Deen-দ্বীন

Deen-দ্বীন This page is about Islamic motivational video.If anyone seeing our video become change & turn back to Allah,its our success.

28/04/2024

আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন
আমিন

27/04/2024

বললেন - তোমরা ভয় পেয়োনা, আমি তো তোমাদের সাথেই আছি।
[সূরা ত্ব-হা: ৪৬]

27/04/2024

হে আমার রব,
আমার হৃদয়টা পাথর হয়ে গেছে 😔

কথাঃ সংগৃহীত

18/05/2022

বাবা-মায়ের জন্য সন্তান পৃথিবীর সেরা সম্পদ, শিশুরা আল্লাহপ্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত।
পবিত্র কুরআনে তাদের জীবনের ঐশ্বর্য বলা হয়েছে, তাদের সুশিক্ষা দিয়ে ছোটবেলা থেকে গড়ে তোলা গেলে মৃত্যুর পর ও এর সুফল পাওয়া যায়।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন মারা যায়, তখন তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়। তাহলো- সাদকায়ে জারিয়াহ, উপকারী ইলম বা জ্ঞান আর সুসন্তান, যে তাদের জন্য দু'আ করে। (মুসলিম)
দুনিয়াতে সুসন্তান রেখে যাওয়ার মানেই হলো বাবা-মায়ের জন্য পরকালের অবিরত সঞ্চয়পত্র খুলে যাওয়া।
ওহে পিতা-মাতা আপনাদের সন্তানরা সবচেয়ে মূল্যবান মানুষ। সুতরাং তাদের তরবিয়ত এবং নির্দেশনা প্রদানে যত্নশীল হোন। তাদের ব্যাপারে অমনোযোগী হবেন না, যদি আপনি তাদের ব্যাপারে উদাসীন হয়ে যান তাহলে এমন কিছু ঘটবে, যা ধারণাতীত!
ইমাম গাজালি (রহ.) বলেন, 'শিশু যদি তার বেড়ে ওঠার সময় অবহেলিত হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে মন্দ চরিত্রের অধিকারী, মিথ্যুক, হিংসুক, চোর, চোগলখোর ও পরনিন্দাকরী হয়ে থাকে। অনর্থক কথা, হাসি-তামাশায় লিপ্ত হয়ে পড়ে। তবে এসব থেকে বাঁচা যায় উত্তমভাবে আদব শিক্ষাদানের মাধ্যমে।'

বর্তমানে অনেক সন্তানই বাবা-মায়ের অবাধ্য, সন্তান যাচ্ছেতাই করে চলছে, বিভিন্ন অপকর্মে জড়িয়ে আছে ইত্যাদি ইত্যাদি নানান পেরেশানি, বিষিয়ে তুলেছে বাবা-মায়ের জীবন। কিন্তু কেন....? কারণ কি...? সহজ উত্তরঃ আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই যে সঠিক তরবিয়তে গড়ে তোলা উচিত ছিল তা করা হয়নি যার দরুন এই পেরেশানি।
আমরা আর্দশবান বাবা বা আর্দশবান মা হওয়ার পাশাপাশি আমাদের সন্তানদের যেন ছোটবেলা থেকেই সঠিক তরবিয়তে গড়ে তুলতে পারি, এ শিক্ষাই রয়েছে খ্যাতনামা লেখক 'উসতাজ হাসসান শামসি পাশা' রচিত (সন্তান গড়ার সোনালি পাথেয়) গ্রন্থে। সন্তানদের শারীরিক, মানসিক, নৈতিক ও চারিত্রিক দিকের সামঞ্জস্যপূর্ণ বিকাশে আর্দশমান বাবা-মা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। এই বইটি সকল ধর্মের তরুণ-তরুণী, বাবা-মায়েরা পড়তে পারবে এবং নিজের অবস্থার উন্নতি করে পারবে ইনংশা আল্লাহ।
সব মিলিয়ে বইটি একটি মাস্টারপিস ও অবশ্যপাঠ্য মনে হয়েছে। ইনংশা আল্লাহ এই বইটি থেকে আপনি অনেক উপকৃত হবেন।

পড়বেন, পড়বেন এবং অবশ্যই পড়বেন।

11/05/2022

Ruhama Publication এর দুটি মাস্টারপিস বই📚

বই দু’টির প্রচ্ছদ যেমন সুন্দর তেমনি বইয়ের ভিতরের প্রতিটি লেখা সুন্দর, সহজ ও প্রাঞ্জল...🌸

