Quranic Arabic Language Course

Quranic Arabic Language Course কুরআনিক আরবি ভাষা কোর্স

জেনারেল শিক্ষিতদের জন্য আরবি ভাষা কোর্স;  কুরআন বোঝার জন্য ৷ ভর্তি হতে চাইলে এই ফরমটি ফিলাপ করুন ৷কোর্স ফি 1000/- 017229...
08/10/2025

জেনারেল শিক্ষিতদের জন্য আরবি ভাষা কোর্স; কুরআন বোঝার জন্য ৷ ভর্তি হতে চাইলে এই ফরমটি ফিলাপ করুন ৷
কোর্স ফি 1000/-
01722952794 ৷ বিকাশ/নগদ ৷
পাঠিয়ে এই ফরমটি ফিলাপ করুন ৷
https://form.svhrt.com/60f3c3b95413165b7a4b285d

🌙 কুরআনিক অ্যারাবিক ল্যাংগুয়েজ কোর্স – ১৫তম ব্যাচ ভর্তি চলছে ৷আল্লাহর কথা বুঝতে চান?কুরআন পড়েন, কিন্তু অন্তরে প্রভাব পড়ে...
05/10/2025

🌙 কুরআনিক অ্যারাবিক ল্যাংগুয়েজ কোর্স – ১৫তম ব্যাচ ভর্তি চলছে ৷
আল্লাহর কথা বুঝতে চান?
কুরআন পড়েন, কিন্তু অন্তরে প্রভাব পড়ে না?
👉 কারণ আমরা এখনো আরবি ভাষা জানি না।
🌙 ইসলামিক এডুকেশন একাডেমীর কুরআনিক অ্যারাবিক কোর্স এ শিখুন:
📖 যা শিখবেন:
✔ আরবি শব্দ ও গ্রামার (সহজভাবে)
✔ ইশারা, জমির, ইজাফা, বাক্য গঠন
✔ কুরআন ও হাদীস অনুবাদ অনুশীলন
✔ নামাজে ব্যবহৃত আয়াত ও দোয়া
📅 ক্লাস শুরু: অক্টোবর | রাত ৯টা – ১০:৩০
💰 ফি: মাত্র ১,০২০/-
☎ সীমিত আসন! এখনই কল করুন: 01722952794

📌 নোটিশবিষয়: সীরাত কুইজ প্রতিযোগিতাইনশাআল্লাহ আগামীকাল সন্ধ্যা ০৭:০০ থেকে ০৭:৩০ মিনিট পর্যন্ত আরবি ভাষা কোর্সের ৪টি ব্যা...
04/10/2025

📌 নোটিশ
বিষয়: সীরাত কুইজ প্রতিযোগিতা
ইনশাআল্লাহ আগামীকাল সন্ধ্যা ০৭:০০ থেকে ০৭:৩০ মিনিট পর্যন্ত আরবি ভাষা কোর্সের ৪টি ব্যাচের সকল শিক্ষার্থীদের নিয়ে নবিজী ﷺ এর জীবনী বিষয়ক সীরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রশ্নপত্র থাকবে এমসিকিউ (MCQ) আকারে।
পুরস্কার
প্রথম ৩ জনকে প্রদান করা হবে—
✅ মক্কা থেকে সংগ্রহকৃত আতর
✅ তসবীহ
✅ জমজমের পানি
✅ সাথে আকর্ষণীয় ইসলামিক বই
📢 সকল শিক্ষার্থীকে সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

27/09/2025

জেনারেল শিক্ষিত দের জন্য আরবি ভাষা কোর্স
✍️ আপনি যদি কুরআনিক আরবি ভাষার এই কোর্স করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন এবং দ্রুত ভর্তি নিশ্চিত করুন কাইন্ডলি।
♦ ভর্তির প্রসেস ♦
👉 01722952794 এই নম্বরে কোর্স ফি ১০২০/- সেন্ড মানি করুন (বিকাশ / নগদ)।
👉 হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যে নম্বর থেকে টাকা জমা দিয়েছেন তার লাস্ট ২ টি সংখ্যা বলুন
👉 তারপর আপনাকে একটি গুগোল ফরম দেওয়া হবে, যা ফুলফিল করে সাবমিট করার পর আপনাকে প্রাইভেট গ্রুপে এড করে দেওয়া হবে।
👇
♦ হোয়াটসঅ্যাপ লিংক 👉
https://chat.whatsapp.com/EUZbAk9HmDJ90TeOlPbDHt

