Al Aman Publications

Al Aman Publications জীবনের কথা বলে

جو ہم دل پہ اس کا کرم دیکھتے ہیںتو دل کو بہ از جام جم دیکھتے ہیں[জো হাম দিল পে উসকা করম দেখতে হেঁতো দিল কো বে আয ‘জামে জ...
19/08/2025

جو ہم دل پہ اس کا کرم دیکھتے ہیں
تو دل کو بہ از جام جم دیکھتے ہیں
[জো হাম দিল পে উসকা করম দেখতে হেঁ
তো দিল কো বে আয ‘জামে জাম্’ দেখতে হেঁ]

এক মৌলবি সাহেব যখন হযরত গাঞ্জমুরাদাবাদী রহ.-কে বললেন, ‘হযরত, আপনি রামপুরে তাশরীফ নিয়ে গেলে সেখানকার শাসক আপনার সমীপে এক লাখ টাকা হাদিয়া হিসেবে পেশ করবেন।’ এই মহান বুযুর্গ তখন আনওয়ারে ইলাহীতে নিমগ্ন ছিলেন। ইশক-মহব্বতের পূর্ণ প্রভাবে দ্ব্যর্থহীন ভাষায় তিনি উচ্চারণ করলেন, ‘মিয়াঁ, লাখ টাকার উপর ছাই ঢালো’। তারপর উল্লিখিত কবিতাটি পাঠ করলেন।

বড় আশ্চর্য এই কবিতার অর্থ। جام (জাম) অর্থ পেয়ালা। আর جم (জাম্) হলো জমশেদের সংক্ষেপ। جام جم দ্বারা উদ্দেশ্য হলো রূপকথার জমশেদের পেয়ালা। বর্ণিত আছে, জমশেদের একটি জাদুর পেয়ালা ছিল। সেই পেয়ালাতে দৃষ্টিপাত করলে জমশেদ দুনিয়ার কোথায় কী হচ্ছে না হচ্ছে, কখন কী হবে না হবে, সব দেখতে পেত।

সুতরাং কবিতার মর্ম হলো : ‘হৃদয়ে যখন আমি তার অনুগ্রহ লক্ষ্য করি, হৃদয়কে আমি জমশেদের পেয়ালার থেকেও উত্তম ও মূল্যবান দেখতে পাই (অর্থাৎ আমার দিলে আল্লাহর মহব্বত ও অনুগ্রহের যে সম্পদ রয়েছে, তা এই লাখ টাকা থেকেও বহুগুণ মূল্যবান)।’

এই ছিল এক আল্লাহওয়ালার সাদামাটা কথার আড়ালে প্রচ্ছন্ন প্রেম-মহব্বতের ঊর্মিমালা।

আমরা যখন বইটির কাজ শুরু করলাম, স্পষ্ট অনুভব করতে পারছিলাম, এর প্রতিটি বাক্যের আড়ালে এমন মর্ম লুকিয়ে আছে, যা সকলের পক্ষে উদ্ধার করা সম্ভব নয়। এটা এমন কারও কাজ, যিনি সুলূক ও তাসাওউফ এবং তার শব্দ ও সাহিত্যের সাথে গভীর সম্পর্ক রাখেন।

পাণ্ডুলিপিটি সম্পাদনার জন্য প্রেরণ করা হলো। দীর্ঘ অপেক্ষার পর প্রথম দফার সম্পাদনা শেষ হলো এবং আমাদের চেতনা লোপ পাওয়ার উপক্রম হলো। উদাহরণত উপরের কবিতাটির কথা বলা যায়। তারপর পাঠানো হলো নযরে সানির জন্য। তারপর ... অপেক্ষা, সুদীর্ঘ, অনির্দিষ্ট, যেন অনিঃশেষ।

শুভাকাঙ্ক্ষীবৃন্দ অনেক দিন যাবৎ আমাদের তাগাদা দিচ্ছেন। কিন্তু ...
خدا کو تھا یہی منظور سمجھے
[খুদা কো থা য়েহি মানযুর সামঝে।]

সকলের নিকট দোয়াপ্রার্থী, যেন দ্রুততম সময়ে বইটি পাঠকের হাতে পৌঁছাতে পারি।

ঢেউয়ের দোলায় তরণী দুলছে। তুমল বেগে বাতাস বইছে। মেঘেরা ঘন-জমাট বেঁধে যাচ্ছে। আমি কি একটা ম‍ই নিয়ে ছুঁয়ে দেখতে পারব উত...
29/05/2025

