ফরহাদ মিয়া

ফরহাদ মিয়া I want to share everything with others

সারাদিন শেষে রাত আসে বিশ্রাম দিতে, আবার আগামীদিনের জন্য নতুন করে প্রস্তুতি নিতে।শুভ রাত্রি।
02/08/2025

সারাদিন শেষে রাত আসে বিশ্রাম দিতে, আবার আগামীদিনের জন্য নতুন করে প্রস্তুতি নিতে।
শুভ রাত্রি।

সবুজ প্রকৃতির সান্নিধ্যে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য
02/08/2025

সবুজ প্রকৃতির সান্নিধ্যে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য

প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদির নাম ও ব্যবহার বিধি। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।
02/08/2025

প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদির নাম ও ব্যবহার বিধি। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।

বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাক সব ক্লান্তি,নতুন দিনের শুরু হোক নির্মল শান্তি।আকাশের অশ্রুতে ভেজা এই সকাল,নিয়ে আসুক হৃদয়ে প্রশান...
02/08/2025

বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাক সব ক্লান্তি,
নতুন দিনের শুরু হোক নির্মল শান্তি।
আকাশের অশ্রুতে ভেজা এই সকাল,
নিয়ে আসুক হৃদয়ে প্রশান্তির জোয়ার।

🌧️ শুভ সকাল! দিনটা হোক স্বপ্নিল ও স্নিগ্ধ 🌸

চার বছর মেয়াদী ২০২৫-২৬ সেশনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি চলছে।     #ভর্তিবিজ্ঞ...
01/08/2025

চার বছর মেয়াদী ২০২৫-২৬ সেশনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি চলছে।
#ভর্তিবিজ্ঞপ্তি #ডিপ্লোমাইঞ্জিনিয়ারিং

বৃষ্টিভেজা রঙ্গন ফুলের সৌন্দর্য কেমন লাগছে?
31/07/2025

বৃষ্টিভেজা রঙ্গন ফুলের সৌন্দর্য কেমন লাগছে?

এই কাশবনের মাঝে দাঁড়িয়ে মনে হয়,জীবনের সব জটিলতা প্রকৃতির কাছে খুবই সরল।
31/07/2025

এই কাশবনের মাঝে দাঁড়িয়ে মনে হয়,
জীবনের সব জটিলতা প্রকৃতির কাছে খুবই সরল।

প্রকৃতির আঁচলে লুকানো রঙিন রূপকথা—রঙ্গনের হাসিতে বৃষ্টিভেজা দুপুর আরও মনভরে ওঠে।
31/07/2025

প্রকৃতির আঁচলে লুকানো রঙিন রূপকথা—রঙ্গনের হাসিতে বৃষ্টিভেজা দুপুর আরও মনভরে ওঠে।

এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু বলে যান।
30/07/2025

এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু বলে যান।

স্নিগ্ধতা যার রঙ, সে ফুল কখনও ম্লান হয় না
30/07/2025

স্নিগ্ধতা যার রঙ, সে ফুল কখনও ম্লান হয় না

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ গঠনের লক্ষে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আই...
29/07/2025

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ গঠনের লক্ষে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) -এর আলোচনা সভা।

শারিরীক আঘাত ক্ষনস্থায়ী হলেও কথার আঘাত সহজে ভোলা যায় না। তাই আপনার কথায় কেউ যাতে আঘাত না পায় সেদিকে খেয়াল রাখুন।
28/07/2025

শারিরীক আঘাত ক্ষনস্থায়ী হলেও কথার আঘাত সহজে ভোলা যায় না। তাই আপনার কথায় কেউ যাতে আঘাত না পায় সেদিকে খেয়াল রাখুন।

Address

Dhanuka, Shariatpur
Dhaka
8000

Alerts

Be the first to know and let us send you an email when ফরহাদ মিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category