10/06/2023
আমরা যারা লাখাইয়া সবাই কম বেশি লাখাই সম্পর্কে জানি তবে হে কিছু অজানা তথ্য সংগ্রহ করছি।
🇧🇩লাখাই নামকরনঃ লাখাই হলো খাসিয়া শব্দ। লা'' শব্দের অর্থ পশ্চিম প্রান্তের সীমানা , খাই শব্দের অর্থ গভীর।অর্থাৎ সিলেট বিভাগের পশ্চিম প্রান্তের গভীর সীমানাকে বুঝানো হতো।
🇧🇩লাখাই থানার প্রতিষ্ঠাতাঃ রায় বাহাদুর এডভোকেট সতীশ চন্দ্র দত্ত ( স্বজনগ্রাম) ।
🇧🇩লাখাই থানা প্রতিষ্ঠার সনঃ ১৯২২ সালের ১০ জানুয়ারি বৃটিশ সরকার আসাম প্রাদেশিক সরকারে গেজেট নোটফিকেশন নাম্বার ১৭৬ জিকে. র মাধ্যমে লাখাই থানা প্রতিষ্ঠিত হয়।
🇧🇩উপজেলায় উন্নীত ও উদ্বোধকঃ ১৫ এপ্রিল ১৯৮৩ ইং, উদ্বোধক - কর্ণেল এ বি এম ইলিয়াছ।
🇧🇩 লাখাই উপজেলার একমাত্র বধ্যভূমি কৃষ্ণপুর বধ্যভূমি।
🇧🇩 থানা সদর স্থানান্তরের অবদানঃ জিরুন্ডা গ্রামের দুই ভ্রাতৃদ্বয় বিগ্রেডিয়ার জেনারেল শাবাক আশফাক & বিগ্রেডিয়ার জেনারেল ফারুক আশফাক এর অক্লান্ত প্রচেষ্টায় ১৯৮৩ সালে ১৫ এপ্রিল লাখাই থানা সদরদপ্তর স্বজনগ্রাম থেকে কালাউকে স্থানান্তর হয়।
🇧🇩লাখাই থানা স্থান্তরের প্রথম আবেদনকারীঃ বিগ্রেডিয়ার শাবাক আশফাকের বাবা কাদের আলীর নির্দেশে আবেদন করেন জিরুন্ডা গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক আতাউল হক চৌধুরী, ১২ জুন ১৯৮২ ইং।
🇧🇩 আয়তনঃ ১৯৬.৫৬ বর্গ কিলোমিটার।
🇧🇩জনসংখ্যাঃ ১,২০, ৬৭৭ জন।
🇧🇩পেশাঃ চাকুরী ১৫% + বিদেশে ১০%+ ব্যবসা ৩০%+ কৃষি ৪০%+ অন্যান্য ৫%= টোটাল ১০০% জনগনের পেশা।
🇧🇩শিক্ষার হারঃ শতকরা ২৮.৭৫ ভাগ।
🇧🇩 ইউনিয়নঃ ৬ টি- ১ নং লাখাই,২ নং মোড়াকরি,৩ নং মুড়িয়াউক,৪ নং বামৈ,৫ নং করাব& ৬ নং বুল্লা।
🇧🇩গ্রাম ও মৌজাঃ গ্রাম - ৬৩ টি, মৌজা- ৭০ টি।
🇧🇩শিক্ষা প্রতিষ্ঠানঃ ডিগ্রী কলেজ ১ টি, উচ্চ বিদ্যালয় ১১টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭২ টি, আলীয়া মাদ্রাসা ১ টি & দাখিল মাদ্রাসা ১টি ।
🇧🇩সংসদসদস্যঃ গভর্নর মোস্তফা আলী, মুড়িয়াউক।
🇧🇩উপজেলা চেয়ারম্যানঃ মোঃ নিজাম উদ্দিন ( ১৯৮৫), মোঃ আব্দুস সামাদ চৌধুরী ফরহাদ (১৯৯০), রফিক আহমেদ (২০০৯)। এডভোকেট আলহাজ্ব মুশফিউল আলম আজাদ (২০১৪ হতে ২য় মেয়াদে বর্তমান চলমান)
🇧🇩মুক্তিযোদ্ধাঃ বীর মুক্তিযোদ্ধা এম তাজুল ইসলাম - অবঃ বিমানবাহিনী কর্মকর্তা ( জিরুন্ডা), মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল ( মুড়িয়াউক)।বীর মুক্তিযোদ্ধা মোঃ কবির মিয়া (মোড়াকরি)।একাত্তরের রনাঙগনের বাংলার গর্বিত সূর্য সন্তান।
🇧🇩মন্ত্রী ও সচিবঃ রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা, মন্ত্রী & প্রেস সচিব - এম মোখলেসুর রহমান চৌধুরী ( কাটিহারা), যুগ্মঃ সচিব - সঞ্জয় কুমার চৌধুরী ( বামৈ),উপ সচিব-তোফায়েল আহমেদ নেহাল( তেঘরিয়া)