ঢেউয়ের দোলায় তরণী দুলছে।
তুমল বেগে বাতাস বইছে।
মেঘেরা ঘন-জমাট বেঁধে যাচ্ছে।

আমি কি একটা ম‍ই নিয়ে ছুঁয়ে দেখতে পারব উত্তর থেকে ভেসে আসা ওই মেঘমালাকে?
নদীর পার জুড়ে সারি সারি কৃষ্ণচূড়া গাছ কত সুন্দর, কত প্রেমময়, গভীর রক্তিম। চারপাশে ছেয়ে থাকা গোমটভরা আঁধারে তা যেন শত গুণ গভীর হয়ে উঠেছে।

‘ওগো মাঝি ভাই, এই মায়াবী মুখই বুঝি তোমায় চৈত্রের প্রখর রোদে আটকে রাখে। এই বর্ষারানীর প্রতীক্ষায়ই কি সয়ে যাও সকল জ্বালা? তুমিও বুঝি ভালোবাসো বর্ষাকে?!'

বসন্তে ফুল ফোটে। ফাগুনের উষ্ণ পরশে পৃথিবী রঙিন হয়ে ওঠে। কবিদের হৃদয় বসন্তের অনুভবে ঋদ্ধ, ফাল্গুনি পুষ্পের ভালোবাসায় চিরসমৃদ্ধ। কিন্তু যদি কবিবৃন্দ একবার বর্ষার চেহারায় নিজেদের দৃষ্টিকে স্থির করতেন এবং তাতে হৃদয় ও অনুভবের সংযোগ ঘটাতেন, তবে তারা বর্ষাকেই ভালোবেসে ফেলতেন, তার রূপের মাঝে নিজেকে হারিয়ে ফেলতেন। হয়তো কোনো মহাকাব্যই রচনা করে ফেলতেন।

শ্রাবণদিনে যখন চারপাশ অন্ধকার হয়ে যেতে থাকে, শান্ত সমীরণ নীরবে ছুঁয়ে যায় হৃদয়গুলোকে, প্রাণটা তখন বড় ব্যাকুল হয়ে ওঠে, আকাশের গোমটভরা মুখ বড় বেশি মায়াবী লাগে৷

ঝিরিঝিরি বাতাস উদ্বোধন ঘোষণা করে মধুময় এক সভার। টুপ টুপ, টিপ টিপ —বেজে ওঠে সুর। মাতিয়ে তোলে তনু-মন-প্রাণ। সেই সুরের মাদকতায় আকাশ-বাতাস, পত্র-পল্লব, পাখ-পাখালি, সাগর-নদী উদ্বেলিত হয়ে ওঠে। ওরা কী যেন মধুভরা গীত গাইতে থাকে। দিন গড়িয়ে রাত হয়, চলতে থাকে সংগীত—রিমিঝিমি, রিমিঝিমি।

শ্রাবণের সন্ধ্যায় একাকী তন্মময়তায় আকাশের পানে চেয়ে থেকেছি এবং হারিয়ে গিয়েছি। যেন ওখানে জমাট বেঁধেছে সারা জগতের বেদনা।

প্রবাসী স্বামীকে বিদায় দেবার কালে সোহাগিনী বধুর মায়াভরা মুখ যেমন ছেয়ে যায় বিষাদ কালিমায়, দরজার ফাঁক থেকে স্বামীর পথের পানে চেয়ে থাকে সে নির্বাক নিষ্পলক, বর্ষাঘন আকাশের রূপ আমার তেমনই মনে হয়।

* * *

কে যেন অনন্ত সুনীলের বুকে ভীষণ করে কে ঘা দিয়ে গেল। অনিঃশেষ বেদনায় কেঁদে উঠল আকাশ : ঝম ঝম ঝম। তার অশ্রুমালা সুমধুর বারি হয়ে ঝরে পড়ল এবং বেদনাদগ্ধ ধরণীকে সিক্ত করল।

কদমফুলেরা স্নান করে নতুন রূপে সেজে উঠল।
বিস্তীর্ণ ঘাসেদের সবুজ দর্শকের নয়ন মন হরণ করে নিল।
মলিন পাতারাও নতুন আভায় উজ্জীবিত হয়ে উঠল।
রৌদ্রদগ্ধ ভূমি কত শীতল, কত জীবন্ত, কত প্রাণবন্ত।
এভাবেই বর্ষা আসে। ব্যথার রাজ্যকে প্লাবিত করে। এবং চলে যায়।

