মেঘ

মেঘ 'মেঘ' অন্তর-আত্মার গহীনের সকল অনুভূতির কথা বলে 😊

24/07/2025

মাইলস্টোন এর দুর্ঘটনায় আহত কোনো শিক্ষার্থীরই পুনরায় ওই ক্যাম্পাসে বা ওই প্রতিষ্ঠানে ফিরে যাওয়া উচিত হবে না।। অভিবাবকদের প্রতি আমার বিনীত অনুরোধ !!

24/07/2025

ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার আসল উদ্যেশ্য কি চিকিৎসা দেয়া নাকি অন্যকিছু একটু চিন্তা করে বলুন তো ???

22/07/2025

ইউনুস সাহেব জনগণের কাছে টাকা চাওয়ায় সাথে সাথে তাকে ধুয়ে দেয়া হয়েছে।
সে সাথে সাথে পোস্ট ডিলিট করে দিয়েছে।
নিজের ভুল বুঝতে পেরেছে।
অন্তত তাই মনে হয়েছে যে ভুল বুঝতে পেরেছে।
কিন্তু যারা জনগণের লক্ষ কোটি টাকা মেরে দিয়ে কিছু মুড়ির টিন কিনে নিয়ে এসেছে ট্রেনিং এর জন্য।
যেগুলা উড়তে গিয়ে পাখা কাজ করে না, ইঞ্জিন রিস্টার্ট মারে,বোতাম খুলে যায়, তারা কি নিজেদের ভুল বুঝতে পেরেছে?
তাদের কে কি ধুয়ে দেয়া হচ্ছে বা হবে?
নাকি কয়েকদিন পর আরেকটা মুড়িরটিন আরেকটা স্কুলের উপর গিয়ে পড়বে আমরা আবার কিছুদিন কান্নাকাটি করব তারপর ভুলে যাব!!!

এই একটা আইডি কার্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটা প্রতিষ্ঠানের শিক্ষা নেয়া উচিত। আইডি কার্ডে অন্তত ব্লাড ...
22/07/2025

এই একটা আইডি কার্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটা প্রতিষ্ঠানের শিক্ষা নেয়া উচিত। আইডি কার্ডে অন্তত ব্লাড গ্রুপ আর ব্যক্তির নিজস্ব করো একটা কন্ট্যাক্ট নাম্বার বা ঠিকানা উল্লেখ থাকা উচিৎ।

ভারত তো বাংলাদেশের পাশেই !! চাইলে পাশ থেকে অন্য কোথাও সরতে পারবে না !!
22/07/2025

ভারত তো বাংলাদেশের পাশেই !! চাইলে পাশ থেকে অন্য কোথাও সরতে পারবে না !!

আমরা মানুষ হবো কবে?গতকাল জীবন বাঁচাতে দৌঁড়াচ্ছিল মানুষ।আর কেউ কেউ সেই সময়ও ব্যবসা করছিল।১ লিটারের পানি ৩০০ টাকা,ছোট ২০ ট...
22/07/2025

আমরা মানুষ হবো কবে?

গতকাল জীবন বাঁচাতে দৌঁড়াচ্ছিল মানুষ।
আর কেউ কেউ সেই সময়ও ব্যবসা করছিল।

১ লিটারের পানি ৩০০ টাকা,
ছোট ২০ টাকার স্যালাইন ২৫০ টাকা,
আর ১০ টাকার বরফের দাম ১০০ টাকা।

কেউ বলছিল — “যে পারে, সে তো নিবেই।”

রাস্তায় চিৎকার করছিলো এক মা:
“আমার ছেলেটা পুড়ে গেছে, কেউ একটা রিকশা দেন!”
কিন্তু রিকশাওয়ালা বলেছিল, “১০০ টাকার নিচে যামু না!”

তখন ওদের দিন ছিল,
কিন্তু বাকি ৩৬৪ দিন কাদের হবে?


দৃশ্যটা কল্পনা করুন !!নিজের কলিজার ধনকে খুজে না পেয়ে সিজদায় পড়ে আছে বাবা। কিচ্ছু করার নেই ওই মুহূর্তে তার। চোখ বন্ধ করে ...
21/07/2025

দৃশ্যটা কল্পনা করুন !!
নিজের কলিজার ধনকে খুজে না পেয়ে সিজদায় পড়ে আছে বাবা। কিচ্ছু করার নেই ওই মুহূর্তে তার। চোখ বন্ধ করে একবার নিজেকে ওই বাবার জায়গায় একবার কল্পনা করুন । আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।।

21/07/2025

সন্তানকে সকালে স্কুলে দিয়ে এসে
দুপুরে গেছে লাশ আনতে মর্গে 😞

উত্তরার সব হাসপাতালে বার্ন হয়ে যাওয়া বাচ্চারা আসছে ।ম্যাক্সিমাম ক্লাস ৬/৭ এর বাচ্চা।প্রচুর ব্লাড রিকুইজিশন আসতেসে। লুব...
21/07/2025

উত্তরার সব হাসপাতালে বার্ন হয়ে যাওয়া বাচ্চারা আসছে ।ম্যাক্সিমাম ক্লাস ৬/৭ এর বাচ্চা।প্রচুর ব্লাড রিকুইজিশন আসতেসে। লুবানা হাসপাতাল, ইবনে সিনা, ক্রিসেন্ট হাসপাতাল। আপনারা যে যেভাবে পারেন ব্লাড এর জন্য আসেন।নিচের দেওয়া নাম্বার গুলোতে রক্ত দেওয়ার জন্য যোগাযোগ করুন।
ঘটনাস্থলে অযথা ভীড় না করে আশেপাশের হাস্পাতালের খবর নিন সবাই এবং হাসাপাতালের যাওয়ার রাস্তাগুলোতে স্বেচ্ছাসেবী হয়ে যানযট মুক্ত করুন ও এম্বুলেন্স যাওয়ায় সহায়তা করুনহাস্পাতালে যাওয়ার পথেযার যার এলাকা পরবে তারা রাস্তাগুলো ক্লিয়ার রাখতে সহায়তা করুন।আমরা একটা টিম উত্তরা লুবানা হাসপাতালের সামনে ভীড় না করে সাহায্য প্রদানের জন্য অবস্থান করছি।অপ্রয়োজনীয় ফোন কল না করার অনুরোধ রইল।ধন্যবাদ।
আল্লাহ আমাদের সহায় হোন।আমীন।

21/07/2025

অবস্থা খুবই ভয়াবহ🥺! ঘটনাস্থলের সবচেয়ে ক্লোজ রেঞ্জ ভিডিও। এটা যদি কোনো ক্লাসরুম হয় তবে সব শেষ।
আল্লাহ বাচ্চাদের উপর রহম করুক,আমিন

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়ন...
21/07/2025

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন

01811696033

21/07/2025

উত্তরার আশেপাশে যারা আছেন, যারা ব্লাড ডোনেশনে সক্ষম, তারা দয়া করে আশেপাশের হাসপাতালগুলিতে চলে যান। বাচ্চাদের প্রচুর ব্লাড লাগবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেঘ:

Share