সবাই সহি ইসলামের পথে এসো

সবাই সহি ইসলামের পথে এসো Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সবাই সহি ইসলামের পথে এসো, Digital creator, Dhaka.
(1)

সবাই সহি ইসলামের পথে এসো
সঠিক ইসলাম জানুন, আমলে আসুন, শেয়ার করুন।
আমাদের লক্ষ্য— কুরআন ও সুন্নাহর আলো ছড়িয়ে দেয়া।
প্রতিদিন ইসলামিক দোয়া, উপদেশ ও সত্য জ্ঞান।
আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন – আমীন। সঠিক ইসলামিক জ্ঞান ও দোয়া সকলের মাঝে পৌঁছে দেয়া। কোরআন ও সুন্নাহর আলোকে জীবনকে সুন্দর ও সফল করে তোলা। এখানে আপনি পাবেন নিয়মিত ইসলামিক শিক্ষা, নেক আমল ও জীবনের আদর্শ সম্পর্কে মূল্যবান তথ্য।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন, আমীন।

🌸 সুপ্রভাত 🌸আল্লাহর রহমতে নতুন দিনের সূর্য উঠেছে।আজকের সকালটি হোক ইমানের আলোয় ভরা,হৃদয় ভরে উঠুক শান্তি, সুখ ও বরকতে। ☀️✨...
14/09/2025

🌸 সুপ্রভাত 🌸
আল্লাহর রহমতে নতুন দিনের সূর্য উঠেছে।
আজকের সকালটি হোক ইমানের আলোয় ভরা,
হৃদয় ভরে উঠুক শান্তি, সুখ ও বরকতে। ☀️✨

🤲 দোয়া:
“হে আল্লাহ, আমাদের দিনটিকে করুন বরকতময়,
আমাদের জীবনে দিন হেদায়াত ও রহমত।”

💚 সবাইকে শুভ সকাল 💚
#সুপ্রভাত #ইসলামিক_পোস্ট #সকালের_দোয়া
সবাই সহি ইসলামের পথে এসো #সবাই_সহি_ইসলামের_পথে_এসো #সুবহানাল্লাহ ゚

🌸 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 🌸নতুন একটি সুন্দর সকাল শুরু হলো আল্লাহর রহমতে।আজকের দিনটি হোক ঈমানের আলোয় ভরপুর,হৃদ...
13/09/2025

🌸 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 🌸
নতুন একটি সুন্দর সকাল শুরু হলো আল্লাহর রহমতে।
আজকের দিনটি হোক ঈমানের আলোয় ভরপুর,
হৃদয়ে থাকুক শান্তি, জিহ্বায় থাকুক আল্লাহর যিকর।
💚 সকালটি কাটুক রহমত ও বরকতে।

🤲 আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, সুস্থতা ও নেক আমল করার তৌফিক দিন।
সুপ্রভাত ও শুভ সকাল।

🌙✨রাতের শুভেচ্ছাআল্লাহ্‌ আপনার রাতটিকে করুক শান্তি, রহমত ও বরকতে ভরপুর।ভালো থাকুন, সুস্থ থাকুন—ইনশাআল্লাহ। 💙
09/09/2025

🌙✨
রাতের শুভেচ্ছা
আল্লাহ্‌ আপনার রাতটিকে করুক শান্তি, রহমত ও বরকতে ভরপুর।
ভালো থাকুন, সুস্থ থাকুন—ইনশাআল্লাহ। 💙

🌸 শুভ সকাল! 🌸​সকাল হলো আল্লাহর দেওয়া এক নতুন দিনের উপহার। প্রতিটি নতুন সকাল আমাদের জন্য সুযোগ নিয়ে আসে নিজেদের আরও ভালো ...
08/09/2025

