Tree friend News.bd

  • Home
  • Tree friend News.bd

Tree friend News.bd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tree friend News.bd, Media/News Company, .

https://www.facebook.com/share/p/1ETwsyJqYF/
24/03/2025

https://www.facebook.com/share/p/1ETwsyJqYF/

যারা ঈদের ছুটিতে কয়েকদিনের জন্য বাড়ি যাবেন, তাদের গাছগুলোর যত্ন নিতে কিছু ব্যবস্থা নিতে হবে যাতে গাছগুলো পর্যাপ্ত পানি পায় এবং ভালো থাকে। এখানে কিছু কার্যকর পদ্ধতি দেওয়া হলো:

১. ড্রিপ ওয়াটারিং সিস্টেম (বোতল পদ্ধতি)

একটি প্লাস্টিকের বোতল নিন, এর ঢাকনায় ছোট ছোট ছিদ্র করুন।এক্ষেত্রে স্যালাইনের বোতলও ইউজ করা যেতে পারে।

বোতলটি পানি দিয়ে ভরে গাছের মাটিতে উল্টো করে পুঁতে দিন।

ধীরে ধীরে পানি বের হবে এবং গাছ শুকাবে না।

২. কাপড় বা মোটা সুতা দিয়ে পানি সরবরাহ

একটা পানিভর্তি বালতি নিন এবং গাছের পাত্রের পাশে রাখুন।

একটা মোটা সুতা বা তুলার কাপড়ের ফালা নিন, এক প্রান্ত পানিতে আরেক প্রান্ত মাটিতে রাখুন।

এটি ধীরে ধীরে পানি টেনে নিয়ে গাছের মাটিতে সরবরাহ করবে।

৩. মালচিং (মাটির আর্দ্রতা ধরে রাখা)

মাটির উপর শুকনো পাতা, খড়, নারকেলের ছোবড়া বা কম্পোস্ট বিছিয়ে দিন।

এটি মাটি দ্রুত শুকাতে দেবে না এবং গাছ বেশি দিন সতেজ থাকবে।

৪. ছায়া ও ঠাণ্ডা জায়গায় রাখা

গাছগুলো সরাসরি রোদে না রেখে ছায়াযুক্ত জায়গায় রাখুন।

জানালার পাশে বা বারান্দার এমন স্থানে রাখুন যেখানে আলো আসে কিন্তু সরাসরি রোদে শুকিয়ে যায় না।

৫. স্বয়ংক্রিয় ড্রিপ ইরিগেশন সিস্টেম

যদি সম্ভব হয়, অটো ড্রিপ ইরিগেশন সিস্টেম লাগাতে পারেন যা নির্দিষ্ট সময় পরপর গাছে পানি দেবে।

৬. প্রতিবেশী বা বন্ধুদের সাহায্য নেওয়া

যদি সম্ভব হয়, কাউকে দায়িত্ব দিয়ে যান যেন তারা এক-দুইদিন পরপর এসে গাছে পানি দেয়।

আপনার গাছের ধরন অনুযায়ী এই পদ্ধতিগুলোর যেকোনো একটি বা একাধিক ব্যবহার করতে পারেন। আপনি কতদিন বাইরে থাকবেন তার উপর নির্ভর করে প্রস্তুতি নিন!

পোষ্টটি শেয়ার করে সবার জানার ব্যবস্থা করে দিন। ধন্যবাদ 🙏

https://www.facebook.com/share/p/xsYbEix1U3Tk1E49/?mibextid=oFDknk
19/04/2024

https://www.facebook.com/share/p/xsYbEix1U3Tk1E49/?mibextid=oFDknk

আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতোদিন তারা AC এর সাহায্য নেবে, আজ পুরো বাংলাদেশে 300 কোটি গাছের প্রয়োজন। এটা তো সবে শুরু 45°C থেকে 49°C থেকে 55°C থেকে 60°C হতে বেশি সময় লাগবে না।
56°C হলে মানুষের বাঁচা মুশকিল হবে। আমাদের এখন থেকে চারা গাছ রোপন করতে হবে; কারণ একটি গাছ মোটামুটি বড়ো হতে পাঁচ থেকে সাত বছর সময় লাগে।

এখন বৃষ্টি আসতে চলেছে, অবশ্যই দুটি গাছ লাগাবেন সরকারের উপর সব ছেড়ে দেবেন না।

গাছই জীবন ❤️

© ভালো কাজের অংশীদার

https://www.facebook.com/share/p/mYQkycXvyhXWvKZD/?mibextid=oFDknk
22/03/2024

https://www.facebook.com/share/p/mYQkycXvyhXWvKZD/?mibextid=oFDknk

ভালো করে জেনে নিন কৃষ্ণচূড়া,রাধাচূড়া কমলা আর হলুদ এবং কনকচূড়া। এই গাছগুলো প্রায় একি রকম তাই সবাই গুলিয়ে ফেলি আমরা তাইনা!

