Izra publication

Izra publication Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Izra publication, Publisher, Dhaka.

আদিব সালেহ ভাইয়ের প্রথম বই 'আঁধারে ঢাকা ভোর' কে কে পড়েছেন?
01/12/2025

আদিব সালেহ ভাইয়ের প্রথম বই 'আঁধারে ঢাকা ভোর' কে কে পড়েছেন?

পুরুষ যখন রেগে ঘর ছেড়ে বেরিয়ে যায়, সে যেভাবে যায়, ওভাবেই ফিরে আসে। তার ঘর ছাড়ার ফলে, না তার নিজের আত্মসম্মানে কোনো ...
01/12/2025

পুরুষ যখন রেগে ঘর ছেড়ে বেরিয়ে যায়, সে যেভাবে যায়, ওভাবেই ফিরে আসে। তার ঘর ছাড়ার ফলে, না তার নিজের আত্মসম্মানে কোনো ঘাটতি হয়, আর না তার স্ত্রীর সম্মানে কোনো ব্যাঘাত ঘটে। কিন্তু নারী যখন রেগে ঘর ছেড়ে বেরিয়ে যায়, তখন নিজের এবং স্বামীর, দুজনের সম্মান নিয়েই বেরিয়ে যায়। সে ফিরে এলে‌ও, স্বামী-স্ত্রী দুজনের সম্মানেই ব্যাঘাত ঘটে।

বই : আবে হায়াত
লেখক : উমেরা আহমেদ

30/11/2025

খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে নিচের বইগুলো ইন শা আল্লাহ

দুইজনের দ্বিতীয়জন—ড. আদহাম শারকাভি
দ্য ম্যাসেজ অব দ্য প্রফেট—ড.আদহাম শারকাভি
সাহাবিদের চিঠি—ড. আদহাম শারকাভি
যেমন হবে নবিজির সাথে সম্পর্ক—ড. ইসরার আহমেদ
নবিজির ঘরে একদিন—আবদুল মালেক কাসেমি

ফটোগ্রাফি দশে কত দিবেন🥹
29/11/2025

ফটোগ্রাফি দশে কত দিবেন🥹

29/11/2025

আমাদের স্বপ্নের প্রজেক্ট—সীরাত প্যাকেজ খুব শিগগিরই প্রি-অর্ডার শুরু হবে ইন শা আল্লাহ।

স্বার্থপর 🙂
29/11/2025

স্বার্থপর 🙂

পরজীবি হয়ে আর না, Izra publication এর সহোযোগিতায় একে একে আমাদের থলিতে প্রায় ১০/১১ টি বই চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমরা এখন মোটামুটি সমৃদ্ধ। এখন থেকে আমাদের ওয়ালটা আমরাই জীবিত করব ইন শা আল্লাহ …

প্রিয় বোন, তুমিও হতে পারো নারী সাহাবির মতো
28/11/2025

প্রিয় বোন, তুমিও হতে পারো নারী সাহাবির মতো

ছোট্ট তবে খুব প্রয়োজনীয়
27/11/2025

ছোট্ট তবে খুব প্রয়োজনীয়

ফটোগুলো মেইল থেকে পাওয়া🌼
26/11/2025

ফটোগুলো মেইল থেকে পাওয়া🌼

‎সেই শুরুর থেকে এসবের স্বীকার!  এখন সয়ে গেছে। অনুবাদ নিয়ে আলোচনা সমালোচনা হবে স্বাভাবিক তবে যদি বেহুদা এবং হেয় করার উদ্দ...
26/11/2025

‎সেই শুরুর থেকে এসবের স্বীকার! এখন সয়ে গেছে। অনুবাদ নিয়ে আলোচনা সমালোচনা হবে স্বাভাবিক তবে যদি বেহুদা এবং হেয় করার উদ্দেশ্য হয় তাহলে…?
‎জানামতে—কোনো অনুবাদক, প্রকাশক চায় না যে তাদের মান খারাপ হোক। কস্মিনকালেও না। কারণ ব্রান্ডিংয়েরও ব্যাপার থাকে।
‎পীরে কামেল নিয়ে টুকটাক আপত্তি তাদের আছে, আমরাও সেগুলো আন্তরিকতার সাথে বিবেচনায় এনে আবারো নতুনভাবে সম্পাদনা শুরু করেছি কিন্তু আবে হায়াত নিয়ে!
‎আবে হায়াত–এ অনুবাদক কিভাবে নিজেকে ভেঙ্গে গড়েছে সংশ্লিষ্টরা দেখেছে। বর্তমান সময়ের সবচেয়ে প্রসিদ্ধ ফ্রুপরিডার ও সম্পাদক মুতিউল মুরসালিনকে চেনে না এমন মানুষও বই-অঙ্গনে খুব কম মানুষ আছে।
‎তার দেখা শেষ হলে আমরা বেটা রিডার দিয়েও পড়িয়েছি এমন কি আবে হায়াত বই হয়ে আসার ৬মাস আগে থেকে প্রথম অধ্যায় প্রায় ১০ ফর্মা মতো উন্মুক্তও করে রাখছিলাম।
‎আমাদের অধিকাংশ পাঠক—যারা প্রি-অর্ডার করছিলেন তারা তো পড়েছেনই পাশাপাশি আমাদের থেকে যারা প্রি-অর্ডার করছিলেন না তারাও পড়েছে এবং কয়েকটা পেজ থেকে লাগাতারভাবে প্রচারও করা হয়েছিলো। সবাই তখন বেশ প্রশংসা করছিলো অনুবাদের।
‎কিন্তু যখন জানা গেল যে কোনো এক ভূঁইফোড় প্রকাশনা অবৈধভাবে বইটি প্রকাশ করছে—ঠিক সেখান থেকেই যেন হঠাৎ করে কিছু অপবাদ আর অযাচিত নেতিবাচকতা শুরু হলো। এটা সত্যিই হতবাক করার মতো ছিল।

‎তবুও আমরা কারও কথা বা কটূক্তিতে ভেঙে পড়িনি। বরং এখনো চেষ্টা করছি আরও ভালো হওয়ার। নতুন নতুন অনুবাদক ও লেখকদের সঙ্গে কাজ করছি, নতুন মান তৈরি করার চেষ্টা করছি।

‎সবকিছুর শেষে,আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের পাঠক। আমরা তাদের চাহিদাকেই সামনে রাখব, তাদের ভালোবাসাকেই গুরুত্ব দেব ইন শা আল্লাহ।


হাতে পাওয়া মাত্রই পাঠকের ক্লিক🌼
24/11/2025

হাতে পাওয়া মাত্রই পাঠকের ক্লিক🌼

যারা পড়ে, তারা বদলে যায়…আর যারা বদলায় না, তারাও থেমে গিয়ে নিজের ভিতরের আলোটা খুঁজে দেখতে শেখে।
24/11/2025

যারা পড়ে, তারা বদলে যায়…
আর যারা বদলায় না, তারাও থেমে গিয়ে নিজের ভিতরের আলোটা খুঁজে দেখতে শেখে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Izra publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category