Only ViraL Video

Only ViraL Video What's up crazy people! I don't ask you to like the page but have a look, I hope you will like it.

21/08/2024

হবিগঞ্জ খোয়াই নদী পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

21/08/2024

সবাইকে জানিয়ে সতর্ক করুন।
আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে।

বন্যায় সতর্কতা ও করণীয়:
* উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।
* বাসায় পানি ঢুকেতে দেখলেই বিদ্যুৎ এর মেইনসুইচ ও গ্যাসের লাইন বন্ধ করুন।
* প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ জোগাড় করুন।
* শুকনা খাবার, বিশুদ্ধ পানি, মোমবাতি সহ প্রয়োজনীয় জিনিস কাছাকাছি রাখুন।
* শিশু-কিশোরদের দিকে খেয়াল রাখতে হবে যেন পানিতে নেমে না যায়।
* স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। জরুরী প্রয়োজনে ৯৯৯ নাম্বারে কল করুন।
* মোবাইলে চার্জ রাখুন।
* যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
* গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে সাবধানতা অবলম্বন করুন।
* গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
* বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ যায়গা থেকে এগিয়ে আসার অনুরোধ রইলো।

21/08/2024

আবরার তোমায় মনে পড়ে,বন্যায় যখন মানুষ মরে,
পেতে চেলে মুক্তি,ছাড়ো ভারত ভক্তি।

ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

খাগড়াছড়ি❗️বর্তমান বন্যার সার্বিক পরিস্থিতি!
21/08/2024

খাগড়াছড়ি❗️
বর্তমান বন্যার সার্বিক পরিস্থিতি!

24/05/2023

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Only ViraL Video posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category