Dream's Land

Dream's Land creative thinking

17/07/2025

বৃষ্টিভেজা সন্ধ্যায়, মেঘে ঢাকা আকাশে,
হঠাৎ করেই মনটা ভীষণ উদাস হয়ে যায়।
হাওয়ার মাঝে ভেসে আসে এক চেনা গন্ধ,
যেন তোমারই স্পর্শ মিশে আছে এই বৃষ্টির ফোঁটায়।

প্রতিটা টুপটাপ শব্দে খুঁজে ফিরি তোমাকে,
যেন মেঘ বলছে—"সে এখনো তোমায় মনে রাখে"।
এই ভেজা জানালার পাশে বসে,
কত কথা যে জমা, বলা হয় না আর!

তুমি থাকো না পাশে, তবুও প্রতিটি মৌসুম,
তোমারই গল্প বলে, তোমাকেই ছুঁয়ে যায়...
হয়তো দূরে আছো, তবু এই আকাশ, এই বৃষ্টি—
আমাদের ভালোবাসার চিহ্ন হয়ে আজও ফিরে ফিরে আসে…

10/07/2025

"ব্যস্ততা যখন ভালোবাসাকে ছাপিয়ে যায়..."

আজকাল মানুষ ব্যস্ত।
নিজেকে প্রমাণ করতে, স্বপ্ন ছুঁতে, সমাজকে খুশি রাখতে —
এতটাই ব্যস্ত যে, যাদের ভালোবাসা ছাড়া আজকের এই অবস্থান,
তাদের খবর নেওয়ার সময়টুকুও যেন আর থাকে না।

সময় মতো খাবার খেয়েছে কিনা,
মনের ভেতরে কোন অভিমান জমেছে কিনা —
এসব এখন ছোট প্রশ্ন।
কারণ বড় প্রশ্ন হচ্ছে — "আজকের টার্গেট পূর্ণ হলো তো?"
কোন আপনজন হয়তো পথ চেয়ে বসে আছে মনের কথাগুলো বলার জন্য, অনেক না বলা কথা বলার জন্য, কিন্তু সময় নেই ব্যস্ততা খোঁজখবর নেওয়ার ও সময় হয় না।
একদিন সেই আপন মুখগুলো আর খুঁজে পাওয়া যাবে না।
তারা আর অভিমান করবে না,
কারণ অভিমান করার মতো সম্পর্কটাই তখন থাকবে না।

ভেবে দেখো, যাদের ছায়া পাশে ছিল বলেই আজ এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে,
তাদেরকে ফেলে সামনে এগিয়ে যাওয়াটা কি সত্যিই জয়ের?
ভালোবাসার মানুষদেরকে আপনজনদেরকে অবহেলা করে ভালো থাকা যায় না।

18/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
28/05/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

কোন একদিন রংপুর চিড়িয়াখানায়.....
27/05/2025

কোন একদিন রংপুর চিড়িয়াখানায়.....

With Mohammad Ziaul Haque HaSu – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉
27/05/2025

With Mohammad Ziaul Haque HaSu – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ
26/05/2025

আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ

এই বছর প্রথম তাহার হাতের স্পেশাল জাম মাখা, এতটাই লোভনীয় ছিল, সব গুলোর ছবি তুলতেই ভুলে গেছি।
24/05/2025

এই বছর প্রথম তাহার হাতের স্পেশাল জাম মাখা, এতটাই লোভনীয় ছিল, সব গুলোর ছবি তুলতেই ভুলে গেছি।

তাহাদের আগমনেই তো মুগ্ধ চারপাশ
20/05/2025

তাহাদের আগমনেই তো মুগ্ধ চারপাশ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream's Land posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share