(প্রকাশিতব্য গদ্যগ্রন্থ
লেখক : মুহাম্মদ আমানুল্লাহ)

বিকৃত যৌনাচার ও তার ভয়াবহতা সম্পর্কে জানতে পড়ুন : ট্রান্সজেন্ডারিজম : তাত্ত্বিক বিশ্লেষণ, শরয়ি নির্দেশনালেখক : মুফতি খাল...
03/05/2025

বিকৃত যৌনাচার ও তার ভয়াবহতা সম্পর্কে জানতে পড়ুন :

ট্রান্সজেন্ডারিজম : তাত্ত্বিক বিশ্লেষণ, শরয়ি নির্দেশনা
লেখক : মুফতি খালেদ সাইফুল্লাহ
প্রকাশনা : আল আমান পাবলিকেশন্স
পৃষ্ঠাসংখ্যা : ৬৪
কোয়ালিটি : পেপার ব্যাক

অর্ডার লিংক : https://www.wafilife.com/transgenderism-tattik-bishleshon-shoryi-nirdeshona/dp/878250

12/04/2025
চয়িতাংশ, ’রমাদানুল মুবারক‘ কিতাব থেকে।
11/03/2025

চয়িতাংশ, ’রমাদানুল মুবারক‘ কিতাব থেকে।

সকলের প্রয়োজন রমাদানের একটি বই। এবং একটি কমপ্লিট গাইডবুক, যেখানে থাকবে রমাদান সংক্রান্ত প্রয়োজনীয় মাসায়েল এবং বিভিন্ন সম...
01/03/2025

সকলের প্রয়োজন রমাদানের একটি বই।
এবং একটি কমপ্লিট গাইডবুক, যেখানে থাকবে রমাদান সংক্রান্ত প্রয়োজনীয় মাসায়েল এবং বিভিন্ন সমস্যার সমাধান।
এই প্রয়োজনকে বিবেচনা করে আল আমান পাবলিকেশন্স নিয়ে এসেছে 'রমাদানুল মুবারক : ফাযায়েল, মাসায়েল ও প্রয়োজনীয় নির্দেশনা' নামের চমৎকার বইটি।
এই বই থেকে আপনি জানবেন—
✅ রমাদানের বিশেষত্ব ও ফযিলত
✅ রোযার মাসায়েল ও সুন্নতসমূহ
✅ তারাবিহ নামাযের মাসায়েল
✅ রমাদানে চিকিৎসা বিষয়ক আধুনিক মাসায়েল
✅ শবে বরাত, শবে কদর ও ইতিকাফের ফযিলত গুরুত্ব
✅ সদকাতুল ফিতর ও ঈদের দিনের সুন্নতসমূহ
রমাদান শুধু একটি ফযিলতপূর্ণ মাসই নয়, বরং এক সাধনা :
- নফসের তাড়না থেকে নিজেকে রক্ষা করার,
- গুনাহমুক্ত পবিত্র জীবন গড়ার,
- মহান রবের সন্তুষ্টিকে পুঁজি করে জীবন পাড়ি দেবার।
তাই রমাদানের অনুপম পাথেয় হিসেবে বইটি আজই সংগ্রহ করুন।

বই : রমাদানুল মুবারক : ফাযায়েল, মাসায়েল ও প্রয়োজনীয় নির্দেশনা
- মূল : শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি হাফিযাহুল্লাহ
- অনুবাদ ও সংযোজন : মুফতি খালেদ সাইফুল্লাহ
[মুহাদ্দিস ও বিভাগীয় প্রধান : ফাতাওয়া বিভাগ,
আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম,
এ-ব্লক, ব্যাংক কলোনী, সাভার, ঢাকা।]
- পৃষ্ঠাসংখ্যা : ১১২
- কোয়ালিটি : ৭০ গ্রাম অফসেট পেপার, হার্ডকভার বাইন্ডিং
- মুদ্রিত মূল্য : ২৪০ টাকা

অর্ডার করা যাবে আমাদের পেইজে,
রকমারি ডটকমে,
ওয়াফিলাইফ ডটকমে,
অথবা সরাসরি এই নাম্বারে : #01408837800

“রমাদান হলো তাকওয়া ও ক্ষমালাভের মৌসুম।”কিন্তু রমাদান থেকে সঠিকভাবে উপকৃত হতে, রহমত নাজাত ও মাগফিরাত হাসিল করতে এবং মহ...
28/02/2025

