Mir Mehedi Hasan

Mir Mehedi Hasan সংগৃহিত তথ্য প্রকাশ করাই আমাদের একমাত্র লক্ষ্য,
সাথে থাকুন, সঙ্গে রাখুন..

এখনি জেনে নিন: পিজি হাসপাতালের আউটডোর অনলাইন টিকেট সেবা বেশ আগেই চালু হয়েছে,  সম্প্রতি আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এম ...
22/10/2025

এখনি জেনে নিন:
পিজি হাসপাতালের আউটডোর অনলাইন টিকেট সেবা বেশ আগেই চালু হয়েছে, সম্প্রতি আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এম আরআই এসব রেডিওলোজী সার্ভিসের সিরয়াল অনলাইনে শুরু হয়েছে, ঝামেলা এড়াতে অনলাইনে এসব পরীক্ষার সিরিয়াল নিতে পারেন, নীচে দুটি লিংক দিয়ে রাখলাম।

পোস্টটি সবাই শেয়ার করে রাখুন

বিএমইউ হাসপাতালে সকালের আউটডোর টিকেট Online বুকিং লিংক-
appointment.bmu.ac.bd/ticketing

রেডিওলজি সেবা ( X-Ray, MRI, CT Scan, Ultrasound (USG), Contrast X-Ray) এর Online সিরিয়াল লিংকঃ
appointment.bmu.ac.bd/radiology_ticketing

এর বাইরে সরকারি আরো একটি প্রতিষ্ঠান আছে যেখানে সাশ্রয়ী মুল্যে প্রায় সকল পরীক্ষা করা হয়, "ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটারী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার" এটি আগারগাঁও এ অবস্হিত (শেরে-বাংলা নগর থানার ঠিক পাশেই)। এখানে সুবিধা হল, যে কোন ডাক্তারের প্রেসক্রিপশন দিয়েই আপনি পরীক্ষা করাতে পারবেন এবং রিপোর্ট অনলাইনে পেয়ে যাবেন।
গুগলে NILMRC লিখে সার্চ দিলেও ল্যাবরেটারী মেডিসিন ইন্সটিটিউট এর ঠিকানা পেয়ে যাবেন।

ডাঃ মোস্তাক আহমেদ কাজল
গবেষক ও চিকিৎসক
লিভার বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, (পিজি হাসপাতাল) ঢাকা।
শাহবাগ, ঢাকা।

নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

এক কোটি টাকার স্বপ্নের ডুপ্লেক্স বাড়িটি জমি সহ মাত্র ৯৫ লক্ষ টাকা আর্জেন্ট বিক্রি করা হবে 🌟🏡 জরুরি বিক্রয় — আর্জেন্ট টা...
22/10/2025

এক কোটি টাকার স্বপ্নের ডুপ্লেক্স বাড়িটি জমি সহ মাত্র ৯৫ লক্ষ টাকা আর্জেন্ট বিক্রি করা হবে

🌟🏡 জরুরি বিক্রয় — আর্জেন্ট টাকা দরকার তার জন্য চাচার নতুন ডুপ্লেক্স বাড়ি বিক্রি হবে! 🏡🌟
📍 অবস্থান: (নাপোড়া বাজার, বাঁশখালী, চট্টগ্রাম)

📐 জমি: ৮ গন্ডা (সম্পূর্ণ বাউন্ডারি করা)

🏠 বাড়ি: একদম নতুন, আধুনিক ডিজাইনের দুইতলা ডুপ্লেক্স বাড়ি

🍳 কিচেন: সম্পূর্ণ সুন্দরভাবে নির্মিত তাও সেমি পাকা।

🚿 সুবিধাসমূহ: পানি, বিদ্যুৎ, ড্রেন, প্রশস্ত

প্রবেশপথ।

🌇 সাথেই মসজিদ,বাজার,কলেজ, শপিংমল ইত্যাদি।

🌿 পরিবেশ: নিরিবিলি ও নিরাপদ বসবাসযোগ্য এলাকা

💰 দাম: প্রতি গন্ডা মাত্র ৬ লক্ষ টাকা করে পড়ে সেই হিসেবে দেড় কোটির কাছাকাছি আসে কিন্ত

🏗️ বাড়িটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১ কোটিরও বেশি,

কিন্তু বিক্রয়মূল্য রাখা হয়েছে মাত্র 👉 ৯৫ লক্ষ টাকা!

