নিত্য দিনের জীবন

নিত্য দিনের জীবন enjoy your day

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হা...
28/05/2025

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হাসি-ঠাট্টা, আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময়। ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন:

"এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে, তবে তাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। আর যদি সে প্রাণ হারায়, তবে তার পরিবার পাবে ২ মিলিয়ন!"

ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল। জীবন বাজি রেখে কেউ কি নামবে ওই কুমির ভরা পুকুরে? কার আছে সেই সাহস? দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউই এগিয়ে এল না।

কিন্তু হঠাৎই, একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল! পেছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল, এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্নভিন্ন হয়ে যাবে লোকটির দেহ। এ যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া!

কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল। মরণপণ চেষ্টায় পুকুর সাঁতরে পার হয়ে গেল লোকটি! সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই।

কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে ৫ মিলিয়ন ডলারের চেক লোকটির হাতে তুলে দিলেন। কলিগরা পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে লাগল। সবাই বিজয়ীকে প্রশংসায় ভাসাচ্ছে।

কিন্তু সেই সাহসী কর্মচারী, তখনো দিশেহারা, হাঁপাতে হাঁপাতে বলে উঠল, “আমি জানতে চাই, আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল?”

সবাই চুপ। এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য, তার স্ত্রীই তাকে পুকুরে ঠেলে দিয়েছিল!

সেদিন থেকেই জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি:
“প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে।”

যার জন্য বিমান দুবার ফিরে আসলো।একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য। যেইমাত্র সে এয়ারপোর্টে ...
27/05/2025

যার জন্য বিমান দুবার ফিরে আসলো।

একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য। যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নামে ছোট্ট একটা ভুল ছিলো যা নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।

নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে। এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।
কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়। কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!

অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।

কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:
আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।
হঠাৎ খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক স'মস্যা হয়েছে এবং তা ফিরে আসছে! প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।

অফিসার আবার বলল: হয়তো তোমার ভাগ্যে নেই।

কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল:
আমার নিয়ত হজের, ইন'শা'আল্লাহ আমি যাবোই।
প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর আরেকটি খবর এলো: প্লেনে আবারও সমস্যা হয়েছে!
এবার নিজেই পাইলট বললেন:
আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।
শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

আল্লাহ তার নিয়ত কবুল করেছিলেন নিশ্চই ,সুবহান-আল্লাহ

26/05/2025
18/07/2024

কোটা মুক্ত দেশ চাই

ঢাবির রোকেয়া হল স্বাধীন! "রোকেয়া হল থেকে সমস্ত ধরনের রাজনীতি সারাজীবনের জন্য বন্ধ করা হলো" এই লেখায় সাক্ষর করেছেন রোকেয়া...
18/07/2024

ঢাবির রোকেয়া হল স্বাধীন!
"রোকেয়া হল থেকে সমস্ত ধরনের রাজনীতি সারাজীবনের জন্য বন্ধ করা হলো" এই লেখায় সাক্ষর করেছেন রোকেয়া হল প্রভোস্ট!

বাঘিনীদের অভিনন্দন 🌸

প্রতিদিন টাকা ছাপানোর ফলাফল :-মুদ্রাস্ফীতি :-
08/07/2024

প্রতিদিন টাকা ছাপানোর ফলাফল :-

মুদ্রাস্ফীতি :-

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
01/07/2024

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

26/05/2024

🤣🤣🤣🤣

With abu saleh allh mahdi – I just got recognized as one of their top fans! 🎉
17/05/2024

With abu saleh allh mahdi – I just got recognized as one of their top fans! 🎉

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিত্য দিনের জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share