Md. Fahad Khan

Md. Fahad Khan Trust Allah when things don’t work out the way you wanted. Allah has something better planned for you

30/06/2025

Ghurifiri-ঘুরিফিরি -ঘুরিফিরিmoment

19/06/2025

মেঘময় প্রকৃতি।

27/05/2025

Time lapse

আসিফ মাহমুদ গুম থাকা অবস্থায় তার খোঁজ চেয়ে তার বাবা সংবাদ সম্মেলন করেন। পাশে ক্রন্দনরত হাসনাত, এর পাশে চিন্তিত নাহিদ আর ...
27/01/2025

আসিফ মাহমুদ গুম থাকা অবস্থায় তার খোঁজ চেয়ে তার বাবা সংবাদ সম্মেলন করেন। পাশে ক্রন্দনরত হাসনাত, এর পাশে চিন্তিত নাহিদ আর সার্জিস। এই ছেলেগুলো কি ভাবতো ঐ সময় কে জানে। এরা সবার হয়ে সামনে বুক পেতে দিয়েছিল। ওরা সফল হলে সফলতা সবার, কিন্তু ব্যর্থ হলে ওদের জন্য দড়ি অনিবার্য ছিল। ওদের অন্তত ফিরে যাওয়ার জায়গা ছিল না।

হাসনাতকে কালকেও দেখলাম দুইহাত প্রসারিত করে বিরোধ মেটানোর চেষ্টা করছে।

ওরা মানুষ তাই ভবিষ্যতে হয়তো বদলে যাবে, হয়তো ভুল করবে, ভুল বলবে। তবু এই মুহূর্তগুলোর জন্য বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কৃতজ্ঞতা ও ভালবাসা অবিরাম।

যারা এখন ওদের গঞ্জনায় বা কষ্টে হাসে, তারা কালের গহ্বরে হারিয়ে যাবে। পৃথিবী ছোটখাট বেঈমান বা লোভীদের মনে রাখেনা।

31/08/2024

‘যখন কোনো বান্দা কোনো ব্যক্তিকে অভিশাপ দেয়, তখন অভিশাপ আকাশে চলে যায়, আকাশের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায়, অতঃপর তা জমিনের দিকে নেমে আসে। তখন জমিনের দরজাগুলোও তার থেকে বন্ধ করে দেওয়া হয়, অতঃপর তা ডানে বাঁয়ে ঘুরতে থাকে, যখন কোনো উপায় না পায়, তখন যাকে অভিসম্পাত করা হয়েছে, সে যদি এর যোগ্য হয়, তাহলে তার প্রতি পতিত হয়। অন্যথায় অভিশাপকারীর দিকেই ধাবিত হয়। ’ (আবু দাউদ : ৪৯০৭)।

26/08/2024

পানি আছে ভাইয়া

অসহযোগ আন্দোলন সফল করার জন্য আপনারা-১) কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান করবেন না।২) বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির স...
02/08/2024

অসহযোগ আন্দোলন সফল করার জন্য আপনারা-
১) কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান করবেন না।
২) বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির সহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল প্রদানে বিরত থাকুন।
৩) সরকারি-বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ রাখুন।
৪) সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখুন।
৫) রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকুন।
৬) সরকারি সকল ধরনের আয়োজন বর্জন করুন।
৭) গার্মেন্টস কর্মীরা গার্মেন্টসে যাবেন না।

Remember that revolution will not come without suffering in personal life.It's now or never.

02/08/2024

সবাই দেখে, আমিও একটু দেখি"৷ এই বলে বেলকুনিতে চলে গেলেন সুমাইয়া। দাঁড়িয়ে সহিং *সতা দেখছিলেন আরাই মাসের বাচ্চার মা। হটাৎ গ্রিল ভেদ করে মাথায় গুলি লাগল তার। সাথে সাথে বসে পরলেন ফ্লোরে। ২১ জুলাই রাতে নিজ ঘরে থেকেই বিদায় নিলেন সুমাইয়া। আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই।

Address

Gazipur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md. Fahad Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Fahad Khan:

Share