05/11/2025
সরকারি IHT-তে ডিপ্লোমাা কোর্সে ভর্তি ফি দেখে অবাক!
৩৩,২০০ টাকার ভর্তি ফি — সেটা আবার সরকারি ইনস্টিটিউটের নামে!
যেখানে পাবলিক মেডিকেল কলেজ, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি ফিও এর অর্ধেকের কম — সেখানে IHT-তে এত বিশাল ফি নেওয়া নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ।
আশ্চর্যের বিষয়—
“সার্টিফিকেট যাচাই ফি” ধরা হয়েছে ১,০০০ টাকা, অথচ ছাত্রদেরই বলা হয়েছে নিজ নিজ বোর্ড থেকে সার্টিফিকেট verify করে আনতে।
“হোস্টেল ফি” নামে ভর্তির সময়ই টাকা নিয়ে নিচ্ছে, অথচ সবার সিটের নিশ্চয়তা নেই।
এমন আরও কয়েকটি অযৌক্তিক খাত যুক্ত করে ফি অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে।
একদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক বরাদ্দ প্রতিবছর unused থেকে যায়,
অন্যদিকে স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর এমন আর্থিক চাপ— এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়
(যুক্ত ছবি- টাকার রশিদ: সিলেট সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT)-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা কোর্সের ভর্তি রশিদ
Mostak Ahmed Rafi আইডি থেকে সংগৃহীত