🤝 আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে।

🔥 অর্থাৎ বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে সম্পূর্ণ নতুন বাড়ি পাওয়ার এক অনন্য সুযোগ!

যারা গ্রামে রেডিমেট তৈরি বাড়ি বা ভিটেবাড়ি খুজতেছেন বসবাস করার জন্য তারা অতিসত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

❤️ চিকিৎসা প্রয়োজনে বিক্রি করতে হচ্ছে —

তাই শুধুমাত্র সিরিয়াস ও রিয়েল বায়ারদের অনুরোধ করা হচ্ছে।

📞 যোগাযোগ করুন দ্রুত:

📲 @.......01736957005.

#বাঁশখালীবাড়িবিক্রি #চট্টগ্রামসম্পত্তি #ডুপ্লেক্সবাড়ি #চট্টগ্রামবাড়ি #নতুনবাড়িবিক্রি

বাজার মূল্যের চেয়ে ১৫ লক্ষ্য  টাকা কমে মাত্র ৬৫ লক্ষ টাকা এই ফ্ল্যাটটি আর্জেন্ট বিক্রি হবে।  ৮০ লাখ টাকার ফ্ল্যাট মাত্র...
22/10/2025

বাজার মূল্যের চেয়ে ১৫ লক্ষ্য টাকা কমে মাত্র ৬৫ লক্ষ টাকা এই ফ্ল্যাটটি আর্জেন্ট বিক্রি হবে। ৮০ লাখ টাকার ফ্ল্যাট মাত্র ৬৫ লাখ টাকায় বিক্রি হবে
৮০ লক্ষ টাকার ফ্ল্যাট একদাম
৭ তালা ভবনের ৭ তালার ফ্ল্যাট। ফ্ল্যাট এর উপরে কিছু অংশ কমিউনিটি হল আছে। সাইজ ১৩০০বর্গফুট,পার্কিং ভাড়া নিতে পারবেন। ৩বেডরুম,৩বাথরুম,ড্রয়িং,ডাইনিং, কিচেন,বারান্দা,২৪ঘন্টা লিপ্ট,স্ট্যান্ডবাই জেনারেটর,সরকারী লাইনের গ্যাস। ওয়াইফাই সিসিটিভি,ব্রর্ডব্যান্ড,কমিউনিটি হল,ওয়েটিং রুম,রিসিপশান।রয়েছে সব আধুনিক সুবিধা।
শুধুমাত্র ফ্ল্যাট কিনতে আগ্রহী ক্রেতা যোগাযোগ করুন। মি ইসহাক ০১৮৩৩২৫৭৩৭১

ফ্ল্যাট ক্রয় বিক্রয়ে যোগাযোগ করুন ০১৮৩৩২৫৭৩৭১

স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে কাজের সুযোগ! গরুর খামারে বৈধভাবে কাজ করতে চান?  তাহলে যোগাযোগ করুন 🌍 সুইজারল্যান্ডে গরুর খাম...
22/10/2025

স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে কাজের সুযোগ! গরুর খামারে বৈধভাবে কাজ করতে চান? তাহলে যোগাযোগ করুন

🌍 সুইজারল্যান্ডে গরুর খামারে বৈধভাবে কাজের সুযোগ 🇨🇭
পরিশ্রমী ও দায়িত্বশীল প্রার্থীদের জন্য দারুণ সুযোগ। সৎভাবে কাজ করে গড়ে তুলুন সুন্দর ক্যারিয়ার ও অভিজ্ঞতা। কাজের পরিবেশ নিরাপদ ও নিয়মিত। আগ্রহীরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন। ✨

দারুন সুযোগ, আধুনিক ডিজাইনের এই ফ্ল্যাটটি মাত্র ২০ লক্ষ টাকায় বিক্রি হবে, সুযোগ হাতছাড়া করবেন না অল্প কিছুদিনের ব্যবহৃ...
22/10/2025

দারুন সুযোগ, আধুনিক ডিজাইনের এই ফ্ল্যাটটি মাত্র ২০ লক্ষ টাকায় বিক্রি হবে, সুযোগ হাতছাড়া করবেন না

