Md. Miraz

Md. Miraz A Cheerful Person|| Digital Marketer || Freelancer || Social media manager || Travel Lover I am Md. Miraz, a proficient social media marketer, email marketer.

I am expert in creating and optimising YouTube channels, creating page and Facebook marketing, and on-page SEO, off-page SEO. I completed a training course on Digital Marketing from E-learning and earning Ltd. institution. I have attended many practical projects and successfully completed all of them. I also provide consultancy to multiple businesses. Inbox me to grow your business, run your marketing campaign to achieve your long-term goal.

23/08/2024

হায়রে বন্যার পানি

23/08/2024

এটা অনেক কষ্টের মুহূর্ত বৃষ্টিও কমছে না নিমিশেই প্রাণগুলো জরে যাচ্ছে।

22/06/2024

রাসেল'স ভাইপার : গুজব সত্যের চেয়ে ঝোড়োবেগে চলে!

রাসেল'স ভাইপার নিয়ে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে দেশের সব জেলায় জেলায় রাসেল'স ভাইপার কিলবিল কিলবিল করছে! অতি উৎসাহের প্রচারণায় একটা মেকি আতঙ্ক তৈরি হয়েছে! এখন মাছরাঙা কিংবা মাইট্টা সাপের মত বিষহীন সাপকেও ভয় লাগছে! বাইম মাছ কিংবা কুঁচিয়ার মধ্যেও রাসেল'স ভাইপারের ছায়া! প্রচারণা এতো প্রবল যে স্বপ্নে-জাগরণে কেবল রাসেল'স ভাইপার! চন্দ্রবোড়া বিষয়ক সত্য-মিথ্যা মিশ্রিত সংবাদ যে হারে প্রচার ও শেয়ার হচ্ছে তাতে আতঙ্কিত না হয়ে উপায় নাই। গুজব সত্যের চেয়ে বেশি বেগে চলে!

বাঙালি কোন সাপ দেখেছে আর সেটাকে পিটিয়ে না মেরে ক্ষান্ত হয়েছে- এ ঘটনা এখনো প্রায় বিরল। রাসেল'স ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে তার অধিকাংশ ভূয়া তত্ত্ব। পথেঘাটে কিংবা ক্ষেতখামারে কৃষক চোখ বুঝে হাঁটে না! এই অপপ্রচার দ্বারা শখের কৃষকের কৃষিকাজ বন্ধ হবে। তাতে কার লাভ কে জানে! সাপ আতঙ্কে গাও গেরামের কৃষাণী আর শাকপাতা তুলতে বাগানে-ক্ষেতে যাবে না!

রাসেল'স ভাইপার নিঃসন্দেহে বিষধর সাপ তবে বাংলাদেশে এন্টিভেনম আছে এবং সাপও নিধন হচ্ছে। রাসেল'স ভাইপার কামড় দিলে নিশ্চিত মৃত্যু এটা সত্য নয়। চন্দ্রবোড়ার নাম সেই ছোটকাল থেকে শুনি। বেজি এবং গুইসাপ আমরাই হত্যা করে সাপের বংশ বাড়াতে সুযোগ দিয়েছি। তবে দেশে প্রতিবছর মশার কামড়ে যে সংখ্যক মানুষ মারা যায় তার মাত্র ৩% মানুষ মারা যায় সব সাপের ছোঁবলে। আতঙ্কিত না হয়ে অপপ্রচারকে নিরুৎসাহিত করি।

কাউকে যেকোন ধরনের সাপে কাটলে ওঝা এবং বৈদ্যের কাছে না নিয়ে যথা দ্রুত ডাক্তারের কাছে নিলে দূর্ঘটনার মাত্রা কমে আসবে। অসচেতনতার কালে মানুষ জা'ত সাপের দংশনেও মারা যেতো। কাজেই হুজুগে কৃষি এবং কৃষক যেনো ক্ষতিগ্রস্ত না হয়। রাসেল'স ভাইপার বিষয়ে সচেতনতা মূলক প্রচারণা হোক। অপপ্রচারে আতঙ্ক ছড়ায়।

