Mir Mehedi Hasan

Mir Mehedi Hasan এই পেইজের সকল তথ‌্য সংগৃত করা...
সাংবাদিক
নোট: সঠিক পথে হাটলে বিজয় নিশ্চিত হবেই হবে...সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন ধন্যবাদ!

10/07/2025

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার গড় পাশের হার ৬৮.৪৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী।
সর্বোচ্চ পাসের হার রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৭.৬৩ শতাংশ। যশোর বোর্ডে ৭৩.৬৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭২.০৭ শতাংশ, সিলেট বোর্ডে ৬৮.৫৭ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৬৭.০৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫৮.২২ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ ও কারিগরি বোর্ডে ৭৩.৬৩ শতাংশ।

পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে নারী এসআই পরিচয় দেন তানিয়া। থানায় ঢুকে একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায়...সূত্র: সময়...
05/07/2025

পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে নারী এসআই পরিচয় দেন তানিয়া। থানায় ঢুকে একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায়...

সূত্র: সময় টিভি

চাঁ/দাবাজির ভিডিও ফাঁস! চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বি/তর্কে...সূত্র: কালের কণ্ঠ
05/07/2025

চাঁ/দাবাজির ভিডিও ফাঁস! চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বি/তর্কে...

সূত্র: কালের কণ্ঠ

টানটান উত্তেজনায় জিতল বাংলাদেশ, সিরিজে সমতাসিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টানটান উত্তে...
05/07/2025

টানটান উত্তেজনায় জিতল বাংলাদেশ, সিরিজে সমতা

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষের রোমাঞ্চে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিয়েছে টাইগাররা।
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল বাংলাদেশ।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

কুশল মেন্ডিস-চারিথ আসালাঙ্কারা ফিরে যাওয়ার পর লঙ্কানদের আশার প্রতীক হয়ে টিকেছিলেন কামিন্দু মেন্ডিস। কিন্তু দুর্দান্ত ছন্...
05/07/2025

কুশল মেন্ডিস-চারিথ আসালাঙ্কারা ফিরে যাওয়ার পর লঙ্কানদের আশার প্রতীক হয়ে টিকেছিলেন কামিন্দু মেন্ডিস। কিন্তু দুর্দান্ত ছন্দে থাকা তানভীর ইসলামের ঘূর্ণির সামনে দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনিও।

তানভীরের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শর্ট মিডউইকেটে অধিনায়ক মেহেদী মিরাজের হাতে লোপ্পা ক্যাচ দিয়েছেন কামিন্দু। তার ব্যাটে এসেছে ৫১ বলে ৩৩ রান।

১২৬ রানে পঞ্চম উইকেট খুইয়ে বেশ বিপদেই পড়েছে লঙ্কানরা। জয়ের জন্য এখনো ১২৩ রান প্রয়োজন তাদের, বাংলাদেশের চাই ৫ রান।

এর আগে ওপেনার নিশান মাদুশকা (১৭) এবং তিনে নামা কুশল মেন্ডিসের (৫৬) উইকেটও ঝুলিতে পোরেন তানভীর ইসলাম।

অন্যদিকে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে (৬) সাজঘরের পথ চেনান শামীম পাটোয়ারী। আর ইনিংসের শুরুতেই ইন-ফর্ম ওপেনার পাতুম নিসাঙ্কাকে (৫) লেগ বিফোরের ফাঁদে ফেলেন পেসার তানজিম সাকিব।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করে ৪৫.৫ ওভারে ২৪৮ রানে থামে বাংলাদেশ। পারভেজ ইমন (৬৭) এবং তাওহীদ হৃদয়ের (৫১) ফিফটি এবং সাকিবের ক্যামিওতে এই লড়াকু পুঁজি পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

পাঁচতলা প্লান পাস করা গাজীপুর সদরের সাথে এই জমিসহ বাড়ি বিক্রি হবে কম দামে! এই দোতলা বাড়ি সহ জমি বিক্রি করা হবে। মোট জমি ...
02/07/2025

পাঁচতলা প্লান পাস করা গাজীপুর সদরের সাথে এই জমিসহ বাড়ি বিক্রি হবে কম দামে!

