Dismislab

Dismislab ডিসমিসল্যাব একটি স্বাধীন, নিরপেক্ষ এবং অরাজনৈতিক অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্লাটফর্ম It is neither a news outlet, nor just another factchecking website.

Dismislab is an independent, neutral and non-partisan online factchecking and media research platform. Dismislab is a research-based outfit dedicated to conducting media related research and fact-checking. Website: https://dismislab.com/about-us/editorial-policy/
X: https://x.com/dismislab
Instagram: https://www.instagram.com/dismislab/
LinedIn: https://www.linkedin.com/company/dismislab

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার পুরোনো ঘটনা সাম্প্রতিক দাবিতে প্রচারপ্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ফেসবুকে হুবহু একই ...
20/10/2025

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার পুরোনো ঘটনা সাম্প্রতিক দাবিতে প্রচার

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ফেসবুকে হুবহু একই দৃশ্য সম্বলিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ৫ জানুয়ারি “কুমিল্লা নিউজ” নামের একটি পেজ থেকে আপলোড করা হয়। ক্যাপশনে লেখা হয়, “রাজধানীতে ট্রেনে আ’গু’ন, নি’হ’ত বেড়ে ৫”। পরবর্তী যাচাইয়ে প্রথম আলো, ডেইলি স্টার ও যমুনা টেলিভিশনসহ একাধিক সংবাদমাধ্যমে বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনাটি নিয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

বিস্তারিত ফ্যাক্টচেক আসছে...

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে ২০২০ সালের ৪ সেপ্টেম্বর। ঘটনায় অন্তত ৩৪ জন নিহত এবং অর...
20/10/2025

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে ২০২০ সালের ৪ সেপ্টেম্বর। ঘটনায় অন্তত ৩৪ জন নিহত এবং অর্ধ শতাধিক মানুষ আহত হন। এবং আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ হয় ৮ অক্টোবর, ২০২১ সালে। এতে ১০০ জন নিহত হন। ছবিগুলোর সঙ্গে ১৯ আগস্ট নোয়াখালীতে হওয়া বিএনপি-জামায়াতের মধ্যকার সংঘর্ষের কোনো সম্পর্ক নেই।

ভিডিওর একাধিক কিফ্রেম সার্চ করে “দৈনিক পাবনার আলো” ও “স্বাধীন বার্তা” নামের দুটি ফেসবুক পেজে কাছাকাছি দৃশ্যের দুইটি ভিডি...
19/10/2025

ভিডিওর একাধিক কিফ্রেম সার্চ করে “দৈনিক পাবনার আলো” ও “স্বাধীন বার্তা” নামের দুটি ফেসবুক পেজে কাছাকাছি দৃশ্যের দুইটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এছাড়াও “পাবনা ফায়ার স্টেশন” নামের একটি পেজে ঘটনার বিস্তারিত বর্ণনাসহ কিছু ছবি খুঁজে পাওয়া যায়। এসব পোস্ট বিশ্লেষণ করে জানা যায় গত সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া আয়োজিত হয়।

পরবর্তী যাচাইয়ে পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সাইফুল আহসান ভূইয়ার সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। তিনি জানান, এটি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের একটি অংশ । এছাড়া তিনি পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আজ ১৯ অক্টোবর কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন।

বিস্তারিত আসছে...

ভিডিওর একাধিক কিফ্রেম সার্চ করে ফেসবুক ও টিকটকে একই দৃশ্য সম্বলিত পুরোনো ভিডিও খুঁজে পাওয়া যায়। গত ১২ অক্টোবর “চট্টগ্রাম...
19/10/2025

ভিডিওর একাধিক কিফ্রেম সার্চ করে ফেসবুক ও টিকটকে একই দৃশ্য সম্বলিত পুরোনো ভিডিও খুঁজে পাওয়া যায়। গত ১২ অক্টোবর “চট্টগ্রাম প্রতিদিন ডিজিটাল” নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে ক্যাপশনে জানানো হয়, এটি চট্টগ্রাম চকবাজার থানার পাশের ঘটনা। সামাজিকমাধ্যম টিকটকেও ছয় দিন আগে আপলোড হওয়া একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির উপরের অংশে সম্পাদনা করে লেখা ছিল, “বিপদ কাউকে বলে আসে না। সবাই নিরাপদে থাকুন এটাই চাই। ১২/ ১০/ ২০২৫ চট্টগ্রাম, চকবাজার।”

বিস্তারিত আসছে...

ভিডিওটি রিভার্স ইমেজ সার্চে নিউজ টুয়েন্টিফোর চ্যানলের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৮ অক্টোবর পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ভ...
19/10/2025

ভিডিওটি রিভার্স ইমেজ সার্চে নিউজ টুয়েন্টিফোর চ্যানলের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৮ অক্টোবর পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা- “সরাসরি>>>চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেছে ওমানে সড়ক দু/র্ঘটনায় নি/হত ৭ প্রবাসীর ম/র/দেহ”। ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে নিউজ টুয়েন্টিফোর-এর পোস্ট করা ভিডিওটির ৯ মিনিট ১৬ সেকেন্ডের দৃশ্যে মিল রয়েছে। প্রতিবেদন অনুসারেম এটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য, যেখানে আগুন লাগার কোনো ঘটনার কথা জানা যায়নি।

বিস্তারিত ফ্যাক্টচেক কমেন্টে...

