বই সাগর -boi sagor

বই সাগর -boi sagor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বই সাগর -boi sagor, Book & Magazine Distributor, Dhaka. bangladeshe, Dhaka.

অভিশপ্ত অহংকার______________সকালে উঠে নামায পড়ে তাড়াতাড়ি ওযীফা শেষ করে রান্নার কাজে চলে গেল সায়মা। তার খুব ইচ্ছে করে- এই...
10/09/2025

অভিশপ্ত অহংকার
______________
সকালে উঠে নামায পড়ে তাড়াতাড়ি ওযীফা শেষ করে রান্নার কাজে চলে গেল সায়মা। তার খুব ইচ্ছে করে- এই সকালে কুরআন তিলাওয়াত করতে।

কিন্তু ইচ্ছা থাকলেও পড়ার উপায় নেই। কারণ প্রতিদিন সাত সকালে তাকে রান্না ঘরে ঢুকতে হয়। সে এ বাড়ির ছোট বৌ। দেখতে মায়াবী হলেও তার গায়ের রং কালো। এই কালো রংটাই যেন তার শত্রু। গায়ের রংটা কালো বলে এ বাড়িতে সবাই তাকে নিচু চোখে দেখে। যত গুণই থাক, যত মহান চরিত্রের অধিকারীই হোক না কেনো সে তো কালো। এটাই যেন তার মহাদোষ। অবহেলার পাত্রী বলে সব কাজ তার ঘাড়ে চাপে দাসী-বাদীর মত। বাড়ীর অন্যান্যরা নানা বাহানায় কাজকর্ম এড়িয়ে তার উপর ফেলে রাখে।

প্রথম যেদিন সে এ বাড়ীতে এলো কত চমৎকারই না দেখাচ্ছিল তাকে। অথচ তার শাশুড়ী সালেহা চৌধুরী তাকে দেখে আঁতকে উঠেছিল। মুখ দেখে

নাক ছিটকিয়ে বলেছিল- 'ওমা! এ যে দেখছি পেত্নী বিয়ে করে এনেছে। সারা শরীরে যেন আলকাতরা মাখানো'। শাশুড়ীর তিক্ত কথা শুনে লজ্জায় আর দুঃখে মরে যেতে ইচ্ছে করছিল সায়মার। সালেহা চৌধুরী সেদিন সমস্ত রাগ ঝেড়েছিলেন একমাত্র ছোট মেয়ে তাবীয়ার উপর ক্রদ্ধ বাঘিনীর মত। চিৎকার করে বলেছিলেন- মেয়ে দেখার সময় কি চোখ আকাশে তুলেছিলি? এত দেখে শুনে শেষ পর্যন্ত একটা কালো পেত্নী ধরে এনেছিস! মানুষের সামনে এ বউ দেখাব কেমন করে?

তাবীয়া মায়ের চিৎকার শুনে ফিস্ ফিস্ করে বলছিল আহ্ মা আস্তে বল! ভাবী শুনতে পাবেতো! সালেহা চৌধুরী, মেয়ের কথা শুনে আরো তেলে-বেগুনে জ্বলে উঠলেন- শুনলে শুনুক। ওই আমাবশ্যার চাঁদকে ভয় পাই নাকি আমি? তাবীয়া সেদিন তীব্রভাবে প্রতিবাদ করে বলেছিল- শুধু তুমি রংটাই দেখলে মা! ছোট ভাবীতো কালো হলেও দেখতে সুন্দর। তাছাড়া ছোট ভাবী একজন ধার্মিক মেয়ে। আজ পর্যন্ত কোনো পরপুরুষকে সে মুখ দেখায়নি। মেয়ের কথা ছো মেরে কেড়ে নিলেন সালেহা চৌধুরী। ব্যাঙ্গ করে বললেন- ও মুখ দেখাবে কি?

অমন আমাবশ্যার মত রূপ কাকে দেখাবে? লজ্জা-শরম বলতেও তো একটা কথা আছে। ও যদি রূপ দেখাতো, তাহলে সবাই ওকে "আলকাতরা সুন্দরী" বলতো। মায়ের কথা শুনে রাগ হয় তাবীয়ার। কিন্তু মুখ ফুটে কিছু বলেনা।

সম্পূর্ণ গল্পটি পড়তে বইটি ক্রয় করুন!