“রমাদান হলো তাকওয়া ও ক্ষমালাভের মৌসুম।”
কিন্তু রমাদান থেকে সঠিকভাবে উপকৃত হতে, রহমত নাজাত ও মাগফিরাত হাসিল করতে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জীবনকে এগিয়ে নিতে প্রয়োজন সঠিক পাথেয়; অর্থাৎ কিছু ভালো বই।

পাঠকের এই চাহিদাকে বিবেচনা করে *আল আমান পাবলিকেশন্স* নিয়ে এসেছে *“রমাদান স্পেশাল প্যাকেজ”*, যেখানে থাকছে পাঠকপ্রিয় তিনটি বই :

📚 ১. রমাদানুল মুবারক : ফাযায়েল, মাসায়েল ও প্রয়োজনীয় নির্দেশনা
- লেখক : শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি হাফিযাহুল্লাহ
- অনুবাদ ও সংযোজন : মুফতি খালেদ সাইফুল্লাহ
- পৃষ্ঠাসংখ্যা : ১১২
- কোয়ালিটি : ৭০ গ্রাম ক্রিম কালার অফসেট পেপার, হার্ডকভার বাইন্ডিং

“রমাদানুল মুবারক মুমিনের জীবনে এক অনুপম প্রেরণার নাম, দাবি-চাহিদা আর অনিঃশেষ প্রয়োজনে জর্জরিত জীবনে একটু প্রশান্তির অবসর, উদাসীনতাকে দূরে ঠেলে অলসতাকে জয় করে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ। রমাদানের পবিত্র দিনগুলোকে সুন্দরভাবে অতিবাহিত করতে এই বইটি একটি গাইডবুক হিসেবে কাজ করবে।”

📚 ২. সহিহ হাদিস ও আসারের আলোকে নামাযের মাসায়েল
- লেখক : মুফতি মুহাম্মদ রফিউদ্দীন হাফিযাহুল্লাহ
- পৃষ্ঠাসংখ্যা : ৩৮৪
- কোয়ালিটি : ৭০ গ্রাম ক্রিম কালার অফসেট পেপার, হার্ডকভার বাইন্ডিং

“সালাত হলো মুমিনের জন্য সবচেয়ে বড় ফরয ইবাদত। কিন্তু সালাত নিয়ে আমাদের সমাজে বর্তমানে শুরু হয়েছে অনিঃশেষ তর্কবিতর্ক। জনমানুষে তৈরি হচ্ছে নানা রকম জিজ্ঞাসা। পাঠককে সালাত বা নামাযের সঠিক পদ্ধতি সম্পর্কে অবগত করতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

📚 ৩. হজ ও উমরার মাসায়েল ও জরুরী দিক-নির্দেশনা
- লেখক: মুফতি মুহাম্মদ রফিউদ্দীন হাফিযাহুল্লাহ
- পৃষ্ঠাসংখ্যা : ২৭২
- কোয়ালিটি : ৬৫ গ্রাম ক্রিম কালার পেপার, পেপার ব্যাক বাইন্ডিং

“যারা রমাদানে উমরার সফরে যাবেন, এই বইটি তাদের জন্য অসামান্য পাথেয়। আর যারা এ বছর সফরে যাবেন না, এই বইটি তাদের জন্য অনুপম প্রেরণা। আল্লাহ তায়ালা সবাইকে কবুল করুন। আমিন।”

রমাদান উপলক্ষে এই পুরো প্যাকেজটি পাচ্ছেন মাত্র ৫০০ টাকায়!

📥 শর্টপিডিএফ লিংক :
- রমাদানুল মুবারক: (https://drive.google.com/file/d/1XUOkK91hnsVbqeiFzDas01HnBa9R0rHW/view?usp=drive_link)

- নামাযের মাসায়েল : (https://drive.google.com/file/d/14evNr_qC2Q8DSxif25_WK0NtAHb8vSZn/view?usp=drive_link)

- হজ ও উমরার মাসায়েল : (https://drive.google.com/file/d/1mpBOupbDc2ilM3Ie2LRNDBM4Pej07Q55/view?usp=drive_link)

ডেলিভারি চার্জ :
- ঢাকা সিটি এরিয়া : ৭০ টাকা
- ঢাকার বাহিরে জেলাশহর পর্যায়ে : ১০০ টাকা
- থানা/উপজেলা পর্যায়ে : ১২০ টাকা

