বই সাগর -boi sagor

বই সাগর -boi sagor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বই সাগর -boi sagor, Book & Magazine Distributor, Dhaka. bangladeshe, Dhaka.

কুরআন আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য দয়া, রহমত ও পরিপূর্ণ জীবনবিধান।প্রতিটি মানুষের জীবনে ওঠা-নামা, সুখ-দুঃখ, আশা-আকাঙ...
28/09/2025

কুরআন আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য দয়া, রহমত ও পরিপূর্ণ জীবনবিধান।প্রতিটি মানুষের জীবনে ওঠা-নামা, সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা—সব কিছুর জন্য কুরআনে আছে সুস্পষ্ট পথনির্দেশ।মুসলমানের জীবন ইবাদত আর আমলের উপর দাঁড়িয়ে।নামাজ, রোজা, যাকাত কিংবা প্রতিদিনের ছোট ছোট কাজ—সব কিছুই যদি কুরআনের নির্দেশনায় করা যায়, তবে প্রতিটি কাজ হয়ে যায় ইবাদত।💙

এই বইতে তুলে ধরা হয়েছে কীভাবে দৈনন্দিন জীবনের ক্ষুদ্রতম কাজগুলো কুরআনের আলোকে সুন্দরভাবে সাজানো যায়।পারিবারিক সম্পর্ক, সামাজিক আচরণ, ইবাদত কিংবা ব্যক্তিগত জীবন—সবখানে কুরআনের শিক্ষাই হয়ে উঠতে পারে শান্তি ও সফলতার চাবিকাঠি।🌸🌿

📘"দৈনন্দিন জীবনে কুরআনের নির্দেশিকা"।
✍️মুফতি ফয়জুল্লাহ আমিন কাসেমী।
📘বিষয়ঃইবাদত ও আমল।
📘বিক্র‍য় মূল্যঃ১৪৪৳(৬০% ছাড়ে)

এই কিউট নোটবুক গুলো সংগ্রহ করতে ইনবক্স করুন 😍✅প্রতি পিচ মূল্য মাত্র:৩০৳
28/09/2025

এই কিউট নোটবুক গুলো সংগ্রহ করতে ইনবক্স করুন 😍
✅প্রতি পিচ মূল্য মাত্র:৩০৳

ফুলদানী প্রকাশনীর জনপ্রিয় বেস্টসেলিং ৩ টি বই ।😍অর্ডার করতে ইনবক্স করুন ..📍অফার টি সীমিত সময়ের জন্য।
27/09/2025

ফুলদানী প্রকাশনীর জনপ্রিয় বেস্টসেলিং ৩ টি বই ।😍অর্ডার করতে ইনবক্স করুন ..

📍অফার টি সীমিত সময়ের জন্য।

সাপ্তাহিক নির্বাচিত বক্তৃতাবক্তৃতা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মানুষের অন্তরে জাদুর ন্যায় দ্রুত রেখাপ...
27/09/2025

সাপ্তাহিক নির্বাচিত বক্তৃতা

বক্তৃতা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মানুষের অন্তরে জাদুর ন্যায় দ্রুত রেখাপাত করে।

এর মাধ্যমে মানুষ অর্জন করতে পারে স্বাতন্ত্র্য ও বিশেষ মর্যাদা। মানুষের বহমান জীবনধারার সভ্যতা-সংস্কৃতি, আনন্দ-বেদনা, আবেগ-অনুভূতির সাবলীল প্রকাশ ঘটে বক্তৃতার মাধ্যমে। একজন বক্তা যত তাড়াতাড়ি মানুষের মন জয় করতে পারে, মনের গহীনে চলে যেতে পারে, অন্য কেউ অত তাড়াতাড়ি মানুষের মন জয় করতে পারে না। এর প্রমাণ মিলে নবীজির জবান মোবারক থেকে উচ্চারিত বাণীর মাধ্যমে। নবীজি ঘোষণা করেন- নিশ্চয় বক্তৃতার মাঝে রয়েছে যাদুময় প্রভাব। তাইতো যুগে যুগে যত সফল আন্দোলন বা সমাবেশ হয়েছে তার মূল নেতৃত্বে ছিলেন প্রাঞ্জল্যভাষী বক্তাগণ। তাদের বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে মানুষ রাজপথে ঝাপিয়ে পড়েছে।