বইঃভালবাসার জ্বলন্ত আগুন।

হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাযি. 'কুরআন যেমন সবুজ- সতেজ অবতীর্ণ হয়েছে, কেউ যদি তেমনি ভাবে , কুরআন পাঠ করে আনন্দিত হতে চ...
10/09/2025

হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাযি.
'কুরআন যেমন সবুজ- সতেজ অবতীর্ণ হয়েছে, কেউ যদি তেমনি ভাবে , কুরআন পাঠ করে আনন্দিত হতে চায়, তাহলে সে যেন ইবনে উম্মে আব্দের ন্যায় পাঠ করে'।
---মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সে একজন কিশোর বালক। এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। লোকালয় থেকে দূরে মক্কার গিরিপথ গুলোতে মেষ চড়ায়। কুরায়শের সর্দার উকবা ইবনে মুয়াইতের মেষ। লোকেরা তাকে ' ইবনে উম্মে আবদ ' বলে ডাকে। নাম তার আব্দুল্লাহ । বাবার নাম মাসউদ।

বালকটি তার গোত্রে আবির্ভূত নবীর বিভিন্ন সংবাদ শুনতে পেত। কিন্তু বয়সের অল্পতার কারণে এবং মক্কার সামাজিক জীবন থেকে দূরে থাকার কারণে সে এ ব্যাপারে কোন গুরুত্ব দিত না। তার অভ্যাস ছিল কাক ডাকা ভোরে উকবার মেষ গুলো নিয়ে বেরিয়ে পড়ত, অতঃপর......

বিস্তারিত জানতে সম্পূর্ণ বইটি পড়ুন...?

📖 পরশে তোমার সোনা হলো যাঁরা
✅ প্রকাশনায়: ফুলদানী প্রকাশনী

ইসলামের আলোয় লেখা শিক্ষণীয় ৫ টি উপন্যাসের বই পাচ্ছেন ৫০% ছাড়!!😍📚"উপন্যাস প্যাকেজ"📚✅মুদ্রিত মূল্যঃ ১৩৬০৳🔥 অফার মূল্য মাত্...
09/09/2025

ইসলামের আলোয় লেখা শিক্ষণীয় ৫ টি উপন্যাসের বই পাচ্ছেন ৫০% ছাড়!!😍

📚"উপন্যাস প্যাকেজ"📚
✅মুদ্রিত মূল্যঃ ১৩৬০৳
🔥 অফার মূল্য মাত্রঃ ৬৮০৳
📖 মোট পৃষ্ঠা সংখ্যা: ৭৬৮
✅প্রকাশনায়ঃফুলদানী প্রকাশনী।

জীবনের প্রতিটি বাঁকে আছে শিক্ষা— কখনো আরব ভূমির শিক্ষা সফরে জ্ঞান আহরণ, কখনো আন্দালুসিয়ার সমুদ্রসৈকতে ইতিহাসের আলো।কখনো প্রেমের ত্যাগের হৃদয়ের পাঠ,কখনো পর্দানশীন মেয়েটির জীবনে লুকানো অনুপ্রেরণা।আর শেষ অধ্যায়ে মৃত্যুদূতের নীরব উপস্থিতি মনে করিয়ে দেয়—জীবনের প্রতিটি ধাপই আসলে আল্লাহর দিকে ফেরার পথ। 🌿

📚অন্তর্ভুক্ত ৫টি বইঃ
1️⃣বইঃ "আরব মেরুতে শিক্ষা" সফর" – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর।
2️⃣ বইঃ"ভালোবাসার জ্বলন্ত আগুন"– মাওলানা মুহাম্মদ আব্দুল মুমিন।
3️⃣বইঃ"আন্দালুসিয়ার সমুদ্রসৈকতে"– এনায়েতুল্লাহ আলতামাশ।
4️⃣ বইঃ"পর্দানশীন মেয়েটি" – মুহাম্মাদ সিদ্দিকুর রহমান।
5️⃣ বইঃ"মৃত্যুদূত" – শায়েখ আব্দুল্লাহ আল মুনীর।

