17/09/2023
জেলা প্রশাসন চাঁদপুর ও জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর যৌথ আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ৪৮ টি নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে ১৮ লক্ষ ৪৮ হাজার টাকার সাধারণ অনুদানেরচেক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ১০ ঘটিকায় চাঁদপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক চাঁদপুর জনাব কামরুল হাসান মহোদয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, স্বেচ্ছাসেবী সংগঠনের অনুদান দেয়ার উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করা। স্বেচ্ছাসেবকদেরকে সেবামূলক কার্যক্রমের পরিধি বৃদ্ধি করতে হবে। একই সাথে তিনি সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা এর চাঁদপুর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা জনাব আবু নঈম পাটোয়ারী দুলাল ও স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী মহোদয়।
সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার।
পরে অতিথিবৃন্দ ৪৮ টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধিগণের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।
জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব মিয়া ফিরোজ আহমদ খান, সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি ডাঃ মোঃ জাহিদুজ্জামান, সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) জনাব মোঃ মনিরুল ইসলাম, শাহরাস্তি উপজেলা সমাজসেবা অফিসার জনাব আবু ইসহাক, চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার জনাব জামাল উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার জনাব মাহামুদুল হাসান, মতলব উত্তর উপজেলা সমাজসেবা অফিসার জনাব আনিছুর রহমান তপু, মতলব দক্ষিণ উপজেলা সমাজসেবা অফিসার জনাব রুহুল আমিন, কচুয়া উপজেলা সহকারী সমাজসেবা অফিসার জনাব আবদুল্লাহ আল মামুন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ হচ্ছেঃ ১। আঞ্জুমানে খাদেমুল ইনসান, পৌর কবরস্থান গেইট বাসস্ট্যান্ড, চাঁদপুর রেজি নং- চাঁদ/২৪৬৬/১৯৬৮ খ্রিঃ, তারিখঃ ২০/০৯/১৯৬৮ খ্রিঃ (৩,০০,০০০/-) ২। অন্ধ কল্যাণ সংস্থা, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, মঠখোলা বাবুরহাট, চাঁদপুর রেজি নং চাঁদ ৫৫(৬৭৫/৮১)৮৬ তারিখ: ১৩/১২/১৯৮৬ (১,০০,০০০/-) ৩। চাঁদপুর কমিউনিটি ডেভেলপমেন্ট সংস্থা ৩১/৩২ নং রহমতপুর অ/এ, নতুন