All in One

All in One Wherever you may be, death will overtake you, even if you should be within towers of lofty construction.
(1)

07/09/2025

৯ ই সেপ্টেম্বর ডাকসু নির্বাচন নির্ধারণ করবে দেশ কোন দিকে যাচ্ছে????? তরুণদের মাঝে কতটুকু সচেতনতা তৈরি হয়েছে, নাকি আমরা গতানুগতিক ধারায় রয়ে গেছি?????

যে দেশে কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়,সেটাকে জায়েজ করার জন্য আবার একদল বিভিন্ন যুক্তি উপস্থাপন করে,সেদেশের মানুষকে সভ্য বা...
06/09/2025

যে দেশে কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়,সেটাকে জায়েজ করার জন্য আবার একদল বিভিন্ন যুক্তি উপস্থাপন করে,সেদেশের মানুষকে সভ্য বানানো অনেক কঠিন কাজ।।লাশকে না পুড়িয়ে অন্যত্র,সরকারি গোরস্থানে দাফন করতে পারতো,তা না করে উল্লাসের সহিত পোড়ানো।।সবচেয়ে অবাকের বিষয়,যারা লাশ পুড়তে পেরেছে, তারা জীবন্ত মানুষকেও পুড়তে দ্বিধাবোধ করবে না।।

আজকাল এমন অবস্থা হয়ে গেছে, যদি কারো মতের সাথে আপনার মিল হয়,তার কথা,কাজকর্মকে সাপোর্ট করেন তাহলে আপনি ঠিক আছেন, আর যদি মত...
04/09/2025

আজকাল এমন অবস্থা হয়ে গেছে, যদি কারো মতের সাথে আপনার মিল হয়,তার কথা,কাজকর্মকে সাপোর্ট করেন তাহলে আপনি ঠিক আছেন, আর যদি মতের মিল না হয়,তার কথা,কাজকর্মকে সাপোর্ট না করেন,তাহলেই আপনি খারাপ।।আমাদের মনের সংকীর্ণতা আমাদের সভ্য হওয়ার পিছনে বড় বাঁধা।।

03/09/2025

অসাধারণ বিচ্ছেদি গান

বাংলাদেশীরা চেয়ারকে সম্মান করে, মানুষকে নয়।আমরা কবে মানুষকে সম্মান করা শিখবো।।আজকাল রাজনীতিক চেয়ার, বিসিএস চেয়ার,সরকারি ...
03/09/2025

বাংলাদেশীরা চেয়ারকে সম্মান করে, মানুষকে নয়।আমরা কবে মানুষকে সম্মান করা শিখবো।।আজকাল রাজনীতিক চেয়ার, বিসিএস চেয়ার,সরকারি চাকরির চেয়ার, জনপ্রতিনিধি চেয়ার,বিত্তবান চেয়ার,ভাল অবস্থানের চেয়ার, টাকা পয়সার চেয়ারকে সবাই সম্মান করে,সমাজ তাদের বাহবা দে,সমাজে তারা আলাদা ভ্যালু পাচ্ছে, যার কারণে চেয়ার পেতে সবাই ব্যস্ত,মানুষ হতে কেউ ব্যস্ত না।।
#মানুষ #চেয়ার #ব্যস্ত #সম্মান #ভ্যালু

সৎকর্মে তোমরা পরস্পরের প্রতিযোগিতা করো,সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক।। মেহেদি'র প্রয়াস,জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং...
02/09/2025

সৎকর্মে তোমরা পরস্পরের প্রতিযোগিতা করো,সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক।। মেহেদি'র প্রয়াস,জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মসজিদ ❤️❤️❤️❤️❤️

02/09/2025

ডিজিটাল ক্রিয়েটর হওয়া ভাল,কিন্তু যেখানে সেখানে লাইভ/ভিডিও করতে গিয়ে বিপদে পড়তে পারেন,সুতরাং পরিস্থিতি বুঝে কাজ না করলে সেনাবাহিনী/পুলিশের বাটাম খেতে পারেন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ যারা মাস্টার্স, পিএইচডি করতে চান তাদের জন্য অনেক বড় একটি সুযোগ।
01/09/2025

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ যারা মাস্টার্স, পিএইচডি করতে চান তাদের জন্য অনেক বড় একটি সুযোগ।

30/08/2025

মেধা কত প্রকার ও কি কি???

27/08/2025

বিএসসি-ডিপ্লোমা'র সীমারেখা নির্দিষ্ট করার সময় এখনি,বার বার পাল্টাপাল্টি কাঁদা ছুড়াছুঁড়ি, অশালীন ভাষায় বক্তব্য, স্লোগান, কাউকে হেয় করা,পুলিশি লাঠিচার্জ,হামলা, মামলা,জন ভোগান্তি সৃষ্টি করে আন্দোলন এসব কোন ক্রমেই কাম্য নয়।

27/08/2025

নিয়োগ প্রক্রিয়ায় BUETism এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রধান্য নিপাত যাক✊✊✊✊

একজন বিএসসি ইঞ্জিনিয়ার হিসাবে আমার চারটি দাবী-

১। সহকারী প্রকৌশলী ৯ম গ্রেডের/৯ম গ্রেডের টেকনিক্যাল চাকুরীর পরীক্ষা একচেটিয়াভাবে বুয়েট বা অন্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নিতে পারবে না, পিএসসির ন্যায় স্বতন্ত্র প্রতিষ্ঠান দ্বারা পরীক্ষা গ্রহণ করতে হবে।
২। সহকারী প্রকৌশলী ৯ম গ্রেডের/৯ম গ্রেডের টেকনিক্যাল চাকুরীর সকল প্রশ্ন সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এবং সকল বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের টিচাররা মিলেই করবে।
৩। সহকারী প্রকৌশলী ৯ম গ্রেডের/৯ম গ্রেডের টেকনিক্যাল পরীক্ষায় ডিপার্টমেন্ট থেকে ৮০% প্রশ্ন করতে হবে।
৪। ভাইভা বোর্ডে বিশ্ববিদ্যালয়ের কোনো ইনফরমেশন থাকবেনা+তারা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জিজ্ঞেস করতে পারবেনা।

Address

Dhaka

Telephone

+8801670400074

Website

Alerts

Be the first to know and let us send you an email when All in One posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All in One:

Share