AD News

AD News The online portal of Amader Dhanshiri is the most visited Bangladeshi and Bengali website in the wor

01/04/2025

রাজাপুরে সাবেক ছাত্রলীগ নেতা, বাইপাসের খাইরুল মীরা হ * ত্যা মামলার প্রধান আ * সা *মি উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের ফোরকার এখনো আগের মতই চালাচ্ছে রাজত্ব। আজ পহেলা এপ্রিল একই এলাকার ছাত্রদল নেতা রাকিবকে হ *ত্যা * র উদ্যেশ্যে ধা * ও * য়া করলে রাকিব পালিয়ে যায়। তখন রাকিবের ব্যবহৃত মোটরসাইকেল এবং ঘর কু * পি * য়ে রাকিবকে হ *ত্যা * র হুম * কি দিয়ে চলে যায়। রাকিব সহ এখন তার পরিবার ভ * য়ে পালিয়ে বেড়াচ্ছে। এসময় ফোরকানের সাথে লাভলু, শাওন, শাহরিয়া, মেহেদি ছিল বলে জানায় রাকিব।

13/03/2025

রাজাপুরের মিরেরহাট বাজার থেকে উত্তমপুরের সংযোগ সড়কটির কাজ ৬ মিলি পাথর দিয়ে করার কথা কিন্তু লাল বালুর সাথে নামে মাত্র পিচ দিয়ে করলে এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়। এই চু * রি সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নাকি করতে বলছে। এর শেষ কোথায়? এই ব্যাক্তিও নাকি সরকারি লোক......😜😜

10/03/2025

রাজাপুরে সালিসি চলমান অবস্থায় গাছ কাটায় দুই পক্ষের উত্তেজনা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে বিরোধীয় জমিতে সালিশ বৈঠক চলমান অবস্থায় একপক্ষের জোর করে গাছ কাটায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া বাজার সংলগ্ন হাসপাতাল রোডে ঘটেছে।

দীর্ঘদিন ধরে ভোগদখল করে আশা হাসান শরীফের মেয়ে রুহানা বেগম বাদী হয়ে মৃত আলম শরীফের ছেলে তোফাজ্জেল শরীফ এবং তোফাজ্জেল শরীফের ছেলে অহিদুল শরীফের নামে রাজাপুর থানায় জোর করে গাছ কাটার এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানাযায়, অভিযুক্তরা চাচা এবং চাচাতো ভাই। জমাজমি নিয়ে বিরোধ চলায় স্থানীয় সালিশগন মীমাংসার জন্য একাধিকবার বসে, কিন্তু তারা সালিসদের কথা উপেক্ষা করে জমির প্রায় বিশ হাজার টাকার গাছ কেটে ফেলে।

এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জেল হোসেন বলেন, আমি আমার জায়গার গাছ কেটেছি। এই জমি এতদিন আমিই ভোগদখল করে আসছি। সালিশগন আমাকে গাছ কেটে নিতে বলায় আমি কেটেছি।

এ ঘটনায় স্থানীয়রা আশঙ্কা করছেন যে, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হয়, তবে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। বর্তমানে এলাকাবাসী উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং পুলিশ প্রশাসন পরিস্থিতি শান্ত করতে দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এবিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ইসমাইল হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

06/03/2025

রাজাপুরে ওয়ার্ড যুবলীগ সভাপতির হাতে পাওনাদারের মা আহত, হাসপাতালে ভর্তি। ছেলের দোকানের পাওনা টাকা চাইতে গেলে এই হামলার শিকার হয় মোনাসেফ হাওলাদারের স্ত্রী, ব্যবসায়ী নাসির হাওলাদারের মা নুরজাহান বেগম। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মানকি সুন্দর গ্রামের খানকা এলাকায় এই ঘটনা ঘটে। যুবলীগ নেতা খোকন সিকদার এবং ছোটভাই সুমন সিকদার এই ঘটনা ঘটায়।

12/11/2024

ঝালকাঠিতে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে পুবালী ব্যাংক পিএলসির উদ্যোগে আঞ্চলিক কার্যালয় বরিশালের তত্বাবধানে রাজাপুর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজরিত ধানসিঁড়ি নদীর তীরে "কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার প্রাঙ্গণে আজ বেলা ১২ টায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় রাজাপুর উপজেলার ২৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে দের হাজার নারিকেল গাছের চারা বিতরন করেন অতিথিরা। অনুষ্ঠানে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাহুল চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের উপ-মহাব্যাস্থাপক এবং অঞ্চল প্রধান মোঃ রুহুল আমিন।

চলমান.....
12/10/2024

চলমান.....

ভালো ফন্দি আঁটছে...
26/08/2024

ভালো ফন্দি আঁটছে...

02/08/2024

ঢাকায় বিভিন্ন মামলায় আটক ৪২ এইচএসসি পরিক্ষার্থীর জামিন।

17/07/2024

কাঠালিয়ায় হেলিকপ্টারে করে বউ নিয়ে আগমন...

07/07/2024

প্রাইমারি স্কুলের ছাদের ভিমের আংশিক ধসে পড়েছে।

রাজাপুরের সাতুরিয়ায় চেয়ারম্যানের বাড়ির পাশে পাওয়া অজ্ঞাত ব্যাক্তিকে বেওয়ারিশ হিসেবেই দা * ফ * ন করা হয়েছে রাজাপুর সরকারি...
07/07/2024

রাজাপুরের সাতুরিয়ায় চেয়ারম্যানের বাড়ির পাশে পাওয়া অজ্ঞাত ব্যাক্তিকে বেওয়ারিশ হিসেবেই দা * ফ * ন করা হয়েছে রাজাপুর সরকারি গোরস্থানে.....

Address

Dhaka
Kafrul
1206

Alerts

Be the first to know and let us send you an email when AD News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AD News:

Share