22/07/2025
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) শক্তিশালী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে শুভ সূচনা করেছে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।
এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটাল টাইগাররা। ২০১৫ সালের পর এই প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষে জয় পেল বাংলাদেশ, তাও একপেশে পারফরম্যান্সে। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। একই ভেন্যুতে আবারও মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশ দলের। বোলিং, ব্যাটিং—দুই বিভাগেই সফল ছিলো টাইগাররা, তাদের উপরই ভরসা রাখতে চাইছেন টিম ম্যানেজমেন্ট।
🔢 এক নজরে সম্ভাব্য একাদশ
1️⃣ তানজিদ তামিম
2️⃣ পারভেজ হোসেন ইমন
3️⃣ লিটন দাস (অধিনায়ক)
4️⃣ তাওহীদ হৃদয়
5️⃣ শামীম পাটোয়ারী
6️⃣ জাকের আলি অনিক
7️⃣ শেখ মাহাদি
8️⃣ রিশাদ হোসেন
9️⃣ তাসকিন আহম্মেদ
🔟 তানজিম সাকিব
1️⃣1️⃣ মুস্তাফিজুর রহমান
📍 প্রথম টি-টোয়েন্টি
🗓️ ২২ জুলাই, মঙ্গলবার
🕕 সন্ধ্যা ৬টা
🏟️ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
🇧🇩 বাংলাদেশ 🆚 পাকিস্তান 🇵🇰
মাইলস্টোন কলেজ ট্রাজেডিকে কেন্দ্র করে শেরে বাংলা স্টেডিয়ামসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে মঙ্গলবার। বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
উভয় দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিসিয়ালরা পরবেন কালো বাহুবন্ধনী। স্টেডিয়ামে বাজানো হবে না কোনো সংগীত। নিহতদের প্রতি গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিসিবি।