Ashman Books

Ashman Books Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ashman Books, Banglabazar, Dhaka.

Ashman Books, এ ইতিহাস, রাজনীতি, বিখ্যাত উপন্যাস, ধর্মিও বই, আত্তউন্নয়ন মূলক বই সহ নুতূন বই, অফার, সাহিত্য অনুষ্ঠান ও আরো অনেক কিছুর আপডেট পেতে আমাদের সাথে থাকুন! এবং দ্রুত বই পাওয়ার জন্য
অনলাইনে অর্ডার করুন — আপনার পরবর্তী প্রিয় বইটি হয়তো এখানেই আছে।

প্রয়াণ দিবসে শ্রদ্ধায় স্মরণ করছি বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ূন আহমেদ কে। আমার হুমায়ূন পড়া শুরু তার মৃত্যুর পর থেক...
19/07/2025

প্রয়াণ দিবসে শ্রদ্ধায় স্মরণ করছি বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ূন আহমেদ কে। আমার হুমায়ূন পড়া শুরু তার মৃত্যুর পর থেকে। যদিও শৈশব কৈশোরে হুমায়ূন আহমেদের নাটক প্রতি ঈদে টিভিতে আসত। সেই অর্থে তখন বুঝি নাই এই নাটক গুলো আসলে কতটা নান্দনিক নির্মাণ শৈলীর একেকটা উদাহরন। হুমায়ূন আহমেদ চলে যাবার পর তার সাহিত্য আর সৃষ্টি কর্ম আমাকে ভাবিয়েছে। কি অসাধারণ বর্ণাঢ্য এক জীবন দিয়ে গেছেন তিনি। প্রচন্ড তিক্ত আর বিষাক্ত সময়ের দিনগুলোতেও হুমায়ুন আহমেদের সৃষ্টি গুলো আজও দারুন সংগ দেয়।

বাংলা সাহিত্যে কৃত্রিম হুমায়ূন সৃষ্টির অপচেষ্টা হাস্যকরভাবে ব্যর্থ হয়েছে। প্রমাণিত হয়েছে হুমায়ূনের অভাব কোন দিনই পূরণ হবার নয়।

অ্যামাজন এফবিএমিলিয়ন ডলার অপারচুনিটি ফ্রম বাংলাদেশআহসান হাবীবমানুষ তখনই থেমে যায় যখন সে মনে করে আমি তো সফল হয়ে গেছি, অন...
09/07/2025

অ্যামাজন এফবিএ
মিলিয়ন ডলার অপারচুনিটি ফ্রম বাংলাদেশ
আহসান হাবীব

মানুষ তখনই থেমে যায় যখন সে মনে করে আমি তো সফল হয়ে গেছি, অনেক টাকা আয় করে ফেলেছি আর কিছু লাগবে না। কিন্তু জীবনের প্রত্যেকটা ধাপে এক একটি অর্থ থাকতে হবে। একজন সফল অ্যামাজন বিক্রেতা হতে আমার যে ধাপগুলো পার করতে হয়েছে, যে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে আমি কিন্তু থেমে যাইনি।

অ্যামাজনে বিজনেস করে অর্থনৈতিক স্বাধীনতা এর স্বাদটা যেন সবাই পায় সেজন্যই বাংলাদেশের তরুণদের মাঝে ছড়িয়ে দিয়েছি, দিচ্ছি এবং ভবিষ্যতেও দেবো অ্যামাজন এফ বি এ মাস্টারি নলেজ। কারণ আমি বিশ্বাস করি যদি বহুদূর এগিয়ে যেতে চাই তাহলে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। “আমরা এগিয়ে গেলেই তো এগিয়ে যাবে দেশ

বইটি নেওয়ার জন্য যোগাযোগ করুনঃ
👇Order Now:
Whatsapp: 01912-928376
#বইপ্রেমী #বই #লেখক #বাংলাদেশ

“আমার রাজনীতির রূপরেখা” একটি ঐতিহাসিক রাজনৈতিক প্রবন্ধ, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তাঁর রাজনৈতিক দ...
01/05/2025