রমাদান মাসে বেশি থেকে বেশি উপকৃত হতে বইগুলো নিজের সংগ্রহে রাখুন এবং প্রিয়জনদের উপহার দিন।

*অর্ডার করতে পেইজে ইনবক্স করুন।*

#রমাদান #রমাদান_বই ান_পাবলিকেশন্স #ইসলামিক_বই #রমাদান_স্পেশাল

“রমাদান হলো তাকওয়া ও ক্ষমালাভের মৌসুম।”কিন্তু রমাদান থেকে সঠিকভাবে উপকৃত হতে, রহমত, নাজাত ও মাগফিরাত হাসিল করতে এবং ম...
26/02/2025

“রমাদান হলো তাকওয়া ও ক্ষমালাভের মৌসুম।”
কিন্তু রমাদান থেকে সঠিকভাবে উপকৃত হতে, রহমত, নাজাত ও মাগফিরাত হাসিল করতে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জীবনকে এগিয়ে নিতে প্রয়োজন সঠিক পাথেয়; অর্থাৎ কিছু ভালো বই।

পাঠকের এই চাহিদাকে বিবেচনা করে *আল আমান পাবলিকেশন্স* নিয়ে এসেছে *“রমাদান স্পেশাল প্যাকেজ”*, যেখানে থাকছে পাঠকপ্রিয় তিনটি বই :

📚 ১. রমাদানুল মুবারক : ফাযায়েল, মাসায়েল ও প্রয়োজনীয় নির্দেশনা
- লেখক : শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি হাফিযাহুল্লাহ
- অনুবাদ ও সংযোজন : মুফতি খালেদ সাইফুল্লাহ
- পৃষ্ঠাসংখ্যা : ১১২
- কোয়ালিটি : ৭০ গ্রাম ক্রিম কালার অফসেট পেপার, হার্ডকভার বাইন্ডিং

“রমাদানুল মুবারক মুমিনের জীবনে এক অনুপম প্রেরণার নাম, দাবি-চাহিদা আর অনিঃশেষ প্রয়োজনে জর্জরিত জীবনে একটু প্রশান্তির অবসর, উদাসীনতাকে দূরে ঠেলে অলসতাকে জয় করে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ। রমাদানের পবিত্র দিনগুলোকে সুন্দরভাবে অতিবাহিত করতে এই বইটি একটি গাইডবুক হিসেবে কাজ করবে।”

📚 ২. সহিহ হাদিস ও আসারের আলোকে নামাযের মাসায়েল
- লেখক : মুফতি মুহাম্মদ রফিউদ্দীন হাফিযাহুল্লাহ
- পৃষ্ঠাসংখ্যা : ৩৮৪
- কোয়ালিটি : ৭০ গ্রাম ক্রিম কালার অফসেট পেপার, হার্ডকভার বাইন্ডিং

“সালাত হলো মুমিনের জন্য সবচেয়ে বড় ফরয ইবাদত। কিন্তু সালাত নিয়ে আমাদের সমাজে বর্তমানে শুরু হয়েছে অনিঃশেষ তর্কবিতর্ক। জনমানুষে তৈরি হচ্ছে নানা রকম জিজ্ঞাসা। পাঠককে সালাত বা নামাযের সঠিক পদ্ধতি সম্পর্কে অবগত করতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

📚 ৩. হজ ও উমরার মাসায়েল ও জরুরী দিক-নির্দেশনা
- লেখক: মুফতি মুহাম্মদ রফিউদ্দীন হাফিযাহুল্লাহ
- পৃষ্ঠাসংখ্যা : ২৭২
- কোয়ালিটি : ৬৫ গ্রাম ক্রিম কালার পেপার, পেপার ব্যাক বাইন্ডিং

“যারা রমাদানে উমরার সফরে যাবেন, এই বইটি তাদের জন্য অসামান্য পাথেয়। আর যারা এ বছর সফরে যাবেন না, এই বইটি তাদের জন্য অনুপম প্রেরণা। আল্লাহ তায়ালা সবাইকে কবুল করুন। আমিন।”

এই পুরো প্যাকেজটি পাচ্ছেন মাত্র ৫০০ টাকায়!