অল্প কিছুদিনের ব্যবহৃত এই ফ্ল্যাটটি আর্জেন্ট বিক্রি হবে দাম মাত্র ২০ লক্ষ টাকা
২০ লক্ষ টাকা দিয়ে রেডী ফ্ল্যাট বিক্রি হবে। চাইলে পাশপাশি ২টি একসাথে নিতে পারেন।
2/4 Bedroom
2/3 Balcony
2/3 Bathroom
Drawing+ Dining Space
650/1200 Square feet
3rd flloor
For more details: 01779473117
আপনার ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্টের অ্যাড দিতে যোগাযোগ করুন: 01986041996

মধ্যবিত্তের স্বপ্ন এখন বাস্তব, মাত্র ৬ হাজার ৮০০ টাকায় কিস্তিতে এখন বাড়ি বানানো সম্ভব ৬৮০০ টাকা কিস্তিতে নির্মাণ করুন ...
22/10/2025

মধ্যবিত্তের স্বপ্ন এখন বাস্তব, মাত্র ৬ হাজার ৮০০ টাকায় কিস্তিতে এখন বাড়ি বানানো সম্ভব

৬৮০০ টাকা কিস্তিতে নির্মাণ করুন আপনার স্বপ্নের বাড়ি
নিজের একটি বাড়ি — এটি শুধু একটি কাঠামো নয়, বরং নিরাপত্তা, ভালোবাসা ও স্থিতির প্রতীক। অনেকেই জীবনের পর জীবনের সঞ্চয় করেও নিজের একটা বাড়ির স্বপ্ন পূরণ করতে পারেন না।
কিন্তু এখন সময় বদলেছে! আধুনিক ফাইন্যান্সিং ব্যবস্থার মাধ্যমে মাত্র ৬,৮০০ টাকা মাসিক কিস্তিতে আপনি শুরু করতে পারেন নিজস্ব বাড়িমাত্র ৬,৮০০ টাকার কিস্তিতে এখন বাড়ি বানানো সম্ভব
নির্মাণের যাত্রা।
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক, এনজিও ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এমন ইজি কিস্তি হাউজিং স্কিম চালু করেছে, যেখানে মধ্যবিত্ত পরিবারের জন্য স্বপ্নের বাড়ি বানানো এখন হাতের নাগালে।
---
🧱 কীভাবে সম্ভব ৬৮০০ টাকা কিস্তিতে বাড়ি নির্মাণ?
এখন আর একসাথে বড় অঙ্কের টাকা জোগাড়ের দরকার নেই। বিভিন্ন প্রতিষ্ঠান এমন সুযোগ দিচ্ছে যেখানে আপনি অল্প অল্প করে কিস্তি পরিশোধ করে নিজের বাড়ির মালিক হতে পারবেন।
🔹 ব্যাংক হাউজিং লোন স্কিম
বাংলাদেশের জনপ্রিয় ব্যাংকগুলো যেমন — ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক — Home Construction Loan দিচ্ছে, যার মাসিক কিস্তি প্রায় ৬,০০০ থেকে ৭,০০০ টাকা এর মধ্যে থাকে।
এই ঋণে আপনি ৮–১২ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারেন, যা দিয়ে একটি সুন্দর একতলা বা দোতলা বাড়ি নির্মাণ করা সম্ভব।
🔹 রিয়েল এস্টেট কোম্পানির কিস্তি প্ল্যান
Rupayan, Sheltech, Navana, Assurance, Concord, BTI ইত্যাদি প্রতিষ্ঠান এখন “Low-Cost Home Ownership Package” চালু করেছে, যেখানে আপনি ৬,৮০০ টাকায় জমিসহ বাড়ি বা ফ্ল্যাট কেনার প্রক্রিয়া শুরু করতে পারেন।
🔹 ইসলামিক ফাইন্যান্সিং পদ্ধতি
যারা সুদমুক্ত হাউজিং চান, তারা ইসলামী ব্যাংক ও ইসলামিক ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর মুরাবাহা বা ইজারা পদ্ধতিতে কিস্তি ভিত্তিক বাড়ি নির্মাণের সুযোগ নিতে পারেন।
