Sadia Khan

Sadia Khan Your dreams shine bright in our efforts, Stay tuned to get the best service.

07/08/2024

07/08/2024

Mirpur 13, shobai shabdhane thakben😥

Elakar lok jon tohol dicche.
Desher bivhinno jaygay dakati hocche😥

Related question ⁉️😐😐😐
01/07/2024

Related question ⁉️😐😐😐

04/06/2024

৮ জুন থেকে ১৭ জুন ইন শা আল্লাহ....
এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

🔴 জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২.৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ

৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া

৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত

৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া

১১. অধিক পরিমাণে তওবা করা

১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)

১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে

১৪, সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।

12/05/2024

বাপের প্রিয় অতিথি

জন্ম থেকেই বাপের ঘরে
প্রিয় রাজকুমারী,
সেই মেয়েটাই সুখের খোঁজে
ছাড়বে বাপের বাড়ি।

যাদের জন্য দেখলো চোখে
এই পৃথিবীর আলো,
তাদের ছেড়েই রাজকুমারী
থাকে অতি ভালো।

সারা জীবন মেয়ে থাকে
বাবার রাজকুমারী,
সেই মেয়েটাই একদিন হবে
বাপের প্রিয় অতিথি।

ইচ্ছে হলেও দেখতে পায় না
নিজের বাবাটাকে,
চোখের দেখা দেখতে হলেও
পরের অনুমতি লাগে।

যে বাড়িতে জন্ম হল
গড়লো সুখের জীবন,
সেই বাড়ীতেই বেড়াতে যায়
দু-চারদিনের কারণ।

22/04/2024

সতর্ক বার্তা :

Heat Wave আসিতেছে
তাই সাবধান হোন
সম্ভবতঃ ৪০°-৫০° সে.
স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।

ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ বা বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

করণীয় ও পরিত্যজ্য-

যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন।

ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি, তাও ধীরে ধীরে।

ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন। অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন। জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না, যদিও ওই সময় ঠান্ডা পানি খুব ভালো লাগে। এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়। কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

শুভ কামনা সবার জন্য।
Please Share 👈👈

মরে মরুক সময় মতো খাবার দিতেই হবে🤣🤣    Everyone
15/04/2024

মরে মরুক সময় মতো খাবার দিতেই হবে🤣🤣
Everyone

Address

Section # 10, Block # A, Road # 05, House # 19, Mirpur Benaroshi Polli
Dhaka
1216

Telephone

+8801912458424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category