমরা। পূর্বে এত বাজে অভিজ্ঞতা হয়নি আমাদের।

15/06/2025

হ্যালো আসসালামু আলাইকুম সকল কে। দীর্ঘদিন সার্ভার জনিত সমস্যার কারণে এবং আমাদের একজন সিনিয়র পরিচালকের অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ এজেন্সীর কার্যক্রম পেন্ডিং ছিলো। আপনাদের যাদের কেস গুলো পেন্ডিং ছিলো কাল থেকে আবার সম্পূর্ণ ভাবে আপডেট পেতে থাকবেন। আপনাদের আংশিক ভোগান্তি ও আমাদের ভুল ক্রূটির জন্যে ক্ষমাপ্রার্থী।

29/04/2025

খুব অভিমান বা দুঃখের সাথে কিছু কথা বলতে হয়। আমাদের প্রাইভেট ডিটেকটিভ এজেন্সীর কার্যক্রমে অনেকের ই আগুন জ্বলে গেছে গায়ে। যারা লাইফে কখনো কিছু করতে পারেনি বা স্বপ্নই দেখে গেছে ভালো কিছু করার বাট পারেনি তাদের ই হিংসায় গা পুড়ে যাচ্ছে। এমন একটা রিস্ক নিয়ে এই প্রফেশনে পারলে আপনারা আসুন যাদের হিংসে আমাদের নিয়ে। খুলে বসুন এজেন্সী। দেখি কতদূর কি করতে পারেন।
কমেন্টে এসে যারা যারা বলছেন আমরা ফ্রড তাদের ওপেন চ্যালেঞ্জ জানালাম।
আমাদের পেজে আমাদের এক্টিভ ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ও অফিস লোকেশন দেয়া আছে। যাদের মনে হচ্ছে আমরা ফ্রড তারা প্রমান নিয়ে থানায় যান। আমাদের নামে অভিযোগ দায়ের করুন। অতঃপর পুলিশ নিয়েই আমাদের অফিসে আসুন। ধরিয়ে দিন আমাদের স্ক্যাম। বা প্রমান করুন আমরা কখনো কারো থেকে অনলাইনে প্রতারণা করে টাকা নিয়েছি।
আমাদের এজেন্সীর পলিসি মোতাবেক আমরা একটা কেস নিলেও ক্লায়েন্ট কে আমাদের সাথে দেখা করে তারপর ই পেমেন্ট করতে হয়। কারো কাছে অনলাইনে পেমেন্ট খুজিনা আমরা। আর যারা বলছেন আমাদের অভিজ্ঞতা আছে কিনা।
আমরা বিগত কয়েক বছর ধরে এই সার্ভিস দিয়ে এসেছি বহু ভি আই পি পার্সন সেলিব্রিটি ও প্রশাসনের লোক দের জন্যেই। বাংলাদেশের অপরাধ দমনে আমাদের অবদান এখন অব্দি কদ্দুর তার সাক্ষী হিসেবে প্রশাসনের বহু কর্মকর্তাই (পুলিশ, আর্মি, সাংবাদিক) আমাদের হয়ে বলবেন। আমাদের চ্যালেঞ্জ আমরা দিয়ে দিলাম। আপনারা প্রমান করুন আমরা ফ্রড। লাইভে এসে আমরা ক্ষমা চেয়ে এজেন্সী বন্ধ করে দেবো।

হ্যালো। আমরা একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সী, যারা সর্বদা আপনাদের সমস্যা সমাধানে প্রস্তুত।নতুন হিসেবে যারা আমাদের পোস্ট প...
24/04/2025

হ্যালো। আমরা একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সী, যারা সর্বদা আপনাদের সমস্যা সমাধানে প্রস্তুত।

নতুন হিসেবে যারা আমাদের পোস্ট প্রথম বার দেখছেন এবং কনফিউশান এ ভুগছেন আমাদের কার্যক্রম নিয়ে তাদের জন্যে কিছু Q/A

Q: আপনারা কি সত্যিকার প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি?

উত্তর: Yes, we are. আমরা একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সী। আমাদের এজেন্সী টি পরিচালিত হচ্ছে বেশ কিছু দক্ষ উকিল দ্বারা এবং কিছু এক্স ডিফেন্স কর্মী আমাদের সাহায্য করছেন।

Q: আপনারা কি কি কার্যক্রম পরিচালনা করে থাকেন? আপনাদের সার্ভিস গুলো কি কি?