অনেক তালিবুল ইলম ভাইয়েরা এমন আছেন, যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী, বেশ দক্ষতা ও যোগ্যতার অধিকারী। কিন্তু তাদের বাকশক্তি দূর্বল থাকায় নিজের মনের ভাব জনসম্মুখে ফুটিয়ে তুলতে পারেন না। তাদের জন্য উচিত, এখন থেকেই বক্তৃতা চর্চা করা। যাতে নিজের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারেন। আদর্শ সমাজ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

📍 অর্ডার করতে ইনবক্স করুন।
বা বইটি ক্রয় করতে তাদের website ভিজিট করুন: fuldaniprokashoni.com

🔥 প্রি-অর্ডার চলছে!🔥প্রখ্যাত উর্দু উপন্যাসিক মাওলানা সাদেক হোসাইন সিদ্দিকি  -এর লিখিত কালজয়ী গ্রন্থ বাংলায় "লাভ ইন মুহা...
26/09/2025

🔥 প্রি-অর্ডার চলছে!🔥
প্রখ্যাত উর্দু উপন্যাসিক মাওলানা সাদেক হোসাইন সিদ্দিকি -এর লিখিত কালজয়ী গ্রন্থ বাংলায় "লাভ ইন মুহাম্মদ "।মূল নাম ‘আফতাবে আলম।’📚

এই বইয়ে জাহিলি যুগের আরবে মেয়েদের জীবন্ত কবর দেয়ার ঘটনার কিছু আলোকপাত করা হয়েছে উপন্যাসের আদলে। শিল্পীত ভঙ্গিমায়। যাতে পাঠক অনুভব করতে পারেন, চৌদ্দ বছর আগের সেই আরব্য জাহিলিয়্যাত যুগের নির্মমতার এক কিঞ্চিত মনোবেদনা।
উপন্যাসের অংশটাই কল্পিত। নবীজির সিরাতকে উপজীব্য করে লিখিত এ বইয়ে সামান্য কিছু উপন্যাসীয় উপস্থাপনা রয়েছে।

📍এই বইটি কেন পড়বেন?
🟢 এই বই থেকে ইসলাম ও তাঁর নবীর শাশ্বত বিধানের আলোয় আলোকিত হয়ে নিজেদের জীবন গড়ার প্রেরণা পাবেন।
🟢জানতে পারবেন নবীজি সা.-এর এক অনবদ্য জীবনকাহিনি, যেখানে রয়েছে আরবে জাহিলিযুগের মূর্খতা।
🟢ইসলাম আসার পর মুর্খতা দূরীভূত হয়ে নবীজির স্পর্শে কীভাবে সোনার মানুষে পরিণত সেসব নান্দনিক উপস্থাপনা।

মহান আল্লাহ আমাদেরকে নবীজি সা.-এর আলোকিত হওয়ার তাওফিক দান করুন। আমীন🤲

🎁 প্রি- অর্ডার করলে সাথে থাকবে ৫ টি বুকমার্ক ফ্রি 😍
⏰প্রি-অর্ডার চলবে: ৩০/০৯/২০২৫ পর্যন্ত।

📍 প্রি-অর্ডার করতে ইনবক্স করুন ।

এখানে আছে মুসলিম সভ্যতার কারাগার-ইতিহাস, প্রাচীন থেকে আধুনিক কারাগারের বিবরণ, প্রখ্যাত আলেমদের বন্দিজীবন ও তাঁদের অদম্য ...
26/09/2025