11/05/2022

বর্তমান সময়ে মুসলিম উম্মাহর অবস্থা এতই দূর্বল হয়েছে যে তারা কুরআনের প্রতি যথাযথভাবে গুরুত্বরোপ করছে না। আবার যারা গুরুত্ব দেন তাদের গুরুত্ব তেলাওয়াত এবং কুরআন হিফয করার মধ্যে সীমাবদ্ধ। তাদের কাছে কুরআনের অর্থ বুঝা, কুরআন নিয়ে চিন্তা ভাবনা করার গুরুত্ব একেবারেই নগন্য। ফলে কুরআন অনুযায়ী আমল হয় না অথবা পরিপূর্ণরূপে আমল সম্ভব হয়না।
আল্লাহ তাআ'লা কুরআন অবতীর্ণ করেছেন কুরআন নিয়ে তাদাব্বুর করতে তিনি আমাদেরকে আদেশ করেছেন। আমাদের উচিত আমাদের পূর্ববর্তী সালাতে সালেহীনের পথ অনুসরণ করে কুরআনের তাজবিদ ও তেলাওয়াতের সাথে কুরআন বুঝা এবং কুরআন নিয়ে তাদাব্বুর করার প্রতি গুরুত্ব আরোপ করা। কুরআন নিয়ে চিন্তা করার তৌফিক যার হয় না, মহান কুরআনে উল্লেখিত সুন্দর রহস্য সম্পর্কে সে কখনো অবগত হতে পারে না আফসোস।
আল্লাহর বাণী থেকে বারাকাহপূর্ন উপকারিতা নেওয়ার শর্ত তাদাব্বুর করা। বান্দার হৃদয় হলো কুরআনের মিলন মোহনা,কুরআন হৃদয়কে মুমিন বানায়, আল্লাহ ভীরু বানায়, হৃদয়কে নষ্ট হওয়া থেকে রক্ষা করে সব ধরনের কল্যান দিয়ে টুইটুম্বুর করে দেয়। এজন্য চাই কুরআন নিয়ে তাদাব্বুর।

বইটিতে কুরআনের ১১৪ টি সূরা মোট আটটি পয়েন্টের ভিত্তিতে চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে।
১। প্রথম পয়েন্টে সূরার আয়াত সংখ্যা কত? এবং এই সারাটি মাক্কী নাকি মাদানি তা উল্লেখ রয়েছে।
২। দ্বিতীয়ত সূরার নামসমূহ।
৩। সূরার নামকরণের কারণ।
৪। সূরার ফজিলত ও গুরুত্ব।
৫। সূরার ভূমিকার সঙ্গে উপসংহারের সামঞ্জস্য অর্থাৎ শুরু এবং শেষের দিকের আয়াতগুলোর মাঝে সামঞ্জস্য দেখানো হয়েছে।
৬। সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু।
৭। সূরার আলোচ্য বিষয়গুলো ধারাবাহিকভাবে পয়েন্ট আকারে উল্লেখ করা হয়েছে।
৮। এবং সর্বশেষ রয়েছে সূরার আয়াতগুলোর বিবরণ।
সংক্ষেপে সহজ কিছু আলোচনার মাধ্যমে সমাপ্তি টানা হয়েছে।
যা আপনার হৃদয়ে সূরা সম্পর্কে আপনার ধারণাই বদলে দিবে। এবং পুরপুরিভাবে সূরাটি আপনার আয়ত্ত হয়ে যাবে ইনংশা আল্লাহ।

আল্লাহর পক্ষ থেকে আসা বাণীকে আমরা যদি না বুঝে থাকি এটা কী বুদ্ধিমানের কাজ হবে?!
এই বইয়ে কুরআনের সূরা গুলো নিয়ে যে আলোচনা করা হয়েছে তা পাঠকের জন্য কুরআন বোঝার পথ সুগম করবে, সূরা সমূহের লক্ষ-উদ্দেশ্য অনুধাবন করতে সাহায্য করবে, আয়াত সমূহের পারস্পরিক বন্ধন, সম্পর্ক ও আলোচনার ধারাবাহিকতা সম্পর্কে ধারণা দিবে। ফলে কুরআন বোঝা ও হিফয করার ক্ষেত্রে এটি বেশ কার্যকর ও সহায়ক ভূমিকা পালন করবে।
আর তার সাথে আপনাকে কুরআনের প্রতি তীব্র ভালোবাসা, অত্যন্ত সশ্রদ্ধ থাকা, কুরআন বুঝার প্রতি তীব্র আগ্রহ, কুরআনের প্রতিটি আয়াতে আল্লাহ কি বলেছেন তার প্রতি গভীর মনোযোগী করে তুলবে ইনংশা আল্লাহ।

সবশেষে অনুবাদের প্রশ্নে আসলে ইফতেখার সিফাত স্যারের তুলনা হয় না, এতো চমৎকার ঝরঝরে অনুবাদে বই মাশা-আল্লাহ যেকোনো স্তরের পাঠকই এটি থেকে উপকৃত হতে পারবে ইনংশা আল্লাহ.......
-
বই: তাদাব্বুরে কুরআন (কুরআন বোঝার রাজপথে আপনার প্রথম সপ্নযাত্রা)
লেখক: আদিল মুহাম্মদ খলিল
অনুবাদক: ইফতেখার সিফাত
পৃষ্ঠা সংখ্যা: ৫২০
প্রকাশনী: রুহামা পাবলিকেশন

Address

Mirpur/12
Dhaka
1216

Telephone

+8801601560953

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deen-দ্বীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deen-দ্বীন:

Share

Category