---
🏠 কেমন হবে ৬৮০০ টাকার কিস্তির বাড়ি?
৬,৮০০ টাকার কিস্তিতে নির্মিত বাড়িগুলো সাধারণত বাজেটবান্ধব, তবে আধুনিক ডিজাইন ও স্থায়িত্বসম্পন্ন।
🏗️ সম্ভাব্য নকশা ও বৈশিষ্ট্য:
৩টি বেডরুম
১টি ড্রইং রুম ও ডাইনিং স্পেস
১টি আধুনিক রান্নাঘর ও ২টি বাথরুম
রড, সিমেন্ট, ইট ব্লক ও পাকা ছাদ
প্রাকৃতিক আলো-বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা
সোলার প্যানেল ও পানি সংরক্ষণ ট্যাংক সুবিধা (ঐচ্ছিক)
এই ধরনের বাড়িগুলো গ্রামীণ বা শহরতলির এলাকায় সবচেয়ে উপযুক্ত — যেখানে জমি তুলনামূলক সাশ্রয়ী।
---
💰 উদাহরণস্বরূপ হিসাব
ধরা যাক, আপনি ১০ লক্ষ টাকার বাজেটে একটি দোতলা বাড়ি নির্মাণ করতে চান।
বিবরণ পরিমাণ
ডাউন পেমেন্ট ৫০,০০০ টাকা
ঋণের মেয়াদ ৫ বছর (৬০ মাস)
মাসিক কিস্তি ৬,৮০০ টাকা
মোট পরিশোধ ৪,০৮,০০০ টাকা (৫ বছরে)
এভাবে ধীরে ধীরে কিস্তি পরিশোধ করে আপনি নিজের বাড়ির মালিক হতে পারেন, একসাথে বড় আর্থিক চাপ ছাড়াই।
---
🏢 কোথায় যোগাযোগ করবেন?
🏦 ব্যাংকসমূহ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
ব্র্যাক ব্যাংক
ডাচ-বাংলা ব্যাংক
জনতা ব্যাংক
সোনালী ব্যাংক
🏘️ রিয়েল এস্টেট কোম্পানি
Rupayan Housing Estate Ltd.
Sheltech (Pvt.) Ltd.
Navana Real Estate Ltd.
Assurance Developments Ltd.
Concord Real Estate
🏠 এনজিও ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান
BRAC
ASA
Grameen Bank
TMSS
---
🌟 কেন ৬৮০০ টাকার কিস্তিতে বাড়ি নির্মাণ করা বুদ্ধিমানের কাজ?
1. 💡 সহজ কিস্তি সুবিধা: বড় ঋণ বা চাপ ছাড়াই মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য।
2. 🏗️ নিজস্ব ডিজাইনের সুযোগ: ধাপে ধাপে নির্মাণ করে নিজের মতো সাজানো যায়।
3. 💰 সম্পদের মূল্য বৃদ্ধি: নিজের বাড়ি মানেই স্থায়ী বিনিয়োগ।
4. 👨‍👩‍👧 পরিবারের নিরাপত্তা: ভাড়া থেকে মুক্তি ও মানসিক শান্তি।
---
🔧 কিছু কার্যকর টিপস
✅ বাজেট অনুযায়ী পরিকল্পিত নকশা তৈরি করুন।
✅ নির্ভরযোগ্য কোম্পানি বা ব্যাংক বেছে নিন।
✅ সরকারি অনুমোদন ও নির্মাণ মান বজায় রাখুন।
✅ কিস্তি পরিশোধ সময়মতো করুন, যাতে মালিকানা নিশ্চিত থাকে।
---
🏁 শেষ কথা
স্বপ্নের বাড়ি এখন আর কল্পনা নয় — এটি বাস্তবায়নযোগ্য।
মাসে মাত্র ৬,৮০০ টাকার কিস্তিতে আজই শুরু করুন নিজের বাড়ি নির্মাণের যাত্রা।
কারণ, নিজস্ব ঠিকানা মানেই জীবনের সবচেয়ে বড় সাফল্যের প্রতীক।ব

21/10/2025

পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল! অথচ পুলিশ চুপ, কিন্তু কেন?
#উত্তরা #নিষিদ্ধমিছিল

21/10/2025

তত্বাবধায়ক সরকারের দিকে যাওয়া কি বাংলাদেশের গণতন্ত্রের জন্য মা/রাত্মক?

