Ajkersokal24.com

Ajkersokal24.com Online newspaper.
সত্যের_সন্ধানে_আমরা_সর্বদা_একধাপ_এগিয়ে।

15/03/2024

১৯৭১ এর ১৬ মার্চ ঢাকায় প্রেসিডেন্ট ভবনে ইয়াহিয়া খানের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বৈঠকে যান গাড়িতে কালো পতাকা উড়িয়ে। গাড়ির উইন্ডস্ক্রিনে ছিল বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা আর দলীয় প্রতীক নৌকা। বৈঠকের উদ্দেশে বের হওয়ার পূর্বে তিনি স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনায় মিলিত হন।

নির্বাচনে জয়ী পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলোচনা শেষে অপেক্ষমাণ দেশি-বিদেশি সাংবাদিকদের বলেন, “আমি রাজনৈতিক এবং অন্যান্য সমস্যা সম্পর্কে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছি। আরও আলোচনা হবে। কাল সকাল ১০ টায় আমরা আবার বসছি। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই।”

অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, স্বল্প মূল্যে ডায়ালাইসিস সেবা এবং কিডনি সংযোজনের ব...
15/03/2024

অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, স্বল্প মূল্যে ডায়ালাইসিস সেবা এবং কিডনি সংযোজনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৪ মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কিডনি রোগে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের সরকার কিডনি রোগীদের চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে নানামুখী উদ্যোগ নিয়েছে। আমরা স্বাস্থ্য খাতে বাজেটের একটি বড় অংশ কিডনি রোগের চিকিৎসা, ডায়ালাইসিস এবং কিডনি সংযোজন করার ক্ষেত্রে ব্যয় করছি।

তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, স্বল্প মূল্যে ডায়ালাইসিস সেবা এবং কিডনি সংযোজনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

রমজানে চিনি ও খেজুরের দাম নির্ধারণ করে দিল সরকারঅতি সাধারণ খেজুরের দাম হবে প্রতি কেজি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদ...
15/03/2024

রমজানে চিনি ও খেজুরের দাম নির্ধারণ করে দিল সরকার

অতি সাধারণ খেজুরের দাম হবে প্রতি কেজি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের কেজি ১৭০-১৮০ টাকা। এছাড়া কেজিপ্রতি চিনির মূল্য ১৪০ টাকা ধার্য করা হয়েছে।

কৃষিতে সেচের জন্য সারাদেশে প্রায় ৪ হাজার সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে প্রায় ৬৫ মেগাওয়াট বিদ...
15/03/2024

কৃষিতে সেচের জন্য সারাদেশে প্রায় ৪ হাজার সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে প্রায় ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে গ্রিড বিদ্যুতের ওপর চাপ কমেছে। ডিজেলের ব্যবহার কমেছে। কার্বন দূষণ হ্রাস পেয়েছে। কমেছেকৃষির উৎপাদন খরচ।
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) আয়োজিত আলোচনা সভায় এমন তথ্য উঠে এসেছে।

অনুষ্ঠানে জানানো হয়, সৌর চালিত পাম্প বাদে বর্তমানে ডিজেল চালিত পাম্প ১২ লাখ ৪৩ হাজার ৫০৭টি এবং বিদ্যুৎ চালিত পাম্পের সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৮৪৭টি। প্রতিটি ডিজেল পাম্পে বছরে প্রায় ১০২৩ লিটার ডিজেল ব্যবহৃত হয়। ডিজেল চালিত পাম্পের কারণে প্রতি বছর প্রায় ৮ হাজার ৮৫২ কোটি টাকার তেল আমদানি করতে হয়। এতে কার্বন নিঃসরণ হয় যা পরিবেশের জন্য ক্ষতিকর। এই পাম্পগুলো সৌর বিদ্যুতের আওতায় আনা গেলে তুলনামূলক কম খরচে সেচ দিতে পারবেন।

15/03/2024

ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র।

এটি মৌলভীবাজার জেলার কুলাউড়াতে অবস্থিত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স এই গ্যাসক্ষেত্রটি আবিস্কার করে। ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রটি থেকে মোট উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ রয়েছে ২৪৩.৭০ বিসিএফ।

#বাপেক্স #গ্যাস #গ্যাসফিল্ড #ফেঞ্চুগঞ্জ #মৌলভীবাজার

প্রেস বিজ্ঞপ্তিবিষয়ঃ ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং।১৫ মার্চ ২০২৪ বিশ্ব ভোক্তা অধ...
14/03/2024