👉অর্ডার করতে এখনই ইনবক্স করুন📩

‘আমালে কোরআনী’ বইটি একটি জীবনমুখী আধ্যাত্মিক খনি, যেখানে কোরআনের আলোকে জীবনযাপনের ব্যবহারিক দিকগুলো তুলে ধরা হয়েছে। কোর...
09/09/2025

‘আমালে কোরআনী’ বইটি একটি জীবনমুখী আধ্যাত্মিক খনি, যেখানে কোরআনের আলোকে জীবনযাপনের ব্যবহারিক দিকগুলো তুলে ধরা হয়েছে। কোরআনকে শুধুমাত্র তিলাওয়াতের একটি গ্রন্থ হিসেবে না দেখে, কিভাবে কোরআনের নির্দিষ্ট আয়াত, দোয়া এবং আমলের মাধ্যমে মানুষের মানসিক, আত্মিক ও নৈতিক উন্নতির সাধন করা যায়, তা এই বইতে ফুটিয়ে তোলা হয়েছে।এটি কেবল একটি পাঠ্য বই নয়, বরং আমলের গাইডলাইন।

✅বইটি মূল বিষয়:
এই বইটি কোরআনের উপর ভিত্তি করে জীবনযাপনের পদ্ধতি ও আমল শেখায়।

📖 বই: আমালে কুরআনী
✍️হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)
✅প্রকাশনী: ফুলদানী প্রকাশনী
💸 বিক্রয় মূল্য:১৬৫

সময় কারো জন্য থেমে থাকে না। প্রতিদিনই আমরা মৃত্যুর দিকে আরও কাছে চলে যাচ্ছি।আজকের সূর্য অস্ত গেলেও আবার উঠবে, কিন্তু আমা...
09/09/2025

সময় কারো জন্য থেমে থাকে না। প্রতিদিনই আমরা মৃত্যুর দিকে আরও কাছে চলে যাচ্ছি।আজকের সূর্য অস্ত গেলেও আবার উঠবে, কিন্তু আমাদের জীবনের সূর্য একদিন চিরতরে ডুবে যাবে—ফেরার সুযোগ থাকবে না।

জীবনের প্রতিটি মুহূর্তই মূলধন। আল্লাহর দিকে ফিরে আসা, গুনাহ থেকে মুক্তি নেওয়া, আর আমলের পথে দৃঢ় হওয়া—এটাই প্রকৃত প্রস্তুতি।"পরে করবো" বলতে বলতে হয়তো সময় শেষ হয়ে যাবে। তাই এখনই জেগে ওঠার সময়।

📖 এ বই আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু কোনো দূরের বিষয় নয়—এটা সামনে দাঁড়িয়ে আছে।

📚বই:"সূর্য ডোবার আগে"।
✍️আবদুল্লাহ মুহাম্মদ রাসেল।
📚 বিষয়: ইসলামি গবেষণা।
📚প্রকাশনায়: ফুলদানী প্রকাশনী।

😍তিন মুমিনের গুণাবলী!  #সেলপোস্ট 🧷📖 মুমিন নারীর আদর্শ জীবন! 📖 মুমিনের গুণাবলী! 📖 মুমিন নারীর গুনাবলী ও জিম্মাদারী [ বিঃদ...
09/09/2025

😍তিন মুমিনের গুণাবলী!
#সেলপোস্ট 🧷
📖 মুমিন নারীর আদর্শ জীবন!
📖 মুমিনের গুণাবলী!
📖 মুমিন নারীর গুনাবলী ও জিম্মাদারী
[ বিঃদ্রঃ ___তিনটি বই মাত্র ৩২০ টাকা]
✅অর্ডার করতে ইনবক্স করুন 📥

✍️নারীদের সঠিক পথচলা ও পারিবারিক আদর্শ গঠনের জন্য প্যাকেজটি অর্ডার করতে আজই ইনবক্স করুন!📕পরিবার প্যাকেজ💰 মূল্য: ১১৩০ টাক...
08/09/2025

✍️নারীদের সঠিক পথচলা ও পারিবারিক আদর্শ গঠনের জন্য প্যাকেজটি অর্ডার করতে আজই ইনবক্স করুন!