📥 শর্টপিডিএফ লিংক :
- রমাদানুল মুবারক: (https://drive.google.com/file/d/1XUOkK91hnsVbqeiFzDas01HnBa9R0rHW/view?usp=drive_link)

- নামাযের মাসায়েল : (https://drive.google.com/file/d/14evNr_qC2Q8DSxif25_WK0NtAHb8vSZn/view?usp=drive_link)

- হজ ও উমরার মাসায়েল : (https://drive.google.com/file/d/1mpBOupbDc2ilM3Ie2LRNDBM4Pej07Q55/view?usp=drive_link)

ডেলিভারি চার্জ :
- ঢাকা সিটি এরিয়া : ৭০ টাকা
- ঢাকার বাহিরে জেলাশহর পর্যায়ে : ১০০ টাকা
- থানা/উপজেলা পর্যায়ে : ১২০ টাকা

রমাদান মাসে বেশি থেকে বেশি উপকৃত হতে বইগুলো নিজের সংগ্রহে রাখুন এবং প্রিয়জনদের উপহার দিন।

*অর্ডার করতে পেইজে ইনবক্স করুন।*

#রমাদান #রমাদান_বই ান_পাবলিকেশন্স #ইসলামিক_বই #রমাদান_স্পেশাল

এসে গেছে বহু প্রতীক্ষিত বইটি। অনতিবিলম্বে শুরু হবে ডেলিভারি।
26/02/2025

এসে গেছে বহু প্রতীক্ষিত বইটি।
অনতিবিলম্বে শুরু হবে ডেলিভারি।

প্রতিটি মানুষের দরকার রমযানের একটি বই।কারণ রমাদানুল মুবারক মুমিনের জীবনে এক অনুপম প্রেরণার নাম, দাবি-চাহিদা আর অনিঃশেষ প...
20/02/2025

প্রতিটি মানুষের দরকার রমযানের একটি বই।

কারণ রমাদানুল মুবারক মুমিনের জীবনে এক অনুপম প্রেরণার নাম, দাবি-চাহিদা আর অনিঃশেষ প্রয়োজনে জর্জরিত জীবনে একটু প্রশান্তির অবসর, উদাসীনতাকে দূরে ঢেলে অলসতাকে জয় করে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ, বিনীত সিজদা আর কাতর ফরিয়াদে জান্নাতের স্বাদ অনুভব করার মাহফিল।

রমযান শুধু একটি ফযিলতপূর্ণ মাসই নয়, বরং এক সাধনা : নফসের তাড়না থেকে নিজেকে রক্ষা করার, গুনাহমুক্ত পবিত্র জীবন গড়ার, মহান রবের সন্তুষ্টিকে পুঁজি করে জীবন পাড়ি দেবার।

পবিত্র রমযানের দিনগুলো যেন থাকে ইবাদত ও নেক আমলে পূর্ণ এবং আমাদের আমলগুলো যেন হয় ত্রুটি ও বিচ্যুতি থেকে মুক্ত, সেই লক্ষ্যেই এই পুস্তিকার সূত্রপাত।

এই বইয়ে রমযানের গুরুত্ব ও ফাযায়েল এবং প্রয়োজনীয় মাসায়েল যেমন বর্ণনা করা হয়েছে, সেই সাথে তুলে ধরা হয়েছে শবে বরাত, শবে কদর, তারাবিহ, ইতিকাফ, সদকাতুল ফিতর, ঈদের দিনের সুন্নত ও করণীয় এবং গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা।

বইটি রমযান বিষয়ক একটি গাইডবুকের ভূমিকা পালন করবে বলে আমাদের আশা।

বই : রমাদানুল মুবারক : ফাযায়েল, মাসায়েল ও প্রয়োজনীয় নির্দেশনা
মূল : শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি হাফিযাহুল্লাহ
অনুবাদ ও সংযোজন : মুফতি খালেদ সাইফুল্লাহ
[মুহাদ্দিস ও বিভাগীয় প্রধান : ফাতাওয়া বিভাগ,
আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম,
এ-ব্লক, ব্যাংক কলোনী, সাভার, ঢাকা।]

পৃষ্ঠাসংখ্যা : ১১২
কোয়ালিটি : ৭০ গ্রাম অফসেট পেপার, হার্ডকভার বাইন্ডিং
মুদ্রিত মূল্য : ২৪০ টাকা
প্রি-অর্ডার মূল্য : ১০০ টাকা, অর্থাৎ ৫৮% ছাড়।
প্রি-অর্ডার চলবে ২০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

অর্ডার করা যাবে আমাদের পেইজে
অথবা সরাসরি এই নাম্বারে : 01408837800 (whatsapp)
কিংবা ওয়াফিলাইফ ডটকম-এ। লিংক : https://www.wafilife.com/ramadanul-muabarak/dp/1229455

