02/09/2024
পথে দাঁড়িয়েছো? দাঁড়াওনি।
ফিরে তাকিয়েছো? তাকাওনি।
পথে অপেক্ষা করেছো? করনি।
কি ভাবছো তুমি আমাকে হারিয়ে দিয়েছো,
না আমি নিজেই হেরে গেছি।
কারন___
তোমার কাছে হারার মধ্যেও,
আমি ভালোবাসা খুজে পাই।