🌸 শুভ সকাল! 🌸
​সকাল হলো আল্লাহর দেওয়া এক নতুন দিনের উপহার। প্রতিটি নতুন সকাল আমাদের জন্য সুযোগ নিয়ে আসে নিজেদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার।
​আল্লাহর রাসূল (সা.) বলেছেন, "হে আল্লাহ, আমাদের সকালকে বরকতময় করে দাও।"
​আজকের দিনটি শুরু হোক আল্লাহর ইবাদত এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে। দিনের প্রতিটি কাজ হোক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনার দিনটি বরকতপূর্ণ হোক।

🌙✨ শুভ রাত্রি ✨🌙আল্লাহ আপনার রাতকে হোক শান্তিময়, বরকতময় ও রহমতে ভরপুর। 🤲💖
07/09/2025

🌙✨ শুভ রাত্রি ✨🌙
আল্লাহ আপনার রাতকে হোক শান্তিময়, বরকতময় ও রহমতে ভরপুর। 🤲💖

07/09/2025
🌙 আজ বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 🌙📅 ৭ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার)🕘 শুরু: রাত ৯টা ২৮ মিনিট – ভোর পর্যন্ত (মোট স্থায়িত্ব...
07/09/2025

🌙 আজ বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 🌙
📅 ৭ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার)
🕘 শুরু: রাত ৯টা ২৮ মিনিট – ভোর পর্যন্ত (মোট স্থায়িত্ব ৭ ঘণ্টা ২৭ মিনিট)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"তোমরা যখন চন্দ্র গ্রহণ ও সূর্য গ্রহণ দেখতে পাও, তখন তাকবীর পড়, আল্লাহর কাছে দু'আ কর, ছালাত আদায় কর এবং সাদাকাহ্ কর।"
[সহীহ মুসলিম: ৯০১–৯০৩]

🕌 ছালাতুল খুসূফ (চন্দ্রগ্রহণের ছালাত ও খুতবা)
⏰ সময়: রাত ৯:৩০ মিনিট
(ইশার জামা'আত: রাত ৯:০০ মিনিট)
📍 স্থান: আল-মারকাযুল ইসলামী আস-সালাফী জামে মসজিদ, রাজশাহী।

চন্দ্র ও সূর্যগ্রহণকে কেন্দ্র করে প্রচলিত কুসংস্কার এবং আমাদের করণীয়▬▬▬▬🌖🌑🌔▬▬▬▬প্রশ্ন: আমাদের সমাজে চন্দ্রগ্রহণ ও সূর্যগ...
07/09/2025

চন্দ্র ও সূর্যগ্রহণকে কেন্দ্র করে প্রচলিত কুসংস্কার এবং আমাদের করণীয়
▬▬▬▬🌖🌑🌔▬▬▬▬
প্রশ্ন: আমাদের সমাজে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী মাকে অনেক নিয়ম পালন করতে বলা হয় এবং অনেক কিছুতে বাধা দেয়া হয়। অন্যথায় গর্ভস্থ সন্তানের নাকি ক্ষতি হয়। এ বিষয়টি কুরআন-হাদিসের আলোকে কতটুকু সঠিক? এবং চন্দ্র ও সূর্যগ্রহণ কালে আমাদের কী করা উচিত?
উত্তর:
নি:সন্দেহে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ মহান আল্লাহর সৃষ্টি জগত ও মহাবিশ্বের মধ্যে দুটি বিশাল প্রাকৃতিক পরিবর্তন-যা মহান আল্লাহর অসীম শক্তিমত্তার পরিচয় বহন করে।
বিজ্ঞান বলে, চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছুক্ষণের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীপৃষ্ঠ থেকে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এটাই সূর্যগ্রহণ (Solar eclipse) বা কুসুফ। আর পৃথিবী যখন তার পরিভ্রমণ অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখনই পৃথিবীপৃষ্ঠ থেকে চাঁদ কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়। এটাই চন্দ্রগ্রহণ (Lunar eclipse) বা খুসুফ।

🌀 সূর্য ও চন্দ্রগ্রহণের সময় করণীয়:

এ সময় সকল মুসলিমদের জন্য করণীয় হল, সালাতুল কুসুফ/খুসুফ বা চন্দ্রগ্রহণ/সূর্যগ্রহণের সালাত আদায় করা, আল্লাহর কাছে নিজেদের পাপাচারের জন্য ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা, তাকবীর পাঠ করা, আল্লাহর নিকট দুআ করা, দান-সদকা করা এবং এত বড় নিদর্শন দেখে মহান আল্লাহর প্রতি মনে ভয়-ভীতি জাগ্রত করা। এগুলো নারী-পুরুষ নির্বিশেষে সকল মুসলিমের জন্য প্রযোজ্য-এমনকি একজন গর্ভবতী নারীর জন্য।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী মা জননী আয়েশা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ مِنْ آيَاتِ اللهِ، وَإِنَّهُمَا لَا يَنْخَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَكَبِّرُوا، وَادْعُوا اللهَ وَصَلُّوا وَتَصَدَّقُوا،
”সূর্য ও চন্দ্র আল্লাহর কুদর (ক্ষমতার) বিশেষ নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ হয় না। অতএব যখন তোমরা সূর্য বা চন্দ্রগ্রহণ দেখতে পাও, তখন তাকবির বলো, আল্লাহর নিকট দু’আ করো, সালাত আদায় করো এবং দান-সদকা করো।” [সহীহ মুসলিম, হাদিস নম্বর: [1964], অধ্যায়: ১১/ সালাতুল কুসূফ (كتاب الكسوف) ইসলামিক ফাউন্ডেশন]

🌀 সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে সমাজে প্রচলিত নানা কুসংস্কার:

সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে আমাদের সমাজে (বিশেষ করে প্রসূতি মাদের বিষয়ে) অনেক কুসংস্কার ও ভুল বিশ্বাস প্রচলিত আছে। যেমন:
- এ সময় কোন কিছু খেতে নেই। বলা হয়, সূর্যগ্রহণের ১২ ঘণ্টা এবং চন্দ্রগ্রহণের ৯ ঘণ্টা আগে থেকে খাবার গ্রহণ করা বারণ!
- এ সময় তৈরি করা খাবার ফেলে দিতে হবে!
- এ সময় যৌন সংসর্গ করা যাবে না!
- গর্ভবতী মায়েরা এ সময় যা করে, তার প্রভাব সন্তানের ওপর পড়বে!
- সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের কাত হয়ে শুতে বারণ নইলে নাকি গর্ভের শিশু বিকলাঙ্গ হয়!
- সূর্যগ্রহণের সময় জন্ম নেওয়া শিশুদের ব্যাপারে দুই ধরনের গল্প শুনতে পাওয়া যায়। এক, শিশুটি অসুস্থ হবে এবং দুই, শিশুটি চালাক হবে!
- প্রসূতি মা সূর্যগ্রহণ দেখলে তার অনাগত সন্তান বিকলাঙ্গ হবে!
- চন্দ্র বা সূর্যগ্রহণের সময় যদি গর্ভবতী নারী কিছু কাটাকাটি করেন, তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়—এ গুলো সবই কুসংস্কার ও ভুল বিশ্বাস।
- এ সময় কোনও নারীকে ঘুম বা পানাহার থেকে বারণ করাও অন্যায়।
এছাড়া গর্ভবতী নারীর করণীয়-বর্জনীয় বিষয়ে সমাজে বহু কিছু প্রচলিত রয়েছে সেগুলো সব কুসংস্কার এবং ভ্রান্ত ধারণা।আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমীন। ইসলামি শরিয়ত ও বাস্তবতার সঙ্গে এগুলোর কোনও মিল নেই এবং বৈজ্ঞানিকভাবেও গ্রহণযোগ্য নয়।
জাহেলি যুগেও এ ধরণের কিছু ধারণা প্রচলিত ছিল। সেকালে মানুষ ধারণা করত যে, চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হলে অচিরেই দুর্যোগ বা দুর্ভিক্ষ হবে। চন্দ্র বা সূর্যগ্রহণ পৃথিবীতে কোনও মহাপুরুষের জন্ম বা মৃত্যুর বার্তাও বহন করে বলে তারা মনে করত। বিশ্বমানবতার পরম বন্ধু, মহান সংস্কারক, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেগুলোকে ভ্রান্ত ধারণা হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছেন।

