21/11/2025
বিয়ে করার জন্যে প্রবাসী ভাই স্বর্ণ নিয়া আসছিল ২ বছরের বেতন জমিয়ে।কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট লাকিঝ কেটে চু"রি করে নিয়ে গেছে..!
এই হলো আমাদের দেশের অবস্থা 😢 আসলে কি প্রবাসী ভাইয়েরা একটি ভুল কাজ করে আপনারা দামি জিনিস মোবাইল এবং স্বর্ণ এগুলা ছোট বেগে করে কাধে ঝুলিয়ে নিয়ে যাবেন তারপরেও যদি এয়ারপোর্টের কোনো কর্মকর্তা বলে এই ব্যাগটি আমার কাছে দেন চেকিং করব। তাকে বলবেন আমার হাতে রেখে আপনি স্কিন করেন। কোন ভাবেই তাদের হাতে আপনার ব্যাগটি দিবেন না। যদি তারা বেশি জোর করে কানের নিচে একটি থাপ্পড় মেরে বলবেন তরে এই অধিকার কে দিয়েছে আমার ব্যাগ নেওয়ার। আপনার একটি ভুল আপনার জীবন ধ্বংস করে দিতে পারে তাই এখন থেকে সতর্ক হোন 😢 পেজটি যদি ভালো লাগে প্লিজ ফলো করুন