বাজার, চাঁদপুর রেজি নং-চাঁদ/ ৫২১/২০০৪, তারিখ ২৫/০৩/২০০৪ (২৮,০০০/-) ০৪। চাঁদপুর যুব কল্যাণ সংস্থা, কবি নজরুল সড়ক, পুরাতন বার লাইব্রেরী ভবন, চাদপুর, রেজি: নং- চাঁদ ৬৯১/২০১০ তারিখ: ২১/১২/২০১০ (২০,০০০/-) ০৫। নবরূপ মানব উন্নয়ন সংস্থা ১৪৭ রহমতপুর অ/এ বীর মুক্তিযোদ্ধা শহীদ জাবেদ সড়ক, চাঁদপুর, রেজি নং চাঁদ/৭৪২/২০১৫, তারিখ ১৫/০৯/২০১৫ (৫০,০০০/-) ০৬। চাঁদপুর সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন,বাবুরহাট চাঁদপুর, রেজি: নং- চাঁদ/৬৩৮/২০০৮, তারিখ: ১৯/০৩/২০০৮ (৩০,০০০/-) ০৭। শিশু থিয়েটার চাঁদপুর, প্রেস ক্লাব রোড, পলের বাজার চাঁদপুর, রেজি : নং- চাঁদ/৬০০/২০০৭ খ্রি:, তারিখ: ২৩/০৪/২০০৭ খ্রি: (৩০,০০০/-) ০৮। স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, পাটওয়ারী প্লাজা, মিসন রোড, চাঁদপুর, রেজি: নং- চাঁদ/৬৮৬/২০১০ তারিখ ০৭/১২/২০১০ খ্রিঃ (১৫,০০০/-) ০৯। জীবনদীপ (মানব উন্নয়ন সেবামূলক সংস্থা), রেলওয়ে ফিডার রোড, মুন্সেফ পাড়া, চাঁদপুর, রেজি: নং-৭৫৮/২০১৯, তারিখ: ২১/০৭/২০১৯ (৭০,০০০/-) ১০। সোসাইটি ফর দ্যা ওয়েলফেয়ার অফ দ্যা ইন্টেলেকচুয়াললি ডিজএবল, আব্দুল করিম পাটওয়ারী সড়ক, বিপনীবাগ, চাঁদপুর, রেজি নং-ঢ-০৬৯১/৭৮, তারিখ: ২০/১০/১৯৭৮ (২,৫০,০০০/-) ১১। সংগীত নিকেতন লেডি দেহলভী উচ্চ বিদ্যালয়, আলমপাড়া, চাঁদপুর, রেজি নং- কুম/৫৩৮/৭৭, তারিখ: ০৯/০১/১৯৭৭ (১,০০,০০০/-) ১২। মেঘনার পাড় সমাজকল্যাণ সংস্থা, হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর রেজি: নং- চাঁদ/৬৩৪/২০০৮, তারিখ: ২৪/০২/২০০৮ খ্রিঃ (৩০,০০০/-) ১৩। চাঁদপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও) বাবুরহাট, চাঁদপুর, রেজি: নং- চাঁদ/৬৩৩/২০০৮, তারিখ: ২৪/০২/২০০৮ (১৫,০০০/-) ১৪। শাপলা যুব সংঘ, গ্রাম- পশ্চিম চরকৃষ্ণপুর, পোঃ আলগী বাজার, হাইমচর, চাঁদপুর চাঁদ/ ১৯২/৯১ তারিখঃ ২১/১১/১৯৯১ খ্রি. (১৫,০০০/-) ১৫। হাইমচর উপজেলা প্রতিবন্ধীকল্যাণ সংঘ, গ্রামঃকালিখোলা পোঃ আলগী বাজার, উপজেলাঃ হাইমচর, জেলাঃ চাঁদপুর চাঁদ/২৩৬/১৯৯৫ তারিখ:- ০৮/০৫/১৯৯৫খ্রি: (৫০,০০০/-) ১৬। চরভৈরবী সমাজকল্যাণ যুব সংঘ গ্রামঃ চরভৈরবী, পোঃ চরভৈরবী, উপঃ হাইমচর, চাঁদপুর চাঁদ/৩৫৩/১৯৯৯ তারিখ: ১৮-০৮-১৯৯৯ খ্রিঃ (৩০,০০০/-) ১৭। একতা সমাজ কল্যান সংস্থা, গ্রামঃ চরভাঙ্গা পোঃ গন্ডমারা, হাইমচর, চাঁদপুর চাঁদ/৬৫২/২০০৮ তারিখ: ২৬/১১/২০০৮ খ্রিঃ (১৫,০০০/-) ১৮। মুক্তি ফাউন্ডেশন, গ্রাম:-চরপোড়ামুখী, পোঃ-গন্ডামারা, উপজেলা:- হাইমচর, চাঁদপুর