Zx7d

Zx7d Hlw guys. Assalamualaikum �. Welcome to my gaming page. Please support and follow and likes.

12/12/2024



12/12/2024
Day by day we are improving ❤️‍🩹   🖤🖤🖤🖤
04/12/2024

Day by day we are improving ❤️‍🩹

🖤🖤🖤🖤

Bloody Brand Int official Inguild monthly final   4We are trying our best 💪 Alhamdulillah 🖤Support us guys 😇   .
01/12/2024

Bloody Brand Int official Inguild monthly final 4
We are trying our best 💪
Alhamdulillah 🖤
Support us guys 😇

.

Bloody brand Inguild monthly final 🖤
01/12/2024

Bloody brand Inguild monthly final 🖤

  💪💪💪
01/12/2024


💪💪💪

এক মাসের দীর্ঘ একটি ' In Guild Battle ' এর নভেম্বর মাসের সমাপ্তি ঘটছে আজকের ম্যাচের মধ্য দিয়ে। Bloody Brand Int. এর সকল দুর্দান্ত squad এর মধ্যেকার প্রতিযোগিতার মধ্য দিয়ে শীর্ষ ১২ তে উঠে এসেছে নিম্নক্ত দলগুলো।

AURA OF FEAR
RUCKUS RAISERS
EXTREME ZED
TEAM TAXON
SYNDICATE
CRYPTIC PHANTOM
TEAM ZZZ
PAIN
ETHAX SQUAD
PYS E-SPORTS
TEAM 6T9
OLD DOMINATORS

ম্যাচের সময় আজ রাত ঠিক ৮ টা হতে, ৫ ম্যাচের মধ্য দিয়ে চূড়ান্ত হবে মাসের সেরা দলটি।

26/08/2024

ত্রাণ বিভ্রাট!

ঢাকা শহরের প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় ত্রাণ কালেকশন চলছে। প্রতি পাড়া মহল্লা থেকে ২/১টি করে পিকাপ ভ্যান যাচ্ছে দূর্গত এলাকায়, সেই গাড়ির সাথে যাচ্ছে আবার ৭/৮ জনের একটি টীম। অপরিকল্পিত, অনভিজ্ঞ ও অচেনা জায়গায় গিয়ে কিছুই করতে পারে না। পরে নির্দিষ্ট একটা গেদারিংয়ে গিয়ে কোন রকম ত্রাণ ফেলে চলে আসে। এমনকি এবার অনভিজ্ঞ ও অপ্রস্তুত কেউ কেউ রেস্কিউ করতে গিয়ে নিহত হবার খবর পাওয়া গেছে। এতে করে অতিরিক্ত ব্যয় যেমন যাতায়াত, অযথা পরিশ্রম, জ্যাম, অতিরিক্ত খাবারসহ যথাযথ স্থান ত্রাণ পৌঁছাচ্ছে না। এর ফলে একই ব্যক্তি বার বার ত্রাণ পাচ্ছে। যার প্রয়োজন নাই সেও বার বার ত্রাণ পাচ্ছে। কিন্তু এ ধরণের টীম প্রকৃত দূর্গত এলাকায় পৌঁছাতে পারে না এবং কোন সহায়তাও করতে পারে না। অযথা মানুষের সাহায্যের টাকা নষ্ট হচ্ছে। অতীতে ২০১৭ সালে রোহিঙ্গা ক্রাইসিসেও সেম সমস্যাটা দেখেছি।

সবার উচিৎ নির্দিষ্ট, অভিজ্ঞ, পরিকল্পনা মাফিক কাজ করা, সুশৃঙ্খল টীম, সংগঠন, বেসরকারি সংস্থা, প্রশাসন, সশস্ত্র বাহিনীসহ যারা বিশ্বস্ত তাদের কাছে ত্রাণ পৌঁছে দেয়া। এতে অতিরিক্ত ব্যয় কমবে। যথাযথ স্থানে সহায়তা পৌঁছাবে। ধন্যবাদ

লেখাঃ Md Mehedi Hasan

‘বন্যা পরিস্থিতি উন্নতির দিকে’

25/08/2024

ড. মুহাম্মদ ইউনূস এর সাথে ৪৪টি এনজিও এর বৈঠক হয়েছে গতকাল। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় ১০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ হাতে নেয়া হয়েছে 🇧🇩
It's our new Bangladesh 🥰

24/08/2024

📌 লিস্ট দেখে দেখে বাজার করব এই এক মাস চলেন-

🔰এই নেন দেশী পণ্যের লিষ্ট -

সাবান: - মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত, তিব্বত ৭৭৭, Lifeguard, Cute.

বাথরুম পরিষ্কার:– Shakti, Clean Master, Finis, Amana, Xtreme.

