Sajid

10/03/2025

আবার শুরু করবো।🙃

অল্প বয়সে বিয়ে করলে কি উপকার আপনি কি জানতে চান!। এই সমাজ তোমাকে ভালকিছু দিতে চায়নাবরং তোমাকে পাপের সাগরে ডুবাতে চায়।এইভা...
07/11/2023

অল্প বয়সে বিয়ে করলে কি উপকার আপনি কি জানতে চান!।

এই সমাজ তোমাকে ভালকিছু দিতে চায়না
বরং তোমাকে পাপের সাগরে ডুবাতে চায়।
এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের চরিত্র,
পারছিনা যৌবন কে পবিত্র রাখতে

কারণ হচ্ছে যৌবন এক ধরণের ক্ষুদা।
ক্ষুদা লাগলে যেমন খাবারের দরকার হয়,
ঠিক তেমন যৌবনের ক্ষুদা লাগলে বউ দরকার হয়।

কিন্তু সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও।
তারপর বিয়ের পিড়িতে বসো।

অতচ এই আয়াতে আল্লাহ বলেন :
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
বিয়ে করো,তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি
আল্লাহর....!!!!!অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।❤

আবার রাসুল (সা.) বলেছেন, ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।
১। আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী,

২। চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়

৩। ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

হাদিসটি পাবেন

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি, সুনানুল) 💚

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু
সময় পাওয়া যায়।কেন এতো বিয়ে করতে দেরি
করছেন।আল্লাহ তো অফার দিয়ে রাখছেন।
আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেবেন তার
ওয়াদা দিয়েছেন।
শুধু খামাখা কেন দেরি করছেন, বিয়ে করুণ......
যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল
অফার টাকে গ্রহণ করুণ।
বিয়ে করুণ

বিয়ে করলে যে উপকারিতা পাবেন তা হলো

১। লজ্জা স্থানের হেফাজত হয়

২। বিবাহ চক্ষু নিচু করে

৩। তাড়াতাড়ি ধনি হওয়া যায়।

৪। ইমান পরিপূর্ণ হয়

৫। অসুস্থতা দূর হয়।

৬। ইবাদতে মজা পাওয়া যায়।

৭। আল্লাহর নৈকট্য লাভ করা যায়।

৮। মানসিক তৃপ্তি পাওয়া যায়।
এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন
যেনা করতে গিয়েও তা পাবেন না।

৯। মেজাজ ঠান্ডা থাকে।মাথা কখনো হট হবেনা।

১০। যৌবনের ক্ষুদা নিবারণ হয়।

আরো অনেক উপকারিতা আছে।

খাবার না পেলে যখন ক্ষুদার যন্ত্রনায় হারাম
ভক্ষণ করে ফেলে।ঠিক সেই রকম বউ না থাকলে যৌবনের ক্ষুদার তাড়নায় অনেকে লজ্জা স্থান দিয়ে পর নারীর সাথে যিনা করে ফেলে।

বিয়েকে সহজ করুণ,দেখবেন সমাজ থেকে
অনেক জেনা ব্যাবিচার কমে যাবে।

ছেলেমেয়েদের অভিবাবকদের বলি অল্প বয়সে ছেলে মেয়ে বিয়ে করান।
সরকারি চাকরি বাদ দেন,আগে দেখুন ছেলে মানুষ কিনা।যদি মানুষ হয়, তার সাথে বিয়ে দেন।

কারণ একটা মেয়ে কখনো খাবার অভাবে
মারা যায়না।মারা যায়তো জানোয়ার গুলোর অত্যাচারে।
তাই মেয়ের বাবাদের বলছি বিষয়টি বিবেচনায় নেন।

ছেলের বাবাদের বলছি
আল্লাহ ওয়াদা দিয়েছেন ধনী বানিয়ে দেবে
তাই ছেলেকে বিয়ে করান,,, খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনার ছেলে।

আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুণ (আমিন) 🖤
(Copy)

গরিবের কাশফুল🙂
19/09/2023

গরিবের কাশফুল🙂

এখন সবাই হিংসে করে বলবে এইটা edite😒কিন্তু এইটা যে আমার প্রতি উলফির ( URFI JAVED) ভালোবাসা তা কেউ বুঝবে না 💔
25/06/2023

এখন সবাই হিংসে করে বলবে এইটা edite😒
কিন্তু এইটা যে আমার প্রতি উলফির ( URFI JAVED) ভালোবাসা তা কেউ বুঝবে না 💔

24/06/2023

আমার প্রথম রিলেশনশিপটার ভাঙন হয় ২৩ জানুয়ারি । তখন আমার ২য় প্রেমিকার সাথে পরিচয় হয়। এর আগে ১ম প্রেমিকাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসতাম। আর সে ও আমার লাইফটাকে অনেক মধুর করে তুলেছিলো। কিন্তু প্রলোভন এ পড়ে সেকেন্ড জনের সাথে রিলেশনশিপ এ জড়িয়ে পড়ি। এরপর থেকে ভালোই যাচ্ছিলো, আমি ২ জনের সাথেই কনটিনিউ করেছিলাম। সেকেন্ড জনের প্রতি টান একটু বেশি থাকলেও প্রথম জনকেও ভালোবাসতাম, সময় দিতাম। কিন্তু লকডাউনে এসে প্রথম গার্লফ্রেন্ড এর সাথে সম্পর্ক খারাপ হতে থাকে। এবং পুরোপুরি ব্রেকআপ হয়ে যায়।☹️💔
তখন আমি দ্বিতীয়জনকে নিয়ে বেশ হ্যাপী ছিলাম,রাত দিন একসাথে থাকতাম । কিন্তু এখন সমস্যা হচ্ছে, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে প্রথম প্রেমিকার সাথে। আমি এখন মনে প্রাণে ২য় জনকে ভালোবাসি কিন্তু বাসা থেকে মেনে নিচ্ছেনা। এখন আমি কি করতে পারি। কাকে রেখে কাকে জীবন সঙ্গী করবো বুঝতে পারছি না। হেল্প প্লিজ।😖
প্রথম জনকেও একসময় মন প্রাণ দিয়ে ভালো বাসতাম, এখন বাসিনা আর। কিন্তু ওর সাথে থাকলে আমার ক্যারিয়ারটা উন্নত হবে আর সেকেন্ড জনের সাথে থাকলে দুনিয়াটা হবে রঙিন ।

প্রথম জন হইলো আমার পড়াশোনা, দ্বিতীয়টা আমার ফোন🙂🤣

ছবিতে ক্লিক করলেই,আমার ভবিষ্যৎ দেখতে পারবেন 🙂
23/06/2023

ছবিতে ক্লিক করলেই,
আমার ভবিষ্যৎ দেখতে পারবেন 🙂

খুব চিন্তাই আছি 🥲
13/06/2023

খুব চিন্তাই আছি 🥲

Trend কে খাইয়া দিলাম🌚
22/05/2023

Trend কে খাইয়া দিলাম🌚

Address

Gazipura
Dhaka

Telephone

+8801618766388

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajid:

Share

Category