মুগিরা ইবনে শুবা রা. বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পুত্র ইবরাহিমের মৃত্যুর দিনটিতেই সূর্যগ্রহণ হলে আমরা বলাবলি করছিলাম যে, নবী পুত্রের মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। এসব কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “সূর্য ও চন্দ্র আল্লাহ তাআলার অগণিত নিদর্শনের দুটি। কারো মৃত্যু বা জন্মের কারণে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না।” [সহিহ বুখারি: ১০৪৩]
সুতরাং চন্দ্র ও সূর্যগ্রহণকে কেন্দ্র করে আমাদের সমাজে দ্বীন সম্পর্কে অজ্ঞ লোকদের মাঝে যে সকল কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস প্রচলিত রয়েছে সেগুলো দূর করার জন্য দ্বীনের বিশুদ্ধ জ্ঞান ছড়িয়ে দিতে হবে এবং এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পক্ষ থেকে উম্মতকে যে নির্দেশনা প্রদান করা হয়েছে সেগুলো পালনে সচেষ্ট হতে হবে। আল্লাহ তাওফিক দান করুন।
والله أعلم بالصواب
▬▬▬▬💠🌀💠 ▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সউদি আরব
সবাই সহি ইসলামের পথে এসো
#সবাই_সহি_ইসলামের_পথে_এসো

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার! জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার স্পিন বোলার নাসুম আহমেদ যার টি টুয়েন্টি ম্যাচ ফি ২ লাখ টাকা...
07/09/2025

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার!

জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার স্পিন বোলার নাসুম আহমেদ যার টি টুয়েন্টি ম্যাচ ফি ২ লাখ টাকা সেই ছেলে বউ নিয়ে আলাদা বাসায় থাকে আর বাবা,

নাসুমের বাবা সিলেটের হাউজিং রোডের সিকিউরিটি গার্ডের চাকরি করে নিজের খরচ চালিয়ে জীবন চালিয়ে যাচ্ছেন তার বেতন ৮ হাজার টাকা,

নাসুমের বাবা নাসুমকে ক্রিকেটার বানানোর জন্য রিক্সা চালিয়ে, রংয়ের কাজসহ বিভিন্ন কস্টের কাজ করে তাকে প্লেয়ার হিসেবে গড়ে তুলেন এবং এলাকা বাসি জানায় বিয়ের পরপরই বাবার সাথে সম্পর্ক খা'রা'প হয়ে যায় নাসুমের এবং বাবার সাথে স'ম্পর্ক নাই প্রায় ৪ বছর ধরে,

'' আমার ছেলের প্রতি আমার কোনো অভি'যো'গ নাই সে ভালো থাকুক এবং জীবনে আরোও অনেক বড় হউক, আমি সবসময়ই এটাই চাই।

নাসুমের বাবা 🗣️🥹
সবাই সহি ইসলামের পথে এসো
#সবাই_সহি_ইসলামের_পথে_এসো

🌸 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 🌸✨ নতুন দিনের সুন্দর সকালে আল্লাহ তাআলার কাছে দোয়া করি—আপনার প্রতিটি মুহূর্ত হোক আন...
07/09/2025

🌸 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 🌸

✨ নতুন দিনের সুন্দর সকালে আল্লাহ তাআলার কাছে দোয়া করি—
আপনার প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, হৃদয় ভরে উঠুক শান্তিতে আর জীবনে আসুক অসংখ্য কল্যাণ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সবাই সহি ইসলামের পথে এসো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share