উত্তর: আমরা আপনাদের জীবনের দৈনন্দিন সকল সমস্যা যা থেকে মুক্তি পেতে আপনার বেগ পেতে হচ্ছে তার সমাধান করে থাকি।

উদাহরণ স্বরুপ: কেউ আপনাকে ব্ল্যাক মেইল করছে তাকে খুজে বের করে আইনের আওতায় আনা

কেউ আপনার লাখ খানেক টাকা নিয়ে পালিয়ে গেছে তাকে খুজে বের করে আনা।

কোন অপরাধীর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি ও সকল অপরাধের সোর্স বের করে আনা।

কাউকে ফলো করে তার তথ্য সরবরাহ করা।

আপনার পার্টনার কোন ভাবে আপনার সাথে চিট করছে কিনা বা পরকিয়ায় লিপ্ত কিনা তা বের করা। অথবা আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট এর নিরাপত্তা বিষয়ক সকল সুবিধে।
এক কথায় আমাদের সার্ভিস সমূহ:
উত্তর: আমাদের সেবা সমূহঃ

১. তদন্ত/অনুসরন
২. বৈবাহিক অবস্থা যাচাইকরণ (আগে ও পরে)
৩. ডিভোর্স / ফ্যামিলি কোর্ট কেস
৪. বৈবাহিক যাচাইকরণ
৫. ফোটো/ ফোন নাম্বার সংগ্রহ করে দেওয়া
৬. পরোকিয়া/ চিটিং
৭. টিনেজার মনিটরিং
৮. প্রমান সংগ্রহ করা
৯. মিসিং পার্সন
১০. লেডি গোয়েন্দা
১১. শিশু কাস্টোডি এবং রক্ষণাবেক্ষণ
১২. লয়্যালিটি টেস্ট
১৩. ব্ল্যাক মেল থেকে বাঁচতে হেল্প
১৪. সাইবার সিকিউরিটি

Q: আপনাদের নিজস্ব কোন অফিস আছে?

উত্তর: জ্বী আছে। শুরুতেই আমরা অবশ্য সব ক্লায়েন্ট কে অফিসে ডাকি না। এই জায়গায় আমাদের বেশ প্রাইভেসি ম্যান্টেইন করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এজেন্ট রা গিয়েই ক্লায়েন্ট এর সাথে দেখা করে থাকেন।

তবে আমাদের মূল অফিস: চট্রগ্রাম। চৌমুহনি।

ঢাকায় আমাদের সাথে দেখা করার স্থান: গাজিপুর, জয়দেবপুর ডুয়েট গেট।

Q: আপনারা কেমন চার্জ করেন?

উত্তর: এই প্রশ্নের সঠিক কোন উত্তর নেই। আমরা ধরা বাধা কোন ফিক্সড চার্জ রাখিনা। আমাদের ফি টা সম্পূর্ণ নির্ভর করছে আপনার সমস্যার জটিলতার ওপর। যত সহজ হবে কেস টা সলভ করা তত কম আমরা চার্জ করি।

তবে হ্যাঁ, আপনাদের ধারণার জন্যে বলে দেই আমাদের কেসে সর্বনিম্ন আমরা ৫০০০ থেকে লাখ খানেক ও চার্জ করে থাকি। এবং এভারেজে আমরা প্রায় সব কেসে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার ই চার্জ করি। অবশ্যই খুব ভালো একটা বাজেট আপনার রাখতেই হবে আমাদের সার্ভিস গ্রহন করতে।

Q: আপনারা কি শুধুই অনলাইন বেইজড?

উত্তর: না। বরং আমরা বেশিরভাগ কেস এর ব্যাপারেই অফলাইন ডিল করি ও অফলাইনেই সলভ করি। আমাদের সার্ভিস নিতে হলে অবশ্যই খুব বেশি জটিলতা না থাকলে আপনাকে সামনাসামনি দেখা করেই আমাদের সার্ভিস নিতে হবে।

Q: আপনারা এডভান্স পেমেন্ট গ্রহন করে থাকেন? কেন?

