16/06/2025
🎬🔥 বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার নতুন ইতিহাস লিখলো তাণ্ডব!
আজকে শেষমেশ হলে গিয়ে দেখলাম তাণ্ডব। টিকিটের এত চাহিদা — ৩ দিন আগেই অনলাইনে কেটে রাখতে হয়েছিল! যদিও কাল থেকেই অনলাইনে পাইরেটেড কপি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই সিনেমা হলে বসেই দেখার মতো।
শাকিব খান (Shakib Khan) তাঁর ক্যারিয়ারের সেরা অভিনয়টা করেছেন এই সিনেমায় — একটা দিকও কম ছিল না।
শাকিব আসলেই বাংলা সিনেমার Megastar 💯
রায়হান রাফী ( Rafi) এখন পর্যন্ত বাংলাদেশের সেরা কমার্শিয়াল ফিল্ম ডিরেক্টর — এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই।
ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো।
সাবিলা’র (Sabila Nur)স্ক্রিনটাইম কম হলেও, ডেবিউ হিসেবে একদম পারফেক্ট।
গানগুলো গল্পের সঙ্গে দারুণভাবে মিশে গেছে।
ব্যক্তিগতভাবে Hasan এর গান আমার খুব পছন্দ— আর এই সিনেমাতেও ওর কাজ একেবারে জোসস ছিল।
সিয়াম () এর ক্যামিওটাও ছিল চমকে দেওয়ার মতো!
আর আফরান নিশো’র (Afran Nisho) ক্যামিও দেখে স্পষ্ট — TANDOB 2 তে সে আসছে! আর পরের পার্টে আরও বড় কিছু আসছে।
আর একটা কথা, জয়া আহসান ( Ahsan) কে ছোট বেলা দেখছি। উনার কি বয়স বাড়ে না?
সব মিলিয়ে — তাণ্ডব একটা মাস্ট ওয়াচ মুভি!
এটাই এখন পর্যন্ত বাংলাদেশের বেস্ট কমার্শিয়াল সিনেমা — with no doubt! 🇧🇩❤️