Ashraful Alam

Ashraful Alam আশরাফুল আলম
শিক্ষক, কবি, উপন্যাসিক, মোটিভেশনাল লেখক ও কন্টেন্ট ক্রিয়েটর।
পড়াশোনা :এম, কম (ম্যানেজমেন্ট)
ঢাকা বিশ্ববিদ্যালয়।
মোবাইল :01718821458

03/11/2025

❤️ আমার লেখা কবিতা আবৃত্তি করছি ❤️

❤️   চলো শহিদ মিনারে যাই ❤️    তুমি  আর অপেক্ষা করোনা      বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে থেকোনা       আমার জন্য স্যাক্রিফা...
02/11/2025

❤️ চলো শহিদ মিনারে যাই ❤️

তুমি আর অপেক্ষা করোনা
বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে থেকোনা
আমার জন্য স্যাক্রিফাইস করোনা
একটি রজনী গন্ধা।

শিক্ষক বঞ্চনার সব ইতিহাস
আজ থেকে কসটেপ দিয়ে মুখ লাগিয়ে দেব
কসটেপ দিয়ে লাগিয়ে দেব
ভালোবাসার সব প্রচ্ছদ।

ঠোঁটে লিপস্টিক আর পায়ে পেন্সিল হিল
আজ তোমার জন্য নয় ;

চলো শহিদ মিনারে যাই
হাতে হাত রাখি
আমার দেয়া শাড়িটি পরে এসো লিপি
লাল শাড়িতে তোমাকে বেশ মানায়।

জীবন দিয়ে হলেও ৮ তারিখে
রাখবো আমাদের ভালোবাসা
আর শিক্ষকদের মর্যাদা ।

💔নারীদের মুক্তির পথ 💔সাহিত্যিকরা অগ্রসর মানুষ । সুদূরপ্রসারি ভাবনা তাদের মধ্যে কাজ করে । আমার মনে হয় সমাজ কিংবা  জাতির উ...
01/11/2025

💔নারীদের মুক্তির পথ 💔
সাহিত্যিকরা অগ্রসর মানুষ । সুদূরপ্রসারি ভাবনা তাদের মধ্যে কাজ করে । আমার মনে হয় সমাজ কিংবা জাতির উন্নয়নে নারীকে মুক্তি দিতে হবে ।
নারীদের মুক্তির দুটো পথ।

১. রন্ধনশালা থেকে নারীকে বের করে আনতে হবে।
২.সন্তান লালন-পালন শুধুই নারীর, এ থেকে মুক্তি দিতে হবে ।

❤️    শিক্ষকদের মুক্তির পথ ❤️   শিক্ষকদের মুক্তি তখনই আসবে  যখন নারীশক্তি জেগে উঠবে। নারীশক্তির একটা প্রচন্ড বিস্ফোরণ ঘট...
01/11/2025

❤️ শিক্ষকদের মুক্তির পথ ❤️
শিক্ষকদের মুক্তি তখনই আসবে যখন নারীশক্তি জেগে উঠবে। নারীশক্তির একটা প্রচন্ড বিস্ফোরণ ঘটবে। তাছাড়া মুক্তির কোনো পথ দেখি না।

নারী আন্দোলনকে বেগবান করার জন্য " স্কুলে পরি এসেছে " বইটি লিখেছি, আপনারা পাঠ করে দেখুন।

31/10/2025

❤️আমার লেখা কবিতা পাঠ ❤️

28/10/2025

❤️আমার লেখা কবিতা আবৃত্তি করছি। ❤️

❤️   আজ মিটিং ❤️
24/10/2025

❤️ আজ মিটিং ❤️

24/10/2025

❤️ আমাদের মুন্সি পরিবারের সমিতিতে আমার লেখা কবিতা পাঠ ❤️

শাহিন হাওলাদার স্যার লিখেছেন, Wife হচ্ছে ছুরির দুই ধার,  কথাটির সাথে একমত হতে পারলাম না। আমার মতে নারী হচ্ছে শুধু শয্যাস...
23/10/2025