বাস্তুসংস্থানে কে কখন উড়ে এসে জুড়ে বসবে তা মানুষের সৃষ্টি! প্রকৃতির গতিপথ বিঘ্নিত করলেই মানুষের হারিয়ে যেতে যা যা লাগবে তা হাজির হবে। সচেতন হই তবে সমাধান মিলবে। নাক চোখ খোলা রেখে চললে রাসেল'স ভাইপার কারো ক্ষতির কারণ হবে না বরং খুনীই খুন হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-অপপ্রচার যতদিন চলবে ততদিন এখান সেখান থেকে প্রচুর রাসেল'স ভাইপার আবিস্কার হবে! কেউ কেউ কেঁচোর মধ্যেও রাসেল ভাইপার খুঁজে পাবে। আতঙ্কিত নয়, সচেতন হোন।ধ

প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্র মন্ত্রী আব্দুললোহাইন সহ অনবোর্ড সকলেই হেলিকপ্টার ক্র্যাশে নিহত। অবশেষে ইরানের প্রেসিডেন্ট র...
20/05/2024

প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্র মন্ত্রী আব্দুললোহাইন সহ অনবোর্ড সকলেই হেলিকপ্টার ক্র্যাশে নিহত।

অবশেষে ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার ক্র্যাশ সাইট লোকেট করা গেছে। জানিয়েছে রেড ক্রিসেন্ট।

এই হেলকপ্টারে প্রেসিডেন্ট রাইসির সাথে আরও তিনজন আরোহী ছিলেন। যাদের একজন হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্দুললোহাইন।

প্রায় ৮ টি রেসকিউ টিম ক্র্যাশ সাইটে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।

ক্র্যাশ সাইট সনাক্ত করতে সাহায্য করেছে তুরস্ক।

গেঞ্জি আর হাফ প্যান্ট পরেই বিসিএস দিতে এক পরিক্ষার্থী। ৭০০ টাকা খরচ করে বৃত্ত ভরাট করা দলের সরদার।
26/04/2024

গেঞ্জি আর হাফ প্যান্ট পরেই বিসিএস দিতে এক পরিক্ষার্থী। ৭০০ টাকা খরচ করে বৃত্ত ভরাট করা দলের সরদার।

দার্শনিক হতে চাই, 😏😏
23/04/2024

দার্শনিক হতে চাই, 😏😏

22/04/2024

যুবক আবু ইউসুফের প্রতি ইমাম আযম আবু হানিফার কিছু নসিহত;

১। তোমাকে প্রশ্ন করার আগে জবাব দিও না,

২। আগে জ্ঞান অর্জন করো, এরপর হালাল উপার্জন করো এরপর বিবাহ করো,

৩। জনসাধারণের সাথে কালামী/আকাইদী বিষয়ে তর্কে জড়াবে না,

৪। জনসাধারণের সাথে তর্কে জড়ালে তাঁদেরকে উপেক্ষা করো,

৫। যারা জ্ঞান অর্জন করার জন্য তোমার কাছে আসে তাঁদেরকে সন্তানের মত স্নেহ করবে,

৬। গোপনে ও প্রকাশ্যে সর্বাবস্থায় একই অবস্থা বজায় রাখবে,

৭। মুনাজারা ( বিতর্ক) করার সময় ভয়ে ভয়ে কথা বলবে না,

৮। জ্ঞানের মজলিসকে সর্বদায় উম্মোক্ত রাখবে,

৯। দুনিয়ার কোন প্রাপ্তির উপর ভরসা করবে না,

১০। কৃপণ, অকৃতজ্ঞ ও মিথ্যাবাদী হয়ো না,

১১। হক্বের সাথে বাতিলকে, গুরুত্ত্বপূর্ণ বিষয়ের সাথে হাস্যকর বিষয়কে মিশ্রিত করে ফেলবে না,

১২। সকল কাজে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখবে,

১৩। মৃত্যুকে স্মরণ করবে এবং যাদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছো সেই সকল উস্তাদদের জন্য দোয়া করবে।

21/04/2024

মানুুষের জীবনের একটি বড় সফলতা হলো,হারিয়ে গিয়েও মানুুষের মনে থেকে যাওয়ার মতো কিছু শক্তিশালী গল্প তৈরী করে যেতে পারা।