এখানে আছে মুসলিম সভ্যতার কারাগার-ইতিহাস, প্রাচীন থেকে আধুনিক কারাগারের বিবরণ, প্রখ্যাত আলেমদের বন্দিজীবন ও তাঁদের অদম্য সংগ্রামের কাহিনী। পাঠকের সামনে ভেসে উঠবে ইমাম আবু হানিফা (রহ.), ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.), শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) প্রমুখ মহাপুরুষদের কারাজীবনের দৃশ্যপট।

🔹 কারাগারের অন্ধকার কুঠুরিতেও তাঁরা হার মানেননি; বরং শিকলের আড়ালে ইলমের প্রদীপ জ্বালিয়েছেন, লিখেছেন, শিক্ষা দিয়েছেন, সত্য উচ্চারণ করেছেন। তাঁদের অটল ধৈর্য আর সংগ্রাম আজও মুমিন হৃদয়কে আলোড়িত করে।

📚 ফুলদানী প্রকাশনী প্রকাশিত এই গ্রন্থ তাই পাঠককে শুধু ইতিহাস জানাবে না, বরং সাহস, ত্যাগ ও ঈমানের অমোঘ বার্তায় উদ্দীপ্ত করবে।

📌অর্ডার করতে ইনবক্স করুন।

ফুলদানী প্রকাশনীর নতুন প্রকাশিত এই ৪টি বই পেয়ে যাচ্ছেন ৬০% ছাড়ে 😍💸 মুদ্রিত মূল্য: ৯৩০৳🔥অফার মূল্য:৩৭২৳✅বি দ্রঃ এই অফার...
25/09/2025

ফুলদানী প্রকাশনীর নতুন প্রকাশিত এই ৪টি বই পেয়ে যাচ্ছেন ৬০% ছাড়ে 😍

💸 মুদ্রিত মূল্য: ৯৩০৳
🔥অফার মূল্য:৩৭২৳

✅বি দ্রঃ এই অফার টি ১৩ অক্টোবর বইমেলা চলমান সময় পর্যন্ত থাকবে ইন শা আল্লাহ..সংগ্রহ করতে ইনবক্স করুন😊

আজকের সমাজ ভরে গেছে অস্থিরতা ও অবক্ষয়ে। তরুণ-তরুণীরা ডুবে যাচ্ছে অবৈধ সম্পর্ক, অনৈতিক প্রেম আর পর্দাহীন জীবনের মোহে। এর ...
25/09/2025

আজকের সমাজ ভরে গেছে অস্থিরতা ও অবক্ষয়ে। তরুণ-তরুণীরা ডুবে যাচ্ছে অবৈধ সম্পর্ক, অনৈতিক প্রেম আর পর্দাহীন জীবনের মোহে। এর ভয়াবহ পরিণতি হচ্ছে অশান্তি, অপরাধ ও পারিবারিক ধ্বংস।

এ বাস্তবতায় মাওলানা মুহাম্মদ আব্দুল মুমিন রচিত“ভালোবাসার জ্বলন্ত আগুন” বইটি হবে এক আলোকবর্তিকা।বইটিতে রয়েছে হৃদয়ছোঁয়া উপদেশ,আত্মশুদ্ধির আহ্বান ও বাস্তব অভিজ্ঞতা—যা যুবসমাজকে ফিরিয়ে আনবে পরিচ্ছন্ন জীবন ও আল্লাহর সন্তুষ্টির পথে।

📔"ভালোবাসার জ্বলন্ত আগুন"।
✍️মাওলানা মুহাম্মদ আব্দুল মুমিন।
📔বিক্র‍য় মূল্যঃ ৮০৳ (৬০% ছাড়ে)

#ভালবাসার_জ্বলন্ত_আগুন #আত্মশুদ্ধি #ফুলদানী_প্রকাশনী #হালাল_ভালোবাসা

 #মুসলিম উম্মাহর ইতিহাসে আছে ষড়যন্ত্র, আছে সংগ্রামের কঠিন বাস্তবতা।“আন্দালুসিয়ার সমুদ্রসৈকতে, জেলখানার চিরকুট আর ষড়যন্ত্...
25/09/2025