“আমার রাজনীতির রূপরেখা” একটি ঐতিহাসিক রাজনৈতিক প্রবন্ধ,

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তাঁর রাজনৈতিক দর্শন ও মতাদর্শ প্রকাশ করতে লিখেছিলেন। এটি ১৯৭৮ সালে প্রকাশিত হয় এবং বাংলাদেশের রাজনৈতিক চিত্র ও রাষ্ট্র পরিচালনার নতুন দিশা প্রদর্শন করে। এই প্রবন্ধের মাধ্যমে জিয়াউর রহমান তার নতুন রাজনীতির ধারণা এবং জাতীয় পুনর্গঠন সম্পর্কিত চিন্তাভাবনা জনগণের সামনে তুলে ধরেন।

hatsapp: 01912-928376

#আমার_রাজনীতির_রূপরেখা
#জিয়াউর #জিয়াউর_রহমান

ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ারবর্তমান ডিজিটাল যুগে, সামাজিক মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো কেবল বিনোদন বা যোগায...
23/04/2025

ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার

বর্তমান ডিজিটাল যুগে, সামাজিক মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো কেবল বিনোদন বা যোগাযোগের মাধ্যম হিসেবেই ব্যবহৃত হচ্ছে না, বরং এটি একটি শক্তিশালী ব্যবসায়িক এবং পেশাগত ক্ষেত্রেও পরিণত হয়েছে।

কনটেন্ট ক্রিয়েটররা এখন শুধু নিজেদের শখের কথা বা দৈনন্দিন জীবনই শেয়ার করেন না, তারা তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং সৃজনশীলতা দিয়ে লাখ লাখ মানুষের মন জয় করে বিশাল অর্থ উপার্জন করছেন।

এই বইটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি গাইড হিসেবে কাজ করবে, যেখানে আমি শেয়ার করেছি কীভাবে আপনার চিন্তা-ভাবনা, সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রমকে ব্যবহার করে আপনি নিজেকে নতুন এক পেশার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন এবং কনটেম্পোরারি মাধ্যমগুলির মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন।

আমি আশা করি, এই বইটি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি এবং
অনুপ্রেরণা প্রদান করবে। যাতে আপনি আপনার কনটেন্ট ক্রিয়েশন যাত্রায় সফল হতে পারেন এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন।
এটি একটি প্রাথমিক ভূমিকা যা বইটির মূল বিষয়বস্তু এবং পাঠকদের উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরে। আশা করি এটি আপনার বইয়ের জন্য উপযোগী হবে! ( রবিন রাফান )

Whatsapp: 01912-928376
#রবিন_রাফান #রবিন #ক্রিয়েটিভ_কন্টেন্ট_ও_সফল_ক্যারিয়ার #ক্রিয়েটিভ #কন্টেন্ট ্যারিয়ার #ক্রিয়েটিভ_কন্টেন্ট

ব্র্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি ( মো: নিজাম উদ্দিন আকন্দ )ব্র্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি" বইটি সাজানো হয়েছে বিভিন্ন ...
20/04/2025

ব্র্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি ( মো: নিজাম উদ্দিন আকন্দ )

ব্র্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি" বইটি সাজানো হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কেস স্টাডি, ব্র্যান্ডের গল্প, সেলস মার্কেটিং স্ট্র্যাটেজি, বিজ্ঞাপনের স্ট্র্যাটেজি ইত্যাদি বিষয় দিয়ে।

বইটি বাংলা ভাষায় রচিত প্রথম বই যেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মার্কেটিং এর পর্যায়ক্রমিক ধাপগুলো সহজ-সরল ভাবে উপস্থাপন করা হয়েছে। এই বইটি উদ্যোক্তা, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, মার্কেটিং পেশার এবং নন মার্কেটারদের জন্য সবসময়ের গাইড হিসেবে কাজ করবে।

