29/07/2025
আমরা কেউই প্রেমে পড়ি ধ্বংস হওয়ার জন্য না। আমরা স্বপ্ন দেখি, ঘর বাঁধার, একসাথে পথ চলার, জীবনের প্রতিটি সকাল-সন্ধ্যা কারও ভালোবাসায় ভিজিয়ে রাখার। আমিও তাই করেছিলাম।তাকে দেখে মনে হয়েছিল, আমার সমস্ত অস্থিরতা সেখানে শান্ত হবে। তার জন্যে নিজের অনেককিছু ছেড়েছি, নিজের স্বপ্নগুলোকেও। একেকদিন একেক রকম ভাবে বোঝাতে চেয়েছি যে, "তুমি আমার সব।কিন্তু সে কি সত্যিই বুঝেছে ?না, সে শুধু নিজের সুবিধার সময়টুকুই আমার ভালোবাসাকে জায়গা দিয়েছে। আমার হাসিতে সে নিরাপত্তা খুঁজেছে, আমার কান্নায় কোনোদিনও চোখ ভিজেনি তার।আমি ধ্বংস হতে হতে একদিন শুধুই বুঝলাম, সে আসলে কখনো আমার ছিল না। যে সময়টুকু সে আমার সঙ্গে ছিল ; সেখানেও তার চোখে অন্য কারও ছায়া ছিল। যে কথাগুলো আমি বিশ্বাস করে হৃদয়ে বেঁধে নিয়েছিলাম ; সেগুলো কেবলই অভিনয়ের সংলাপ ছিল... তাকে ভালোলাগতো, আমি ভালোবাসতাম। তাকে প্রয়োজন ছিল, আমার ছিলো সমৰ্পণ।সে চেয়েছিল সময় কাটাতে, আমি চেয়েছিলাম জীবন কাটাতে।এই পার্থক্যটাই আজ আমাকে নিঃস্ব করেছে।তুমি জানো, ভালোবাসা যখন একতরফা হয়, তখন সেটা ভালোবাসা থাকে না – সেটা হয়ে যায় আত্মঘাতী বিশ্বাস ।আমি জানতাম না, একদিন আমি এইভাবে নিজেকেই হারিয়ে ফেলবো। ভেবেছিলাম, একদিন সে বুঝবে –আমার অপেক্ষার গভীরতা, আমার চুপ করে থাকা অভিমানের ভাষা,আমার শতভাগ নিজেকে উৎসর্গ করে দেওয়ার অর্থ। কিন্তু না... সে আর ফিরে তাকায়নি।আর যে ক'দিন তাকিয়েছিল, সেসব দিনগুলোকেও আজ আমার কাছে কেবল "অভিনয়" মনে হয়। আমি সত্য ছিলাম আর তার ছিল কেবল মুখোশ —যেখানে অনুভূতির বদলে ছিল হিসেব, ভালোবাসার বদলে ছিল স্বার্থ।এখন আর কোনো অভিযোগ নেই !আমি অভিযোগ করতে করতে ক্লান্ত। এখন শুধু নীরবতা শিখে ফেলেছি। কারণ আমি বুঝে গেছি, কেউ যদি ভালো না-ই বাসে ; তাহলে তার নীরবতাও 'না' বলে। আর আমি শুধু হ্যাঁ শুনতে গিয়েই ভুল করেছিলাম।তবুও, একটা তৃপ্তি আছে...আমি অভিনয় করিনি। আমি সত্যি করে ভালোবেসেছিলাম। আমি হারিয়েছি, কিন্তু ঠকাইনি। আমি কান্না পুষে রেখেছি, কিন্তু চোখে ধোঁকা দিইনি। সে হয়তো আজ অন্য কারো পাশে ঘুমায় ; কিন্তু আমি জানি, আমার ভালোবাসা আজও জেগে আছে। তাকে হয়তো আমি কখনোই ফিরে পাবো না ; তবুও, আমার ভালোবাসার কোনো অনুশোচনা নেই। কারণ, আমি ভালোবেসেছিলাম –আর সে শুধু অভিনয় করেছিল, মুখ দিয়ে।এটাই জীবনের ট্র্যাজেডি নয়, এটাই এক পক্ষের ভালোবাসার মহাকাব্য। আর সেই কাব্যের নাম "ভালোবাসার নামে আমি ধ্বংস হয়ে গেলাম, আর সে একবারও ফিরে তাকালো না..."