🇧🇩 প্রবাসী লাখাইর কৃতি সন্তানঃ এটর্নি মঈন চৌধুরী - যুক্তরাষ্ট্র সুপ্রিমকোর্ট এর এটর্নি এট ল ( কাটিহারা), মোস্তাফিজুর রহমান চৌধুরী -চীফ এক্সিকিউটিব , Bd Bank লন্ডন শাখা ( তেঘরিয়া)।
🇧🇩সামরিক বাহিনীঃ রাষ্ট্রপতি এরশাদের পি এস, বিগ্রেডিয়ার শাবাক আশফাক & বিগ্রেডিয়ার ফারুক আশফাক ( দুইজনই জিরুন্ডা), মেজর শোয়েব ( সাতাউক), বিমান পাইলট আব্দুল্লাহ আল ফারুক( সাতাউক), ল্যান্স কর্পোরাল নাজিম উদ্দিন রানা, জাতিসংঘ মিশন লাইবেরিয়া ( জিরুন্ডা)।
🇧🇩 ইউ এন ওঃ মোহাম্মদ সালাউদ্দিন ( ফুলবাড়িয়া) ।
🇧🇩পীর দরবেশঃ শাহ সুফি হযরত তোফাইলিয়া( রহ:) জিরুন্ডা, শেখ ভানু শাহ ( ভাদিকারা), শাহ বায়েজিদ( বুল্লা) ।
🇧🇩বাস ষ্টেশনঃ বুল্লা,কালাউক,বামৈ ,ফুলবাড়িয়া & মোড়াকরি।
🇧🇩 লঞ্চ ষ্টেশনঃ লাখাই, মাদনা,
শিবপুর।
🇧🇩পুলিশ তদন্ত্র কেন্দ্রঃ স্বজনগ্রাম।
🇧🇩 জল থানাঃ মাদনা।
🇧🇩 দর্শনীয় স্থানঃ বলভদ্র সেতু, বর্ষার সময় চিকনপুরের ব্রীজ এর আশ পাশে মিনি কক্সবাজার উপলব্ধি করা যায়, শ্যামবাবুর জমিদার বাড়ী ( রুহিতনসী),রাসবিহারী রায়ের জমিদার বাড়ী মোড়াকরি, দয়ানন্দের আশ্রম ( বামৈ) ।
🇧🇩 ডায়াবেটিস সমিতিঃ- ডাঃ সি এম দিলত্তয়ার রানা, পরিচালক- বাংলাদেশ ডায়াবেটিস সমিতি& সাবেক সভাপতি- জালালাবাদ এসোসিয়েশন,ঢাকা, ( সুবিদপুর)।সেলিম চৌধুরী সহকারী পরিচালক বারডেম হাসপাতাল ঢাকা (সুবিদপুর মোড়াকরি) ।
🇧🇩এম বি বি এসঃ- ডাঃ যতিশ চন্দ্র সূত্রধর সিভিলসার্জন বি বাড়ীয়া সদর হাসপাতাল) (মোড়াকরির কৃতি সন্তান) ডাঃ কে এম আজিজ, ডাঃ সুভাস চন্দ্র শীল,ডাঃ নাজমুল হাসান( তিন জনই জিরুন্ডা) , ডাঃ আব্দুল মান্নান ( মোড়াকরি), ডাঃ ওহাব ( বেগুনাই), ডাঃ জামিল আহমেদ( ভাদিকারা), ডাঃ সরোজ কুমার দাস ( স্বজনগ্রাম),ডাঃ কামরুল হাসান ( তেঘরিয়া),ডাঃ আল আমিন চক্ষুবিশেষজ্ঞ সার্জন ( মোড়াকরি)ডাঃ জগবন্ধু পাল (মোড়াকরি)।ডাঃ অভিজিৎ রায় (কৃষ্ণপুর) লাখাই
🇧🇩ব্যারিস্টারঃ রুহুল আমিন মোল্লা মিহন ( ভাদিকারা), বনি জামান ( মুড়িয়াউক) ।
🇧🇩সাংস্কৃতিক ব্যাক্তিত্বঃ ঝুনা চৌধুরী,সভাপতি- বাংলাদেশ থিয়েটার ( সুবিদপুর)।
🇧🇩 বিজ্ঞানিঃ নফল উদ্দিন ( আবহাত্তয়া বিজ্ঞানি)।
🇧🇩ডি জিঃ নাজিম উদ্দিন ( মহা পরিচালক- শিক্ষা ভবন) রুহিতনসি ।🇧🇩 দুর্লভ রায় সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক মোড়াকরির কৃতি সন্তান।
🇧🇩 অধ্যক্ষ ঃ ইন্দু প্রভা প্রাক্তন মানিকগঞ্জ মহিলা কলেজ ও সিনেট সদস্য জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (মোড়াকরির কৃতি সন্তান)। 🇧🇩 প্রভাষক অভিজিৎ দেব রসায়ন বিভাগ বৃন্দাবন কলেজ ( মোড়াকরি)। 🇧🇩-দ্বীন ইসলাম ( বামৈ),ক্যাপ্টেন আব্দুল মুখতাদির( সিংহগ্রাম), মাত্তলানাঃমুজিবুর রহমান& মাত্তলানাঃ আবু সাঈদ মোঃ জুনাঈদ ( দুইজনই ফুলবাড়িয়া)।
🇧🇩পোষ্ট মাস্টারঃ মোস্তফা মিয়া, পরিচালক - বাংলাদেশ ডাগ বিভাগ, ( সাতাউক)।
🇧🇩 পুলিশ পরিদর্শকঃ বাবু অমরেন্দ্র লাল রায় ( কৃষ্ণপুর)।
🇧🇩 মোঃ রমজান আলী - পুলিশ পরিদর্শক ইনচার্জ, সিটি এসবি ক্যান্টনমেন্ট জোন ঢাকা (মোড়াকরির গ্রামের কৃতি সন্তান)
🇧🇩পুলিশ পরিদর্শক: তাপস চন্দ্র রায় (স্বজন গ্রাম)
মোঃ মফিজুল আলম শামিম -অফিসার ইনচার্জ যাত্রাবাড়ী থানা ঢাকা ( করাব)। দিপাংকর রায় (নিতু) পুলিশ পরিদর্শক মৌলভীবাজার, (কৃষ্ণপুর লাখাই)।বিনয় ভুষন রায় অফিসার ইনচার্জ রাজনগর থানা মৌলভীবাজার( কৃষ্ণপুর লাখাই)।রমা প্রসাদ চক্রবর্তী অফিসার ইনচার্জ বালাগঞ্জ থানা সিলেট (কৃষ্ণপুর লাখাই)। সাইফুল আলম রুকন অফিসার ইনচার্জ জালালাবাদ থানা সিলেট ( করাব)
🇧🇩 বি সি এস ক্যাডারঃ মোহাম্মদ সালাউদ্দিন, রুমানা আক্তার ( দুইজনই ফুলবাড়ীয়া), রবিউল আত্তয়াল রুবেল ( ভাদিকারা), রুবেল আহমেদ ( তেঘরিয়া)।
🇧🇩জাতীয় শ্রেষ্ঠ শিক্ষকঃ আব্দুল আজিজ - স্বর্ণপদক প্রাপ্ত জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক ( জিরুন্ডা)।
🇧🇩 সাদা মনের মানুষঃ গাজী শাহজাহান শিচতী (মুড়িয়াউক)।
🇧🇩রাজধানীতে লাখাইঃ রাজধানীর বুকে ছোট্র একটুকরা লাখাই বলা হয় হোসেনীদালান রোডকে।
🇧🇩 ঢাকা ব্যবসায়ীঃ ঢাকা শহর বিভিন্ন পয়েন্টে লাখাইয়ের হোটেল রেস্টুরেন্ট ব্যবসা ব্যস খ্যাতি অর্জন করেছে।
🇧🇩ঢাকা লাখাইর সংগঠনঃ ঢাকায় সামাজিক & রাজনৈতিক ফোরাম সংগঠন রয়েছে।
🇧🇩 প্রবাসীদের সংগঠনঃ আমেরিকা, ইউরোপ ক্যান্ট্রি, এশিয়া & মধ্য প্রাচ্যে লাখাইয়ের রাজনৈতিক, সাংস্কৃতিক & সামাজিক সংগঠন আছে।
🇧🇩 জনপ্রিয় জাতীয় গানঃ নিশিথে যাইও ফুল বনেরে ভ্রমরা ( মরমী কবি শেখ ভানু শাহ, ভাদিকারা।
🇧🇩ধর্মীয় প্রতিষ্ঠানঃ মসজিদ ১১০টি, মন্দির ৬ টি।
🇧🇩 প্রধান নদীঃ বলভদ্র, সুতাং, ধলেশ্বরী, কলকলিয়া & বেলেশ্বরী।
🇧🇩প্রধান বিলঃ বাঘাইয়া বিল, উদাজোড় বিল, কচুয়া বিল, ঘরভাংগা বিল, গজারিয়া বিল, জরিয়া বিল।টিক্কাপুর বিল
🇧🇩 দিঘীঃ মুড়িয়াউক & মোড়াকরি।
🇧🇩ইট কলাঃ স্বজনগ্রাম & মোড়াকরি।
🇧🇩স্বাস্হ্য কেন্দ্রঃ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ( বামৈ) ।
🇧🇩প্রধান অর্থকরী ফসল: ধান,গম,পাট, বাশঁ, কাঠ, মাছ, শুটকি ইত্যাদি।
🇧🇩লাখাইর দুঃখঃ- সাবেক কালিয়াদারা ব্রীজ, বর্তমান সুতাং নদীর পানি।
সব্বাইk ধন্যবাদ এই কারনে যে কষ্ট ত্যাগ করে পড়েছেন। আমাদের লাখাইয়ে অনেক গুনিজন আছে। আমাদের লাখাই আমাদের অহংকার। আরো অনেক অজানা তথ্য প্রকাশ করব কিছুদিন পর।
copy from : ebrahim