ARHAM ZAMAN

ARHAM ZAMAN ❤️💖🌸welcome to my page❤️💖🌸
(1)

11/08/2025

আজ মানবতা কোথায়? মানুষের মাঝে কেন জানি ভালোবাসা দিনকে দিন নাই হয়ে যাচ্ছে!

শেরপুরে অসুস্থ নারীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৩নং কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এক অসুস্থ নারীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই নারী স্বামীর হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে আসছেন।

03/08/2025

আগের বছর ৪ তারিখ রাতে ঘুমাতে পারিনি এক ফোটা । দেশের কি হবে? হাসিনা না পালালে আমরা কই পালাব । এই বছর ঘুমাতে পারছিনা অপু দির চিন্তায় 🙂

😭😭😭💔💔💔
22/07/2025

😭😭😭💔💔💔

22/07/2025

"আমারে বললো, তোমার হাতটা দাও। আমি দিলাম। ওর হাতটা ধরা যায় না,
পো!ড়া। আমার হাতটা বুকে নিয়ে বললো, তোমার সাথে আর দেখা হবে না।"

-মেহরিন মিসের স্বামী

একজন মা হিসেবে মনে হচ্ছে নিজের সন্তানকে বুকের মাঝে আগলে রাখি।🤱একেকটা বাচ্চাগুলোর দিকে তাকালেই আমার শুধু আমার ছেলের চেহার...
22/07/2025

একজন মা হিসেবে মনে হচ্ছে নিজের সন্তানকে বুকের মাঝে আগলে রাখি।🤱
একেকটা বাচ্চাগুলোর দিকে তাকালেই আমার শুধু আমার ছেলের চেহারা ভেসে উঠছে 😞
স্কুলে দিতে ইচ্ছে হচ্ছে না,বাইরে যেতে দিতে ইচ্ছে হচ্ছে না😔
আচ্ছা মায়ের কোলেও কি ওরা নিরাপদ! কত মা তো স্বার্থের জন্য নিজের সন্তানকেও ব%লি দিয়ে ফেলে😞

আসলে আমার বাচ্চা নিরাপদ কোথায়😭💔।

পৃথিবীর সকল বাচ্চাকে আল্লাহ সুস্থ সবল রাখুক ভালো রাখুক🤲

মাইলস্টোন দূর্ঘটনায় আমরা সকলেই গভীরভাবে শোকাহত।আল্লাহ তা আলা সকলকেই জান্নাতের উচ্চ মাকাম দান করুন।শাহাদাতবরন করা প্রতিটি...
22/07/2025

মাইলস্টোন দূর্ঘটনায় আমরা সকলেই গভীরভাবে শোকাহত।
আল্লাহ তা আলা সকলকেই জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
শাহাদাতবরন করা প্রতিটি বাচ্চার বাবা-মাকে আল্লাহ ধৈর্য্য ধারন করার তৌফিক দান করুন।
জীবিত যারা আছেন তাদের প্রত্যেকের দ্রুত সুস্থতা কামনা করছি।
😔🏴

21/07/2025

😭😭 যে মা রাতে শোবার আগে সন্তানের স্কুল ব্যাগটা গুছিয়ে রাখতেন, সেই মা আজ ঘুমাবেন কি করে? যে মা রাতে শোবার আগে সন্তানের স্কুল ব্যাগটা গুছিয়ে রাখতেন, সেই মা আজ ঘুমাবেন কি করে? একবার ভাবেন তো ওই জাইগা টায় যদি আপনি থাকতেন গুমাতে পারতেন 😭

21/07/2025

শুধু বিমানের ত্রুটি নয় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করলেন সাবেক শিক্ষার্থী

নিউজ ফিড দেখছি আর বুকের ভিতরটা মোচর দিয়ে উঠছে 😭😭😭চোখ বব্ধ করলেই পাখিদের চিৎকার শুনতে পাওয়া যায় বআল্লহ 🥺🥺🥲🥲🥲
21/07/2025

নিউজ ফিড দেখছি আর বুকের ভিতরটা মোচর দিয়ে উঠছে 😭😭😭চোখ বব্ধ করলেই পাখিদের চিৎকার শুনতে পাওয়া যায় বআল্লহ 🥺🥺🥲🥲🥲

21/07/2025

আল্লহ আপনি এই কঠিন সময় পার করে ওঠার শক্তি ও ধৈর্য্য দান করুন।

একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে। দুর্নীতির প্রতীক হিসাবে উড়ছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে।ফ্লাইট লেফট...
21/07/2025

একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে। দুর্নীতির প্রতীক হিসাবে উড়ছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি।
তিনি মরে গিয়েছিলেন আরও আগে, যখন বাজেট চুরি হয়েছিল। যখন ১৯৭৬ সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল।
তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি।
সিস্টেম তাঁর জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া।

এটা দুর্ঘটনা না।
এটা অন্যায়।
এটা খুন।

আজ শুধু একজন পাইলট না,
নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে।
এই মৃত্যু দুর্ঘটনা নয়।
এটা ব্যর্থতা।
এটা দুর্নীতি।
এটা বিশ্বাসঘাতকতা।

Address

Dhaka

Telephone

+8801731798922

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARHAM ZAMAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ARHAM ZAMAN:

Share