প্রেস বিজ্ঞপ্তি

বিষয়ঃ ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং।

১৫ মার্চ ২০২৪ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ৯:৪৫ মিনিটে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু এমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান, অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) জনাব ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেনসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রেস ব্রিফিং এর শুরুতেই অধিদপ্তরের মহাপরিচালক প্রেস ব্রিফিং অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু এমপি ও সভাপতি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষসহ সকলকে অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উপস্থিত সকলকে সম্যক ধারনা প্রদান করেন। তিনি জানান অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকে আগামী কাল ১৫ মার্চ ২০২৪ তারিখ ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠেয় আলোচনা সভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ তাঁর বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে স্বাগত জানান। তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবর রহমান সাধারণ মানুষের কল্যাণ ও সমৃদ্ধির জন্য সারা জীবন আত্মউৎসর্গ করেছেন। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোক্তাবান্ধব ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আইন, ২০১২ প্রণয়ন করেন। তিনি বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ভোক্তাস্বার্থে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা সৃষ্টি, পণ্যের সাপ্লাই চেইন স্বাভাবিক রাখাসহ যৌক্তিক মূল্যে মানসম্মত পণ্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সংস্কারের কাজ চলমান রয়েছে।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু এমপি শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহীদ সকল সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তাঁরই সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ শিরোনামকে সামনে রেখে আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে আমরা। তিনি বলেন, বাজার পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গণমাধ্যমের সহযোগিতায় ভোক্তাস্বার্থে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে যে কাজ করছে তা সর্বমহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে অধিদপ্তরের কাজ উপজেলা পর্যায়ে চলে গিয়েছে। ভোক্তাবান্ধব স্মার্ট বাজার ব্যবস্থাপনার অংশ হিসেবে নিত্য পণ্যের অবৈধ মজুদ নিয়ন্ত্রণের লক্ষ্যে SCMS (Supply Chain Monitoring System) শীর্ষক সফটওয়্যার তৈরির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যা আগামী কাল উদ্বোধন করা হবে। তিনি জানান, সরকার এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ভোগ্য পণ্যসমূহ সাশ্রয়ী মূল্যে বিক্রয় করছে যা নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখছে।

তিনি বলেন, কৃষক থেকে প্রতিদিন কৃষি পণ্য বাজারে আসার বিষয়টি নজরে রাখতে কৃষি বিপণন অধিদপ্তরকে বলা হয়েছে। তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে পাইকারি আড়ৎদারদের অনুশাসনের মধ্যে নিয়ে আসা হবে। এ ক্ষেত্রে পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ নিশ্চিত করার কথা বলেন। এছাড়াও তিনি ভোক্তা অধিকার বিষয়ে সার্বক্ষনিক যোগাযোগের জন্য অধিদপ্তরের হট লাইন (১৬১২১) এ কল করার অনুরোধ জানান।

পরিশেষে তিনি সকলের অংশগ্রহণে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ সফল হবে মর্মে আশাবাদ ব্যক্ত করে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ধন্যবাদান্তে
আতিয়া সুলতানা
উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) (অতিঃ দাঃ)
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে  মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি অব্...
14/03/2024

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রাখবে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।

রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি...
14/03/2024

রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে তারা ইফতার পার্টির টাকা দিয়ে সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ান।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

খুলনা, মৌলভীবাজার ও রাজবাড়ী জেলায় ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। ২০ বছর মে...
14/03/2024

খুলনা, মৌলভীবাজার ও রাজবাড়ী জেলায় ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। ২০ বছর মেয়াদে নিমিত্ত নো ইলেকট্রিসিটি ও নো পেমেন্ট ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে খরচ হবে ১০ হাজার ৬১২ কোটি ৮০ লাখ টাকা।

রোজায় পণ্য সরবরাহে ঘাটতি নেই। তাই দাম বেড়ে যাওয়ারও সুযোগ নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। বিশ্ব খাদ্য ক...
14/03/2024

রোজায় পণ্য সরবরাহে ঘাটতি নেই। তাই দাম বেড়ে যাওয়ারও সুযোগ নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। বিশ্ব খাদ্য কর্মসূচির আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর ডমিনিকো স্কালপেল্লির নেতৃত্বে প্রতিনিধিদল, ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও বেলারুশের পররাষ্ট্র উপমন্ত্রী ইভগেনি শেস্তাকভের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, রোজায় পণ্য সরবরাহে ঘাটতি নেই। তাই দাম বেড়ে যাওয়ারও সুযোগ নেই।

সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, যারা সিন্ডিকেট করছে তাদের ধরিয়ে দিন এবং তাদের বিরুদ্ধে নিউজ করুন। কোথাও সিন্ডিকেটের খবর পেলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের অফিসাররা সেখানে গিয়ে হাজির হবে। সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ৩য় শ্রেণীর ১৬ গ্রেডে দাপ্তরিক কর্মচারীর শুন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব...
14/03/2024

পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ৩য় শ্রেণীর ১৬ গ্রেডে দাপ্তরিক কর্মচারীর শুন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে সংরক্ষিত অপেক্ষমান তালিকা হতে বাছাইকৃত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ

14/03/2024

শাহবাজপুর গ্যাসক্ষেত্র।

এটি ভোলা জেলার বোরহানউদ্দিনে অবস্থিত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স এই গ্যাসক্ষেত্রটি আবিস্কার করে। এই ক্ষেত্রটি থেকে গ্যাস উৎপাদন শুরু হয় ২০০৯ সালে। শাহবাজপুর গ্যাসক্ষেত্রটি থেকে মোট উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ রয়েছে ৮৫৭.৭৪ বিসিএফ।

#বাপেক্স #গ্যাস #গ্যাসফিল্ড #শাহবাজপুর #ভোলা

Address

55/B, Noakhali Tower, Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801670737735

Alerts

Be the first to know and let us send you an email when Ajkersokal24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajkersokal24.com:

Share

Category

Ajkersokal24.com

Ajkersokal24.com is the most popular Bangla news portals in Bangladesh. Ajkersokal24.com is trying to build a bridge with Bengali language people around the world and want to create a new dimension to the country’s online news portal.

Ajkersokal24.com has provided real time news. Ajkersokal24.com, the Bangladesh’s leading online news portal, It is updating news 24/7 with politics, economics, culture, education, information technology, health, entertainment, lifestyle, special reports, sports, columns and features.

Ajkersokal24.com is the online news portal has started its operations with the commitment of fearless, investigative, informative and neutral journalism.