https://www.facebook.com/100079082901847/posts/386091470703613/
21/02/2024

https://www.facebook.com/100079082901847/posts/386091470703613/

গৌরব প্রেরণা আর আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত বাংলা ভাষার নব সূর্যোদয়- অমর একুশে ফেব্রুয়ারি।
১৯৫২ এর ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।


08/05/2023

⚠️ #সতর্কতা ⚠️

গরমে যাদের এসি নেই তাদের প্রায় ২০ ঘন্টার উপরে ফ্যান চালু থাকে। ফ্যানের স্ক্রুগুলা টাইট আছে কি না একটু চেক করে নিবেন,বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবার আগেই।
আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন।সবাই বেশী বেশী গাছ লাগান এছাড়া আর বিকল্প নেই😒

02/05/2023
Currypata
04/01/2023

Currypata

16/06/2022

"ইংরেজিতে একটা প্রবাদ আছে - 'If you want to love your children, love your wife.'

মানে, আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসতে চান, আপনার স্ত্রীকে ভালোবাসুন।

আপনার স্ত্রী কেবল আপনার স্ত্রী না তিনি আপনার সন্তানের মা ও!

আমার কাছে মনে হয়, প্যারেন্টিং খুব জরুরী একটি শেখার বিষয়। সন্তান লালন পালনে আমি অনেক শিক্ষিত বাবা-মার অজ্ঞতা দেখে ভীষণ অবাক হই। স্ত্রীকে ভালোবাসা তো দূরের কথা সন্তান লালন পালনে পুরুষরা সমস্ত দায় কীভাবে স্ত্রীদের উপর চাপানো যায় এই ধান্ধায় থাকেন। পান থেকে চুন খসলেই রাগে অগ্নিশর্মা। সন্তানের সামনেই সন্তানের মা কে নানাভাবে অপমান করা, যেন খুব স্বাভাবিক একটা বিষয়। অনেকে তো গায়ে হাত তুলতেও দ্বিধা করেনা!!!!

অথচ সন্তান লালন পালনে যে স্বামী স্ত্রী উভয়ের দায়ই সমান এই সামান্য উপলব্ধি এমনকি শিক্ষিত লোকের মাথাতেও আসে না। অনেক শিক্ষিত বাবা আবার মনে করেন, আমার কাজ টাকা ইনকাম, টাকা দেওয়া, এতেই দায়মুক্তি!

এগুলো আমি আমার কাছের লোকজনদের দেখে বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। কিন্তু আমি যা বললাম, সত্যি বলছি, এই কঠিন বাস্তবতাগুলো এখনও আমাদের আশেপাশেই খুঁজে পাবেন!

স্ত্রী কে ভালোবাসার সাথে সাথে ভালো ভাষার প্রয়োগও জরুরি।

কারণ আপনার সন্তান তার জীবনের সব শিক্ষাই আপনাদের কাছ থেকেই গ্রহন করবে। ভালো এবং মন্দ দুটোই।সন্তানের ভবিষ্যৎ আপনাদেরই হাতে। তাদের জন্য নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টাটুকু নিয়োগ করাটা কিন্তু খুব জরুরী। খুব।

বাচ্চা-কাচ্চা মানুষ করা নিয়ে সকলেই টেনশনে থাকেন। এই টেনশন যৌক্তিক। তবে স্ত্রীকে সবচেয়ে বেশি টেনশনে রাখে তার স্বামী। সন্তানেরা নয়।
তাই আপনার স্ত্রীকে দুশ্চিন্তামুক্ত রাখুন।

সন্তান-সন্ততি নিয়ে আমার নিজস্ব অনুভূতি হলো: আমাদের ছেলে মেয়ে আমাদের সম্পদ নয়, তারা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। তাদেরকে সঠিক শিক্ষা দান করা আমাদের কর্তব্য। তাদের জন্য আন্তরিক ভালোবাসা আর সুন্দর পরিবেশ খুব প্রয়োজন।

দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলেছিলেন: সবচেয়ে ভালো উপায় হলো আন্তরিক চেষ্টা করা, তারপর বাকিটা ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া।"

Address


Telephone

+8801913350892

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tree friend News.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tree friend News.bd:

  • Want your business to be the top-listed Media Company?

Share