শর্ট পিডিএফ লিংক : https://drive.google.com/file/d/1XUOkK91hnsVbqeiFzDas01HnBa9R0rHW/view?usp=drive_link

যে কারণে রমযান বিষয়ক বইটি সবার জন্য আবশ্যক।কারণ মাসায়েল জানা না থাকলে সুন্দরভাবে আমল করা যায় না, যেমন সঠিক নির্দেশনা না ...
19/02/2025

যে কারণে রমযান বিষয়ক বইটি সবার জন্য আবশ্যক।

কারণ মাসায়েল জানা না থাকলে সুন্দরভাবে আমল করা যায় না, যেমন সঠিক নির্দেশনা না থাকলে ঝামেলাহীন পথচলা যায় না; চূড়ান্ত লক্ষ্যও অর্জন করা সম্ভব হয় না।

পবিত্র রমযান থেকে পূর্ণরূপে উপকৃত হতে হলে, সঠিকভাবে রমাদানুল মুবারক ও লায়লাতুল কদরের মূল্যায়ন করতে হলে, সর্বোপরি মহান রবের সন্তুষ্টি এবং তাকওয়ার মহাসম্পদ অর্জন করতে হলে আমাদের রমযান সম্পর্কে জানতে হবে এবং এর ফাযায়েল-মাসায়েল সম্পর্কে অবগতি লাভ করতে হবে।

এর জন্য প্রতিটি মানুষের প্রয়োজন একটি সুন্দর পুস্তক, বরং একটি কমপ্লিট গাইডবুক; যেখানে রমযানের শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ের প্রয়োজনীয় নির্দেশনা এবং বিভিন্ন সমস্যার সমাধান থাকবে।

মুসলমানদের এই দ্বীনী প্রয়োজনের কথা বিবেচনা করেই সাজানো হয়েছে আলোচ্য বইটিকে। রোযার প্রয়োজনীয় মাসায়েল, রোযা ভঙ্গের কারণ, তারাবিহ সংক্রান্ত মাসায়েল, রোযা অবস্থায় চিকিৎসা-গ্রহণের পদ্ধতি—ইত্যাদি বিষয় যেমন এতে সহজ ও সাবলীল ভাষায় সন্নিবেশিত হয়েছে, সেই সাথে বর্ণনা করা হয়েছে শবে বরাত, শবে কদর, সদকাতুল ফিতর, ঈদের দিনের করণীয় এবং আমাদের সমাজে রমযানকে কেন্দ্র করে প্রচলিত বিদআত ইত্যাদি বিষয়ক প্রয়োজনীয় নির্দেশনা।

পাঠকের দ্বীনি চাহিদাপূরণে বইটি যথেষ্ট সহায়ক হবে—এমনটাই আমাদের ধারণা।

বই : রমাদানুল মুবারক : ফাযায়েল, মাসায়েল ও প্রয়োজনীয় নির্দেশনা
লেখক : শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি হাফিযাহুল্লাহ
অনুবাদ ও সংযোজন : মুফতি খালেদ সাইফুল্লাহ
মুহাদ্দিস ও বিভাগীয় প্রধান : ফাতাওয়া বিভাগ,
আল-জামিয়াতুল ইসলামীয়া মদিনাতুল উলুম,
এ-ব্লক, ব্যাংক কলোনী, সাভার, ঢাকা।

পৃষ্ঠাসংখ্যা : ১১২
কোয়ালিটি : ৭০ গ্রাম অফসেট পেপার, হার্ডকভার বাইন্ডিং
মূল্য : ১২০ টাকা
শর্টপিডিএফ লিংক : https://drive.google.com/file/d/1XUOkK91hnsVbqeiFzDas01HnBa9R0rHW/view?usp=drive_link

ঈমানের পর মুমিনের জন্য সবচেয়ে বড় ফরয ইবাদত হলো সালাত। ইসলামের পরিভাষায় সালাতের অর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয...
17/02/2025

