সাইফুল ইসলাম শাকিল

সাইফুল ইসলাম শাকিল TOXIC 🤘

23/03/2025

Please like and share this page!❤️❤️

Authentic Foreign Goods, One Destination!

23/03/2025
23/03/2025
07/03/2023

হে আমার রব🤍
আপনি আমায় যতটুকু ভালোবাসেন, আমি হয়ত কখনোই আপনাকে ততটা ভালোবাসতে পারব না। তবে যতটুকু ভালোবাসি ততটুকুর বিনিময় না হয় আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি তো অতি সাধারণ আপনার ভালোবাসার কাছে, আপনার ক্ষমার কাছে, আপনার দয়ার কাছে। আমাকে একটু দয়া করুন। আমি জান্নাত চাই না, আমি আপনার নৈকট্য চাই, আমি আপনাকে চাই।

আমি আপনাকে এমন ভাবে ভালোবাসতে চাই যেভাবে ভালোবাসলে আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আমি জানি আপনার রহমত ব্যতিত আপনাকে পরিপূর্ণ ভালোবাসা সম্ভব নয়। তাই আমার উপর বর্ষণ করুন আপনার রহমতের বারিধারা।

আপনিই তো জানেন আমার সবকিছু। আমার সকল গোপন পাপ, পৃথিবীর কেউ না জানা আমার সকল অন্যায়, আমার নিজের নফসের উপর আমার জলুম এ সবকিছুই তো আপনার জানা, আমার এমন কোন গোপনীয়তা নেই যেটা আপনি জানেন না। তাই তো আমি একমাত্র আপনারই প্রার্থনা করি। সেজদায় নতজানু হয়ে একমাত্র আপনারই অনুগত্য প্রকাশ করি। দুহাত তুলে একমাত্র আপনার দরবারেই ক্ষমা প্রার্থনা করি।

আপনি আমার আত্মাকে পরিশুদ্ধ করে দিন। পূর্ণ্য করে দিন আমার সকল নেক ইচ্ছে গুলোকে। আমি তো গুনাহগার আপনার অসীম ভালোবাসার চাদরে জড়িয়ে নিন
আমাকে।🤲❤️

17/02/2023

এই শহর নতুনত্বে ব্যস্ত। নতুন পেলে সবাই ছেড়ে যায়, সবাই ভুলে যায়। এটাই জীবনের অপ্রিয় সত্যি!

17/02/2023

টাকাবিহীন পুরুষের কোন সৌন্দর্য নেই। পুরুষের সৌন্দর্য টাকাতে। টাকা থাকলে বাবা মায়ের ভালো সন্তান হয়ে উঠা যায়, ছোট ভাই বোনের আবদার পূরণ করা যায়, স্ত্রী সন্তানের শখ- আহ্লাদ পূরণ করা যায়, নিজের স্বপ্ন পূরণ করা যায়। টাকা ছাড়া এসবের কিছুই হয়না। আমরা যতই বলি টাকাবিহীন পুরুষ সত্যিই অসহায়। আসলেই তাদের কোন সৌন্দর্য নেই।
আর নারীর হলো রূপ। রূপ থাকলে বাবা মায়ের কাছে বেশি আদর পাওয়া যায়। স্বামীও অনেক বেশি খাতির যত্ন করে। আশেপাশের সবাই আলাদাভাবে গুরুত্ব দেয়। গল্প উপন্যাসে, ফেইসবুকের নিউজফিডে কালো মেয়েকে প্রশংসায় ভাসালেও বাস্তবে সবাই নিজের পাশে একটা রূপবতী নারীকেই খুঁজে। এটাই কিন্তু ধ্রুব সত্যি!
টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী আসলেই এদের কোন
মূল্য নেই। এরা সবসময়ই অবহেলিত হয়। কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। এটা আমাদের সমাজের বিশ্রী একটা ট্রেডিশন। মানুষের রুপ আর টাকা দেখে তাকে বিচার করা। তবুও বছরের পর আমাদের সমাজে এটাই চলছে। দিন দিন এটা আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা অাধুনিক থেকে অত্যাধুনিক হচ্ছি তবুও আমাদের মানসিকতা পরিবর্তন হচ্ছেনা। সে পরিবর্তনটাই বোধহয় সবচেয়ে জরুরী ছিলো!

17/02/2023

আজ যারা অপরিচিতো, ঘৃণিত। একসময় তারাই ছিলো সবচেয়ে কাছের, সবচেয়ে ভালোবাসার। সম্ভবত যাকে সবচেয়ে বেশি ভালোবাসা যায় তাকে সবচেয়ে বেশি ঘৃণাও করা যায়!
বিচ্ছেদে জন্ম নেওয়া সব ভালোবাসা সম্মানে থাকে না। যদিও সম্মান করা উচিত, তবে সবাই কি আর ক্ষমা করতে পারে বলো! যারা করে গেছে আকাশসম অবহেলা, যারা দিয়ে গেছে একজীবনে নিধারুণ যন্ত্রণা সবটা কি এতো সহজে ভুলে যাওয়া যায়!
তাই সবার প্রতি না পাওয়া ভালোবাসার শ্রদ্ধা অাসে না; যেটা আসে হয়ত তারই সমতুল্য ঘৃণা। ঘৃণাটাও কখনো কখনো তীব্র প্রেম! তবে সেই প্রেম রঙিন নয়, ধূসর। সাদা- কালো সেই জীবনে ফের খুঁজে পাওয়া প্রেম কখনো কখনো উৎসর্গীকৃত হয় চরম ঘৃণায়। হয়ত সেটা অপ্রিয়, অনিয়ম, অমানবিক। তবে আড়ালে থেকে যায় একটা বিদঘুটে বাস্তবতা, আক্ষেপ আর একআকাশ অভিমান!

17/02/2023

কেউ আপনাকে ছাড়া ভালো থাকতে পারলে তাকে এভাবেই ভালো থাকতে দিন। কারও জীবনে আপনার প্রয়োজনীয়তা না থাকলে, সম্মান না থাকলে সেখানে দূরুত্ব বাড়িয়ে দেওয়াটাই শ্রেয়। কারও জীবনে বিরক্তিকর মানুষ হয়ে থাকা সম্মানেরও না, স্বস্তিরও না। তাই প্রয়োজন নেই মূল্যহীন হয়ে থাকার। কেউ যদি আপনাকে ছাড়া ভালো থাকে, আনন্দে থাকে তাহলে সে এভাবেই থাকুক; বাঁচুক নিজের মতো। হয়ত একদিন তার সঠিক উপলব্ধি তার জীবনে আপনার প্রয়োজনীয়তা' টুকো সুন্দরভাবেই বুঝিয়ে দিবে।

17/02/2023

আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো কান্না। যে মানুষগুলো আমার জন্য কাঁদতে পারে আমি তাদেরকেই সবচেয়ে আপন ভাবি। আমি চাই কেউ একজন আমার জন্য কাঁদুক, ইচ্ছেমতো কাঁদুক!!

17/02/2023

কিছু কিছু মানুষ আছে যারা কোনদিনও কাঠগোলাপ
সামনা সামনি চোখে দেখেনি। কখনো স্পর্শ করেনি।
তবুও তাদের প্রিয় ফুল কাঠগোলাপ।
ব্যাপারটা সুন্দর। সব প্রিয় জিনিস কাছে পেতে নেই,
কিছু জিনিস দূর থেকেই সুন্দর!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাইফুল ইসলাম শাকিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাইফুল ইসলাম শাকিল:

Share