The Loud Journal

The Loud Journal Liberty Objectivity
Unshakable Discreet

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্ট মার্টিনের নিরাপত্তা নিয়ে বিভিন্ন স্বার্থান্...
16/06/2024

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্ট মার্টিনের নিরাপত্তা নিয়ে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

"মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষিতে মিয়ানমার সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অপারেশন্স পরিচালনা করছে। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির এই সংঘর্ষের কারণে নাফ নদী এবং নদী সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশী বোটের উপর অনাকাঙ্খিত গুলিবর্ষণের ঘটনা ঘটছে। এবিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশকরতঃ গত ১২ জুন ২৪ প্রতিবাদ জানায়। এরই ধারাবাহিকতায় মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন্স দ্বীপের অদূরে মিয়ানমার এর সমুদ্রসীমায় এবং নাফ নদীর মিয়ানমার সীমানায় অবস্থানকরতঃ মিয়ানমারের দিকে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করছে। একই সাথে আরাকান আর্মিও মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ও বোট লক্ষ্য করে গোলাবর্ষণ করছে।

বর্তমানে মিয়ানমার সীমান্তে মিয়ানমার নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ উক্ত অপারেশন্স পরিচালনা করছে। মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন্স এর অদূরে মিয়ানমারের সমুদ্রসীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করছে। উল্লেখ্য যে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষটি মিয়ানমারের মূল ভূখন্ড এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় চলমান রয়েছে। আরও উল্লেখ্য যে, সেন্ট মার্টিন্স দ্বীপের সন্নিকটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড এর একাধিক জাহাজ মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণসহ বাংলাদেশের সমুদ্রসীমায় থেকে নিয়মিত টহল পরিচালনা করছে।

মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষ সেন্ট মার্টিন্স এর নিকটবর্তী হওয়ায় উক্ত সংঘর্ষকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সেন্ট মার্টিন্স এর নিরাপত্তা নিয়ে বিভিন্ন স্বার্থান্নেষী মহল কর্তৃক গুজব ছড়ানো হচ্ছে। সকলকে এধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।"-আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

‘All labour that uplifts humanity has dignity and importance and should be undertaken with painstaking excellence’ – Mar...
01/05/2024

‘All labour that uplifts humanity has dignity and importance and should be undertaken with painstaking excellence’ – Martin Luther King Jr

Happy International Labour Day

"The greatest threat to our planet is the belief that someone else will save it." – Robert Swan
22/04/2024

"The greatest threat to our planet is the belief that someone else will save it." – Robert Swan


Happy  !World Autism Awareness Day is a United Nations observed day that is held on the 2nd of April every year, with Ap...
02/04/2024

Happy !
World Autism Awareness Day is a United Nations observed day that is held on the 2nd of April every year, with April also known as World Autism Month. Recognised days like today are important to help raise autism awareness and shine a light on the diversity that Autistic people and their families bring to the world. But, for us all to contribute to a truly autism inclusive Australia, we need a combination of autism awareness, understanding, acceptance and inclusion all year round. 💛

অত:পর ২৫শে মার্চের নারকীয় গণহত্যার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দেন স্বাধীনতার। জন্ম হয় নতূন দেশের। ...
26/03/2024

অত:পর ২৫শে মার্চের নারকীয় গণহত্যার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দেন স্বাধীনতার। জন্ম হয় নতূন দেশের। দেশটি আমাদের সবার প্রিয় বাংলাদেশ।
সবাইকে ৫৩তম মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
সকল বাধা বিপত্তি দূর করে এগিয়ে যাক বাংলাদেশের মানুষ।

23/03/2024

Full Video Link: https://www.youtube.com/watch?v=fk1Y-ftnS9o

TRAILER | MENTAL FITNESS | Addressing Silent Battle with Ex Brig. General of BD ARMY Prof. Dr. Azizul Islam

Topic: Su***de News Sharing, Mental Health & Stress Management

MENTAL FITNESS| Addressing "Silent Battle" with Ex Brig. General of BD ARMY Prof. Dr. Azizul Islam.Video will be publish...
22/03/2024

MENTAL FITNESS| Addressing "Silent Battle" with Ex Brig. General of BD ARMY Prof. Dr. Azizul Islam.
Video will be publishing tonight at 7pm.

