09/08/2025
কোন মা যখন রাগ হয়, মেজাজ খারাপ করে অনেক সময় ইমোশনালি মেল্ট ডাউন হয় আমরা মুখস্ত কথা বলি, বাচ্চা বড় হলে ঠিক হয়ে যাবে, ধৈর্য্য ধর, মাদের ধৈর্য্য থাকতে হয়, আমরা বাচ্চা পালি নাই? এমন অনেক ধরা বাঁধা কথা, এটা মানতেই চাই না যে মা হওয়া ভীষণ ব্লেসড কিন্তু টায়ারিং একটা রোল। অনেক কষ্ট আর এফোর্ট জড়িত এর সাথে।
মা হওয়া মানেই সবসময় হাসিখুশি থাকা বা সবকিছু মেনে নেওয়া নয়। সে ক্লান্ত হতে পারে, মন খারাপ হতে পারে, এমনকি একা কোথাও গিয়ে কান্না করতে পারে, কিন্তু এতে তার সন্তানের প্রতি ভালোবাসা কখনো কম হয় না। এক মূহূর্তে হয়ত সে ভাবে আর পারছে না কিন্তু কতবার যে endlessly thankful হয়, যে সে তাদের মা হতে পেরেছে, এটা অনেক মানুষ বোঝে না।
অনেক সময় হয়ত সে তার পুরনো দিনের কথা, নিজের স্বাধীনতা, নিজের Me time এগুলো মনে করে কষ্ট পায়।এগুলো মিস করা খুব স্বাভাবিক। তবুও প্রতিদিন নিজের সর্বোচ্চ দিয়ে সন্তানের পাশে থাকে, যত ক্লান্তিই হোক না কেন, এই জার্নিটা অব্যহত রাখে,কখনো পারিপার্শ্বিক সাপোর্ট থাকে কখনো থাকে না কিন্তু এই রোলের কোন রিটায়ারমেন্ট নাই। তার ক্লান্তি আর ভালোবাসা যেন একসঙ্গে থাকে, কিন্তু এরা একে অপরের বিরোধী না।
Normalize letting moms vent without labeling them ungrateful.
Just because she’s tired doesn’t mean she doesn’t feel blessed.
Just because she speaks up about how hard it is doesn’t mean she doesn’t see the beauty in it, too.
Both can be true.
And most days, both are true.
মা হওয়া মানে শুধু আনন্দ নয়, বরং একসঙ্গে বয়ে আনা ক্লান্তি, ভালোবাসা, দুঃখ, হাসি, সবকিছুর মিশ্রণ। তাকে তার সমস্ত অনুভূতি প্রকাশ করার সুযোগ দিন, কোনো জাজমেন্ট ছাড়া। Sometimes, these small gestures become the source of a mother’s unwavering strength.
Sajia Tonny