
07/09/2025
আবে হায়াত!
প্রি-বুকিং মূল্য ৬৩০ টাকা। স্টুডেন্ট বা বইপ্রেমির কাছে এ টাকাটা ছোট নয়—এতে চাইলে ভিন্ন ভিন্ন ছয়টি বইও কেনা যেত! তবুও পাঠকরা সেটা করেননি, বুকিং দিয়েছেন কেবল আবে হায়াত-এর জন্য।
মূল্য নির্ধারণের আগেই অসংখ্য পাঠক নির্দ্বিধায় বুকিং করেছেন। শুধু কথায় নয়, জামানতও দিয়েছেন।
প্রিয় পাঠক,
আপনাদের এ বিশ্বাস ও ভালোবাসায় আমরা অভিভূত। আপনাদের আস্থা রক্ষা করতে এবং ভালোবাসার মূল্য দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তাই বিশেষ উপহার হিসেবে আবে হায়াত-এর প্রথম অধ্যায় উন্মুক্ত করতে চাই। আগ্রহী হলে অনুগ্রহ করে ইনবক্স করার অনুরোধ রইলো, ইন শা আল্লাহ।