তিন দিনব্যাপী 15তম এশিয়া ফার্মা এক্সপো'-2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন আজ, 29 ফেব্রুয়ারি, 2024 (বৃহস্পতিবার), সকাল 10:00 ট...
04/03/2024

তিন দিনব্যাপী 15তম এশিয়া ফার্মা এক্সপো'-2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন আজ, 29 ফেব্রুয়ারি, 2024 (বৃহস্পতিবার), সকাল 10:00 টায়, বাংলাদেশ আয়োজিত পূর্বাচলের মর্যাদাপূর্ণ বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (BAPI) GPE প্রাইভেট লিমিটেডের সাথে অংশীদারিত্বে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এমপি। অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিদের স্বাগত জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান; এএইচএম আহসান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক; মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির। সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব জনাব এস এম শফিউজ্জামান। মুহাম্মদ হালিমুজ্জামান, কোষাধ্যক্ষ, BAPI এবং GPE প্রাইভেট লিমিটেডের সিইও পরেশ ঝুরমারওয়ালা এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিনিধিরাও ইভেন্ট চলাকালীন তাদের অন্তর্দৃষ্টি শেয়ার করেন।

আবদুল মুক্তাদির আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, ইতালি, জাপান, সুইজারল্যান্ড, তাইওয়ান, আয়ারল্যান্ড এবং অবশ্যই বাংলাদেশসহ ৩৬টি দেশের উল্লেখযোগ্য মোট ৭৫১টি কোম্পানির অংশগ্রহণের কথা তুলে ধরেন। এই ব্যবস্থার মধ্যে রয়েছে ফার্মা প্রসেসিং এবং প্যাকেজিং, বায়োটেক ল্যাব ইকুইপমেন্ট, এপিআই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এবং মেশিনারিজ, ফার্মা ফর্মুলেশন এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। এতে করে দেশি-বিদেশি উদ্যোক্তারা ওষুধ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ ও কাঁচামাল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

তিন দিনব্যাপী এশিয়া ফার্মা এক্সপো ২রা মার্চ শেষ হবে, এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। উল্লেখ্য, বর্তমানে বিশ্বমানের ওষুধ বাংলাদেশে উৎপাদিত হচ্ছে এবং দেশের মোট অভ্যন্তরীণ চাহিদার ৯৮% মেটানো সম্ভব। এছাড়া বাংলাদেশের উন্নতমানের ওষুধ বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি হচ্ছে।

দ্য লাউড জার্নাল এর পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্...
21/02/2024

দ্য লাউড জার্নাল এর পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। পৃথিবীর ইতিহাসে বাঙালিরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়ে সেটি থেকে উৎসারিত জাতীয়তাবোধের বলে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে সক্ষম হয়েছে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে এক মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।

"ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের রক্ত।"
(একুশের কবিতা, আল মাহমুদ)

‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ প্রতিপাদ্যে ৮ ফেব্রুয়ারি শুরু বাজুস ফেয়ারদেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফ...
15/02/2024

‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ প্রতিপাদ্যে ৮ ফেব্রুয়ারি শুরু বাজুস ফেয়ার

দেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৪ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। রাজধানীর ৩০০ ফিটে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ৩দিনব্যাপী এই ফেয়ার চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বাজুস ফেয়ার ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাজুস ফেয়ার এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উত্তম বনিক।

এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাজুসের মুখপাত্র ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি ডা. দিলিপ কুমার রায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় দেশের ইতিহাসে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে 'বাজুস ফেয়ার-২০২৪'। ফেয়ারের এবারের প্রতিপাদ্য 'সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়'।

বাজুস ফেয়ারের শিরোনাম 'সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়' দেওয়ার কারণ হিসেবে বাজুসের মুখপাত্র ডা. দিলিপ কুমার রায় বলেন, আমাদের পরিবারের অনেক সদস্য আছেন যারা ৬-৮ হাজার টাকা সোনা কিনেছিলেন, এখন তার মূল্য লাখ টাকা হয়ে গেছে।

সোনা ছাড়া যে কোনো পণ্যই আপনি কেনেন তার রিটেল ভ্যালু এতো থাকে না।



তিনি বলেন, আজকে আপনি একটা টেলিভিশন, ফ্রিজ কিনলে পরের দিন বিক্রি করতে গেলে মূল্য অর্ধেক হয়ে যাবে। কিন্তু সোনা এমন জিনিস যেটা মানুষ সঞ্চয় হিসেবে নিয়েছে। গরিব, ধনী, মধ্যবিত্ত সবাই এটা কেনে।

ধনী দেশগুলো আজকে সোনাকে রিজার্ভ হিসেবে নিয়েছে। এ জন্য আমাদের প্রতিপাদ্য সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়। এবার বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকেট লাগবে না। এছাড়াও জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণে বিশেষ অফার দিচ্ছেন।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উত্তম বনিক বলেন, 'বাজুস ফেয়ার-২০২৪' এ সকল ক্রেতা ও দর্শনার্থীদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আশা করছি- বাংলাদেশের জুয়েলারি শিল্পের বিদ্যমান অবস্থা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দেশের ১৮ কোটি মানুষ অবগত হবে। বাজুস ফেয়ার-২০২৪ দেশিয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে বাজুস আশা করছে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে।

তিনি বলেন, সামিটে ১০টি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়াও আগে ঘোষিত বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে। একই সঙ্গে 'বাজুস ফেয়ার- ২০২৪' এ অংশগ্রহণকারি জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। এ সব অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় সংসদের সদস্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, মডেল, শোবিজ তারকাসহ বিভিন্ন পর্যায়ের সেলিব্রেটিরা বাজুস ফেয়ারে অংশ নিবেন বলে আমরা আশা করছি।

এবার বাজুস ফেয়ারে ৯ টি প্যাভিলিয়ন, ১৭ টি মিনি প্যাভিলিয়ন ও ১৫টি স্টলে দেশের স্বনামধন্য ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

বাজুস ফেয়ার-২০২৪ এ প্যাভেলিয়নে অংশ নেওয়া ৯টি প্রতিষ্ঠান হলো- ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড, অলংকার নিকেতন (প্রাঃ) লিমিটেড, আমিন জুয়েলার্স লিমিটেড, ভেনাস জুয়েলার্স লিমিটেড, কুঞ্জ জুয়েলার্স, রয়েল মালাবার জুয়েলার্স (বিডি) লিঃ, আপন জুয়েলার্স, জড়োয়া হাউজ (প্রাঃ) লিমিটেড ও রিজভী জুয়েলার্স।

মিনি প্যাভেলিয়নে অংশ নেওয়া ১৭টি প্রতিষ্ঠান হলো- ডায়মন্ড বাজার এন্ড গোল্ড, গৌরব জুয়েলার্স, আলভী জুয়েলার্স, আই. কে জুয়েলার্স লিমিটেড, চৌধুরী গোল্ড, রিয়া জুয়েলার্স, আফতাব জুয়েলার্স, ডায়মন্ড হাউজ, রয়েল ডায়মন্ড, দি ডায়মন্ড স্টোর, ড্রিমজ ইন্সট্রুমেন্ট টেকনোলজি, রাজ জুয়েলার্স লিমিটেড, জারা গোল্ড, জায়া গোল্ড এন্ড ডায়মন্ড, সাস ইন্টারন্যাশনাল, দি পার্ল ওয়েসিস জুয়েলার্স ও ডি ডামাস দি আর্ট অব জুয়েলারী।

স্টলে অংশ নেওয়া ১৫টি প্রতিষ্ঠান হলো: গোল্ডেন ওয়ার্ল্ড জুয়েলার্স, দি আই. কে জুয়েলার্স, গীতাঞ্জলী জুয়েলার্স, আয়াত ডায়মন্ডস, সিরাজ জুয়েলার্স, পাপড়ি জুয়েলার্স, ডায়মন্ড প্যালেস, ডায়মন্ড স্কয়ার, নিউ বসুন্ধরা জুয়েলার্স, রাজঐশ্বরী, ডি গোল্ড প্যাশন, বাংলাদেশ সায়েন্টিফিক ইন্সট্রুমেন্ট কোম্পানী, জেমস গ্যালারী এন্ড ডায়মন্ড, খোকন জুয়েলার্স ও আরএন মাইক্রোটেক।

ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা কম হওয়ার কারণ জানতে চাইলে ডা. দিলিপ কুমার রায় বলেন, নিরাপত্তার জন্য এর থেকে বেশি স্টল দেওয়া সম্ভব নয়। আর উন্মুক্ত স্থানে এ মেলা আয়োজন করা সম্ভব না। জায়গা ছোট হলেও আমাদের দেশে উৎপাদিত সকল জুয়েলারি পণ্য উপস্থাপন করতে পারব। যাদের প্রতিষ্ঠান বড় এবং বিশ্বব্যাপি সুনাম আছে তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাজুসের মুখপাত্র ও সহ-সভাপতি মো. রিপনুল হাসান, বাজুসের মুখপাত্র ও সহ-সভাপতি মাসুদুর রহমান, বাজুসের মুখপাত্র, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, বাজুসের কোষাধ্যক্ষ ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ফেয়ার এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান উত্তম বণিক, ভাইস চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির সদস্য নারায়ণ চন্দ্র দে, সদস্য মো. লিটন হাওলাদার, সদস্য মো. মনির হোসেন, সদস্য মো. আজাদ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা।

Address

Dhaka

Telephone

+8801643806870

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Loud Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Loud Journal:

Share