28/09/2025
কুরআন আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য দয়া, রহমত ও পরিপূর্ণ জীবনবিধান।প্রতিটি মানুষের জীবনে ওঠা-নামা, সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা—সব কিছুর জন্য কুরআনে আছে সুস্পষ্ট পথনির্দেশ।মুসলমানের জীবন ইবাদত আর আমলের উপর দাঁড়িয়ে।নামাজ, রোজা, যাকাত কিংবা প্রতিদিনের ছোট ছোট কাজ—সব কিছুই যদি কুরআনের নির্দেশনায় করা যায়, তবে প্রতিটি কাজ হয়ে যায় ইবাদত।💙
এই বইতে তুলে ধরা হয়েছে কীভাবে দৈনন্দিন জীবনের ক্ষুদ্রতম কাজগুলো কুরআনের আলোকে সুন্দরভাবে সাজানো যায়।পারিবারিক সম্পর্ক, সামাজিক আচরণ, ইবাদত কিংবা ব্যক্তিগত জীবন—সবখানে কুরআনের শিক্ষাই হয়ে উঠতে পারে শান্তি ও সফলতার চাবিকাঠি।🌸🌿
📘"দৈনন্দিন জীবনে কুরআনের নির্দেশিকা"।
✍️মুফতি ফয়জুল্লাহ আমিন কাসেমী।
📘বিষয়ঃইবাদত ও আমল।
📘বিক্রয় মূল্যঃ১৪৪৳(৬০% ছাড়ে)