27/10/2025
বরগুনা ২ আসনে হাতপাখার বিজয় সুনিশ্চিত!
মুফতি মিজানুর রহমান কাসেমী কে যেদিন বরগুনা
২ আসনে প্রার্থী করা হয়েছে, ঐদিন আমি বরগুনা ২ এ হাতপাখার বিজয় ধরে নিলাম। কেননা মিজান সাহেব এমন মানুষ যিনি শ্রম এবং মেধা দিয়ে মাটি কে স্বর্ণ রুপান্তর করতে পারেন। উনার সফলতার মেইন চাবিকাঠি হলো উনার শ্রম। কয়েকদফা কর্মসূচি, গনসংযোগের মাধ্যমে বরগুনা ২ আসন অলরেডি উনার চষে বেড়ানো শেষ। উনি দিনরাত এককরে সংগঠনের কাজে অর্থ এবং শ্রম ব্যায় করেন। এক কর্মসূচি শেষ না হতে উনি আরেক কর্মসূচি শুরু করেন।
তৃনমূল শক্তিশালী করার জন্য এক প্রান্ত থেকে উনি অন্য প্রান্তে ছুটে বেড়ান। ক্লান্তি উনাকে গ্রাস করতে পারে না। বরগুনার দায়িত্বশীলরা আমাকে বলে উনি মানুষ নাকি যন্ত্র তা আমাদের বুঝে আসেনা। একজন মানুষ কিভাবে দিন রাত এককরে এত কাজ করতে পারে! দায়িত্বশীলরাও উনার কর্মতৎপরতা দেখে হতভাগ হয়েছে, এবং অনেকে নিজেদের মধ্যে থাকা অলসতাকে ধুর করেছেন, নেতার কর্মতৎপরতা দেখে। মিযান ভাই এখন আবার মেডিকেল ক্যাম্প করে সেবা মানুষের দরজায় দরজায় পৌঁছাচ্ছেন।
M***i Mizanur Rahman Qasemi ভাইয়ের সাথে আমার কথা হয়, এই জন্য উনার পরিকল্পনা সম্পর্কে আমি অবগত আছি, বরগুনা ২ আসনে আরও শত শত চমক অপেক্ষা করছে। ইনশাআল্লাহ হাতপাখা যদি ১০০ আসনে বিজয় হয় বরগুনা ২ আসন হবে ঐ আসনগুলোর মধ্যে ১ টি। আর হাতপাখা যদি একটি আসনেই বিজয় হয় তাহলে সে আসনটি হবে বরগুনা ২ আসন।
Ibrahim Kholil