উত্তর: জ্বী অবশ্যই। কারন এডভান্স পেমেন্ট না নিয়ে নিজেদের পকেট থেকে খরচ করে কেস সলভ করে পূর্বে আমাদের বেশ বাজে অভিজ্ঞতা হয়েছে। তাই আমরা কাজের পূর্বে ৫০% এডভান্স নিয়ে থাকি পেমেন্ট। বাকি টা কাজ সম্পন্নের পর।

Q: কতদিনের মধ্যে কাজ সম্পন্ন করে থাকেন আপনারা?

উত্তর: এটাও ডিপেন্ড করে স্যার কাজের জটিলতার ওপর। তবে বেশিরভাগ বড় কেস গুলোতেই আমরা এক মাসের বেশি সময় নেই নি।

Q: আপনাদের সার্ভিস নিতে কি করণীয়?

উত্তর: ইনবক্স করুন আমাদের মেসেঞ্জারের বা হোয়াটসঅ্যাপ এ। আপনার পূর্ণ পরিচয় প্রদান করুন।

তারপর কেস টা ব্যাখা করুন। শুরুতে বলুন আপনার সমস্যা টি। অতঃপর, আমরা কিভাবে সাহায্য করতে পারি আপনাকে।

Q: আপনাদের কাজের সাকসেস রেট কেমন?

উত্তর: খুব কম কেস ই এমন হয়েছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেও কমপ্লিট করতে পারিনি। এছাড়া আমরা শ খানেক কেস সলভ করেছি। এবং প্রায় সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেস আমরা সলভ করতে পেরেছি। অবশ্যই আপনারা চাইলে এসে সেসব প্রমান সহ দেখতে পারেন।

আপনাদের সকল প্রশ্নের উত্তর দেয়া হলো। আপনাদের সার্বিক সুস্থতা কামনা করছি ❤️।

বি: দ্র: ধর্ষণ রিলেটেড কোন কেস হলে এবং অপরাধী ধর্ষক হলে নির্দ্বিধায় তার এগেইন্সট এ প্রমান নিয়ে আমাদের কাছে আসতে পারেন যদি আপনার কাছে বাজেট না ও থাকে। ধর্ষকের বিচারে আমরা কোন অর্থ গ্রহন করবোনা। বিনা পারিশ্রমিক এই আমরা আপনার হয়ে লড়াই করবো।

ধন্যবাদ।

জরুরী সতর্ক বার্তা। সবাই সাবধান। 📵রিসেন্টলি One travel নামে একটা টেলিগ্রাম গ্রুপ বহু মানুষ কে নিঃস্ব করে ফেলেছেন। কাজের ...
16/04/2025

জরুরী সতর্ক বার্তা। সবাই সাবধান। 📵
রিসেন্টলি One travel নামে একটা টেলিগ্রাম গ্রুপ বহু মানুষ কে নিঃস্ব করে ফেলেছেন। কাজের লোভ দেখিয়ে প্রথমে কিছু টাকা হাতিয়ে নেন তারা। এবং পরবর্তীতে এভাবে একের পর এক পূর্বের টাকা টি টেকনিক্যাল ইস্যুর কারণে আটকে আছে বলে আরো টাকা দাবী করে। আর আমাদের ভাই বোনে রাও না বুঝে তাদের এভাবে টাকা দিয়েই যাচ্ছেন।

সবাই সাবধান হউন। এই যুগে এসে কিভাবে অনলাইন স্ক্যামের মতো ব্যাপারে আপনারা এখনো পা দিচ্ছেন তা বোঝা মুশকিল। আমাদের কাছে এক দিনে এমন বেশ কিছু কেস এসেছে। যেখানে প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবারের কেউ না কেউ যেকোন ভাবে তাদের সামর্থ্যের সব অর্থ এসব প্রতারক দের হাতে তুলে দিচ্ছেন।
পোস্ট টি সামনে এলে বেশি বেশি শেয়ার দিন যেন সকলের কাছে পৌছে যায়। এবং সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে পড়ে।

যারা যারা এখনো আমাদের কার্যক্রম নিয়ে অবগত নন বা কনফিউশান এ ভুগছেন তাদের জন্যে কিছু Q/A Q: আপনারা কি সত্যিকার প্রাইভেট ডি...
14/04/2025

যারা যারা এখনো আমাদের কার্যক্রম নিয়ে অবগত নন বা কনফিউশান এ ভুগছেন তাদের জন্যে কিছু Q/A

Q: আপনারা কি সত্যিকার প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি?

