30/03/2025
শুরু হলো
শেষ হলো
কিছুই বুঝতে পারলাম না।
যামানা পরস্পর নিকটবর্তী (সংকীর্ণ) না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তখন
একবছর হবে একমাসের মতো,
একমাস হবে এক সপ্তাহের মতো,
এক সপ্তাহ হবে একদিনের মতো,
একদিন হবে এক ঘণ্টার মত এবং
এক ঘণ্টা হবে প্রজ্বলিত আগুনের একটি স্ফুলিংগের মতো।
তিরমিজি-২৩৩২
এগারো মাস যেতেও সময় লাগবেনা, তাই আগামী রমজান পর্যন্ত যেন আল্লাহ তাআলা পৌঁছে দেন, সবার জীবন নিস্পাপ অবস্থায় শুরু হোক, রবের দরবারে এটাই প্রত্যাশা।
মনোযোগ আকর্ষণ করছি!
কোন ইস্যু-ই যেন FIলিSতিন ইস্যু কে ভুলিয়ে না দেয়, তারা আমাদের ভাই, প্রতিটি আলোচনায়, প্রতিটি বৈঠকে, প্রতিটি চায়ের আড্ডায়, প্রতিটি মেহমানদারী তে FIলিসTIN ইস্যু নিয়ে কথা বলুন।