কিভাবে একটি নতুন ব্র্যান্ড শূন্য থেকে সফল ব্র্যান্ডে পরিণত হতে পারে তার যথাযথ নির্দেশিকা রয়েছে প্রতিটি অধ্যায়ে । এছাড়া দেশি-বিদেশী সফল ব্র্যান্ড ও ব্যর্থ ব্র্যান্ডের গল্প গুলো তুলে ধরা হয়েছে যা আপনাকে ব্র্যান্ড গড়ার জন্য যথাযথ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ ।

Oder Now:
Whatsapp: 01912-928376

#ব্র্যান্ড_মার্কেটিং_স্ট্র্যাটেজি #ব্র্যান্ড_মার্কেটিং #মার্কেটিং_স্ট্র্যাটেজি # #মার্কেটিং #নিজাম_আকন্দ #নিজাম

বি স্মার্ট উইথ মুহাম্মাদনবিজির মতো হওয়া কি খুব সহজ?রাতে এসে যখন শুনলেন ঘরে খাবার নেই, তখন তিনি নফল সিয়ামের নিয়্যাত কর...
19/04/2025

বি স্মার্ট উইথ মুহাম্মাদ

নবিজির মতো হওয়া কি খুব সহজ?
রাতে এসে যখন শুনলেন ঘরে খাবার নেই, তখন তিনি নফল সিয়ামের নিয়্যাত করে ফেললেন। আমরা হলে কী করতাম?

প্রথম কয়েক বছর মানুষের কাছ থেকে বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও কীসের বলে নিরলস দীন প্রচার করে গেছেন? কীভাবে অর্জন করলেন অটল মনোবল?

কীভাবে রপ্ত করলেন এক অসম্ভব সুন্দর ভাষা, যা শুনলেই মানুষের হৃদয়ে ছাপ ফেলে দিত?
কেমন ছিল তাঁর শৈশব, কৈশোর, তারুণ্য আর যৌবনের উচ্ছ্বল দিনগুলো?

নবিজির জীবনী পড়তে গেলে আমরা সাধারণত তাঁর নবুওয়্যাত পরবর্তী জীবনেই বেশি গুরুত্ব দিই। কিন্তু এর ভিত্তিটা যে মহান আল্লাহ তাঁর নবুওয়্যাত পূর্ব ৪০ বছরের জীবনে ধীরে ধীরে তৈরি করেছিলেন সেটা কজন ঘেঁটে দেখি?

প্রচলিত অর্থে কোনো সীরাহ বই নয় এটি। কোনো তাত্ত্বিক ঘটনার বিবরণও না। এখানে আপনি পাবেন ব্যবহারিক কিছু জ্ঞান। হাতে কলমে শিখবেন নিজের বাচ্চাকে নবিজির মতো করে বড় করার উপায়।
টিনএজ বয়সী হলে জানতে পারবেন এই উড়ুউড়ু সময়টাতে নিজেকে বাগে রাখার কৌশল।

বিবাহিত হলে আছে দুজনে মিলে জীবনটাকে আরও মধুর করার টোটকা। সর্বোপরি নবিজির মতো জীবনের প্রতিটি ক্ষেত্রে 'স্মার্ট' হওয়ার তরিকা। তবে চলুন স্মার্ট হই প্রিয় নবিজির মতো...

জীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য। বইটির পরতে পরতে রাসূল (সাঃ) এর জীবনের এমন সব ঘটনা থাকবে, যেগুলো মানুষকে অনুপ্রেরণা দিবে দারুণভাবে। অবলীলায় তারা তাঁকে গ্রহণ করবেন অনুকরণীয় আদর্শ হিসেবে। বইটিতে তাঁর নবী হওয়ার আগের জীবন বেশি গুরুত্ব পাবে। আমরা দেখব শিশুকাল থেকে কিভাবে তিনি নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলেছেন। টিনএজ বয়সের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করেছেন। তরুণ বয়সেই কিভাবে সমাজে নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।

#বি_স্মার্ট_উইথ_মুহাম্মাদ

Address

Banglabazar
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when Ashman Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashman Books:

Share