 #কুরআনিক_অ্যারাবিক_ল্যাংগুয়েজ_কোর্স_নারী_পুরুষ_পৃথক_ক্লাস_১৫_তম_নতুন_ব্যাচ_অক্টোবর)⚡ কোর্স সম্পর্কে: মহা গ্রন্থ আল কুরআ...
21/09/2025

#কুরআনিক_অ্যারাবিক_ল্যাংগুয়েজ_কোর্স_নারী_পুরুষ_পৃথক_ক্লাস_১৫_তম_নতুন_ব্যাচ_অক্টোবর)
⚡ কোর্স সম্পর্কে:
মহা গ্রন্থ আল কুরআনের ভাষা শিখুন! মোটামুটি কুরআন পড়তে পারলেই শুরু করুন! আল্লাহর কথা বোঝার চেষ্টা করুন! মহাগ্রন্থ আল কুরআনের অর্থ ও মর্মের সৌন্দর্যে নামাজে মন বিগলিত করুন! আরবি ভাষা বুঝা মুসলিম হিসেবে সবার উপর আরোপিত দায়িত্ব।
আমরা কুরআন পড়ি, তবুও আমাদের হৃদয় বিগলিত হয় না, হাদীসের অর্থও শুনি, এরপরেও অন্তরে এর প্রভাব পড়ে না। এর অন্যতম কারণ- আমরা আল্লাহর ভাষা 'আরবী' থেকে অনেক দূরে। মহান আল্লাহ বলেন- নিশ্চয়ই আমি কুরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পারো! [সূরা ইউসুফ ১২:২]
অনেক অনুশীলনের পরেও কি আপনি আরবি ভাষার কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারছেন না? রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসিনিং এ নিজেকে যোগ্য করার সুযোগ এখনই। ঘরে বসেই শুরু করুন আরবি ভাষা শিখার এই জার্নি।
✌"ইসলামিক এডুকেশন একাডেমী" আপনার একান্ত সহযোগী। অনলাইন সাপোর্ট ও আরবি ভাষায় বিশেষজ্ঞদের মাধ্যমে ক্লাস প্রদান। শুরু করুন আজই। একদিন শেষ হয়েই যাবে। The beginning is always NOW.
⚡ কোর্সটি থেকে আপনি কী কী শিখবেন?
• আরবি শব্দ পরিচিতি ও লিঙ্গভেদে শব্দের পার্থক্য। (Masculine & Feminine)
• ইশারাসূচক শব্দের ব্যবহার। (Demonstrative noun)
• মাওসুফ-সিফাতের ব্যবহার। (Adjective & Noun)
• ইজাফতের ব্যবহার। (Possessive)
• জমিরের ব্যবহার। (Pronoun)
• আরবিতে প্রশ্নোবোধক বাক্য তৈরি।
• নির্দিষ্ট ও অনির্দিষ্ট শব্দের ব্যবহার। (Definite & Indefinite)
• হরফুল জরের ব্যবহার। (Preposition)
• জরফের ব্যবহার।
• বাক্য গঠন পদ্ধতি। (Syntax)
• বাক্য বিশ্লেষণ। জুমলায়ে ইসমিয়্যাহ ও জুমলায়ে ফেয়েলিয়্যার বিস্তারিত আলোচনা।
• ফেয়েল বা ক্রিয়া পরিচিতি।
• অতীত, বর্তমান, ভবিষ্যত, আদেশ ও নিষেধ বাচক ক্রিয়া শিখার অভিনব সহজ পদ্ধতি।
• বিশুদ্ধ উচ্চারণে নির্ভুল ইবারত পাঠের অনুশীলন।
• নির্বাচিত কুরআনের আয়াত ও হাদিসের পর্যাপ্ত অনুশীলন অনুবাদ।
• প্রতিদিন নতুন আরবি শব্দ মুখস্থ করা।
• আরবি ভোকাবুলারি শিট।
⚡ কোর্সের সময়:
মোট ২৪ টি ক্লাস। ক্লাস টাইম:শুক্র, শনিবার এবং মঙ্গলবার , রাত ০৯:০০ থেকে ১০:৩০ পর্যন্ত।
ক্লাসের ব্যাপ্তি : ২ মাস
প্রতিটি ক্লাস শেষে ক্লাস শীট প্রদান।
কোর্স শেষে কোর্স মূল্যায়নের জন্য সার্টিফিকেট প্রদান।
অনলাইন কোর্স । জুমে লাইভ ক্লাস হবে। প্রতিদিনের ক্লাস শেষে রেকর্ড দেয়া হবে। জুম পেইড ভার্সন, তাই পুরো ক্লাস স্মার্টলি একসাথে করা যাবে।
রেজিষ্ট্রেশন শেষ: ২৭- সেপ্টেম্বর - ২০২৫ঈ.। রোজ শুক্রবার পর্যন্ত । সীমিত আসন।
কোটা পূর্ণ হয়ে গেলে রেজিষ্ট্রেশন নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যাবে।
👉রেজিষ্ট্রেশন ও টোটাল কোর্স ফি-৫০% ডিস্কাউন্ট মাত্র ১০২০/ ( এক হাজার টাকা) রেজিষ্ট্রেশনের সময় দিতে হবে ৷
⏩ভর্তি ফি সেন্ড করার প্রসেস---
☞(01722-952794)
(বিকাশ/নগদ ) সেন্ড মানি
/ ইসলামী ব্যাংক সাভার শাখা ৷
☞20501300205689809
⚡ কোর্সটি কাদের জন্য?
যারা আরবি গ্রামারের জটিলতা ছাড়া সহজভাবে আরবি শিখতে চান।
জেনারেল শিক্ষার্থীদের জন্য- যারা কুরআন ও হাদিসের অর্থ বুঝতে চান।
⚡ কোর্স ও একাডেমী পরিচালক
মুফতি নাঈম মিসবাহ
(দাওরায়ে হাদীস) মাস্টার্স
✔ ৷জামি'আ রাহমানিয়া আরাবিয়া ৷সাত মসজিদ মাদরাসা ৷ মুহাম্মদপুর ; ঢাকা
✔সি আই ই এফ ( আই এফ এ কনসালটেন্স মধ্যবাড্ডা, ঢাকা )
✔ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাংগুয়েজ
বালাদুত তায়্যিবা ইয়ামান ৷
✔মুফতি , উচ্চতর ফিকহ গবেষণা বিভাগ নমুনায়ে সুফ্ফা সাভার।
✔ইমাম ও খতীব ৷ সাভার ; ঢাকা ৷
☞ফাউন্ডার এন্ড ডিরেক্টর, ইসলামিক এডুকেশন একাডেমী ।