📕পরিবার প্যাকেজ
💰 মূল্য: ১১৩০ টাকা
🔥 অফার মূল্য: মাত্র ৬২০ টাকা!
📃মোট পৃষ্ঠা সংখ্যাঃ৫৯২,
✅কভারঃহার্ডকভার,
📙ভাষাঃবাংলা।

💥প্যাকেজের সাথে ফ্রি থাকছেঃ
🎁শিক্ষনীয় একটি বই!
🎁কিছু দৃষ্টিনন্দন বুকমার্ক!

“আদর্শ পরিবার গঠনে—নারীর মর্যাদা,নবীজীর পারিবারিক জীবন, পর্দা, শালীনতা, আধুনিক জরুরি মাসায়েল ও অপসংস্কৃতি থেকে বাচাঁর দিকনির্দেশনা নিয়ে ৫টি মূল্যবান বইয়ের সমাহার।”

📕প্যাকেজে অন্তর্ভুক্ত বইসমূহঃ
📚বইঃ"নারী ও পর্দা কী ও কেন " – মাওলানা আশরাফ আলী থানভী রহ.।
📚"মহানবী ﷺ এর পারিবারিক জীবন ও নারীর স্বাধীনতা" – আমীরুল ইসলাম ফরদাবাদী।
📚বইঃ"পর্দানশীন মেয়েটি" – মুহাম্মদ সিদ্দিকুর রহমান।
📚বইঃ"মুমিন নারীর আদর্শ জীবন "– মুফতি শফিউল আলম।
📚বইঃ"মহিলাদের আধুনিক ও জরুরি মাসায়েল" – এম আবু হুরায়রা খান।

✨ ৫টি নির্বাচিত বই একসাথে
✨ ইসলামিক আলোচনায় সমৃদ্ধ
✨ পরিবারের জন্য উপহারস্বরূপ

অর্ডার করতে মেসেজ দিন...
📌পেজ: - বই সাগর -boi sagor

📌অফার মূল্য মাত্র ২৯০৳ 📌📔 মুমিন নারীর আদর্শ জীবন!📔 মুমিনের গুণাবলী! 📔 মুমিন নারীর গুণাবলী ও জিম্মাদারী!🌿_____অবশ্যই মুমি...
08/09/2025

📌অফার মূল্য মাত্র ২৯০৳ 📌

📔 মুমিন নারীর আদর্শ জীবন!
📔 মুমিনের গুণাবলী!
📔 মুমিন নারীর গুণাবলী ও জিম্মাদারী!

🌿_____অবশ্যই মুমিনগণ সফল হয়েছে!
،،،،، যারা নিজদের সালাতে বিনয়াবনত। আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ!
আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়। 🌿

🌺আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হিফাযতকারী।🌺
🌼তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার ‌মালিক হয়েছে তারা ছাড়া ,নিশ্চয় এতে তারা নিন্দিত হবে না। 🌼
🌿অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী। আর যারা নিজেদের আমানতসমূহ ও অঙ্গীকারে যত্নবান। 🌿
🍂আর যারা নিজেদের সালাতসমূহ হিফাযত করে। তারাই হবে ওয়ারিস। যারা ফিরদাউসের ( জান্নাত ) অধিকারী হবে। তারা সেখানে স্থায়ী হবে। (২৩. মু’মিনুন ১-১১)🍂

ভাবুন তো, কারো জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যদি হয় রাসুল ﷺ-কে চোখে দেখা, তবে আমাদের সৌভাগ্য কী???আমাদের সৌভাগ্য—তাঁর সীরাত প...
08/09/2025

ভাবুন তো, কারো জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যদি হয় রাসুল ﷺ-কে চোখে দেখা, তবে আমাদের সৌভাগ্য কী???আমাদের সৌভাগ্য—তাঁর সীরাত পড়া, তাঁর কথা শোনা, আর ভালোবাসায় ভিজে যাওয়া।

এই গ্রন্থে নবীজির জীবনকথা এমনভাবে তুলে ধরা হয়েছে, যা পাঠকের হৃদয় ভিজিয়ে দেবে ভালোবাসা, মমতা আর ইমানের জ্যোতিতে।

