05/11/2025
গিয়েছিলাম বর্তমানে জনপ্রিয় একটি রেস্টুরেন্ট দূরবীন বাংলা রেষ্টুরেন্ট এ।আমরা গিয়েছিলাম সন্ধ্যায়।তখন বিভিন্ন কাবাব আইটেম ছিলো,সাথে রুমালী রুটি।আমরা নিয়েছিলাম বিফ কাবাব আর তান্দুরি চিকেন।খাবার এককথায় দারুণ সুস্বাদু।সবগুলো খাবারই বেশ ভালো ছিল।তবে আলাদা করে বললে তাদের ছানার মিষ্টিটা অবশ্যই ট্রাই করবেন।খুবই মজা।চা টা ভালোই ছিলো।আর ওদের সার্ভিস খুব ভালো।আমি কোনো ফুড ব্লগার না।নিজের টাকায় খেয়ে রিভিউ করলাম😁😁