Death Line

Death Line বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে। কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না💔🥀

01/05/2025

গভীর জলের মাছেরা
বৃষ্টির খবর রাখে না।

24/08/2024

আচ্ছা এভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের নামে স্কুল কলেজ এর টিচারদের এভাবে অপমান করার আগে নিজের ঘরের সরকারি চাকরিজীবী বাবার অর্থের হিসাব কী তোমরা কখনও নিয়েছো? কখনও কী জিজ্ঞেস করেছ যেই r15m মোটরসাইকেল টা চালাও ওটার টাকা কই থেকে আসলো? তোমার হাতের latest iphone 📱 কোথা থেকে আসলো? তোমার বাসার Xtrail, Premio গাড়ি কোথা থেকে আসলো?
সংস্কারটা নাহয় নিজের ঘর থেকেই এবার শুরু কর। দেখি কত পারো?

16/07/2024
🥰🥰
11/07/2024

🥰🥰

❤️💞

বুঝলাম না 🤣
21/06/2024

বুঝলাম না 🤣

তুফান সিনেমা দেখলাম।

সিনেমায় শাকিবের বউ থাকে নাবিলা। শাকিব আর নাবিলার আবার একটা ছেলে আর একটা মেয়েও থাকে। ছবিতে শাকিব বিরাট বড়লোক। ছেলে মেয়ের কোনো শখ সে অসম্পূর্ণ রাখে না। স্ত্রী নাবিলাকেও সে অনেক ভালোবাসে। তাই তার সম্পত্তির ৩০% ই সে তার স্ত্রীকে দিয়ে দেয়। সবার চোখে শাকিব একজন ফ্যামিলি ম্যান। কিন্তু নাবিলা যখন ই বাপের বাড়িতে বেড়াতে যায় সে ৭ দিনের আগে আর বাসায় ফেরে না। এই সময় একাকীত্ব কাটাতে শাকিব আশ্রয় চায় মিমির কাছে। মিমি তার সামনে লাল চমলক্ক জামা পরে নাচে আর গান গায় "দুষ্টু কোকিল ডাকে দেখো, কুক কুক কুক "।

যাই হোক এভাবে চলতে চলতে একদিন মিমি শাকিব কে জানায় শাকিব জেনো তাকে বিয়ে করে। সে আর হারাম সম্পর্কে থাকতে চায় না। তারপর শাকিব নাবিলার অগোচরে মিমি কে বিয়ে করে৷ গোপনে চলে তাদের সংসার। বছর খানিক পরে মিমির কোল আলো করে আসে শাকিব মিমির একমাত্র ছেলে। তারপর বড় হয়ে একদিন সেই ছেলে কুরবানির হাটে গিয়ে ১২ লাখ টাকা দিয়ে খাসি কিনে । সময় টিভির সাংবাদিক তাকে ভাইরাল করে দিলে সে জানায় সে বিশিষ্ট শিল্পপতি শাকিব খানের ছেলে। এদিকে শাকিব নাবিলার ছেলে মেয়ে জানায় তাদের আর কোনো ভাই নেই। এই সম্পর্ক ভিত্তিহীন। শাকিব ও জানায় এই ছেলের সাথে তার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে সেই ছেলে ফেসবুকে মিমির সাথে ছবি পোস্ট করে। এতে জানা যায় তার মা আসলে নাবিলা না। তারপর পুরো দেশ উত্তাল পাতাল হয়ে যায় এই নিউজে।
তখন সময় টিভির সাংবাদিক আবার নিউজ করেন - " ছাগল কিনে বিপদে পড়লেন এক যুবক, সম্পর্ক কি আসলেই বদলে গেলো একটি ছাগলে "?

-Copied

লিজেন্ডদের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না 🙄
22/05/2024

লিজেন্ডদের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না 🙄

21/05/2024

Ex Husband হয় জানতাম, Ex Boyfriend হয় এটাও জানতাম, কিন্তু Ex Crush হয় কিভাবে? তোকে এসব কে শিখাইছে ভাইই !🙂

20/05/2024

যে শহরে মসজিদ বা মন্দিরের দান বক্সে তালা দিয়ে রাখতে হয়..! 🙃
সে শহরে বিশ্বাস কাকে করবেন...!💔🥀

😢🛑হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের রাষ্...
20/05/2024

😢🛑হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইএনএনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে ‘কোনও জীবিত ব্যক্তি’ পাওয়া যায়নি।

c.

18/05/2024

কাঁঠাল খেয়ে কেউ কখনো কোকা কোলা খাবেন না,,, তাহলে আপনার মৃত্যু হতে পারে 😔

14/05/2024

আমাদের চোখ সেই জিনিস টাই পছন্দ করে,
যেটা আমাদের ভাগ্যে থাকে না!

Address

Rangpur
Dhaka

Telephone

+8801890272467

Website

Alerts

Be the first to know and let us send you an email when Death Line posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Death Line:

Share

Category