ফিলহাল প্রকাশন

ফিলহাল প্রকাশন সবসময় খোলা
Dhaka, Bangladesh
(1)

ইসলামী ফিকহ শাস্ত্রের চার মহান ইমাম—ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি’ই ও ইমাম আহমাদ ইবন হাম্বল—যাদের ইলম, ত্যাগ ও ...
13/10/2025

ইসলামী ফিকহ শাস্ত্রের চার মহান ইমাম—ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি’ই ও ইমাম আহমাদ ইবন হাম্বল—
যাদের ইলম, ত্যাগ ও প্রজ্ঞা মুসলিম উম্মাহকে দিয়েছে সঠিক দিকনির্দেশনা ও শরিয়াহ জ্ঞানের গভীর চিন্তার আলোকবর্তিকা। তাদের ফিকহের গভীরতা, যুক্তিবোধ ও ইলমের প্রাচুর্য আজও বিশ্বজুড়ে মুসলিমদের জন্য নির্ভরযোগ্য পথনির্দেশ। এই বই সেই চার নক্ষত্রের জীবন, কর্ম ও ফিকহী অবদানের অনন্য সংক্ষিপ্তসার।
যারা ইসলামী ইলম ভালোবাসেন, চার ইমামের জীবন থেকে শিক্ষা নিতে চান—তাদের জন্য এটি এক অপরিহার্য বই।

আগ্রহী পাঠকদের জন্য বইটি অর্ডার করলেই থাকছে আকর্ষণীয় গিফট!

বর্তমান বিশ্ব রাজনীতির অন্ধকার পর্দার আড়ালে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র—যা নিয়ন্ত্রিত হচ্ছে গ্লোবাল সিস্টেম, জায়নিস্ট...
12/10/2025

বর্তমান বিশ্ব রাজনীতির অন্ধকার পর্দার আড়ালে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র—যা নিয়ন্ত্রিত হচ্ছে গ্লোবাল সিস্টেম, জায়নিস্ট প্রভাব ও ইসরায়েলি স্বার্থ দ্বারা। এই তিনটি বই সেই পর্দা উন্মোচন করবে এবং দেখাবে ইতিহাসের বাস্তব চিত্র ও ভবিষ্যতের দিকনির্দেশনা।

সমকালীন বিশ্বরাজনীতি, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা প্রভাবের পটভূমি বুঝতে আগ্রহী পাঠকদের জন্য একটি দারুণ সমন্বিত প্যাকেজ।
08/10/2025

সমকালীন বিশ্বরাজনীতি, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা প্রভাবের পটভূমি বুঝতে আগ্রহী পাঠকদের জন্য একটি দারুণ সমন্বিত প্যাকেজ।

বিশ্ব রাজনীতির আড়ালে ঘটে যাওয়া দুর্দান্ত এই চারটি বইয়ের সাথে কি উপহার রাখলে আপনারা খুশি হবেন?
07/10/2025

বিশ্ব রাজনীতির আড়ালে ঘটে যাওয়া দুর্দান্ত এই চারটি বইয়ের সাথে কি উপহার রাখলে আপনারা খুশি হবেন?

বইমেলার প্রাঙ্গণে পাঠকের হাতে মাস্টারমাইন্ডবই মনোযোগে ডুবে আছেন বইয়ের পাতায়— এমন দৃশ্যই আমাদের অনুপ্রেরণা। পাঠকের বইয়ের ...
05/10/2025

বইমেলার প্রাঙ্গণে পাঠকের হাতে মাস্টারমাইন্ড
বই মনোযোগে ডুবে আছেন বইয়ের পাতায়— এমন দৃশ্যই আমাদের অনুপ্রেরণা। পাঠকের বইয়ের প্রতি এরকম ভালোবাসা ও আগ্রহই আমাদের বই নিয়ে কাজ করার উৎসাহকে বহুগুণে বাড়িয়ে তোলে।

বিশ্ব রাজনীতির জটিল বাস্তবতা, আমেরিকার আধিপত্যবাদী পরাশক্তির খেলা এবং ইসরাইলের গোপন ষড়যন্ত্র নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল...
04/10/2025

বিশ্ব রাজনীতির জটিল বাস্তবতা, আমেরিকার আধিপত্যবাদী পরাশক্তির খেলা এবং ইসরাইলের গোপন ষড়যন্ত্র নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পাওয়া যাবে এই বই দুইটিতে। বিশ্ব রাজনীতির আড়ালের অদৃশ্যমান ঘটনাপ্রবাহ জানতে চাইলে নিঃসন্দেহে বইগুলো হবে এককথায় সেরা কম্বিনেশন। একজন সচেতন মুসলিম হিসেবে এই বইগুলো সংগ্রহ করে অবশ্যই পড়া জরুরি, যাতে বিশ্ব রাজনীতি সম্পর্কে গভীর চিন্তা, সঠিক দৃষ্টিভঙ্গি ও স্পষ্ট ধারণা তৈরি হয়।