20/04/2024

ছাত্রজীবনেই ৪টি কাজ করুন➤

✪ পাসপোর্ট যাদের নেই তারা ৫ বা ১০ বছর মেয়াদি ই- পাসপোর্ট করে ফেলুন।

✪একটা ব্যাংক আ্যকাউন্ট খুলে প্রতি মাসে অল্প অল্প করে সেভিংস করুন। স্টুডেন্ট আ্যকাউন্ট ওপেন করুন যে ব্যাংকে কার্ড, একাউন্ট মেন্টেনেন্স চার্জ সম্পূর্ণ ফ্রী।

✪ একটা ইনকাম সোর্স তৈরি করুন বা এমন একটা দক্ষতা অর্জন করুন যা দিয়ে ইনকাম করা যায়।

✪ ম্যাথ, আইটি রিলেটেড এবং ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন।

সবাই সবার প্রিয় মানুষকে মেনশন করে গুরুত্বপূর্ণ এই ৪ টি কাজ করার কথা মনে করিয়ে দেন 🌼

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।হাত লাগলেই শেষ। সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।এই হাত লাগা শুধু শারীরিক...
17/04/2024

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।
হাত লাগলেই শেষ।
সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।
এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না,
পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায়।
যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে,
তার লজ্জা তত কমবে।
যেমন-চিত্র নায়িকারা।
বিকিনি পড়তেও দ্বিধা করেনা।
পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে।
কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওড়না ছাড়া
দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে।
ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের ভূমিকা পালন করছে।-
ফেসবুকে বন্ধু বেশি।
অতি-আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলে।
ফ্ল্যার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে- মাইন্ড করলে বলে '' জাস্ট কিডিং, টেক ইট ইজি।'
ইজিলি নিতে নিতে সেই অশালীন বিষয় আর অশালীন লাগে না।
লজ্জা শেষ !
আবার ফেসবুকে প্রেমিক বেশি!!
কেউ প্রেমে পড়েছে তো,
প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে।
স্বামীর মতো।
এরপর ব্রেকআপ হয়।
আবার কারো প্রেমে পড়ে।
আবারো চুম্মা-চাটি, আরো কত কি করে !!
আবার ব্রেকাপ।
লজ্জা -শরমের মাথা খেয়ে মেয়েটা এক সময় নির্লজ্জ হয়ে যায়।
'প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে,
পুরুষের সব বিলীন হয়ে যায়।
নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো।
প্রথমে একটা খেলেই পিনিক আসে।
পরে ২০-২৫ টা খেলেও কাজ হয় না।
ব্যস !
এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করেনা।
প্রেমিকের ভালবাসা তার কাছে পানসে লাগে।
একটার পর একটা পুরুষ বদল করে।
কিন্তু স্থির হতে পারে না।
জানাশোনা শেষ হলেই - আর ভালো লাগে না।
বোরিং লাগে।
কারণ, ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালবাসার
অনুভূতিই শেষ !
মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের
লজ্জা কমে।
বাচ্চা হবার পরে আরো কমে যায়।
তখন বুঝতাম না।
ভাবতাম লজ্জা 'ফোঁড়ার' মতো কিছু।
বিয়ের পরে গলে যায়।
tongue emoticon
এখন বুঝি।
আগে মেয়েদের কাছে স্বামীই ছিলো পুরুষ।
তাই বিয়ের পরের কথা এসেছে।
এখন বিয়ে লাগে না পুরুষের কাছে আসতে- ফেসবুক হলেই চলে।
ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করে।

লেখাটি না বুঝলে আরেকবার পড়ুন,
তারপরে মন্তব্য করুণ।

আর যাদের এই লেখা পড়ে গায়ে লাগবে লেখাটা বিশেষ ভাবে তাদের জন্য..

আল্লাহ রব্বুল আলামীন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন...

আমিন সুম্মা আমিন....আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন...

17/04/2024

।।তুরস্কের একটি ফোক কবিতা।।

“তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো,
কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো।
তুমি বলো, তুমি সূর্য ভালোবাসো,
কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো।
তুমি বলো, তুমি বাতাস ভালোবাসো,
কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও।
তাই আমি ভয় পাই
যখন তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো।”

Address

Bakshi Bazar
Dhaka

Telephone

+8801567805429

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Miraz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Miraz:

Share