Izra publication

Izra publication Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Izra publication, Publisher, Dhaka.

আবে হায়াত! প্রি-বুকিং মূল্য ৬৩০ টাকা। স্টুডেন্ট বা বইপ্রেমির কাছে এ টাকাটা ছোট নয়—এতে চাইলে ভিন্ন ভিন্ন ছয়টি বইও কেনা যে...
07/09/2025

আবে হায়াত!
প্রি-বুকিং মূল্য ৬৩০ টাকা। স্টুডেন্ট বা বইপ্রেমির কাছে এ টাকাটা ছোট নয়—এতে চাইলে ভিন্ন ভিন্ন ছয়টি বইও কেনা যেত! তবুও পাঠকরা সেটা করেননি, বুকিং দিয়েছেন কেবল আবে হায়াত-এর জন্য।

মূল্য নির্ধারণের আগেই অসংখ্য পাঠক নির্দ্বিধায় বুকিং করেছেন। শুধু কথায় নয়, জামানতও দিয়েছেন।

প্রিয় পাঠক,
আপনাদের এ বিশ্বাস ও ভালোবাসায় আমরা অভিভূত। আপনাদের আস্থা রক্ষা করতে এবং ভালোবাসার মূল্য দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তাই বিশেষ উপহার হিসেবে আবে হায়াত-এর প্রথম অধ্যায় উন্মুক্ত করতে চাই। আগ্রহী হলে অনুগ্রহ করে ইনবক্স করার অনুরোধ রইলো, ইন শা আল্লাহ।

সম্পর্কে যতই ভালোবাসা থাকুক না কেন, সেখানে যদি সম্মান ও ভক্তি না থাকে, তাহলে সেই ভালোবাসাও শেষ হয়ে যায়।বই : আবে হায়াত ...
06/09/2025

সম্পর্কে যতই ভালোবাসা থাকুক না কেন, সেখানে যদি সম্মান ও ভক্তি না থাকে, তাহলে সেই ভালোবাসাও শেষ হয়ে যায়।

বই : আবে হায়াত
লেখক : উমেরা আহমেদ
অনুবাদ : সাদমান সিদ্দীক

আমাদের সর্বশেষ প্রকাশিত তিনটি উপন্যাস…
06/09/2025

আমাদের সর্বশেষ প্রকাশিত তিনটি উপন্যাস…

আর মাত্র একটি প্রি-বুকিং হলেই ‘আবে হায়াত’ পৌঁছে যাবে এক অভূতপূর্ব মাইলফলকে! বিশাল এক সংখ্যায়!•প্রিয় পাঠক, আপনার প্রি-বুক...
06/09/2025

আর মাত্র একটি প্রি-বুকিং হলেই ‘আবে হায়াত’ পৌঁছে যাবে এক অভূতপূর্ব মাইলফলকে! বিশাল এক সংখ্যায়!

প্রিয় পাঠক, আপনার প্রি-বুকিং নম্বরটা কত হতে পারে বলে মনে হয়?

05/09/2025

বই আসার আগেই 'আবে হায়াত' কে কে পড়তে চান?

মাঝে মাঝে মানুষ বুঝতে পারে না, সে কাঁদবে নাকি হাসবে? কাঁদলে কতটুকু কাঁদবে? আর হাসলে কতটুকু হাসবে? ব‌ই: আবে হায়াত‌ মূল: ...
05/09/2025

মাঝে মাঝে মানুষ বুঝতে পারে না, সে কাঁদবে নাকি হাসবে? কাঁদলে কতটুকু কাঁদবে? আর হাসলে কতটুকু হাসবে?

ব‌ই: আবে হায়াত‌
মূল: উমেরা আহমেদ
অনুবাদ: সাদমান সিদ্দীক
প্রকাশন: ইজরা প্রকাশনী

05/09/2025

প্রিয়তমাদের দুটি বিষয় সর্বজনীন। তারা উদাসীন হয়, আর নিজের উদাসীনতার ব্যাপারে অজ্ঞও হয়।

বই : আবো হায়াত
লেখক : উমেরা আহমেদ

প্রিয় পাঠক!'পীরে কামেল' পড়া হয়েছে কি?
03/09/2025

প্রিয় পাঠক!
'পীরে কামেল' পড়া হয়েছে কি?