👉 পড়তে পড়তে মনে হবে—ইশ! আমরা যদি তাঁর সঙ্গী হতে পারতাম!😌🤎

📚“তোমায় দেখে ধন্য যাঁরা হে রাসুল ﷺ”।
✍️মুফতি শফিউল আলম।
📚 বিষয়: ইসলামি সাহিত্য, সীরাতে রাসুল ﷺ।
📚প্রকাশনায়ঃফুলদানী প্রকাশনী।

৪২% ছাড় মূল্য চলছে ‼️   অফার মূল্য মাত্র ৩০০৳✴️🌼গীবত ও কুদৃষ্টি! 🌼 গুনাহ করলে কি ক্ষতি হয়!🌼 কুদৃষ্টি ও তার প্রতিকার!__...
08/09/2025

৪২% ছাড় মূল্য চলছে ‼️
অফার মূল্য মাত্র ৩০০৳✴️

🌼গীবত ও কুদৃষ্টি!
🌼 গুনাহ করলে কি ক্ষতি হয়!
🌼 কুদৃষ্টি ও তার প্রতিকার!

_________''''''''''''''_____
🌿আল্লাহর কোনো আদেশ না মানা ও কোন নিষেধ থেকে নিজেকে বিরত না রাখাই মূলত গুনাহ।🌿
_____ বিশ্বাস করা হয় কিয়ামতের দিন আল্লাহ্‌ প্রতিটি মানুষের ভালো ও মন্দ কাজ গুলোকে পরিমাপ করবেন""
"" এবং মন্দ
কাজের জন্য তাদেরকে শাস্তি প্রদান করবেন🍂

আল্লাহ ক্ষমা না করলে ঐ ব্যক্তি পরকালে জাহান্নাম (আরবি: جهنم) এর আগুনে দগ্ধ হবে বলে বিশ্বাস করা হয়🌿

08/09/2025

গুনাহ সিরিজ প্যাকেজ
আপনার সংগ্রহে আছে তো বিস্তারিত কমেন্টে 👇

🌙 চান্দ্রগ্রহণ ও মানুষের কুসংস্কার মানুষ যুগ যুগ ধরে সূর্যগ্রহণ বা চান্দ্রগ্রহণকে অশুভ কিছু মনে করে এসেছে। কেউ বলে এ সময়...
07/09/2025

🌙 চান্দ্রগ্রহণ ও মানুষের কুসংস্কার

মানুষ যুগ যুগ ধরে সূর্যগ্রহণ বা চান্দ্রগ্রহণকে অশুভ কিছু মনে করে এসেছে। কেউ বলে এ সময়ে বিপদ আসে, কারো মৃত্যু হয়, আবার কেউ বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করে। কিন্তু ইসলাম স্পষ্টভাবে এসব ভ্রান্ত ধারনা ভেঙে দিয়েছে।
আল্লাহ তাআলা বলেনঃ
"সূর্য ও চাঁদ নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলমান।"
(সূরা রহমান: ৫)

রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
"সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। এদের কারণে কারো মৃত্যু বা জন্ম হয় না। যখন তোমরা এগুলো দেখতে পাও, তখন নামাজ পড় এবং আল্লাহর কাছে দোআ কর।"
- (সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)🍂
#চাঁদ

✨ শিক্ষা:
গ্রহণ কোনো অমঙ্গল নয়, বরং আল্লাহর মহাশক্তির নিদর্শন।
এ সময়ে সালাতুল কুসুফ (গ্রহণের নামাজ) আদায় করা সুন্নত।
কুসংস্কার নয়, বরং ইস্তিগফার, দোআ ও সাদকা করা উচিত।

➡️ কুসংস্কারে নয়, ঈমানের আলোয় সত্যকে গ্রহণ করি।
আল্লাহর মহিমা স্মরণ করি, তাঁর কাছে ক্ষমা চাই।

Address

Dhaka. Bangladeshe
Dhaka
1100

Telephone

+8801648610877

Website

Alerts

Be the first to know and let us send you an email when বই সাগর -boi sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বই সাগর -boi sagor:

Share