19/07/2025
প্রয়াণ দিবসে শ্রদ্ধায় স্মরণ করছি বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ূন আহমেদ কে। আমার হুমায়ূন পড়া শুরু তার মৃত্যুর পর থেকে। যদিও শৈশব কৈশোরে হুমায়ূন আহমেদের নাটক প্রতি ঈদে টিভিতে আসত। সেই অর্থে তখন বুঝি নাই এই নাটক গুলো আসলে কতটা নান্দনিক নির্মাণ শৈলীর একেকটা উদাহরন। হুমায়ূন আহমেদ চলে যাবার পর তার সাহিত্য আর সৃষ্টি কর্ম আমাকে ভাবিয়েছে। কি অসাধারণ বর্ণাঢ্য এক জীবন দিয়ে গেছেন তিনি। প্রচন্ড তিক্ত আর বিষাক্ত সময়ের দিনগুলোতেও হুমায়ুন আহমেদের সৃষ্টি গুলো আজও দারুন সংগ দেয়।
বাংলা সাহিত্যে কৃত্রিম হুমায়ূন সৃষ্টির অপচেষ্টা হাস্যকরভাবে ব্যর্থ হয়েছে। প্রমাণিত হয়েছে হুমায়ূনের অভাব কোন দিনই পূরণ হবার নয়।