বই হাতে পাঠকের উচ্ছ্বাস। মেলার ভিড়ে বইগুলো যখন পাঠকের ব্যাগে জায়গা করে নেয়, মনে হয়—শব্দেরা তাদের প্রকৃত ঠিকানায় ফিরে যাচ...
01/10/2025

বই হাতে পাঠকের উচ্ছ্বাস। মেলার ভিড়ে বইগুলো যখন পাঠকের ব্যাগে জায়গা করে নেয়, মনে হয়—শব্দেরা তাদের প্রকৃত ঠিকানায় ফিরে যাচ্ছে। আমাদের প্রচেষ্টা পাঠকের হাতে পৌঁছানোই সবচেয়ে বড় আনন্দের।

একটা সময় এমন আসবে, যে সময় মানুষের কাছে মূল্যবান সম্পদ হবে তার বকরী; যা নিয়ে সে পাহাড়ে অবস্থান করবে এবং শহরে বসবাস পরিত্য...
30/09/2025

একটা সময় এমন আসবে, যে সময় মানুষের কাছে মূল্যবান সম্পদ হবে তার বকরী; যা নিয়ে সে পাহাড়ে অবস্থান করবে এবং শহরে বসবাস পরিত্যাগ করবে।
[সহিহ বুখারী, কিতাবুল ফিতান, হাদীস নং ৬৫৫৯]

29/09/2025

আন্তর্জাতিক ইসলামিক বই মেলা
আজানের ধ্বনিতে সন্ধ্যার পরিবেশ হয়ে ওঠেছে হৃদয় প্রশান্তির অমূল্য একটি মুহূর্ত

বর্তমান বিশ্ব রাজনীতির আড়ালে কি ঘটছে, বিশ্ব ব্যবস্থার সংকট, বিপর্যয় ও আইডোলজিক্যাল ক্রাশ বিষয়গুলো ক্লারিফিকেশন করতে এই দ...
28/09/2025

বর্তমান বিশ্ব রাজনীতির আড়ালে কি ঘটছে, বিশ্ব ব্যবস্থার সংকট, বিপর্যয় ও আইডোলজিক্যাল ক্রাশ বিষয়গুলো ক্লারিফিকেশন করতে এই দুইটি বই হবে একজন পাঠকের জন্য একদম বেস্ট

জায়োনিজম বর্তমান পৃথিবীর এক ভয়ঙ্কর দানবীয় শক্তি! এটি বৈশ্বিক নিপীড়ন, আধিপত্যবাদ আর সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার দুর্দমনী...
27/09/2025

জায়োনিজম বর্তমান পৃথিবীর এক ভয়ঙ্কর দানবীয় শক্তি! এটি বৈশ্বিক নিপীড়ন, আধিপত্যবাদ আর সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার দুর্দমনীয় ইচ্ছার বহিঃপ্রকাশ। তারা মানবতার শত্রু, মুসলিম উম্মাহর রক্তচোষা দানব এবং বিশ্ব অস্থিরতার মূল কারিগর যার উদাহরণ আজকে আমরা ফিলিস্তিনে দেখতে পাচ্ছি। কিন্তু তাদের পরিকল্পনা শুধু ফিলিস্তিনেই নয় বৈশ্বিক ভাবে বাস্তবায়নের গ্রেটার পদ্ধতি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে।

বিশ্বব্যাপী ইহুদীবাদীদের ষড়যন্ত্র ও পরিকল্পনা সম্পর্কে জানতে গ্লোবাল জায়োনিজম বইটি সকলেরই সংগ্রহে থাকা উচিত।

বই দুইটি শুধু উপন্যাস কিংবা গল্প নয়। বিবেক জাগানো বার্তা। আবেগ জড়ানো কৌশল । হতাশাগ্রস্থ সংসারীদের প্রেরণা পত্র। ঘুমন্ত আ...
27/09/2025

বই দুইটি শুধু উপন্যাস কিংবা গল্প নয়। বিবেক জাগানো বার্তা। আবেগ জড়ানো কৌশল । হতাশাগ্রস্থ সংসারীদের প্রেরণা পত্র। ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলার রূপরেখা। বিশুদ্ধ রোমাঞ্চ। বোদ্ধা মহলে বই দুটি হতে পারে, ফিরে পাওয়া হারানো কোনো সম্ভল। অতীতের স্বাদ। ফেতনা থেকে বাঁচতে চাওয়া মানুষদের জন্যে হবে, ভাবনার খোরাক। ইনশাআল্লাহ! অতঃপর ইনশাআল্লাহ....

চমৎকার দুটি বই অর্ডার করতে ইনবক্স করুন এবং আমাদের বই গুলো পেয়ে যাচ্ছেন আন্তর্জাতিক ইসলামিক বইমেলা ২০২৫
স্থান: বাইতুল মোকাররম, পূর্ব গেইট
পরিবেশক: মাকতাবাতুল মদিনাহ
স্টল নং: ১০৯

Address

বাংলাবাজার
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ফিলহাল প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফিলহাল প্রকাশন:

Share

Category