#মুসলিম উম্মাহর ইতিহাসে আছে ষড়যন্ত্র, আছে সংগ্রামের কঠিন বাস্তবতা।“আন্দালুসিয়ার সমুদ্রসৈকতে, জেলখানার চিরকুট আর ষড়যন্ত্রের কবলে মুসলিম জাতি”—এই তিনটি বই সেই ইতিহাসের দরজা খুলে দেয়, যেখানে দেখা যায় মুসলিমদের দৃঢ়তা, সাহস, বীরত্ব, শিক্ষা, ধৈর্য আর আল্লাহর উপর পূর্ণ আস্থা।🤎

#একদিকে আছে সমুদ্রপথে অভিযান আর বিজয়ের কাহিনি, অন্যদিকে আছে কারাগারের অন্ধকার থেকে উঠে আসা ঈমানের আলো। আর আছে শত্রুর কূটচাল, যা আমাদের মনে করিয়ে দেয়—ঐক্য হারালে পতন অবধারিত।🌿

হাতছাড়া করার মতো নয় এমন এক ইতিহাস প্যাকেজ, অফার মিস করলে সত্যিই পরে আফসোস হবে।🍂

🌺অর্ডার করতে আজই ইনবক্স করুন!🌺

#ইতিহাস_প্যাকেজ #ফুলদানী_প্রকাশনী

আপনি কি জানতে চান সেই মহামানবের জীবন, যিনি সারা দুনিয়ার জন্য রহমত হয়ে এসেছিলেন?আপনি কি খুঁজছেন এমন আদর্শ, যা আপনার জীবনক...
24/09/2025

আপনি কি জানতে চান সেই মহামানবের জীবন, যিনি সারা দুনিয়ার জন্য রহমত হয়ে এসেছিলেন?আপনি কি খুঁজছেন এমন আদর্শ, যা আপনার জীবনকে সত্যিই বদলে দেবে?

তাহলে আপনার জন্যই সীরাতের সর্বাধিক স্বীকৃত গ্রন্থ— "আর রাহিকুল মাখতুম" ।রাসূলুল্লাহ ﷺ এর জীবনের প্রতিটি অধ্যায় এখানে বর্ণিত হয়েছে হৃদয়স্পর্শী ও প্রমাণভিত্তিকভাবে।

💥 অবিশ্বাস্য অফার!
৬৫% ছাড়ে মাত্র ২৮০৳ 💥😍

#সীরাতুন_নবী ﷺ াহিকুল_মাখতুম

وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا“রহ...
24/09/2025

وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا
“রহমানের বান্দারা তারা, যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে, আর মূর্খরা যখন তাদের সম্বোধন করে, তখন তারা বলে: সালাম।”
(সুরা ফুরকান: ৬৩)

সত্যিকারের সৌন্দর্য বাহ্যিক সাজে থাকে না,তা আচরণের ভেতর লুকিয়ে থাকে।কোমল কথা, সুন্দর ব্যবহার আর সঠিক আদব— এগুলোই একজন মুমিনের আসল অলংকার। এই বই আপনাকে দেখাবে কেমন হওয়া উচিত মুসলিম সমাজের আচার-আচরণ, আর কীভাবে ছোট্ট একটি হাসি কিংবা বিনয়ী উত্তর বদলে দিতে পারে মানুষের হৃদয়।

🌿অর্ডার করতে ইনবক্স করুন,ইন শাআল্লাহ🌿

📖"আদাবুল মুআশারাত (সামাজিক আচার-আচরণ)"
📖হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ।
📖প্রকাশনায়ঃফুলদানী প্রকাশনী।

23/09/2025

২০০৳ মূল্যের হার্ডকভারের "কেয়ামতের আলামত"বইটি সীমিত সময়ের জন্য ৬০% অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ৮০ টাকায়!

Address

Dhaka. Bangladeshe
Dhaka
1100

Telephone

+8801648610877

Website

Alerts

Be the first to know and let us send you an email when বই সাগর -boi sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বই সাগর -boi sagor:

Share