এই দোতলা বাড়ি সহ জমি বিক্রি করা হবে। মোট জমি ৯ শতাংশ।
বাড়ি হল ৩.৫০ শতাংশে।বাকি জায়গায় কিছু ফলের গাছ লাগানো আছে এবং পাঁচতলা প্লান পাস করা আছে।
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন পিরুজালী মৌজা।দাম এবং বিস্তারিত জানতে 01979004555

১ লাখ ৪০ হাজার টাকা ভাড়া আসা অসাধারণ এই বাড়িটি বিক্রি হবে কম দামে কিন্তু জরুরি!সারে ৪ কোটি টাকার বাড়ি মাত্র ৩ কটি ৫০ লা...
02/07/2025

১ লাখ ৪০ হাজার টাকা ভাড়া আসা অসাধারণ এই বাড়িটি বিক্রি হবে কম দামে কিন্তু জরুরি!

সারে ৪ কোটি টাকার বাড়ি মাত্র ৩ কটি ৫০ লাখ টাকা ইমার্জেন্সি বিক্রি হবে আসলে কিছু কম বেশি করে নিতে পারবেন 💗💗 💗
কেরানীগঞ্জ কদম তুলির পাসে ভাংনা ইস্কুলে ওই খানে ৫ শতাংশ জমি সহ এই বাড়ি টি
বিক্রি হবে খুবই অল্প দামে বিক্রি হবে ইমারজেন্সি
প্রতিমাস ১ লাখ ৪০ হাজার টাকা ভাড়া আসে যদি কারো পছন্দ হয় আমার সাথে
যোগাযোগ করুন 01768873308

শ্রীমঙ্গলে আর্জেন্ট ৩ তলা ফাউন্ডেশনের এই বাসা বিক্রি করা হবে! আর্জেন্ট বাসা বিক্রি করা হবে..শ্রীমঙ্গল ৫ নং পুল..মেইন রাস...
02/07/2025

শ্রীমঙ্গলে আর্জেন্ট ৩ তলা ফাউন্ডেশনের এই বাসা বিক্রি করা হবে!

আর্জেন্ট বাসা বিক্রি করা হবে..
শ্রীমঙ্গল ৫ নং পুল..
মেইন রাস্তা থেকে বাসা দেখা যায়,
৩ তলা ফাউন্ডেশন ১ তলা কমপ্লিট
বাসা বিক্রি করবো,
দাম: 45 লাখ আলোচনা সাপেক্ষ কিছুটা কমানো যাবে,
জায়গা ৩ শতক ৪ পয়েন্ট
গ্যাস নাই,
রোম :- ৪ টা,
বাথরুম:- ৩ টা
ডাইনিং + কিচেন
স্যালেন্ডার + কারেন্টের চুলার লাইন করা আছে, দুইটা ইউস করা যাবে,
রাস্তা: ১০ ফুট +
মোবা: 01326184147

ব্যাংক লোন থেকে মুক্তি পেতে জরুরি ভিত্তিতে গাজীপুর সদরের বাড়িটি বিক্রি হবে! ভাড়া আসে ২৮হাজার! ৪ কাঠা জমির উপর নির্মিত এই...
02/07/2025

ব্যাংক লোন থেকে মুক্তি পেতে জরুরি ভিত্তিতে গাজীপুর সদরের বাড়িটি বিক্রি হবে! ভাড়া আসে ২৮হাজার!