শাহিন হাওলাদার স্যার লিখেছেন, Wife হচ্ছে ছুরির দুই ধার, কথাটির সাথে একমত হতে পারলাম না। আমার মতে নারী হচ্ছে শুধু শয্যাসঙ্গিনী নয়, সে প্রেমময়ী, মমতাময়ী, স্নেহময়ী আরও কতো কী! তা নাই বললাম।
স্ত্রী ভালোবাসা ছাড়া আপনি এক পা ও চলতে পারবেন না, সামনে দুচোখে অন্ধকার দেখবেন। তাই স্ত্রী রমণীকে নিয়ে বাড়াবাড়ি না করে, স্যালুট জানাতে পারলেই ঘরখানি সুখময় হয়ে উঠবে। অনেক সাধনা করে শেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।
ধন্যবাদ ভাই ।

21/10/2025

❤️ আমরা সবাই দুনিয়া বদলে দেওয়ার কথা ভাবছি ;
কিন্তু নিজেকে বদলে দেওয়ার কথা ভাবছি না। ❤️

❤️❤️মহা ঐক্য জোট গঠনের পরামর্শ ❤️এটা একটা পরামর্শ দিলাম, সিনিয়র শিক্ষক হিসেবে। আবার আমার এখানে বেতনবৃদ্ধির জয় বা পরাজয় জ...
15/10/2025

❤️❤️মহা ঐক্য জোট গঠনের পরামর্শ ❤️

এটা একটা পরামর্শ দিলাম, সিনিয়র শিক্ষক হিসেবে। আবার আমার এখানে বেতনবৃদ্ধির জয় বা পরাজয় জড়িত। আমি দেখছি আমরা শিক্ষকরা পদ্মায় ডুবে যাচ্ছি। সেজন্য আমার মতামত প্রদান করা দায়িত্ব বলে মনে করে পরামর্শ দিলাম। এর মানে কি বিভ্রান্তি ছড়ানো? পরামর্শ দেয়ার অধিকার নেই? এখানে কি ব্যক্তিস্বাধীনতা হনন করা হচ্ছে না?
বর্তমানে সমিতি হলো ২৬টি। ৬ সংগঠন থেকে সভাপতি জনাব শামসুদ্দিন মাসুদ স্যার সব সংগঠনের সাথে পরামর্শ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে, তাদের সাথে অমিল হওয়ায় বের হয়ে এসেছেন। থাকলো ৫ সংগঠন। ৫ সংগঠন কর্মসূচি দিয়েছে একাই। এখন কথা হলো আরও ২২টি সংগঠনের নেতাদের সাথে তো
কোনো আলোচনা হয়নি। এ আলোচনা জরুরি নয় কি?
২২টি সংগঠনের নেতারা রেগে যেয়ে যদি না আসে
তাহলে তাদের কর্মীবাহিনি অনশনে না আসাটাই, স্বাভাবিক। যদি তাদের না প্রয়োজন মনে করেন, আপনারাই দাবি আদায়ে সক্ষম হন, তাহলে আমার
পরামর্শ গ্রহণ করার দরকার নেই। আমি তো বলিনি আমার পরামর্শ গ্রহণ করতেই হবে। এটা তাদের নিজস্ব
ব্যাপার। একদিন আপনারা বলতে পারেন, বড়ো ভাই
আগে পরামর্শ দেননি। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনায়
বিষয়টি তুলে ধরলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।

সব শিক্ষকের এই মূহুর্তে চাওয়া বা দাবি একই অর্থাৎ  ১১ তম গ্রেড। তাহলে একসাথে মহা ঐক্য জোট গঠনে করে  আন্দোলন করলে  সমস্যা ...
15/10/2025

সব শিক্ষকের এই মূহুর্তে চাওয়া বা দাবি একই অর্থাৎ ১১ তম গ্রেড। তাহলে একসাথে মহা ঐক্য জোট গঠনে করে আন্দোলন করলে সমস্যা কোথায় ?
একজন অবোধ বালিকার মতো কবি কথা বলছে কিনা ? আমি এসব জানিনা, বুঝিনা, বয়স তো কম হলোনা।

Address

Dhaka
3004

Alerts

Be the first to know and let us send you an email when Ashraful Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashraful Alam:

Share