ঈমানের পর মুমিনের জন্য সবচেয়ে বড় ফরয ইবাদত হলো সালাত। ইসলামের পরিভাষায় সালাতের অর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নির্ধারিত পদ্ধতিতে রুকু-সিজদার মাধ্যমে আল্লাহর যিকির ও দোয়া করা। কুরআনে কারীমে প্রায় ৮০ স্থানে সালাতের নির্দেশ এসেছে। কেয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম তার সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সালাত টিকলে তার অন্য সকল আমল টিকে যাবে। আর সালাতই যদি নষ্ট হয়, তবে সে নিরাশ ও ধ্বংসপ্রাপ্ত হবে।
সালাত এমন এক ইবাদত, যার কোনো বিকল্প নেই। মুমিন যেভাবে পারবে, সালাত আদায় করবে। সম্ভব হলে পূর্ণ নিয়মানুসারে; না হলে দাঁড়িয়ে, বসে, শুয়ে, দৌড়াতে দৌড়াতে, যানবাহনে আরোহণ করে, পোশাক পরে বা পোশাক ছাড়া—যেভাবে সম্ভব মুমিন তার প্রভুর দরবারে হাজিরা দেবে। কোনো সূরা-কেরাত বা দোয়া না জানা থাকলে শুধু আল্লাহু আকবার বলে বলে বা তাসবীহ-তাহলীলের মাধ্যমে নামায আদায় করতে হবে।
শরীয়তে যে আমলের গুরুত্ব যত, তার মাসায়েল ও পদ্ধতি শিক্ষা করার গুরুত্বও তত। নামাযের প্রতিটি রুকনে রয়েছে কিছু ফরয, ওয়াজিব ও সুন্নত; সঠিকভাবে নামায আদায়ের নিমিত্তে যে-সম্পর্কে জানা থাকা সবার জন্য আবশ্যক। কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমানে নামাযের মাসায়েল সম্পর্কে প্রতিনিয়ত অস্পষ্টতা তৈরি হচ্ছে যে, নামাযের প্রকৃত পদ্ধতি কী? কেমন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়েকেরাম রা.-এর নামায?! এবং সেই সাথে জন্ম নিচ্ছে অনিঃশেষ বিতর্ক এবং ভীষণ ধূম্রজাল, যা থেকে বের হওয়া এবং প্রশান্তচিত্তে নামায আদায় করা সাধারণ মানুষের জন্য দিন দিন প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।
সময়ের এই বিরাট প্রয়োজনের কথা চিন্তা করে মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর-এর সিনিয়র মুহাদ্দিস ও সম্মানিত নায়েবে মুহতামিম মুফতী মুহাম্মাদ রফীউদ্দীন সাহেব দামাত বারাকাতুহুম আলোচ্য ‘সহীহ হাদীস ও আছারের আলোকে নামাযের মাসায়েল’ নামক বইটি রচনা করেছেন। লেখক এতে নামাযের গুরুত্বপূর্ণ সকল মাসআলা সহীহ হাদীস ও আছারের আলোকে অত্যন্ত প্রামাণিকভাবে তুলে ধরেছেন, যা অধ্যয়ন দ্বারা সাধারণ মানুষ সঠিক পথের সন্ধান পাবে বলে আমার ধারণা। আল্লাহ তায়ালা লেখকের ইলম ও আমলে খুব বরকত দান করুন এবং তার এই প্রচেষ্টাকে কবুল করুন।

সহীহ হাদীস ও আসারের আলোকে নামাযের মাসায়েল
লেখক : মুফতী মুহাম্মদ রফীউদ্দীন হাফিযাহুল্লাহ
ভাইস প্রিন্সিপাল ও মুহাদ্দিস : মাদরাসা বাইতুল উলূম,
ঢালকানগর, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪।
খতীব : বড়ভাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, ডেমরা, ঢাকা।
মুআল্লিম প্রশিক্ষক : কওমী মাদরাসা শিক্ষাবোর্ড, বাংলাদেশ।

প্রকাশনা : আল আমান পাবলিকেশন্স
কওমী মার্কেট, তৃতীয় তলা, দোকান নং-১৪,
৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০।
পৃষ্ঠাসংখ্যা : ৩৮৪
কোয়ালিটি : ৭0 গ্রাম ক্রিম কালার অফসেট পেপার, হার্ডকভার বাইন্ডিং
মূল্য : ৩০০ টাকা
রমযান উপলক্ষে : ২৭০ টাকা, অর্থাৎ ১০% ছাড়
শর্টপিডিএফ লিংক : https://drive.google.com/file/d/14evNr_qC2Q8DSxif25_WK0NtAHb8vSZn/view?usp=drive_link

Address

65/1 Pyaridas Road, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:30 - 20:30
Tuesday 09:30 - 20:30
Wednesday 09:30 - 20:30
Thursday 09:30 - 20:30
Saturday 09:30 - 20:30
Sunday 09:30 - 20:30

Telephone

+8801408837800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Aman Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Aman Publications:

Share

Category