যারা আবে হায়াত প্রি-বুকিং করছিলেন তাদের প্রত্যেকের সাথেই যোগাযোগ করে বই পাঠানো হবে ইন শা আল্লাহ…•প্রচুর ম্যাসেজ আসছে—জান...
01/09/2025

যারা আবে হায়াত প্রি-বুকিং করছিলেন তাদের প্রত্যেকের সাথেই যোগাযোগ করে বই পাঠানো হবে ইন শা আল্লাহ…

প্রচুর ম্যাসেজ আসছে—জানতে চাচ্ছেন কত টাকা বাকি, ডেলিভারি চার্জ কত, কতদিনে টাকা পরিশোধ করতে হবে ইত্যাদি।
আসলে এমুহূর্তে সবার ম্যাসেজের রিপ্লাই না করতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

যারা ১৫০ টাকা প্রি-বুকিং করেছেন তারা চাইলে বাকি টাকা ক্যাশঅনেও দিতে পারেন অথবা অল্প অল্প করেও পরিশোধ করতে পারেন।
ডেলিভারি চার্জ রেগুলারই থাকবে। ৭ তারিখের পর থেকে প্রি-বুকিং থাকবে না। প্রি-বুকিং শেষ হয়ে প্রি-অর্ডার শুরু হবে। কমিশনও ০২% কমবে। তাই কষ্ট হলেও প্রি-বুকিং করাই বেটার হবে। ২ পার্সেন্ট মানে কিন্তু অনেকই…

যারা প্রি-বুকিং করতে চাচ্ছেন, ম্যাসেজের রিপ্লাই না পেয়ে কষ্ট বা বিরক্ত হচ্ছেন অনুগ্রহ করে একটু ধৈর্য ধরার অনুরোধ করছি…

যেখানে পীরে কামেল শেষ, সেখান থেকেই শুরু আবে হায়াত। কিন্তু এই গল্প কেবল সালার ও ইমামার দাম্পত্যের সীমায় আবদ্ধ নয়—এখানে আছ...
01/09/2025

যেখানে পীরে কামেল শেষ, সেখান থেকেই শুরু আবে হায়াত। কিন্তু এই গল্প কেবল সালার ও ইমামার দাম্পত্যের সীমায় আবদ্ধ নয়—এখানে আছে বিশ্বাসের পরীক্ষা, আত্মশুদ্ধির লড়াই, সমাজের প্রশ্ন এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তের গভীর প্রতিফলন।

প্রতিটি পৃষ্ঠা ছুঁয়ে দেবে হৃদয়, জাগাবে প্রশ্ন :
প্রেম কি যথেষ্ট জীবনের ঝড় সামলাতে?
ত্যাগ কি সত্যিই এনে দেয় চিরন্তন সুখ?
আর ঈমান, তা কি সব প্রশ্নের শেষ উত্তর?

আবে হায়াত হলো সেই যাত্রা, যেখানে প্রেম রূপ নেয় বিশ্বাসে, আর জীবন খুঁজে পায় অনন্ত অর্থ।
যারা পীরে কামেল পড়েছেন, তাদের জন্য এটি শুধু একটি সিকুয়েল নয়—বরং দীর্ঘ প্রতীক্ষার পূর্ণতা এবং অনুভূতির এক নতুন দিগন্ত।

প্রিয় পাঠক, সালার ও ইমামার জীবনের দ্বিতীয় অধ্যায় এখন আপনার সামনে উন্মুক্ত। পড়ুন আর হারিয়ে যান সেই বহুল প্রতীক্ষিত কাহিনির অতল সমুদ্রে...

বই : আবে হায়াত
লেখক : উমেরা আহমেদ
অনুবাদ : সাদমান সিদ্দীক
মুদ্রিত মূল্য : ১,০০০ টাকা
প্রি-বুকিং মূল্য : ৬৩০ টাকা
প্রি-বুকিং চলবে ৭/৯/ ২০২৫ পর্যন্ত

গতকাল আউটলেট গোছাতে গিয়ে 'এই জিনসটারে' পাইছি! এ প্রচ্ছদ শেষ হবার পর বহুজন চেয়েছিলেন কাউকেই দিতে পারিনি এবং জানেন যে, এই ...
01/09/2025

গতকাল আউটলেট গোছাতে গিয়ে 'এই জিনসটারে' পাইছি! এ প্রচ্ছদ শেষ হবার পর বহুজন চেয়েছিলেন কাউকেই দিতে পারিনি এবং জানেন যে, এই এডিশন আর কখনও আসবেও না!

যদি কারোর সত্যিই ভীষণ শখ থাকে এটা সংগ্রহ করার তাহলে সুযোগ আছে। মাত্র এক কপিই অবশিষ্ট। অন্য কারোর সংগ্রহে যাবার আগেই সংগ্রহ করে নিতে পারেন…

আবে হায়াত এর মূল্য আজ প্রকাশিত  হবে ইন শা আল্লাহ
01/09/2025

আবে হায়াত এর মূল্য আজ প্রকাশিত হবে ইন শা আল্লাহ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Izra publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category