☎যোগাযোগ
01722952794
‌★★আরবি ভাষা হোক আপনার কুরআন বুঝার সহায়ক ৷★★★

নতুন ব্যাচ আবার শুরু হতে যাচ্ছে কে কে করবেন?  আমাদের সম্পর্কে জানতে পূর্বের ক্লাসের শিক্ষার্থীদের এই ফিডব্যাকই যথেষ্ট ৷
16/09/2025

নতুন ব্যাচ আবার শুরু হতে যাচ্ছে কে কে করবেন? আমাদের সম্পর্কে জানতে পূর্বের ক্লাসের শিক্ষার্থীদের এই ফিডব্যাকই যথেষ্ট ৷

29/08/2025

স্কুলগামী শিশু-কিশোরদের জন্য আরবি ভাষা কোর্স (২০২৫-২৬ সেশন)
ইসলামিক এডুকেশন একাডেমী আয়োজন করছে
“ছোটদের আরবি ভাষা কোর্স”
আপনার সন্তান কি কুরআন-হাদীস বুঝতে পারুক চান? মিডল ইস্টে ক্যারিয়ার গড়ুক? তাহলে এই কোর্সটি তার জন্য।
🟧 কোর্সের বৈশিষ্ট্য:
✔ আনন্দঘন পরিবেশে আরবি শেখা
✔ কুরআন-হাদীসের সাথে সম্পর্ক গড়ে তোলা
✔ ব্যাকরণ ছাড়া আরবি বলা শেখানো
✔ আরবি হাতের লেখা শিখানো
👦 উপযুক্ত শিক্ষার্থীরা:
☑ ক্লাস ২-৮ এর ছেলে-মেয়েরা
☑ যারা কুরআন দেখে পড়ে
☑ অনলাইনে ক্লাস করার সক্ষমতা থাকা আবশ্যক
📍 ক্লাস টাইম:
সপ্তাহে ২ দিন (শুক্র-শনিবার)
🔹 (গ্রুপ ১) সকাল: ১০:০০ – ১১:৩০
🔹 (গ্রুপ ২) মাগরিবের পর দেড় ঘন্টা
🧾 ভর্তি প্রক্রিয়া:
📌 ট্রায়াল ক্লাসের মাধ্যমে যাচাই
📌 পরবর্তী ভর্তি ফরম দেয়া হবে
🎦 ট্রায়াল ক্লাস:
শুক্রবার রাত ৭:০০ মিনিটে
💳 ফি:
ভর্তি ফি: ১,০০০/- (ট্রায়াল ক্লাসের পর)
মাসিক ফি: ১,০০০/-
📝 রেজিস্ট্রেশন লিংক:
https://kids.eislamicacademy.com/step/checkout-demo/
👤 কোর্স পরিচালক:
মুফতি নাঈম মিসবাহ
📞 01722952794

✨ জেনারেল শিক্ষিতদের জন্য ✨এডভান্স আরবি ভাষা ও কুরআন তরজমা কোর্স📖 কোর্সের উদ্দেশ্যঅনেকেই আরবি পড়তে পারেন, কিন্তু আসল অর্...
26/08/2025

✨ জেনারেল শিক্ষিতদের জন্য ✨
এডভান্স আরবি ভাষা ও কুরআন তরজমা কোর্স
📖 কোর্সের উদ্দেশ্য
অনেকেই আরবি পড়তে পারেন, কিন্তু আসল অর্থ ও গভীরতা বুঝতে পারেন না। এই কোর্সে আপনাকে এমনভাবে আরবি ভাষা শেখানো হবে, যাতে সরাসরি কুরআনের আয়াত থেকে অর্থ বের করতে পারেন এবং তা জীবনঘনিষ্ঠভাবে উপলব্ধি করতে সক্ষম হন।
📖 কি শিখবেন এই কোর্সে?
☞এডভান্স আরবি ভাষার গ্রামার
☞কুরআনের আয়াত থেকে সরাসরি অর্থ তোলার কলাকৌশল
☞ব্যবহারিক উদাহরণসহ গভীর অনুশীলন
⏰ ক্লাস সময়
📌 শুক্রবার ও মঙ্গলবার
🕘 রাত ৯:০০টা – ১০:৩০/১১:০০টা
📅 কোর্স মেয়াদ
৬ মাস (প্রায় ৪৮+ ক্লাস)
💰 কোর্স ফি
মাত্র মাসিক ৭৯০/- টাকা
🎯 যারা উপকৃত হবেন
☞যারা নামাজে পড়া আয়াতগুলো বুঝতে চান
☞যারা কুরআন পড়েও অর্থ ধরতে পারেন না
☞যারা এডভান্স আরবি শিখে গবেষণামূলক পড়াশোনা করতে চান
✅ কোর্সের বৈশিষ্ট্য
অভিজ্ঞ শিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে
সহজ ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা
অনলাইনে যেকোনো জায়গা থেকে অংশগ্রহণের সুযোগ
নিয়মিত রেকর্ডেড ক্লাস ও নোটস সুবিধা
🌿 কুরআনের ভাষা বুঝুন, ঈমানের স্বাদ পান
📞 রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন
👤 মুফতি নাঈম মিসবাহ৷
ইমাম ও খতীব ৷ ঢাকা সাভার ৷
পরিচালক; ইসলামিক এডুকেশন একাডেমী ৷
📱 হোয়াটসঅ্যাপ: 01722952794

 #স্কুলগামী_শিশু_কিশোরদের_জন্য_আরবি_ভাষা_কোর্স_২০২৫_২৬_ইং_সেশনে_নতুন_ব্যাচে_ভর্তি_চলছে আপনি কি চান ? আপনার সন্তান স্কুলে...
09/07/2025

#স্কুলগামী_শিশু_কিশোরদের_জন্য_আরবি_ভাষা_কোর্স_২০২৫_২৬_ইং_সেশনে_নতুন_ব্যাচে_ভর্তি_চলছে আপনি কি চান ? আপনার সন্তান স্কুলে পড়েও কুরআন হাদীসের অর্থ বোঝক ? এবং মিডলিস্ট দেশে উন্নত ক্যারিয়ার গড়ে তুলোক? তাহলে আপনার সন্তানের জন্য " ইসলামিক এডুকেশন একাডেমী"র এবারের আয়োজন " ছোটদের আরবি ভাষা কোর্স"
♦কোর্সের বৈশিষ্ট♦
👉 এই কোর্সের মাধ্যমে আপনার সন্তান আনন্দে আনন্দে আরবি ভাষা শিখে নিবে ৷ এবং কুরআন হাদীসের সাথে একটি সম্পর্ক গড়ে তুলবে ৷
♦কোর্সটি কাদের জন্য ?
☞ ছোট ছেলে-মেয়ে যারা কুরআন শরীফ দেখে দেখে পড়তে পারে সবাই করতে পারবে ৷
☞ ক্লাস হবে অনলাইন জুমে ; তাই অনলাইনে ক্লাস করার ম্যাচিউরিটি থাকতে হবে ৷
☞ ক্লস 2 থেকে ক্লাস 8 পর্যন্ত; যে কোন বয়সের শিশু-কিশোররা করতে পারবে ৷
☞ যদি কুরআন শরীফ পড়তে না পারে তাহলে আমাদের শিক্ষা কোর্সে ভর্তি করাতে পারবেন )
♦ কোর্সের গোল বা লক্ষ্য কী?
🔯 ১ম বর্ষে (বিগেনারে) যা শিখানো হবে ৷
✔ ব্যকরণের ঝামেলা ছাড়াই আরবিতে কথা বলা শিখানো হবে ৷
✔ আরবি হাতের লেখা শিখানো হবে
♦ কোর্সের ভর্তির প্রসেস -----
🔯 যেহেতু এই কোর্সটি বছর ব্যাপী; তাই আমরা আপনার সন্তান এই কোর্সের উপযোগী কিনা তা যাচাই করবো ; পাশাপাশি আমাদেরকেও আপনার যাচাই করা প্রয়োজন ৷ তাই চূড়ান্ত ভর্তির পূর্বে ১ টি ট্রায়াল ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করে নেন ৷
🎦 ট্রায়াল ক্লাস আগামী শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনেটে হবে৷ এই ট্রায়াল ক্লাস করার পর যদি আপনার সন্তান এই কোর্সের জন্য এপ্রোপ্রিয়েট মনে হয় তবেই চূড়ান্ত ভর্তির জন্য ফরম দেওয়া হবে ৷
♦ক্লাসের সময় - 🕒 ক্লাসের সময়সূচি: সপ্তাহে ২ দিন (স্কুল বন্ধের দিন)
গ্রুপ 1 : শুক্র ও শনি, সকাল ১০:০০ - ১১:৩০
গ্রুপ 2 : শুক্র ও শনি, মাগরিবের নামাজের পর হতে
👥 আসন সংখ্যা: প্রতি ব্যাচে ১৫ জন (কোটা পূর্ণ হওয়ার আগে রেজিস্ট্রেশন করুন)। 🌻স্কুল ছুটির সময় আপনার ছেলের সময়টিকে কাজে লাগানোর এক মোক্ষম সময় 😊৷
♦ ভর্তি ফি ও মাসিক ফি ---
☞ ভর্তি ফি ১ হাজার ( যা ট্রায়াল ক্লাস করার পর প্রদান করে ভর্তি নিশ্চিত করতে হবে ৷
☞ মাসিক ফি ১ হাজার ♦
ট্রায়াল ক্লাসে অংশ গ্রহণ করাতে এই ফরমটি ফিলাপ করুন ৷
https://surveyheart.com/form/65c281c9c4578b5faf3e80cf
♦ কোর্স পরিচালক
মুফতি নাঈম মিসবাহ
(দাওরায়ে হাদীস - মাস্টার্স)
🔹 জামি'আ রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ মাদরাসা, মোহাম্মদপুর, ঢাকা
🔹 সিআইইএফ (IFACONSULTANCY), মধ্যবাড্ডা, ঢাকা
🔹 ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাংগুয়েজ, বালাদুত তায়্যিবা, ইয়ামান
🔹 মুফতি ও গবেষক, উচ্চতর ফিকহ বিভাগ, নমুনায়ে সুফ্ফা, সাভার
🔹 ইমাম ও খতীব, সাভার, ঢাকা
🔹 প্রতিষ্ঠাতা ও পরিচালক, ইসলামিক এডুকেশন একাডেমী
01722952794

 #স্কুলগামী_শিশু_কিশোরদের_জন্য_আরবি_ভাষা_কোর্স_২০২৫_২৬_ইং_সেশনে_নতুন_ব্যাচে_ভর্তি_চলছে আপনি কি চান ? আপনার সন্তান স্কুলে...
06/07/2025

#স্কুলগামী_শিশু_কিশোরদের_জন্য_আরবি_ভাষা_কোর্স_২০২৫_২৬_ইং_সেশনে_নতুন_ব্যাচে_ভর্তি_চলছে আপনি কি চান ? আপনার সন্তান স্কুলে পড়েও কুরআন হাদীসের অর্থ বোঝক ? এবং মিডলিস্ট দেশে উন্নত ক্যারিয়ার গড়ে তুলোক? তাহলে আপনার সন্তানের জন্য " ইসলামিক এডুকেশন একাডেমী"র এবারের আয়োজন " ছোটদের আরবি ভাষা কোর্স"
♦কোর্সের বৈশিষ্ট♦
👉 এই কোর্সের মাধ্যমে আপনার সন্তান আনন্দে আনন্দে আরবি ভাষা শিখে নিবে ৷ এবং কুরআন হাদীসের সাথে একটি সম্পর্ক গড়ে তুলবে ৷
♦কোর্সটি কাদের জন্য ?
☞ ছোট ছেলে-মেয়ে যারা কুরআন শরীফ দেখে দেখে পড়তে পারে সবাই করতে পারবে ৷
☞ ক্লাস হবে অনলাইন জুমে ; তাই অনলাইনে ক্লাস করার ম্যাচিউরিটি থাকতে হবে ৷
☞ ক্লস 2 থেকে ক্লাস 8 পর্যন্ত; যে কোন বয়সের শিশু-কিশোররা করতে পারবে ৷
☞ যদি কুরআন শরীফ পড়তে না পারে তাহলে আমাদের শিক্ষা কোর্সে ভর্তি করাতে পারবেন )
♦ কোর্সের গোল বা লক্ষ্য কী?
🔯 ১ম বর্ষে (বিগেনারে) যা শিখানো হবে ৷
✔ ব্যকরণের ঝামেলা ছাড়াই আরবিতে কথা বলা শিখানো হবে ৷
✔ আরবি হাতের লেখা শিখানো হবে
♦ কোর্সের ভর্তির প্রসেস -----
🔯 যেহেতু এই কোর্সটি বছর ব্যাপী; তাই আমরা আপনার সন্তান এই কোর্সের উপযোগী কিনা তা যাচাই করবো ; পাশাপাশি আমাদেরকেও আপনার যাচাই করা প্রয়োজন ৷ তাই চূড়ান্ত ভর্তির পূর্বে ১ টি ট্রায়াল ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করে নেন ৷
🎦 ট্রায়াল ক্লাস আগামী শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনেটে হবে৷ এই ট্রায়াল ক্লাস করার পর যদি আপনার সন্তান এই কোর্সের জন্য এপ্রোপ্রিয়েট মনে হয় তবেই চূড়ান্ত ভর্তির জন্য ফরম দেওয়া হবে ৷
♦ক্লাসের সময় - 🕒 ক্লাসের সময়সূচি: সপ্তাহে ২ দিন (স্কুল বন্ধের দিন)
গ্রুপ 1 : শুক্র ও শনি, সকাল ১০:০০ - ১১:৩০
গ্রুপ 2 : শুক্র ও শনি, মাগরিবের নামাজের পর হতে
👥 আসন সংখ্যা: প্রতি ব্যাচে ১৫ জন (কোটা পূর্ণ হওয়ার আগে রেজিস্ট্রেশন করুন)। 🌻স্কুল ছুটির সময় আপনার ছেলের সময়টিকে কাজে লাগানোর এক মোক্ষম সময় 😊৷
♦ ভর্তি ফি ও মাসিক ফি ---
☞ ভর্তি ফি ১ হাজার ( যা ট্রায়াল ক্লাস করার পর প্রদান করে ভর্তি নিশ্চিত করতে হবে ৷
☞ মাসিক ফি ১ হাজার ♦
ট্রায়াল ক্লাসে অংশ গ্রহণ করাতে এই ফরমটি ফিলাপ করুন ৷
https://forms.gle/GVLiEK97ixqL1SWs5
♦ কোর্স পরিচালক
মুফতি নাঈম মিসবাহ
(দাওরায়ে হাদীস - মাস্টার্স)
🔹 জামি'আ রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ মাদরাসা, মোহাম্মদপুর, ঢাকা
🔹 সিআইইএফ (IFACONSULTANCY), মধ্যবাড্ডা, ঢাকা
🔹 ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাংগুয়েজ, বালাদুত তায়্যিবা, ইয়ামান
🔹 মুফতি ও গবেষক, উচ্চতর ফিকহ বিভাগ, নমুনায়ে সুফ্ফা, সাভার
🔹 ইমাম ও খতীব, সাভার, ঢাকা
🔹 প্রতিষ্ঠাতা ও পরিচালক, ইসলামিক এডুকেশন একাডেমী
01722952794

Address

Savar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Arabic Language Course posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Quranic Arabic Language Course:

Share