17/07/2025
বৃষ্টিভেজা সন্ধ্যায়, মেঘে ঢাকা আকাশে,
হঠাৎ করেই মনটা ভীষণ উদাস হয়ে যায়।
হাওয়ার মাঝে ভেসে আসে এক চেনা গন্ধ,
যেন তোমারই স্পর্শ মিশে আছে এই বৃষ্টির ফোঁটায়।
প্রতিটা টুপটাপ শব্দে খুঁজে ফিরি তোমাকে,
যেন মেঘ বলছে—"সে এখনো তোমায় মনে রাখে"।
এই ভেজা জানালার পাশে বসে,
কত কথা যে জমা, বলা হয় না আর!
তুমি থাকো না পাশে, তবুও প্রতিটি মৌসুম,
তোমারই গল্প বলে, তোমাকেই ছুঁয়ে যায়...
হয়তো দূরে আছো, তবু এই আকাশ, এই বৃষ্টি—
আমাদের ভালোবাসার চিহ্ন হয়ে আজও ফিরে ফিরে আসে…