উত্তর: Yes, we are. আমরা একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সী। আমাদের এজেন্সী টি পরিচালিত হচ্ছে বেশ কিছু দক্ষ উকিল দ্বারা এবং কিছু এক্স ডিফেন্স কর্মী আমাদের সাহায্য করছেন।

Q: আপনারা কি কি কার্যক্রম পরিচালনা করে থাকেন?

উত্তর: আমরা আপনাদের জীবনের দৈনন্দিন সকল সমস্যা যা থেকে মুক্তি পেতে আপনার বেগ পেতে হচ্ছে তার সমাধান করে থাকি।
উদাহরণ স্বরুপ: কেউ আপনাকে ব্ল্যাক মেইল করছে তাকে খুজে বের করে আইনের আওতায় আনা
কেউ আপনার লাখ খানেক টাকা নিয়ে পালিয়ে গেছে তাকে খুজে বের করে আনা।
কোন অপরাধীর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি ও সকল অপরাধের সোর্স বের করে আনা।
কাউকে ফলো করে তার তথ্য সরবরাহ করা।
আপনার পার্টনার কোন ভাবে আপনার সাথে চিট করছে কিনা বা পরকিয়ায় লিপ্ত কিনা তা বের করা। অথবা আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট এর নিরাপত্তা বিষয়ক সকল সুবিধে।

Q: আপনাদের নিজস্ব কোন অফিস আছে?

উত্তর: জ্বী আছে। শুরুতেই আমরা অবশ্য সব ক্লায়েন্ট কে অফিসে ডাকি না। এই জায়গায় আমাদের বেশ প্রাইভেসি ম্যান্টেইন করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এজেন্ট রা গিয়েই ক্লায়েন্ট এর সাথে দেখা করে থাকেন।
তবে আমাদের মূল অফিস: চট্রগ্রাম। চৌমুহনি।
ঢাকায় আমাদের সাথে দেখা করার স্থান: গাজিপুর, জয়দেবপুর ডুয়েট গেট।

Q: আপনারা কেমন চার্জ করেন?

উত্তর: এই প্রশ্নের সঠিক কোন উত্তর নেই। আমরা ধরা বাধা কোন ফিক্সড চার্জ রাখিনা। আমাদের ফি টা সম্পূর্ণ নির্ভর করছে আপনার সমস্যার জটিলতার ওপর। যত সহজ হবে কেস টা সলভ করা তত কম আমরা চার্জ করি।
তবে হ্যাঁ, আপনাদের ধারণার জন্যে বলে দেই আমাদের কেসে সর্বনিম্ন আমরা ৫০০০ থেকে লাখ খানেক ও চার্জ করে থাকি। এবং এভারেজে আমরা প্রায় সব কেসে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার ই চার্জ করি। অবশ্যই খুব ভালো একটা বাজেট আপনার রাখতেই হবে আমাদের সার্ভিস গ্রহন করতে।

Q: আপনারা কি শুধুই অনলাইন বেইজড?
উত্তর: না। বরং আমরা বেশিরভাগ কেস এর ব্যাপারেই অফলাইন ডিল করি ও অফলাইনেই সলভ করি। আমাদের সার্ভিস নিতে হলে অবশ্যই খুব বেশি জটিলতা না থাকলে আপনাকে সামনাসামনি দেখা করেই আমাদের সার্ভিস নিতে হবে।

Q: আপনারা এডভান্স পেমেন্ট গ্রহন করে থাকেন? কেন?

উত্তর: জ্বী অবশ্যই। কারন এডভান্স পেমেন্ট না নিয়ে নিজেদের পকেট থেকে খরচ করে কেস সলভ করে পূর্বে আমাদের বেশ বাজে অভিজ্ঞতা হয়েছে। তাই আমরা কাজের পূর্বে ৫০% এডভান্স নিয়ে থাকি পেমেন্ট। বাকি টা কাজ সম্পন্নের পর।

Q: কতদিনের মধ্যে কাজ সম্পন্ন করে থাকেন আপনারা?

উত্তর: এটাও ডিপেন্ড করে স্যার কাজের জটিলতার ওপর। তবে বেশিরভাগ বড় কেস গুলোতেই আমরা এক মাসের বেশি সময় নেই নি।

Q: আপনাদের সার্ভিস নিতে কি করণীয়?