টুথপেষ্ট:- Magic Harbal, White Plus, Cute, Active Toothpaste.

চুলের তৈল:- জুঁই, মায়া, কলম্বো, মেরিল অলিভ অয়েল, Cute.

গুড়োদুধ:– Pusti, ACI, Pure Milk, AMA, Mars, Starship.

ডিটারজেন্ট:- কেয়া, তিব্বত, White Plus, Chaka, Jet.

চা:- ইস্পাহানি, Bengal, Kazi, Cylon (আবুল খায়ের)।

শ্যাম্পু:- কেয়া, Cute, Revive, Meril, Select Plus.

সয়াবিন তৈল: – পুষ্টি, বসুন্ধরা, সেনা, Teer, Fresh.

Petrolium Jelly:- Meril, Tibet, Cute, SMC.

মশা নিরোধ সামগ্রী:– Xpel, Sepnil, Xtreme -

Room Freshner:- Spring, Basundhara.

ময়দা, আটা:– Teer, Basundhara, Fresh.

নুডলস:- কোকোলা, বসুন্ধরা, Foodi.

চাল:- পুষ্টি, চাষী, চিনিগুড়া, Teer.

চিনি:- Teer, Fresh, আখের চিনি।

সরিষার তৈল:- রাধুনি, পুষ্টি, Teer.

বিস্কুট:- Radisho, Olympic.

লবণ:- Teer, ACI, Fresh.

পানি:- Jibon, Mum.

টিস্যু:- বসুন্ধরা, ফ্রেশ


22/08/2024

ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়িসহ উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। এই পরিস্থিতিতে যোগাযোগের জন্য জরুরি নম্বর দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর জরুরি নম্বর

১. মৌলভীবাজার জেলা: মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর ও কমলগঞ্জ

০১৭৬৯১৭৫৬৮০
০১৭৬৯১৭২৪০০

২. মৌলভীবাজার জেলা: কুলাউড়া, জুরি ও বড়লেখা
০১৭৬৩৯০১৬৯৮

৩. হবিগঞ্জ জেলা:

০১৭৬৯১৭২৫৯৬
০১৭৬৯১৭২৬৩৪

৪. ফেনী জেলা:

০১৭৬৯৩৩৫৪৬১
০১৭৬৯৩৩৫৪৩৪
০১৬১৪৪০৯৫৬৫
০১৯১৯৭৭৪৮৪০
টেলিফোন: ০২৩৩৭৭৩৪১১০

৫. চট্টগ্রাম মেট্রোপলিটন: ০১৭৬৯-২৪৪০১২

৬. চট্টগ্রাম জেলা: সীতাকুণ্ড-মীরসরাই

০১৭২৮-২০২৬৭৭ ০১৭৬৯-২৪২১৩২ ০১৭৬৯-২৪২১২৮

৭. চট্টগ্রাম জেলা: ফটিকছড়ি

০১৭৬৯-২৭২৩৪২ ০১৭৬৯-২৭২৩৩৬

৮. খাগড়াছড়ি জেলা:

০১৭৬৯-৩০২৩৪২ ০১৭৬৯-৩০২৩৩৬

22/08/2024

জরুরী......!

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী কিছুক্ষণ আগে নাজিরহাট নতুন ব্রিজের পশ্চিম পাশে হালদার পাড় ভেঙ্গে গেছে। রাতের মাঝে পানিতে তলিয়ে যেতে পারে ফরহাদাবাদের ৪,৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড।
যাদের পক্ষে সম্ভব অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যান।
এ ব্যাপারে অবহেলা করবেন না। উদ্ধারের জন্য প্রয়োজনীয় নৌকা বা স্পিড বোট খুবই অপ্রতুল। রাতের বেলায় উদ্ধার কাজ চালানোও অনেকটা অসম্ভব। যারা আশংকায় আছেন, দ্রুত নিরাপদ স্থানে কিংবা নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন।

ফটিকছড়ির আশ্রয়কেন্দ্রসমূহের তালিকা পোস্টে যুক্ত করে দেয়া হলো।
ফরহাদাবাদের আশ্রয়কেন্দ্র- ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়।

22/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন???

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি।

ইনশাআল্লাহ এই মহাসংকট কাটিয়ে খুব শীঘ্রই আমরা আবার নতুন উদ্যোমে সামনের দিকে এগিয়ে যাবো। ✌️✌️

22/08/2024

🚨মহিলা মাদ্রাসাটিতে প্রায় ৪০০ শ' এর উপরে মহিলা ছাত্রী-শিক্ষিকা আটকে আছেন। ফেনী মহিপাল, হোসাইনিয়া মাদ্রাসা রোড।

✅মাদ্রাসার পরিচালকের মোবাইল নাম্বার: 01818400512

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Zx7d posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zx7d:

Share