৪ কাঠা জমির উপর নির্মিত এই বাড়িটি বিক্রি করা হবে।
সারে ৩ তলা প্লান পাস করা।নিচতলা কমপ্লিট।
ভাড়া আসে ২৮ হাজার টাকা।
ব্যাংক লোন আছে ৪৭ লক্ষ টাকা।
গাজীপুর সদর উপজেলা, পিরুজালী ইউনিয়ন।
বিস্তারিত জানতে 01979004555

দোকান সহ রাস্তার পাশে ৪তলা বাড়িসহ জমি বিক্রি হবে জরুরি! দোকান সহ আর্জেন্ট ৩ তালা কমপ্লিট ৪ তালা কলম উঠানো বিল্ডিং বিক্রি...
02/07/2025

দোকান সহ রাস্তার পাশে ৪তলা বাড়িসহ জমি বিক্রি হবে জরুরি!
দোকান সহ আর্জেন্ট ৩ তালা কমপ্লিট ৪ তালা কলম উঠানো বিল্ডিং বিক্রি হবে -
যোগাযোগ:
+880 1886-757813

লেকসিটির পাশে জরুরি ভিত্তিতে বাড়িসহ জমি বিক্রি হবে কম দামে! জরুরী ভিত্তিতে বাড়ি টি বিক্রি করে হবেএকতলা ছাদ দেওয়া। জায়গা...
02/07/2025

লেকসিটির পাশে জরুরি ভিত্তিতে বাড়িসহ জমি বিক্রি হবে কম দামে!

জরুরী ভিত্তিতে বাড়ি টি বিক্রি করে হবে
একতলা ছাদ দেওয়া। জায়গার পরিমাণ (সাড়ে তিন গন্ডা) 2250 স্কয়ার ফিট।
২ ইউনিট করা।১ ইউনিট এ ২ বেড ২ ওয়াশরুম, ড্রয়িং ডাইনিং ও কিসেনরুম।।।।
অন্য ইউনিট এ ৩ বেড ৩ ওয়াশরুম, ড্রয়িং ডাইনিং ও কিসেনরুম। একটি বেলকনি।
বিদ্যুৎ মিটার ৩ টা ২ টা ২ ইউনিটের। আর অন্যটি ১টি ডিপটিউবওয়েলের।
চলাচলের রাস্তা ২০/১৫ ফিট। বাড়ির সামনে খালি জায়গা আছে।
ঠিকানা: বিশ্বকলোনি লেকসিটির পাশে পশ্চিম লেকসিটি জয়ন্তিকা আবাসিক এলাকা।
নোট - দয়া করে যারা আগ্রহী কলে কথা বলে যা কিছু জানার জেনে নিবেন। ম্যাসেজ বা কমেন্টে বিস্তারিত বুঝানো সম্ভব হয় না।
বাড়ির বয়স ৫ বছর।
যোগাযোগ:
https://www.facebook.com/groups/929788250935181/user/100006652660446

দিনাজপুরে ৩তলা নতুন বিল্ডিং জমিসহ বিক্রি হবে: রাণিং ভাড়া দেওয়া! দিনাজপুরের দশ মাইল জামে মসজিদের পিছনে তিন তলা নতুন বিল্ড...
02/07/2025

দিনাজপুরে ৩তলা নতুন বিল্ডিং জমিসহ বিক্রি হবে: রাণিং ভাড়া দেওয়া!
দিনাজপুরের দশ মাইল জামে মসজিদের পিছনে তিন তলা নতুন বিল্ডিং জমিসহ (পাঁচতলা ভিত্তি) বিক্রয় করা হবে। বিল্ডিংটিতে বিদ্যুৎ পানি সুব্যবস্থা করা রয়েছে। তিনতলায় দুটি ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে।
দুই তলায় বাসার মালিকের জন্য একটি ইউনিট যেখানে ছয়টি রুম রয়েছে।
নিচ তলায় গোডাউন গ্যারেজ এবং একটি ইউনিট রয়েছে। বাড়িটি চারিদিকে খোলামেলা পর্যাপ্ত আলোর বাতাসের ব্যবস্থা রয়েছে।
বাড়ির সামনে ১৫ ফুট রাস্তা রয়েছে। বর্তমানে তিন তলা এবং নিচতলায় ভাড়া রয়েছে।
বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন :-
Phone number: 01714229152
Price : আলোচনা সাপেক্ষে।— at Doshmile, Dinajpur.

Address

Uttara, Faydabad, Dakshinkhan
Dhaka
1230

Telephone

+8801896005862

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mir Mehedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mir Mehedi Hasan:

Share