17/09/2025
যারা ভাবছেন ফেসবুকে ভিডিও, ছবি টেক্সট পোস্ট করে টাকা কামাবেন তারা এখনো ভুলের ঘরে আছেন! ফেসবুকিং বাদ দিয়ে নিজের যে কর্ম আছে সেগুলোতে ব্যস্ত হন, ব্যস্ত সময় পার করেন তাহলে কর্মের দিক দিয়ে উন্নতি করতে পারবেন ।বর্তমানে সবাই একটা নোংরা প্রতিযোগিতায় নেমেছেন ফেসবুক থেকে ইনকাম করব! কিন্তু আদৌ কি তা সম্ভব?
না সম্ভব না। হাতেগোনা দুই একটা বড় বড় আইডি ছাড়া কেউ ইনকাম করতে পারে না। এই ইনকামের ধান্দায় পড়ে আপনি দেখেন আপনি কতো বেশি নির্লজ্জ হয়েছেন। যেই আপনি ফেসবুকে সপ্তাহে একটা ছবি আপলোড করতেন না, একটা টেক্সট করতেন না অথবা একটা ভিডিও আপলোড করতেন না সে আপনি ঘন ঘন ভিডিও ছবি আপলোড করছেন। যার কারণে আপনার চোখ থেকে চোখ লজ্জা সরে গেছে। আপনি ঠিকমতো পরিবারকে সময় দিতে পারছেন না, ঠিকমতো নিজের কাজে মন দিতে পারছেন না, ঠিকমতো এবাদত করতে পারছেন না। সঠিকভাবে ঘুমাতে পারছেন না যার কারণে দিনে দিনে আপনি মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছেন। ওই যে আপনার মাথায় একটা জিনিস ঢুকে আছে ফেসবুক থেকে ইনকাম করবেন যার কারণে দিনে দিনে আপনি বেহায়া হয়ে যাচ্ছেন ।কিন্তু আপনার আর আমার সাথে এগুলা যায় না, আমাদের যেটা কর্ম সেটা নিয়ে ব্যস্ত থাকা উচিত। বিশ্বের উন্নত দেশগুলোতে ফেসবুকিং একটি টাইম ওয়েস্ট মাত্র। তারা নিজের কাজে ব্যস্ত যার কারণে তারা দক্ষ কর্মী হয়ে ওঠে। বড় বড় ব্যবসায়ী হয়ে উঠে। বড় বড় উদ্ভাবক, বড় বড় বিজ্ঞানী হয়ে ওঠে। আর আপনার আমাদের মূল্যবান সময় গুলো বর্তমানে ফেসবুকে নষ্ট করছি এগুলা বাদ দিয়ে নিজের কর্মকে মূল্যায়ন করুন নিজের ধর্মকে মূল্যায়ন করুন পরিবারকে সময় দিন ইনশাল্লাহ সব দিক থেকে ভালো থাকবেন দুনিয়ার জীবনে এগিয়ে যাবেন।
ইন শা আল্লাহ্...❤️