বিশ্বজুড়ে আলোচনায় নতুন খবর! আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী জেনিফার গ্রাউন্ড ইসলাম ধর্ম গ্রহণ করেছেন! ১৯৯০ সালে যুক্তরাষ্ট্র...
21/10/2025

বিশ্বজুড়ে আলোচনায় নতুন খবর!
আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী জেনিফার গ্রাউন্ড ইসলাম ধর্ম গ্রহণ করেছেন!
১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের মেসা শহরে জন্ম নেওয়া জেনিফা ছোটবেলা থেকেই সংগীতপ্রেমী ছিলেন। 🎶
তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয়ে উচ্চশিক্ষা নেন।
তার বাবা ছিলেন একজন পিয়ানোবাদক, আর মা তাকে ছোটবেলা থেকেই বেহালা শেখাতেন।
ইসলাম গ্রহণের পর জেনিফা বলেছেন
আমি হৃদয়ের শান্তি খুঁজে পেয়েছি ইসলামে।
আন্তর্জাতিক মহলে তার এই সিদ্ধান্তকে অনেকেই সাহসী ও অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন।

বাংলাদেশের সেরা কিছু নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ও তাদের চেম্বার ও যোগাযোগ আপনার বা আপনার প্রিয়জনের স্নায়ুজনিত সমস্...
21/10/2025

বাংলাদেশের সেরা কিছু নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ও তাদের চেম্বার ও যোগাযোগ

আপনার বা আপনার প্রিয়জনের স্নায়ুজনিত সমস্যার জন্য নির্ভরযোগ্য ও অভিজ্ঞ নিউরো মেডিসিন বিশেষজ্ঞ খুঁজছেন? দেখে নিন ঢাকার সেরা কয়েকজন নিউরো মেডিসিন ডাক্তার ও তাদের চেম্বার:
১. প্রফেসর ডা. মোঃ আমিরুল হক
ডিগ্রি: MBBS (DMC), FCPS, FRCP (Glasg), FACP (USA), DCN (London)
চেম্বার: বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকা
২. প্রফেসর ডা. মোঃ মোসাররফ হোসেন
ডিগ্রি: MBBS, MD (Neuro-medicine), MACP (USA)
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা ইউনিট-১
৩. ডা. মোঃ শুকতারুল ইসলাম (তামিম)
ডিগ্রি: MBBS, MD (Neurology), CCD (BIRDEM)
চেম্বার: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, আগারগাঁও, ঢাকা
৪. ডা. মাহমুদ-উন-নবী
ডিগ্রি: MBBS, BCS, MPH, MD (Neuro Medicine)
চেম্বার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শাহবাগ, ঢাকা
৫. ডা. কে এম আহসান আহমেদ চঞ্চল
ডিগ্রি: MBBS, BCS (Health), FCPS (Medicine), FCPS (Neurology)
চেম্বার: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস
৬. ডা. মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া
ডিগ্রি: MBBS, BCS (Health), MD (Neurology)
চেম্বার: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল
৭. ডা. চৌধুরী নিয়ামুল হাসান রিফায়েত
ডিগ্রি: MBBS, BCS (Health), CCD, MRCP (UK), MD (Neurology)
চেম্বার: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস
৮. ডা. মোঃ তারিকুল ইসলাম তারিক
ডিগ্রি: MBBS (DMC), BCS, FCPS (Medicine), CCD, PGT (Neurology)
চেম্বার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
৯. ডা. মোঃ আলমগীর হোসেন
ডিগ্রি: MBBS, BCS, MD (Neurology)
চেম্বার: মিটফোর্ড হাসপাতাল, ঢাকা
১০.অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ
রোগী পরামর্শ ও চেম্বার তথ্য
১। এসপিআরসি ও নিউরোলজি হাসপাতাল
ঠিকানা: ১৩৫, নিউ ইস্কাটন রোড (দিলু রোডের বিপরীতে), ঢাকা-১০০০
ফোন: ০২-৯৩৩৯০৮৯, ০২-৯৩৪২৭৪৪
ভিজিটিং সময়: প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা (বৃহস্পতিবার, শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ)
২। তাকওয়া স্পেশালাইজড হসপিটাল
ঠিকানা: ১৫, নিউ ইস্কাটন রোড, মগবাজার মোড়ের পশ্চিমে, মীনা বাজারের উপরে (৩য়, ৪র্থ ও ৮ম তলা), ঢাকা-১০০০
ফোন: ০২-৮৩১৩১৯৯, ০২-৮৩১৪৫৫৫, ০২-৮৩১৫৮১১, ০২-৮৩১৮৫১১
মোবাইল: ০১৮২৩-০২৫৩০৩-৬
ভিজিটিং সময়: বৃহস্পতি, শুক্র ও সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন
---
পরামর্শ:
ডাক্তার দেখাতে যাওয়ার আগে অবশ্যই ফোন করে সিরিয়াল নিশ্চিত করুন। সময়সূচি পরিবর্তন হতে পারে।
আপনার সুস্থতাই আমাদের অগ্রাধিকার!**

সুইজারল্যান্ডে কাজের সুযোগ পাচ্ছেন!ছাগলের খামার বৈধভাবে কাজ করতে চান? তাহলে যোগাযোগ করোনসুইজারল্যান্ডে ছাগল পালন একটি লা...
21/10/2025

সুইজারল্যান্ডে কাজের সুযোগ পাচ্ছেন!ছাগলের খামার বৈধভাবে কাজ করতে চান? তাহলে যোগাযোগ করোন
সুইজারল্যান্ডে ছাগল পালন একটি লাভজনক এবং পরিবেশবান্ধব কার্যক্রম। পাহাড়ি এবং সবুজ ঘাসের কারণে ছাগল সহজে চারণ করতে পারে। ছাগল দুধ, মাংস এবং লোম উৎপাদনে ব্যবহার করা হয়। দুধ থেকে চিজ এবং দই তৈরি করা খুব জনপ্রিয়। সুইস কৃষকরা প্রায়শই ছোট খামারে ছাগল রাখেন এবং স্থানীয় বাজারে সরাসরি বিক্রি করেন। পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ছায়া ও নিরাপদ বেড়া ছাগলের জন্য আবশ্যক। নিয়মিত পশুচিকিৎসা এবং টিকা দেওয়া হয়। এটি পরিবারের আয় বাড়ায় এবং শিশুদের জন্য শিক্ষণীয়ও। সুইজারল্যান্ডে ছাগল পালন সহজে শুরু করা যায়, সঠিক যত্নের মাধ্যমে লাভ নিশ্চিত।

🏡 ইতালির পিয়েত্রাসান্তা শহরের প্রথম উপশহরে বিক্রয়ের জন্য একটি দৃষ্টিনন্দন রো-ভিলা উন্মুক্ত হয়েছে। তিনটি প্রশস্ত বেডরুম...
21/10/2025

🏡 ইতালির পিয়েত্রাসান্তা শহরের প্রথম উপশহরে বিক্রয়ের জন্য একটি দৃষ্টিনন্দন রো-ভিলা উন্মুক্ত হয়েছে। তিনটি প্রশস্ত বেডরুম এবং দুটি আধুনিক বাথরুমসহ এই ভিলাটি পারিবারিক বসবাসের জন্য আদর্শ। শান্ত পরিবেশ, উন্নত লোকেশন এবং শহরের নিকটবর্তীতা একে আরও আকর্ষণীয় করেছে। ভিলাটি কার্যকর ডিজাইন, আরামদায়ক ইন্টেরিয়র এবং প্রাকৃতিক আলোয় ভরপুর কক্ষ নিয়ে তৈরি। পরিবারের জন্য সুরক্ষিত ও আরামদায়ক জীবনযাপনের নিশ্চয়তা রয়েছে এখানে। এনার্জি ক্লাস G, অর্থাৎ পরবর্তী সময়ে পুনর্নবীকরণ বা আধুনিকায়নের সুযোগ রয়েছে।

💰 আগ্রহীরা বিস্তারিত তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন।

Address

Uttara, Faydabad, Dakshinkhan
Dhaka
1230

Telephone

+8801896005862

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mir Mehedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mir Mehedi Hasan:

Share