13/10/2025
ইসলামী ফিকহ শাস্ত্রের চার মহান ইমাম—ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি’ই ও ইমাম আহমাদ ইবন হাম্বল—
যাদের ইলম, ত্যাগ ও প্রজ্ঞা মুসলিম উম্মাহকে দিয়েছে সঠিক দিকনির্দেশনা ও শরিয়াহ জ্ঞানের গভীর চিন্তার আলোকবর্তিকা। তাদের ফিকহের গভীরতা, যুক্তিবোধ ও ইলমের প্রাচুর্য আজও বিশ্বজুড়ে মুসলিমদের জন্য নির্ভরযোগ্য পথনির্দেশ। এই বই সেই চার নক্ষত্রের জীবন, কর্ম ও ফিকহী অবদানের অনন্য সংক্ষিপ্তসার।
যারা ইসলামী ইলম ভালোবাসেন, চার ইমামের জীবন থেকে শিক্ষা নিতে চান—তাদের জন্য এটি এক অপরিহার্য বই।
আগ্রহী পাঠকদের জন্য বইটি অর্ডার করলেই থাকছে আকর্ষণীয় গিফট!