উত্তর: ইনবক্স করুন আমাদের মেসেঞ্জারের বা হোয়াটসঅ্যাপ এ। আপনার পূর্ণ পরিচয় প্রদান করুন।
তারপর কেস টা ব্যাখা করুন। শুরুতে বলুন আপনার সমস্যা টি। অতঃপর, আমরা কিভাবে সাহায্য করতে পারি আপনাকে।

Q: আপনাদের কাজের সাকসেস রেট কেমন?

উত্তর: খুব কম কেস ই এমন হয়েছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেও কমপ্লিট করতে পারিনি। এছাড়া আমরা শ খানেক কেস সলভ করেছি। এবং প্রায় সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেস আমরা সলভ করতে পেরেছি। অবশ্যই আপনারা চাইলে এসে সেসব প্রমান সহ দেখতে পারেন।

Q: আপনাদের সার্ভিস গুলো কি কি?

উত্তর: আমাদের সেবা সমূহঃ
১. তদন্ত/অনুসরন
২. বৈবাহিক অবস্থা যাচাইকরণ (আগে ও পরে)
৩. ডিভোর্স / ফ্যামিলি কোর্ট কেস
৪. বৈবাহিক যাচাইকরণ
৫. ফোটো/ ফোন নাম্বার সংগ্রহ করে দেওয়া
৬. পরোকিয়া/ চিটিং
৭. টিনেজার মনিটরিং
৮. প্রমান সংগ্রহ করা
৯. মিসিং পার্সন
১০. লেডি গোয়েন্দা
১১. শিশু কাস্টোডি এবং রক্ষণাবেক্ষণ
১২. লয়্যালিটি টেস্ট
১৩. ব্ল্যাক মেল থেকে বাঁচতে হেল্প
১৪. সাইবার সিকিউরিটি

আপনাদের সকল প্রশ্নের উত্তর দেয়া হলো। আপনাদের সার্বিক সুস্থতা কামনা করছি ❤️।

14/04/2025

আমরা পূর্বেও একটি পোস্টে উল্লেখ করেছি আমরা এজেন্সীর জন্যে পর্যাপ্ত মেম্বার হায়ার করেছি। আমরা আপাতত আর মেম্বার নিচ্ছি না। তারপর ও আপনারা একের পর এক অনুরোধ নিয়ে আসছেন এবং এমন ভাবে রিকুয়েষ্ট করছেন যে আমরা ইতস্তত বোধ করছি। দয়া করে এভাবে আমাদের লজ্জায় ফেলবেন না। আপনি বা আপনারা যোগ্য হলে কখনোই এতো করে অনুরোধ করে কাজ খুজতে হবেনা। আপনার যোগ্যতাই আপনার পরিচয় বহন করবে। আমাদের এই পেশার ওপর বহু মানুষের জীবন মরণ নির্ভর করে কিছু সময়। এই দায়িত্ব আমরা যাকে তাকে দিতে পারিনা। আমরা শত বার ভেবে তারপর সিদ্ধান্তে আসি কাকে নিয়ে আমরা এগোবো। যেন আপনারাই আপনাদের সমস্যা নিয়ে নিঃসন্দেহে আমাদের কাছে এগিয়ে আসতে পারেন।
তাই আশা করছি আমাদের সিদ্ধান্ত কে সমর্থন করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।

পরবর্তী নিয়োগ এর সময় আমরা ফেসবুকেই পোস্ট করে দেবো তখন আবেদন করতে পারেন। অনুগ্রহ করে তার আগে কেউ জয়েনের অনুরোধ নিয়ে আসবেন না।

Bangladeshi authorities have issued an arrest warrant for the British MP and former Labour minister Tulip Siddiq.The cou...
13/04/2025

Bangladeshi authorities have issued an arrest warrant for the British MP and former Labour minister Tulip Siddiq.

The country's Anti-Corruption Commission (ACC) has been investigating allegations Siddiq illegally received land as part of its wider probe of the regime of her aunt, Sheikh Hasina, who was deposed as prime minister in August.

The Hampstead and Highgate MP, who quit as economic secretary to the Treasury in January, was named in the arrest warrant alongside more than 50 others.

Lawyers acting for Siddiq denied the charges, which they said were "politically motivated".

Address

Dhaka
1216

Telephone

+8801977039323

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kenshin Private Detective Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kenshin Private Detective Agency:

Share