রেজি:নং-চাঁদ/৬৬৮/২০১০ তারিখ: ০৯/১২/২০১০ খ্রি: (১০,০০০/-) ১৯। সবুজ ছায়া সমাজকল্যাণ সংস্থা, গ্রাম: মদনেরগাঁও, পো: চান্দ্রা বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর চাঁদ/৬৭০/২০১০ তাং ০১/০৬/২০০৭ (২০,০০০/-) ২০। সুবিদপুর উদয়ন যুব সংঘ, গ্রাম: সুবিদপুর, পো: সুবিদপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর, চাঁদ-১১৩/৮৮ তারিখ: ১০/০১/১৯৮৮ (২০,০০০/-) ২১। চাঁদপুর ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট গ্রাম: চরবসন্ত, পো: ফরিদগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুর, ডিএসএস/চাঁদ/৪৮৭/২০০৩ (১০,০০০/-) ২২। আর্দশ পাঠাগার ও সমাজকল্যাণ সংসদ গ্রাম: মাতৈন, হাজীগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর চাঁদ/২৮২/৯৭তারিখ: ১৭-১১-১৯৯৭ খ্রিঃ (২৫,০০০/-) ২৩। রাজাপুর প্রগতি সংসদ, গ্রাম: রাজাপুর, পো: খিলপাড়া, হাজীগঞ্জ, চাঁদপুর (কম৩৪৭/৭৩খ্রিঃ/৮৬খ্রিঃ (২০,০০০/-) ২৪। হাজীগঞ্জ বনফুল সংঘ, গ্রাম: মকিমাবাদ, হাজীগঞ্জ, চাঁদপুর চাঁদ/৯৮(৯৩১)৮৫/৮৭/১৯৮৫, তারিখ: ২৫/১১/১৯৮৫খ্রিঃ (২০,০০০/-) ২৫। স্বনির্ভর সমাজকল্যাণ সংস্থা, গ্রামঃ সাকছিপাড়া পো: লোধপাড়া, হাজীগঞ্জ, চাঁদপুর চাঁদ/৬৪৬/০৮, তারিখ:-০৪/০৮/২০০৮খ্রিঃ (১০,০০০/-) ২৬। ললিতা সঙ্গীতালয় কলাদী, মতলব দক্ষিণ, চাঁদপুর চাঁদ/৭৩৬/২০১৫ তারিখ:- ১৮/০১/২০১৫ খ্রিঃ (১০,০০০/-) ২৭। পঞ্চগ্রাম সমাজ কল্যাণ সংঘ নাটশাল, নারায়ণপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর চাঁদ/ ৩০৮/১৯৯৮ তারিখ: ০৪-০১-১৯৯৮ (১০,০০০/-) ২৮। বাংলাদেশ শেলটার, আর্থ সামাজিক উন্নয়ন সংস্হা দক্ষিণ বাইশপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর চাঁদ/৩৪৩/৯৯ খ্রিঃ, তারিখ: ১৪/০১/১৯৯৯ (২৫,০০০/-) ২৯। সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থা গ্রাম-উত্তর মৈশাদী, বাবুরহাট, চাঁদপুর সদর, চাঁদপুর চাঁদ/৭৩২/২০১৩ তারিখ:-২৪/১২/২০১৩ (৫০,০০০/-) ৩০। ত্রিপুরা জাতি সমাজউন্নয়ন সংস্থা, গ্রাম- মধ্যবালিয়া, ফরক্কাবাদ, চাঁদপুর সদর, চাঁদপুর চাঁদ-২৯৬/৯৭ তারিখ:-২০/১১/১৯৯৭ (৭০,০০০/-) ৩১। নবারুন যুব সংঘ, গ্রাম ও পো:- কামরাঙ্গা, চাঁদপুর সদর, চাঁদপুর কুমি-৭২২/৮১ তারিখ:-২২/১২/৮১খ্রিঃ (১০,০০০/-) ৩২। মধ্যবালিয়া সমাজ উন্নয়ন সংস্থা, গ্রাম- বালিয়া, ফরক্কাবাদ, চাঁদপুর সদর, চাঁদপুর চাঁদ/৫১৯/২০০৪ তারিখ:- ১৮/৪/২০০৪ (২৫,০০০/-) ৩৩। পিপলকরা সমাজ কল্যাণ যুব সংঘ, গ্রাম- পিপলকরা, পোঃ জগৎপুর বাজার, উপজেলা- কচুয়া, চাঁদপুর রেজিঃ নং- চাঁদ- ১৭০/৯০ তারিখঃ ১৬/০৮/১৯৯০ খ্রিঃ (৪০,০০০/-) ৩৪। স্টুডেন্ট ক্লাব, গ্রাম- পালগিরী, পোঃ রহিমানগর, উপজেলা- কচুয়া, চাঁদপুর রেজিঃ নং- চাঁদ- ২৩২/৯৫ তারিখঃ ০২/০১/১৯৯৫ খ্রিঃ (২০,০০০/-) ৩৫। যুব ও সমাজ কল্যাণ সংস্থা, গ্রাম: রামপুর, ডাকঘর: আশরাফপুর, কচুয়া, চাঁদপুর রেজি: চাঁদ/৩৯৪/২০০০ তারিখ:-০৪/১০/২০০০ খ্রিঃ (২০,০০০/-) ৩৬। মা আমিরুন নেছা ইসলামিয়া পাঠাগার, গ্রাম- গোবিন্দপুর, পোঃ রহিমানগর, উপজেলা-কচুয়া, চাঁদপুর রেজিঃ নং- চাঁদ- ৭৩৫/১৪ তারিখঃ ২৪/০৮/২০১৪ খ্রিঃ (১৫,০০০/-) ৩৭। অ্যামিটি মানব উন্নয়ন সংস্থা, গ্রাম- রঘুনাথপুর, পোঃ রঘুনাথপুর, উপজেলা-কচুয়া, চাঁদপুর রেজিঃ নং- চাঁদ- ৬৮১/১০ তারিখঃ ২৯/১১/২০১০ খ্রিঃ (১০,০০০/-) ৩৮। মুরাদপুর যুব সমাজকল্যাণ সমিতি গ্রাম- মুরাদপুর, ডাকঘর- রঘুনাথপুর উপজেলা- কচুয়া, জেলা- চাঁদপুর রেজি: চাঁদ/৬৬/(৯৪০/৮৫) তারিখ:-২০/১২/১৯৮৫খ্রিঃ (১০,০০০/-) ৩৯। আশ্রাফপুর মানবকল্যান সংস্থা গ্রাম- আশ্রাফপুর, ডাকঘর- আশ্রাফপুর উপজেলা- কচুয়া, জেলা- চাঁদপুর রেজি: চাঁদ/২৪৩/৮৯ তারিখ:-৩০/০৯/২০০৮খ্রিঃ (১০,০০০/-) ৪০। কোয়ার টাইগার ক্লাব গ্রাম: কোয়ার,শাহরাস্তি,চাঁদপুর চাঁদ/১৮২/৯১ তারিখ: ০১/০৬/১৯৯১ (২০,০০০/-) ৪১। খেড়িহর আদর্শ সমাজকল্যাণ যুব সংঘ, গ্রাম:খেড়িহর, শাহরাস্তি, চাঁদপুর চাঁদ/৮৪(৯৫৭)/৮৬-৮৭, তারিখ: ২৭/০২/১৯৮৬ (৩০,০০০/-) ৪২। আতাকরা ফ্যামিলি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, গ্রাম: আতাকরা, শাহরাস্তি, চাঁদপুর চাঁদ/৫৯৩,তারিখ: ১৫/০৩/২০০৭ (২৫,০০০/-) ৪৩। শাহরাস্তি পরিবার উন্নয়ন সংস্থা গ্রাম: সোনাপুর, শাহরাস্তি, চাঁদপুর চাঁদ/১০১/৮৭, তারিখ: ০২/০৭/১৯৮৭ (২৫,০০০/-) ৪৪। এম এ তাহের ওয়েলফেয়ার ফাউন্ডেশন গ্রাম: রাগৈ, শাহরাস্তি, চাঁদপুর চাঁদ/৭৪০/২০১৫ তারিখ: ২৯/০৬/২০১৫ (৩০,০০০/-) ৪৫। আমিয়াপুর পাবলিক সোসিয়াল ওয়েলফেয়ার এসোসিয়েশন আমিয়াপুর, পাঠান বাজার, মতলব উত্তর, চাঁদপুর চাঁদ/৬২/ ৮২/ ২৫৪৩/ ৬৯/ ৮৬ তারিখ: ০১/০৭/১৯৮৬ (১৫,০০০/-) ৪৬। লবাইরকান্দি সমাজকল্যাণ সংসদ লবাইরকান্দি, মতলব উত্তর, চাঁদপুর কুম/৬৪৭/১৯৮০ তারিখ: ১৫/০৫/১৯৮০ (৪০,০০০/-) ৪৭। সুদীপ্ত সপ্তবর্না মৈষাদী, গজরা মতলব উত্তর, চাঁদপুর চাঁদ/৩৭৭/২০০০ তাং ০৭/০৬/২০০০ (৩৫,০০০/-) ৪৮। ফ্রেন্ডস ফোরাম '৯৮, সুজাতপুর বাজার মতলব উত্তর, চাঁদপুর চাঁদ/৭৬৫/২০২২ তাংঃ ০৯/০৬/২০২২ (২০,০০০/-) সর্বমোট= ১৮,৪৮,০০০/- (আঠার লক্ষ আট চল্লিশ হাজার)