২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী সরকার পতনের বছরখানেক পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নি...
19/10/2025

২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী সরকার পতনের বছরখানেক পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের ছাত্ররাজনীতিতে প্রথম বড় নির্বাচনী আয়োজন।

এই নির্বাচনে অফলাইনের পাশাপাশি প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন। তবে সেই অনলাইন প্রচারণার সময় বিভিন্নভাবে সাইবার হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন একাধিক নারী প্রার্থী।

ডাকসু নির্বাচন ঘিরে নারী প্রার্থীরা অনলাইনে কী ধরনের হয়রানির মুখে পড়েছেন—তা খতিয়ে দেখতে ডিসমিসল্যাবের এই গবেষণা। নির্বাচনের সময়ে প্রার্থীদের ডিসমিসল্যাবকে দেওয়া সাক্ষাৎকার এবং গবেষণা ফলাফলের একাংশ এখানে তুলে ধরা হলো।

বিস্তারিত গবেষণা পড়ুন: https://dismislab.com/research/how-female-candidates-faced-cyber-harassment-during-ducsu-election/

'প্রবাসীদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুড়ে ছাই'- দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়াতে দেখা গেছে।তবে ফ্যাক্ট...
19/10/2025

'প্রবাসীদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুড়ে ছাই'- দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়াতে দেখা গেছে।

তবে ফ্যাক্টচেক করে দেখা গেছে, ভিডিওটি গতকাল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা আট ওমান প্রবাসীর মরদেহ হস্তান্তরের। সেখানে অগ্নিকাণ্ডের কোনো ঘটনার কথা জানা যায়নি। কফিনগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে বিমানবন্দর থেকে যথাযথভাবে সন্দ্বীপে পৌঁছানো হয়েছে বলে ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছে লাশ বহনকারী সংস্থা।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শনিবার রাত সোয়া আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহগুলো পৌঁছায়।

বিস্তারিত ফ্যাক্টচেক কমেন্টে...

"হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন — এখন চলছে উদ্ধার অভিযান!" দাবিতে ছড়িয়ে পড়া ভিডিও এর প্রথম অংশ যুক্তরা...
19/10/2025

"হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন — এখন চলছে উদ্ধার অভিযান!" দাবিতে ছড়িয়ে পড়া ভিডিও এর প্রথম অংশ যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের পুরোনো ভিডিও থেকে নেওয়া। ডেনভার থেকে মিয়ামি যাওয়ার সময় রানওয়েতে থাকতেই ল্যান্ডিং গিয়ারে আগুনের এই ঘটনাটি ঘটে। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২৩-এ আগুনের এই ঘটনাটি প্রায় তিন মাস আগের।

বিস্তারিত আসছে...

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লৈঙ্গিক বিদ্বেষমূলক বক্ত...
17/10/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লৈঙ্গিক বিদ্বেষমূলক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন বা যৌন হয়রানিমূলক মন্তব্যের শিকার হচ্ছেন বলে জানিয়েছিলেন একাধিক নারী প্রার্থী।

কাউকে বাহ্যিক বৈশিষ্ট্যের কারণে, আবার কাউকে জাতিগত পরিচয়ের কারণে হতে হয়েছে বিদ্রুপ ও অবমাননাকর মন্তব্যের শিকার। কারও ডিপফেক ভিডিও ছড়ানো হয়েছে, আবার কেউ পেয়েছেন যৌন সহিংসতার হুমকি। ডাকসু নির্বাচনকে ঘিরে নারী প্রার্থীরা অনলাইনে কী ধরনের হয়রানির মুখে পড়েছেন—তা খতিয়ে দেখতে ডিসমিসল্যাবের এই গবেষণা।

বিস্তারিত পড়ুন: https://dismislab.com/research/how-female-candidates-faced-cyber-harassment-during-ducsu-election/

‘টরেঞ্জা’ নামের কল্পিত দেশের গল্পটিও মূলত পঞ্চাশের দশকের এক জাপানি উপকথা থেকে অনুপ্রাণিত।বিস্তারিত ফ্যাক্টচেক কমেন্টে......
16/10/2025

‘টরেঞ্জা’ নামের কল্পিত দেশের গল্পটিও মূলত পঞ্চাশের দশকের এক জাপানি উপকথা থেকে অনুপ্রাণিত।

বিস্তারিত ফ্যাক্টচেক কমেন্টে...

সমকামিতার অভিযোগে এনসিপি নেতা মুনতাসির মাহমুদকে অব্যাহতি দেয়া হয়েছে - দাবিটি সত্য নয়। তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়...
15/10/2025

সমকামিতার অভিযোগে এনসিপি নেতা মুনতাসির মাহমুদকে অব্যাহতি দেয়া হয়েছে - দাবিটি সত্য নয়। তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে।

বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন কমেন্টে...

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় এমন কিছু পরিধান করে খেলতে পারবেন না, যা তাদের পোশাক অর্থাৎ জার্সিকে পরিবর্তন করে ...
14/10/2025

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় এমন কিছু পরিধান করে খেলতে পারবেন না, যা তাদের পোশাক অর্থাৎ জার্সিকে পরিবর্তন করে বা ঢেকে রাখে।

বিস্তারিত ফ্যাক্টচেক: https://dismislab.com/factcheck/bangladesh-women-cricket-fake-burqa-image/

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dismislab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dismislab:

Share