22/11/2025
মসজিদে মাইকে দুআ পড়ছে হুজুর 🤲
কি আতঙ্ক সবার ভিতর 😑
আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন। জানিনা কি হবে 🥲আল্লাহ আমাদের উপর নারাজ 😑আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন 🙏এই জীবন নিয়ে কত বড়াই আমাদের একটু ভয় করিনা মিথ্যা অহংকার হিংসা গীবত জীনা কত খারাপ করে মানুষ। গতকাল আল্লাহ কয়েক সেকেন্ডে বুঝিয়ে দিসে এই জীবন তুচ্ছ 😑সবাই দুআ করা ছাড়া আর করার কিছুই নেই🤲🤲
আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমু, ওয়া আতুবু ইলাইহি।'
অর্থ: আমি সেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোন সত্য উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও চিরন্তন; এবং আমি তাঁর দিকে ফিরে আসি।